নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

নিজের এ নেশায় নিজেই অতিষ্ট!

১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪



ছোটবেলা থেকেই পাঠ্যপুস্তকের বাইরের বইয়ের দিকেই ঝোঁক বেশি ছিল। এজন্যই বোধকরি একাডেমিক জীবন উন্নত হয়নি। পরীক্ষার পূর্ব রাত্রিরে কি করেছো? কেউ জিজ্ঞেস করলে এখন বলে দেব- ও রাত্রে চিঠি লিখেছিলাম জাতীয় দৈনিকে। যা পরে ছাপাও হয় বক্স করে। যদিও অলসতার দরুণ সংরক্ষণ করা হয়ে ওঠেনি!...ওসব বাদ!

নিজের একটা নেশায় নিজেই অতিষ্ট হয়ে পড়েছি- সেটা হলো কয়েকটা বই একসঙ্গে পড়া। এই মুহূর্তে হাতে তিনটা বই আছে
গড়ে তিনশ’ করে পৃষ্ঠার প্রতিটাই শেষ না করে আরেকটা পড়তে শুরু করেছিলাম। কী যে একটা বদ খাছলৎ!

শেষে নিজেকে নিয়ন্ত্রণে এনে দুটো বই শেষ করে আরেকটা হাতে নিয়েছি। যেগুলো শেষ করেছি সেগুলো হলো- বিবি গভর্নর ড. আতিউর রহমানের ‘রবীন্দ্রসাধক ওয়াহিদুল হক’ আর সন্ জীদা খাতুনের ‘সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে’...এগুলোর ফাঁকে আহমদ ছফা সমগ্রের কয়েকটা বই পড়েছি কিনা!

যাহোক এবার দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বগৌরবে ইকবাল বইটা পড়তে বসলাম- সমস্যা হলো সেদিন বিশ্বসাহিত্য কেন্দ্রে গিয়ে মানিক বন্দোপাধ্যায়ের ‘লেখকের কথা’সহ আরো দুটো বই নিয়ে এসেছি। এখন বই পড়তে নিজের সঙ্গে নিজের রীতিমত যুদ্ধ লেগে যায়...মাঝে মাঝে নিজের কাছ থেকে নিজেকে লুকিয়ে অন্য বইয়ে উঁকি মারি। স্বভাব সেতো বদলাবার নয়!! এর ফাঁকে আবার নিজে দু’চার লাইন লেখা!!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০২

সাদ্দাম হোসেন বলেছেন: খুব ভালো

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৪

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: ভাই আমার অবস্থা আরো খারাপ। রাস্তার পোস্টার থেকে ঠোঙা কোনোটাই বাদ দেইনা। পড়ার ব্যাপারে একদম ছাগলের দশা, ছাগলে কি না খায় আর আমি কি না পড়ি :) :D

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৪

গুরুর শিষ্য বলেছেন: লোকে বলে এসব নেশা মন্দ না আমি বলি এটা হচ্ছে আমাদের আজীবনের পাগলামি :)

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:৪৩

সুজন চন্দ্র পাল বলেছেন: আমি ব্লগ পড়া নিয়েই বেশি ব্যস্ত থাকি।

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫

গুরুর শিষ্য বলেছেন: ঈশ্বর আপনাকে বড় ব্লগার বানাক...

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

সুমন কর বলেছেন: ভালোই তো..

১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.