নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

বিবা‌হিত‌দের বিবাহব‌হির্ভূত \'প্রেম\'!

২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৭



বিষয়‌টি নি‌য়ে লেখাটা অনু‌চিত তারপরও যারা কলম যোদ্ধা তা‌দের সব বিষ‌য়েই কথা বলা উ‌চিত। আমার বাঙা‌লি প‌রিবার প্রথায় পচন ধর‌ছে আর আমি ক‌ল্পিত প্রিয়ার ব‌ঙ্কিম অবয়ব নি‌য়ে কাব্য রচনা কর‌বো এমনটা অনু‌চিত!

১) ‌বেশ কিছু‌দিন আগে এক বিবা‌হিত বড় ভাই‌য়ের ম‌তিভ্রম নি‌য়ে লি‌খে‌ছিলাম। এখন তার প‌রিবা‌রে চল‌ছে চরম বিপর্যয়। বউ-বাচ্চার থে‌কে বোধক‌রি সেই অবিবা‌হিতাই তার বড় অবলম্বন হ‌য়ে দাঁ‌ড়ি‌য়ে‌ছে!

তার স‌ঙ্গে সম্পর্ক ভাল এমন একজন বল‌লো, যে অশা‌ন্তি চল‌ছে তা‌তে তার বউও য‌দি মান‌সিক ভারসাম্য হা‌রি‌য়ে সন্তান হত্যা ক‌রে তাহ‌লেও অবাক হওয়ার মত কিছু থাক‌বে না! সাম্প্র‌তিক দুর্দশাগু‌লো দে‌খে তার না‌কি তাই ম‌নে হ‌চ্ছে।

‌বিষয়টা আমার চো‌খের সাম‌নে চল‌ছে আর আমিও তা‌তে নীরব দর্শক!

২) কিছু‌দিন আগে এক বি‌শিষ্টজন‌কে অল্পবয়সী তরুণী‌কে উত্ত্যক্ত করার প্রমাণ দেখেও নীরব থে‌কে‌ছি। মে‌য়ে‌টি‌কে ব‌লে‌ছি কড়া কথা ব‌লে‌ছেন বেশ। বে‌শি বাড়‌লে ব্যবস্থা নেই না হ‌লে মানু‌ষের পাপ গোপন করাই উত্তম।

আস‌লেই বিষয়‌টি থে‌মে গে‌ছে। ত‌বে আধু‌নিকা সেই মে‌য়ে‌টি‌ ব্য‌ক্তিত্ববান।

৩) ক‌য়েক‌দিন আগে এক সা‌বেক কোর্স‌মেট ছোট‌বোন (বিবা‌হিত) ফোন দি‌য়ে ইনবক্স চেক কর‌তে বল‌লো। দেখলাম কিছু অশ্লীল মে‌সেজ আর ছ‌বি!
আমার এক বিবা‌হিত মিউচুয়াল ফ্রেন্ড বউ বাচ্চা বাসায় না থাকায় তার কা‌ছে চান্স নি‌তে চে‌য়ে‌ছে।

‌মে‌য়ে‌টি‌কে বললাম; তা‌কে বল এরপর এমন কর‌লে আমা‌কে জানা‌বে।

যাক ওষু‌ধে কাজ হ‌য়ে‌ছে। ‌ছে‌লে‌টি এখনও জা‌নে না বিষয়টা আমি জা‌নি। ম‌নে হয় সে নি‌জে‌কে শুধ‌রে নি‌য়ে‌ছে।

এখা‌নেও স্বামী প্রবা‌সে থাকা সেই মে‌য়ে‌টির চা‌রি‌ত্রিক দৃঢ়তা দেখ‌তে পে‌য়ে‌ছি।

৪) একবার এমন ১টা কেস সলভ ক‌রে জানলাম; মে‌য়ের পূর্ব থেকেই কা‌জি‌নের সা‌থে পরকীয়া সেখা‌নে সে আরেকজ‌নের এ‌ন্ট্রি মানবে কেন?

এভা‌বেই কোথাও ল‌জ্জিত হ‌চ্ছি কোথাও বিব্রত হ‌চ্ছি। আমার ম‌নে হয় নৈ‌তিকতার চর্চা বাড়া‌নো উ‌চিৎ সর্বত্রই আর রাষ্ট্র‌কেও বিষয়‌টি নি‌য়ে ভাবা উ‌চিত। সমাজ যেন এতটা উচ্ছ‌ন্নে না যায় যে প‌রিবার‌কেও বিলুপ্ত হ‌তে হয়! বিপর্যয় রুখ‌তে আগেই কোন ব্যবস্থা নেয়া যায় কি না ভে‌বে দেখা উ‌চিত।

যা‌হোক ব্যা‌চেলর নি‌জের কথাই ব‌লি চান্স পে‌লে হয়তবা আমা‌র দ্বারাও কম কুকর্ম হত না!

সমা‌জের সবার উ‌চিত মে‌য়ে/‌ছে‌লে‌কে বেশি‌দিন ব্যা‌চেলর না রাখা। শিক্ষাজীব‌নেই পা‌রিবা‌রিকভা‌বে সবল হলে সামা‌জিক/রাষ্ট্রীয়ভা‌বে বি‌য়ের ব্যবস্থা করা উ‌চিত। ছে‌লে-‌মে‌য়ে সব শারী‌রিক কসরত সে‌রে ফে‌লে অথচ তা‌দের না‌কি বি‌য়ের বয়স হয় না!

আস‌লে ওসব ক‌রে আর 'উপযুক্ত' হ‌য়ে বি‌য়ে করার কার‌ণেও মন ও দেহ বহুগামী হয়। কেউ দ্বিমত কর‌লেও কর‌তে পা‌রে!

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৩

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

২| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০

মনসুর-উল-হাকিম বলেছেন: সুন্দর লিখেছেন, শুভেচ্ছান্তে ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গুরুর শিষ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮

নতুন বলেছেন: আগে বিয়ে দিলে অনেক সমস্যাই কমে যায় কিন্তু সমাজের বত`মানের যে অবস্তা তাতে ৩০শের নিচে ছেলেরা বিয়ে করতে কস্ট হয়।

সমাজের সবার ভবনার পরিবত`ন দরকার নতুবা এইরকমের সমস্যা বাড়তেেই থাকবে।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

গুরুর শিষ্য বলেছেন: সহমত...

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৬

গোধুলী রঙ বলেছেন: পোলা আগে বিয়া দিলে বাপের সংসারে না হয় একখান মুখই বাড়ে, তাতে কি ভাতের শর্ট পড়ে??

পোলা ছাত্র থাকাবস্থায় বিয়ে দিলে পোলার ক্যারিয়ার কি খতম হয়ে যাবে, আমার নানা অনার্স পড়তে পড়তেই বিয়ে করেছে তারপর মাস্টার্স, এম এড সব করেছে, যখন এম এড করে তখন তার দুই ছেলেমেয়ে। তাতে কি তার ক্যারিয়ার খতম হয়ে গেছে!! না, তিনি বহাল তবিয়তে ৪৫ বছর হাইস্কুলে শিক্ষকতা করেছেন। এরকম হাজারো উদাহরন সমাজে পাওয়া যাবে।

যাক, উপরের কথা গুলো হলো গাছের গোড়ায় পানি না দিয়া মগডালে পানি ঢালা কথা, আসল কথা হলো আমাদের নৈতিক চরিত্রের ভিত অনেক আগেই ঘুনে খেয়েছে। এখন আছে খালি উপরের ছাল, ভিতরের সব ঘুনে খেয়েছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

গুরুর শিষ্য বলেছেন: আসলেই এখন আছে খালি উপরের ছাল, ভিতরের সব ঘুনে খেয়েছে।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৮

কালনী নদী বলেছেন: যা‌হোক ব্যা‌চেলর নি‌জের কথাই ব‌লি চান্স পে‌লে হয়তবা আমা‌র দ্বারাও কম কুকর্ম হত না! সহমত ভাই।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লিখেছেন ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

গুরুর শিষ্য বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১১

nishachorr বলেছেন: দেশের জনসংখ্যার ৪৯% ই নাকি তরুণ সমাজ! ভাল কাজের সুযোগ আর মর্যাদা বা উৎসাহ না থাকলে খারাপ কাজে আগানোই স্বাভাবিক।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

গুরুর শিষ্য বলেছেন: সহমত

৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যদি ভালো না লাগে তাহলে আলাদা হয়ে সম্পর্ক করাই ভালো। কিন্তু দুই নৌকায় পা রাখতে গেলেই সমস্যা বাঁধে।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

গুরুর শিষ্য বলেছেন: ঠিক...

৯| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৪

রুদ্র জাহেদ বলেছেন: এসব সমস্যা বিবেচনায় না নিয়ে মানুষ গুজবের মতো করে লাফালাফি করে আর কেউ কেউ একটা পর্যায়ে পার্ভারটেড হয়ে যায়

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গুরুর শিষ্য বলেছেন: গুজবে লাফালাফি অনুচিত...

১০| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৩

কালনী নদী বলেছেন: আপনার লেখাটি আমাকে অনেক্ষন ভাবিয়েছে! এখনও এর রেস রয়েছে। এমন লেখা চলতে থাকুক।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গুরুর শিষ্য বলেছেন: কলযোদ্ধাদের কলমতো থামবে না ভাই...ধন্যবাদ...

১১| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

কল্লোল পথিক বলেছেন: ভাল লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

১২| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭

মোস্তফা সোহেল বলেছেন: বিয়ে তো আমাদের সমাজে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন বাকিসব সহজ...

১৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

১৪| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

ফয়সাল রকি বলেছেন: ব্যা‌চেলর নি‌জের কথাই ব‌লি চান্স পে‌লে হয়তবা আমা‌র দ্বারাও কম কুকর্ম হত না! B-)) B-))

সমা‌জের সবার উ‌চিত মে‌য়ে/‌ছে‌লে‌কে বেশি‌দিন ব্যা‌চেলর না রাখা।
সামাজিকভাবে আমরা মনে করি যে, ছেলে চাকরি করবে, তারপর বিয়ে করবে... নিজের টাকায় সংসার চালাবে... ইত্যাদি ইত্যাদি... কাজেই ছেলের চাকরি না হওয়া পর্যন্ত অপেক্ষা তো স্বাভাবিক একটা বিষয়।
তবে লেখাটা পড়ে একটা কথা মনে হলো, আপনার বয়স বেড়ে যাচ্ছে কিন্তু বিয়ে দেবার ব্যাপারে কেউ উদ্দ্যোগী না, তাই বাধ্য হয়ে এসব লিখতে হচ্ছে আর কি B-)

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

গুরুর শিষ্য বলেছেন: কথাও ঠিক...

১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯

আরজু পনি বলেছেন:

আমার বরের যেসব আচরণ আমি মানতে পারবো না
বা
আমার স্ত্রীর যেসব আচরণ আমি মানতে পারবো না বা মেনে নিব না
তেমন আচরণ নিজে করা মানেই হলো নিজের সাথেই নিজে প্রতারণা করা।

আসলে আমাদের অসীম প্রত্যাশার কাছে জায়া পতির সুখ অসুখে পরিণত হয়ে মন হয়ে উঠছে বহুগামী।

আর সুযোগ সন্ধানী তৃতীয় পক্ষও সুযোগ নিতে ছাড়েনা।

পারিবারিক উন্নত এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, মূল্যবোধ, সচেতনতার প্রয়োজন অনেক বেশি।

ভালো একটা বিষয় নিয়ে লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২

গুরুর শিষ্য বলেছেন: আপনার মন্তব্যটাও হৃদয়গ্রাহী...

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

হাফিজ বিন শামসী বলেছেন:
এ ধরণের সামাজিক অবক্ষয় রোধ করতে ধর্মীয় চর্চার বিকল্প নেই। আমরা ধর্মের ধেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। যার কারণে এ সব সামাজিক রোগ মাথা চাড়া দিয়ে উঠছে।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

গুরুর শিষ্য বলেছেন: ধর্মচর্চাকারীরাও কম বিপাক সৃষ্টি করছেন না। মোহরানা কি কেউ কয়েকটা আয়াত মুখস্ত করিয়ে নেয়াকে নির্ধারণ করছে? তারাও কম জটিল করছে না..।

১৭| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২

আফ্রোদিতে বলেছেন: সাবলীল।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

অলওয়েজ ড্রিম বলেছেন: বিয়ের উপযুক্ত বয়স হলে বিয়ে দিয়ে দেওয়া আসলেই ভাল। তাতে যদি ছেলে-বৌয়ের দায়িত্ব কয়েক বছর নিজেদের ঘাড়ে চাপে তাও অকল্যাণকর নয়।

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

গুরুর শিষ্য বলেছেন: এটাই উচিত অথচ আমরা বুঝি না...

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

কালনী নদী বলেছেন: আরজু পনি বলেছেন:

আমার বরের যেসব আচরণ আমি মানতে পারবো না
বা
আমার স্ত্রীর যেসব আচরণ আমি মানতে পারবো না বা মেনে নিব না
তেমন আচরণ নিজে করা মানেই হলো নিজের সাথেই নিজে প্রতারণা করা।

ষ্টার কমেন্ট হয়েছে বোন!

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

গুরুর শিষ্য বলেছেন: বোন পাইলেন কই?

২০| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

হাফিজ বিন শামসী বলেছেন:

লেখক বলেছেন: ধর্মচর্চাকারীরাও কম বিপাক সৃষ্টি করছেন না। মোহরানা কি কেউ কয়েকটা আয়াত মুখস্ত করিয়ে নেয়াকে নির্ধারণ করছে? তারাও কম জটিল করছে না..।


আমাদের মাঝে কেউ যদি ধর্মীয় চর্চা করতে গিয়ে বিপাক সৃষ্টি করে সে জন্য তো ধর্ম দায়ী নয়।সে জন্য আমরা দায়ী। আর সেই জন্য কি ধর্ম থেকে আমরা মুখ ফিরিয়ে নেব?
চিনির মধ্যে পিঁপড়া ঢোকে তাই বলে কি আমরা মিষ্টি খাওয়া বন্ধ করে দিব?

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

গুরুর শিষ্য বলেছেন: সহমত...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.