নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

সকাল বেলা মোবাইল চুরির কবলে...

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৭



কয়েকদিন আগে বাসার একজন বললো; ‘আমার সেট চুরি গেছে।’ কেউ বিশ্বাস করলো না- বেচারা নতুন বিয়ে করেছে তো! আরও একটা কারণ আছে তা হল- ভদ্রলোকের অ্যান্ড্রয়েড সেট চোর ছুঁয়েও দেখেনি! ওটা নিরাপদেই আছে আর নরমাল একটা সেট চুরি গেছে! তার সাথে মানিব্যাগও নেয়নি!

তাই সকলে মিলে তাকে বোঝানো হল- ও সেটখানা আপনি বাইরেই ফেলে এসেছেন! ঊনারো দ্বিধাদ্বন্দ্ব কাটেনি; বিয়ের পর কোনদিকে মন তা তিনিও ঠাওর করতে পারছিলেন না!

আজও সকাল বেলা; দুটো নরমাল সেট বাসা থেকে চুরি গেল! অ্যান্ড্রয়েড বা দামি মোবাইলগুলো রেখে চোর ওগুলোই নিয়ে গেছে! আজকে সে নববিবাহিত ব্যক্তি মহাখুশি তাকে আর অবিশ্বাসের কোন কারণ রইলো না! ব্যাচেলর বাসার ওই একপিস বিবাহিত পাবলিক...

তবে বাসার সবাই চোরের যোগ্যতা, বুদ্ধি, এমনকি শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললো- সকলের প্রশ্ন ‘শালার’ মাথায় কি কিছু নাই নাকি! এত্ত ভালো ভালো জিনিস রেখে ওইসব ফালতু জিনিস নিয়া গেছে! ঠিকমত আফসোসও করা যাচ্ছে না!

দুই একজন বললো- শালা অশিক্ষিত! জবাবেও শোনা গেল- শিক্ষিত হলে বাংলাদেশ ব্যাংকেই চাকরি করতো...
যাহোক; এখন থেকে সতর্কাবস্থা...বাসার উপরতলার কাজ চলছে...তাই অনেকের আনাগোনা...

[পুনশ্চ : আতঙ্কে আছি কারণ চোর আমার বিষয়টা খেয়াল করে নাই- আমারতো একটাও অ্যান্ড্রয়েড বা দামি ফোন নাই]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: :)

০৯ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭

গুরুর শিষ্য বলেছেন: ;)

২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৭

সুমন কর বলেছেন: B-)

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

গুরুর শিষ্য বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.