নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

মাটিতেই মিলন

২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১



পথের ধারে দাঁড়িয়ে মনের সীমানা ছাড়িয়ে
অপরূপ রূপবতী লাস্যময়ীর দিকে তাকিয়ে
বিমোহিত বিমুগ্ধ বন্ধু ভেবেছ কি বেশি কিছু?
তোমারও আগে পথে যেতে নিজেরই অজান্তে
অসংখ্য পুরুষকে মুগ্ধ করেছে সে হাবিবাহ।

কত তরুণ নিশির স্বপনে দিগম্বর হয়েছে
তার সনে মধুর বাসরের স্বপনে
ভাবের সাগরে কল্পনার নাও ভাসিয়ে
ঢেউয়ে আছড়ে পড়েছে কতবার
এরপর কঁকিয়ে উঠে বিছানার নিচে
বারবার নিজেকে করেছে আবিষ্কার।

তাকে দোষ দিওনা দোষ দাও বিধাতারে
খাঁটি মাটি দিয়ে তোমারই মতো নিখুঁত করে
যে বানিয়েছে তারে যতনে
তোমার হৃদয়ের সুতা ধরে টানেনি রমণী
টেনেছে বিধি নিজে- কামনা ঢেলে শরীরে।

একই টান আছে রমণীরও মনে
তারও হৃদয়ের গহীন কোণে
আছে তোমারই মতন বাসনা
মনে রেখ তুমি ভেবে দেখো তুমি
ঠায় দাঁড়িয়ে তুমি যে মাটিতে
সে মাটিতে সবই ফেলে মিলিত হবে দুজনে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

উন্মাদ হিপোক্রেট বলেছেন: বেশতো :P

২| ২২ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ!

৩| ২২ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: মোটামুটিরকম হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.