নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহা-প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস,

নাহিদ২৯

দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখ...।

নাহিদ২৯ › বিস্তারিত পোস্টঃ

যেভাবে করবেন নিজের ড্রাইভিং লাইসেন্স

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৩

ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পদ্ধতি-



ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্বশর্ত হল শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স থাকা।

শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরম লাইসেন্সিং অথরিটি (সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ) এর অফিসে পাওয়া যাবে। এছাড়াও বিআরটিএ’ র ওয়েবসাইট http://www.brta.gov.bd হতে ডাউনলোড করা যাবে। শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্যে চার (০৪) পাতার মূল আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নিম্নোক্ত কাগজপত্র সহ সংশ্লিষ্ট লাইসেন্সিং অথরিটির নিকট দাখিল করতে হবে।



বয়সের প্রমাণপত্র (Proof of Age)- স্কুল সার্টিফিকেট/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্র্রের সত্যায়িত অনুলিপি ( আবেদনের তারিখে প্রার্থীর বয়স পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে কমপক্ষে ২০ বছর এবং অপেশাদার লাইসেন্সের ক্ষেত্রে কমপক্ষে ১৮ বছর হতে হবে)।

জাতীয়তা প্রমানপত্র (proof of Citizenship)- জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এর সত্যায়িত অনুলিপি।

ঠিকানার যাচাইপত্র (proof of Residence)- জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ পানি/ গ্যাস/ বিদ্যুৎ/ টেলিফোন বিল এর সত্যায়িত অনুলিপি।



রেজিস্টার্ড ডাক্তার কর্তৃক আবেদনকারীর ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ফরমে মেডিকেল সার্টিফিকেট– মেডিকেল সার্টিফিকেটের নির্ধারিত ফরম সহকারী পরিচালক (ইঞ্জিঃ) বিআরটিএ’র অফিস অথবা বিআরটিএ’র ওয়েবসাইট http://www.brta.gov.bd হতে ডাউনলোড করা যাবে)।



০৩ (তিন) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি। চ। নির্ধারিত ফিঃ ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/- টাকা ও ০২(দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা বিআরটিএর নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।

আবেদনপত্র, ফি জমা রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্র লাইসেন্সিং অথরিটি বরাবর দাখিলের পর প্রার্থীকে বিআরটিএ’র সংশ্লিষ্ট অফিস হতে তিন মাসের জন্য শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। এই লাইসেন্সে দক্ষতা যাচাই পরীক্ষার স্থান, তারিখ ও সময় উল্লেখ থাকে।



স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সঃ

প্রার্থীকে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্সে উল্লেখিত তারিখ ও সময়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পর কৃতকার্য হলে মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় কৃতকার্য হলে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।



কৃতকার্য প্রার্থীকে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য নির্ধারিত ফরমে (ফরম সহকারী পরিচালক (ইঞ্জিঃ) এর অফিস বা বিআরটিএ’র ওয়েবসাইট হতে ডাউনলোড করা যাবে)



নিম্নোক্ত কাগজপত্রসহ সংশ্লিষ্ট লাইসেন্সিং অথরিটির নিকট আবেদন করতে হবে।

(ক) শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স (যেখানে পরীক্ষা পাশের রের্কড রয়েছে)।

(খ) জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ জন্ম নিবন্ধন সনদ এর সত্যায়িত অনুলিপি।

(গ) ০৩ তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

(ঘ) নির্ধারিত ফিঃ (পেশাদার-১৪৩৮/- টাকা ও অপেশাদার-২৩০০/- টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে জমাদানের রশিদ।

(ঙ) পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে প্রার্থীর স্থায়ী ঠিকানার পুলিশ তদন্ত প্রতিবেদন।



উপরোক্ত কাগজপত্র ও প্রযোজ্য ফি সহ সংশ্লিষ্ট লাইসেন্সিং অথরিটি বরাবর আবেদন দাখিলের পর আবেদনকারীর বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করে প্রাপ্তিস্বীকার রশিদ প্রদান করা হয়। প্রাপ্তিস্বীকার রশিদ/এসএমএস এ নির্ধারিত তারিখে স্মার্ট কার্ড লাইসেন্স বিতরণ করা হয়।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩১

চায়নাবুড়া১৮ বলেছেন: ভাই আমার লাইসেন্স ডেলিভারি ডেট ওভার হয়ে গেছে আজ ২৫ দিন কোন মেসেজ আসে নাই আমার মোবাইলে, অনলাইনে কিভাবে চেক করবো আমার লাইসেন্স কি অবস্থায় আছে ? ভাই যদি এক্তু বলতে পারেন, অনেক উপকার হয় ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫০

এপোলো বলেছেন: লেখা পড়ে মনে হচ্ছে, নিয়মটা বাংলাদেশের জন্যই বানানো। এই নিয়মের প্রয়োগ কি আদৌ হয়, সেব্যপারে কিছু জানতে চাইছিলাম।

এই লেখা পড়ে আমার আফসোসটা অনেক বেড়ে গেছে। আগে ভাবতাম, হয়ত ৫ হাজার টাকা অফিসিয়াল খরচ বলে ৮ হাজারের নিচে কন্ট্রাকটে আসছে না। আজকে জানলাম ২৩০০ টাকার জন্য আমাকে ৮ হাজার খরচ করতে হবে।

আফসোসটা বাড়িয়ে দিলেন, ভাইসাহেব।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১০

নাহিদ২৯ বলেছেন: ভাই আফসোস বাড়িয়ে লাভ কি? সব সম্ভবের দেশ বাংলাদেশ।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২

অপূর্ণ রায়হান বলেছেন: কিছু বাড়তি খরচ না করে এতো সহজেই হবে ? B:-)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

নাহিদ২৯ বলেছেন: সবকিছু ঠিক থাক থাকলে এমনি তে হবার কথা। try করতে পারেন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৬

মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: অপূর্ন বলেছেন: কিছু বাড়তি খরচ না করে এতো সহজেই হবে ?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

নাহিদ২৯ বলেছেন: সবকিছু ঠিক থাক থাকলে এমনি তে হবার কথা। try করতে পারেন।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: প্রিয়তে রেখে দিলাম -- কাজে লাগবে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

নাহিদ২৯ বলেছেন: ধন্যবাদ আপু




৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:২০

শাহী মিলন বলেছেন: প্রিয়তে রেখে দিলাম -- কাজে লাগবে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

নাহিদ২৯ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন: এত্ত সোজা?? তাইলে আমি বিনা লাইসেন্সে গাড়ি চালাই কেন?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৪

নাহিদ২৯ বলেছেন: সবকিছু ঠিক থাক থাকলে লাইসেন্স পাবার কথা । try করতে পারেন।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১০

নোয়াখাইল্ল্যা বলেছেন: ভালো লাগলো.।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৬

নাহিদ২৯ বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯

এফ আই দীপু বলেছেন: etto kaj!!!!

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৯

এফ আই দীপু বলেছেন: etto kaj!!!!

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩০

জুপিটার মুহাইমিন বলেছেন: ধুর এইটা কিছু হইল.. আমার বয়স ১৭..। আর ওয়েট করবার পারুম না

১২| ১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৯

শরীফ-উল-আলম বলেছেন: আমি সব টেষ্টে পাশ করেছি। এখন কতদিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.