নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িক সম্প্রীতির অসাধারণ নমুনা আমার এ দেশ

২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

মাসিমার ঋণ হয়তোবা কোনদিন শোধ করা যাবে না। কারণ স্নেহের মূল্য নির্ধারণ করা অসম্ভব। আজ এক বছর পর যশোরের মাসিমা এলেন নিজের ছেলেদের বাসায়। আমাদের নিচ তলায় যারা থাকেন...দুই ছেলে দুই বউ...আমার স্পষ্ট মনে পড়ে আমাদের ব্যাচেলর বাসায় মৃদু খুনসুটি চলেই গত বছর দুপুর বেলা ভাত কেউ বেশি খেয়েফেলেছিল বিধায় কিছুটা শোরগোল চলছে...ঠিক তখন সিঁড়িতে দাঁড়িয়ে মাসিমা তা শুনেছিলেন...অমনি নিচে গিয়ে নিজেদের ভাতের পুরো পাতিলটা নিয়ে এলেন...বললেন নাও বাবা এই দুপুর বেলা যতটুকু লাগে এখান থেকে নাও...আমরা অবাক কিছুটা নির্বাকও...যদিও যার প্রয়োজন ছিল তার খাওয়া অল্পেই শেষ হয়েছিল...তাই মাসিমার ভাতটুকু আর লাগলো না...তবে স্নেহের ঋণটুকু আর শোধ হলনা..আজ কিছুটা উপকারের সুযোগ এল, ঊনি এলেন সুই-সুতা কোথায় পাওয়া যায় তার সন্ধান চাইতে, তাও পারলাম না...কারণ ওটা দীর্ঘদিন ঢাকায় থেকেও জানা হয়নি..আমাদের পাশের ফ্লাটে থাকা সাবেক ভাবীর ফোন নম্বর ধরিয়ে দিলাম তাতেই উনি খুশি...আজ মনে পড়লো স্কুল জীবনে আমার পাশের বাসার পিসিরা বরাবরই আমার চুল আঁচড়ে দিতেন যদিও তাদের প্রচেষ্টায় কোনদিন আমার কেঁকড়ানো চুলগুলো সোজা হয়নি তবুও ওটা ঋণ...মনে পড়ে এক হিন্দু দাদু আমাকে নিয়মিত জনকণ্ঠের শিক্ষা সাগর পাতাটা দিত ওটাও ঋণ...পূজার সময় একসাথে মজাদার নাড়ু খাওয়াতো যে বন্ধুরা তাওতো ঋণ...বাংলাদেশে এই হল সাম্প্রদায়িক সম্প্রীতি...আমার এলাকার এক ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধানের বাড়ি হিন্দু পাড়ার মাঝেই...এই বাংলাদেশটাতে কোন সাম্প্রদায়িক অসম্প্রীতি নেই...আছে ভালবাসার বন্ধন...আমরা সকালে ঝগড়া করিতো রাতে গলাগলি করি..আসলে আমরা আমরাইতো...যারা ধোয়া তুলে তারা ভণ্ড...আমি আমার মা ও কাকীদের (প্রতিবেশী) কোনদিন ভিন্ন চোখে দেখিনি...দেখতে শিখিনি...
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের আমরা সবাই আপন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

গুরুর শিষ্য বলেছেন: মজার বিষয় #হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের আমরা সবাই আপন।# এ লাইনটা আমি আমার লেখায় পরে সংযোজন করি কারণ এক বৌদ্ধ বড় ভাই...আমার ফেসবুকে পোস্টটা দেখে ইঙ্গিতে বললো...আমার সঙ্গে কি অসম্প্রীতি আছে...তাই তাৎক্ষণিক এডিট করে লিখে দেই...তিনিও খুশি হন :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.