নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলি, কিছু কথা!

মুনিরেভ সুপ্রকাশ

খুঁজে ফিরি অর্থপূর্ণ জীবন!

মুনিরেভ সুপ্রকাশ › বিস্তারিত পোস্টঃ

রাতকানাদের চাঁদ দেখা কমিটির দায়িত্ব দিলে কী বা আর আশা করা যায়?!!!

০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৪

ছোট বেলায় কেউ একজন আমাকে হঠাৎ করে হরিণ-এর ইংরেজি জানতে চেয়েছিল, দুই তিনদিন ভেবেও আমি শব্দটা মনে করতে পারিনি! শহীদ মিনার এলাকায় ঘুরাঘুরির এক পর্যায়ে ডিবি পুলিশের আকস্মিক জেরায় পড়ে বলতে ভুলেই গিয়েছিলাম যে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র!!

সুন্দরী প্রতিযোগিতার প্রতিযোগীর H2O কী তাৎক্ষণিকভাবে বলতে না পারাটা এরকম কিছু কিন্তু হতেই পরে। যে প্রতিযেগিতাটা নিয়েই প্রশ্ন আছে, সেই প্রতিযোগিতার প্রশ্নের একটা উত্তর নিয়ে এমন হা-হুতাশ কিন্তু বেশ বেমানান। বুঝলাম উত্তর দাতার জ্ঞানের বহর খুবই সীমিত, কিন্তু প্রশ্নকারী বিচারকরা কতটা জ্ঞানের জাহাজ?

পুরুষ বিচারক ধর্মীয় চেতনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই অনুষ্ঠানে আগে একবার প্রায় ধর্মীয় এক প্রশ্ন করেছিলেন! আর এবার প্রশ্ন করলেন H2O কী? ধানমন্ডির একটি রেস্টুরেন্ট-এই উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্ন হতে পারতো, এক অর্থে তুমি ঠিক বলেছ, কিন্তু H2O একটি সংকেত, এই সংকেত দিয়ে কী বোঝানো হয়, আমি আসলে সেটা জানতে চেয়েছিলাম। আমার ধারণা মেয়েটি উত্তর দিতে পারতো।

আরেক বিচারক, ইংলিশের বিরাট ইঞ্জিন! ভাব নিয়ে বললেন, গুড ইভেনিং, সরি এখন তো রাত হয়ে গেছে, তাই গুড নাইট!!!! সন্ধায় বা রাতে কাউকে স্বাগত জানাতে বা সম্ভাষণ জানাতে ইংরেজিতে গুড ইভেনিং বলা হয়, তো সেটা যত রাতই হোক, কাউকে সন্ধ্যায় বা রাতে বিদায় জানাতে বলতে হয় গুড নাইট। অথচ ইংরেজি ভাষার বিরাট কবিরাজ খুব স্মার্টভাবে ভুলটা করে গেলেন!
এই হলো আমাদের বিচারক! একেই বলে রাতকানার দলকে চাঁদ দেখা কমিটির দায়িত্ব দেওয়া!!
(রাত ১২ টার পর সম্ভাষণ জানাতে গুড মর্নিং বলার রেওয়াজ আছে ইংরেজিতে)

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২

মেহেদী হাসান হাসিব বলেছেন: H2O নিয়ে বেশ সমালোচনা হচ্ছে।

২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যাক্, এই ঘটনার জন্য আপনার লেখার টপিকটা অন্তত পাওয়া হেল...:P


পোস্টে সহমত।

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মোবাইলে টাইপ করছি।


ভুল হলে লেখকরা নিজ দায়িত্বে পড়ে নেবেন...:P

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

স্বপ্নডানা১২৩ বলেছেন: +++

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: নিজেদের জ্ঞানের জাহাজ মনে করে তারা। লেখকের সাথে সহমত।

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৮

রাজীব নুর বলেছেন:
নারীদের মেধার মূল্যায়নের জন্য প্রতিযোগিতার দরকার আছে, কিন্তু 'সৌন্দর্য` সবসময়েই আপেক্ষিক...

যেমন প্রশ্নকর্তা
তেমন উত্তরদাতা।

এই সব সুন্দরী প্রতিযোগিতার খুব একটা দরকার আছে বলে, আমার মনে হয় না। আমাদের দেশের এই সব প্রতিযোগিতা অন্য মেয়েদের জন্য অপমান জনক।

উন্নত বিশ্বে সুন্দরী প্রতিযোগীতাকে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিবেচনা করা হয় না। ব্যক্তিত্ব, বুদ্ধিমতা, শিক্ষা এবং সঠিক আচরনবোধের সমন্বয় হচ্ছে সৌন্দর্য। শুধুমাত্র শারিরীক দিক বিবেচনায় সৌন্দর্য খুবই প্রাচীন একটি ব্যাপার। আমাদের দেশের আয়োজকরা এই ব্যাপারটি বুঝতে অক্ষম।

এমনও হতে পারে- যে মেয়েগুলোকে সেখানে পাঠানো হচ্ছে বা যে মেয়েটিকে পাঠানো হচ্ছে সে না বুঝেই একটা বড় বিপদে পা দিলো। বাকিরা সবাই স্রোতের তোড়ে হারিয়ে যাবে। কেউ কেউ আরো বেশি ক্ষতিগ্রস্থ হবে, কিন্তু সেটা বুঝার মত কেউ নেই। দিন শেষে দোষ হবে মিডিয়ার।

আসলে, সিস্টেমের প্যাঁচে পড়ে গেছে জাতি। আমারও প্রশ্ন ওই মেয়েগুলো কিভাবে সেরা ১০ জনের মধ্যে আসলো? বিচারক সাহেবরা আগে কই ছিল? দোষ কাদের? H₂O বলার পর যদি কারো কোন রেস্টুরেন্ট এর নাম মনে আসে তাকে কানে ধরে উঠ-বস করানো উচিৎ।
ইহারাই GPA-5 জেনারেশন!
ইহারাই প্রশ্নপত্র ফাঁস জেনারেশন।

৭| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

কাওসার চৌধুরী বলেছেন:



সহমত আপনার সাথে। বিচারকদের যোগ্যতা নিয়ে আমিও সন্দিহান। +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.