নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে মন খুইয়ে ভুল করেছি...

০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৩৩



ফেসবুকের ছবিতে কি লাবণ্যময়ীই না মনে হয়েছিল...খোলা চুল...মিষ্টি হাসি...(বাকিটা নাইবা বললাম)...সর্বোপরি মায়াবতী মনে হচ্ছিল...তাই দিলাম হাতটা বাড়িয়ে...তার ভূমিকা ধরি মাছ নাই ছুঁই পানির মত...

সামনে কিছুটা এগুনোর সুযোগ পেলাম...ইনবক্সে ফোন নম্বরটা পেয়ে তড়িৎ ফোন...তার মৃদু মিসকলে শিহরিত হয় মন...কণ্ঠস্বরে সে কি মিষ্টতা!

পরে একদিন সামনে এলো সে মায়বিনী...আমার সামনে দিয়ে আমারই মুখের দিকে না তাকিয়ে প্রথম যে মেয়েটি হেঁটে গেল তাকে কিছুটা চেনা মনে হল...কিন্তু না! ভাবলাম, এ তো হতেই পারে না...

এরপর তার অভ্যাসসুলভ মিসকল পেলাম...একটু দূরে গিয়ে দেখলাম বাস্তবের রাজকন্যকে...অতিরিক্ত ফাস্টফুড খাওয়া শরীর আমার চেয়ে তিনগুণ মোটা...সবকিছুর বর্ণনা দিলে সেন্সর বোর্ডে তা আটকে যেতে পারে...

ফেসবুকের ছবি দেখে যে মেয়েকে বুকে জড়ানোর জন্য আকুপাকু করেছিলাম, আমার তিনমাসের ভাবনায় যাকে মনে হত অতিমানবী...সেই অতিমানবীর বাস্তব রূপ দেখে মনে হল সে আমাকে প্রতারিত করেছে!

সাথে সাথে মনের প্রতিক্রিয়া, নিজে ধান্দাবাজি করে এতগুলো সময় নষ্ট করেছো আর তাকে বলছো প্রতারক...প্রতারকতো তুমি!

মন যাহা বলিল সত্য বলিল। মনকে বললাম, বুকে আগুন জ্বলছে বন্ধু, ফেসবুকে মন খুইয়ে ভুল করেছি...

শরীর মহাশয়কে ইশারা দিতেই পা দুটো নড়ে উঠলো! দিলাম দৌড় বেশ কিছু দূর গিয়ে দেখি...সে ফোন টিপছে আর কি যেন কিনে খাওয়া শুরু করেছে!!! আর ব্যাগ থেকে আয়না বের করে চেহারা দেখছে...!!!

[বি.দ্র : একটি সচেতনতামূলক পোস্ট]

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৪২

দ্বীপের সন্তান বলেছেন: ভালো হয়েছে,,তবে এটা উচিৎ না। কাউকে মাঝ পথে ছেড়ে দেওয়া।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

গুরুর শিষ্য বলেছেন: [বি.দ্র : একটি সচেতনতামূলক পোস্ট] ...আপনার সঙ্গে একমত তবে বর্তমানের ভুলগুলো তুলে ধরছি...

২| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৪৩

হাফিজ বিন শামসী বলেছেন: দৌড় দিয়ে বেঁচে গেছেন।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

গুরুর শিষ্য বলেছেন: দে দৌড় দেবে সে বেঁচেই যাবে...

৩| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৫২

সিলা বলেছেন: এটা সত্য বললেন নাকি গল্প জানিনা তবে আমার ২জন পরিচিতের সাথে এমন ঘটনা ঘটেছে।
একজন তো পালিয়ে জাবার প্লান করে ঘরথেকে বেরহয়ে গিয়ে জখন দেখল মেয়ে নাকি অনেক কালো সে তখনি আবার এক ছুটে ঘরে এসে পরেছে। পরে মেয়েকে ফ্রেন্ড লিস্ট থেকেই বের করে দিয়েছে। জানিনা আসলে এসব কতটুকু ঠিক কোন্টা ঠিক আর কোনটা বেঠিক।
তবে এখেত্রে মনেহয় ২জনি ২জনকে ধোকা দিয়েছে সুতরাং এমন্টা হবেই সাভাবিক।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৩৯

গুরুর শিষ্য বলেছেন: পোস্টটি দিয়েছি মূলত অতি আবেগে যারা ভুল করে তাদেরকে সচেতন করার জন্য...আপনার অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ...

৪| ০১ লা জুন, ২০১৬ সকাল ১১:৫৯

নীল_প্রজাপতি বলেছেন: Click This Link

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৪০

গুরুর শিষ্য বলেছেন: আমিতো ভালোবাসার বিরুদ্ধে বলিনি...বি.দ্র: টা দেখেন...

৫| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বি.দ্র : একটি সচেতনতামূলক পোস্ট =p~ =p~ =p~

আপনি কি অমিতাভের ঐ গানটা শোনেন নি-
যিসকা বিবি মোটি উসকা ভি বড়া কাম হ্যায়
বিস্তরমে লেঠাদো-গদ্দিকা ক্যায়া কাম হ্যায় ;)

এতবড় চিন্তা করার আগে আরো অনেক বেশী ভাবা চন্তি ত্যা যাচা্ই বাছাই করেই পা দেয়া উচিত। মাঝপথে দুজনেরই কষ্ট হয়!

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৪১

গুরুর শিষ্য বলেছেন: যথার্ত বলেছেন...

৬| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:২৬

সাহসী সন্তান বলেছেন: মোরাল অব দ্যা স্টোরিঃ- ভার্চুয়ালে পেরেম করা ভালু না! ;)

অবশ্যই জন সচেতনা মূলক পোস্টে পিলাচ খিলাইলাম!

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৪২

গুরুর শিষ্য বলেছেন: হুম ভার্চুয়াল প্রেমে সচেতনতা ও সতর্কতা প্রয়োজন...

৭| ০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাস ভাই আরেকটা মোরাল এড করে দেন-
ভার্চুয়াল প্রেম রিয়েলে টানাটানি না করে, ভার্চুয়ালই থাকাই ভাল-
সেই উত্তম সূচিত্রার মতো ইউনিক, ভেজিটেরিয়ান লভ ;) =p~

০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:৪২

গুরুর শিষ্য বলেছেন: মোরাল বি,দ্র:

৮| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: ...সবকিছুর বর্ণনা দিলে সেন্সর বোর্ডে তা আটকে যেতে পারে..."

আপ্নে তো মিয়া লোক ভালো না! শুধু শরীর, চেহারা অার মেদটাই দেখলেন? মনটা দেখলেন না (অবশ্য মন তো দেখা যায় না)?

০৩ রা জুন, ২০১৬ ভোর ৬:৪৩

গুরুর শিষ্য বলেছেন: শরীর না দেইখ্য পৃথিবীর কোন হালায় পিরিত করছে ভাই...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.