নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশে বড়রা বুড়ো হলে বাঁদর হয়...

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৫



বরাবরই রাত করে ফেরার অভ্যেস। রাত সাড়ে ১২টার দিকে বাসা ফিরছিলাম। বের হলাম...মগ বাজার মোড়ে আসতেই চিৎকার শুনে এগিয়ে গেলাম দেখি পূবালী ব্যাংক মগবাজার শাখার ভবনের ৪ তলা থেকে অবিরাম ধোঁয়া বের হচ্ছে...ফায়ার সার্ভিসে ফোন দিয়ে ঠিকানা বললাম ওরা বললো আমরা আসছি...যাহোক ইতিমধ্যে এক মুরুব্বী সেই বিল্ডিংয়ের নিচে এসে অতিরিক্ত চিল্লাফাল্লা শুরু করলেন...উপস্থিত আমাদের বললেন থানায় ফোন দিতে...আমি বললাম- ফায়ার সার্ভিসে জানিয়েছি ওরা আসছে...এই বলে আমি গলা সারতে শুরু করলাম...গলাটা ভালই কাজ দিল...বেশকিছু লোকজন বিল্ডিংটা থেকে বের হতে লাগলো...নির্ঘাত অগ্নিকাণ্ডের ভয়াবহতা হলে যারা ঘুমন্ত অবস্থাতেই...চাচার আর তর সয়না...তার চিল্লাফাল্লায় পাশের এক বড় ভাই প্রথমে বিদ্যুৎ অফিসে পরে আবার ফায়ার সার্ভিসে ফোন দিল...চাচা রেগেমেগে দেখলাম...একটা সিএনজি নিয়ে রমনা থানার কথা বলে থানায় গেল...আমি আবারো ফায়ারসার্ভিসে ফোন দিলাম...এবার বাধ্য হয়ে ধমকের সুরেই কথা বললাম...ওনারা ভদ্রভাবেই বললো...তেজগাঁও থেকে আমাদের একটা ইউনিট যাচ্ছে...যথারীতি একটু পরেই এল..এবং অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এল...বিদ্যুৎকর্মীরাও এসে সংযোগ বিচ্ছিন্ন করলো...আসলে আমি হিসেব করছিলাম ওদের ন্যুনতম সময় কারণ তারাতো আর অতিমানব নয়...রেডি হয়ে আসতে সময়তো লা্গবেই...সব শেষ হলো বাসায় ফেরার সময় আর চাচাকে দেখলাম না...মনে হয় উনি রমনা থানায় গিয়ে শোকে ফিট হয়ে গেছে..আসলে এসব ফাল্তু অথচ জনহিতকর সেন্টিমেন্ট কতটুকু কাজে আসে...বৃদ্ধদের থেকে বোধহয় ধৈর্য আমাদেরই বেশি...গুরু ঠিকই বলেছ...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:১৪

ঢাকাবাসী বলেছেন: তার মানে আপনি পোলাপান!

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮

গুরুর শিষ্য বলেছেন: ...তবে বুড়ো না...

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৩

ফ্রস্ট বাইট বলেছেন: হুম.

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৮

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:২৪

ক্ষতিগ্রস্থ বলেছেন: শিরোনামে বাঁদর না লিখলে ভাল হত না!

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩৯

গুরুর শিষ্য বলেছেন: গুরুর কথা আমার না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.