নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

মানুষ হোক যেমন-তেমন ক্যারিয়ার হোক ভালো!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩



ছি! ছি! এমন জঘন্য কাজ কিভাবে করলো মেয়েটা! নিজের মা-বাবাকে হত্যা কি জঘন্য! এসব কথা বলার কোন অধিকার আদৌ আমাদের আছে কি? আমরা কি একটুও ভেবে দেখেছি এমন ছেলে-মেয়ে গড়ে ও বেড়ে ওঠার পেছনের অবদানটা আমাদেরই!

এই ঐশীই যদি হত্যাকাণ্ডের মতো বড় অপরাধে জড়িয়ে না পড়ে সব ঠিকঠাকভাবে করে যেতো। তার উগ্রতার মাত্রা যদি নেশা আর বন্ধুবান্ধবের মধ্যেই সীমিত থাকতো...

তা না হোক সে যদি এভাবেই পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এমনকি বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পর্যন্ত পেরিয়ে যেতো...তাহলে আর কি দেশ-সমাজ মানে গুষ্ঠিসুদ্ধ সফল!

এই সমাজে এমন অজস্র অমানুষ তৈরি হচ্ছে আর হবেই না কেন...মানুষ হোক যেমন-তেমন ক্যারিয়ার হোক ভালো!

রাজধানীর কোন এক স্কুলে বাচ্চা চান্স পায়নি বলে মায়ের কি কান্না! ছেলে বা মেয়েটি এ প্লাস পায়নি বলে গুষ্ঠিসুদ্ধ কান্না জুড়ে দেয়।

একজন মানব শিশুর মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি হচ্ছে কি না...সে খবর সমাজের কেউ রাখে না...তাই সমাজের অধঃপতন গিয়ে ঠেকছে তলানিতে...সর্বোচ্চ বীদ্যাপীঠে পড়ুয়াদের আচরণ যদি কেউ পর্যবেক্ষণ করে তাহলে আনায়াসেই টের পাওয়া যাবে কোন পথে হাঁটা ধরেছে সমাজ...

আদৌ কি সমাজে আমরা মানুষ তৈরি করছি...না অমানুষ বানানোর প্রক্রিয়ায় আমরাও অন্তর্ভুক্ত...

পরিবার এখন আর নৈতিকতার কোন পড়া পড়ায় না...একজন শিশুর সত্যবাদীতার চেয়েও তার ভালো রেজাল্ট বেশি দামী! শিশুর দিকে না হয় পরে যাওয়া যাবে ওই শ্রেণির একজাত বাবা-মা’ই তৈরি হচ্ছে...

সচেতন না হয়ে অনুকরণ প্রিয় হলে আরো অনেক বিপর্যয় দেখার প্রহর গুণতেই হবে...

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২৮

গেম চেঞ্জার বলেছেন: আপনার কনসার্নের যথেষ্ট উপযোগীতা রয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ ভাই...

২| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

মঞ্জু রানী সরকার বলেছেন: এ প্লাস পেতেই হবে না হলে বাবা মা এর স্ট্যাটাস থাকবে না

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৭

গুরুর শিষ্য বলেছেন: দিদি এসব থেকে আমাদের বেরিয়ে আসা উচিত...

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুর সমাধান একমাত্র ধর্মীয় অনুশাসন। সব ঠিক হয়ে যাবে...

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

গুরুর শিষ্য বলেছেন: কথাটা যৌক্তিক তবে ধর্মান্ধতা ঠিক না...মধ্যপন্থাই উত্তম

৪| ১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: রাজধানীর কোন এক স্কুলে বাচ্চা চান্স পায়নি বলে মায়ের কি কান্না! ছেলে বা মেয়েটি এ প্লাস পায়নি বলে গুষ্ঠিসুদ্ধ কান্না জুড়ে দেয়।

একজন মানব শিশুর মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি হচ্ছে কি না...সে খবর সমাজের কেউ রাখে না...তাই সমাজের অধঃপতন গিয়ে ঠেকছে তলানিতে...সর্বোচ্চ বীদ্যাপীঠে পড়ুয়াদের আচরণ যদি কেউ পর্যবেক্ষণ করে তাহলে আনায়াসেই টের পাওয়া যাবে কোন পথে হাঁটা ধরেছে সমাজ...


কথা বিলকুল ঠিক কইছেন। ধন্যবাদ

১৩ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৮

গুরুর শিষ্য বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.