নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

শীতের রাত

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৩



শীতল রজনী উত্তপ্ত কম্বল
কি আছে আর এইতো সম্বল!
এভাবেই কত শীতের রাত
কেঁপে হয়েছি কুপোকাত!

কত রাত কাটিয়েছি
উহু আহা করে
গরমও ধরেছে ঘুমিয়েও পড়েছি
এপাশ-ওপাশ ফিরে।

তবু করুণাময়ের করুণা দৃষ্টি
পড়েনিকো অভাগার পরে!
এ রাতগুলো নয় অন্য রাতের মতন
হালকা ঘুমেই হয়ে পড়ি অচেতন।

রাতগুলো পার হয় না একটু হলেই কাঁত
খুব সহজে হয়না হজম রাতে খাওয়া ভাত
অসতর্ক হলেই বিপদ বাতাস মারে খোঁচা
সেই খোঁচাতে উহু আহা আল্লাহ মোরে বাঁচা।

(পুনশ্চঃ শীতের ছড়া লেখার চেষ্টায় আছি- ছন্দ-তাল মেলে না বেতাল বেসুরে হয়)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৫০

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ :D ভালই তো।

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৪

গুরুর শিষ্য বলেছেন: B-) মন্দ কিসে?

২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২১

আরণ্যক রাখাল বলেছেন: হে হে

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২২

গুরুর শিষ্য বলেছেন: উহু আহা ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.