নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

সংযমের দিনগুলোতে প্রেম...!!!

১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩



পৃথিবীতে এই একটা জিনিস কোনো সময় থেমে থাকে না, তা হল প্রেম...আহা রমজানেও কি আসে যায় শরীরে হিজাব জড়িয়ে কিংবা দাড়ি রেখে শুকনো মুখে সে প্রেম চলে অবিরাম...

আর কিছুটা খুল্লাম-খুল্লাদের শরীরে লাগা উতাল হাওয়ার রেশ কিছুতেই থামে না ...দুজন দুজনকে ছুঁয়েছি তাতেই আছি বেশ...নিত্য হাতিরঝিলটা পার করতে হয় সোনারগাঁওয়ের পেছন দিয়ে...কতকিছু চোখে পড়ে দিনে আর রাতে...

এখন আর ছেলে-মেয়েরা ধৈর্য ধরে না...ধরে লাভ কি!!! এখন যা হাত পেতে পাওয়া যায় দুদিন পরে তার যদি হাতবদল ঘটে...তিনদিন পরে যদি অন্য কোথাও মালাবদল করে...তাই পথে-ঘাটে বনে বাদাড়ে যা মনে চায় তাই করে ফেলে তারা... ‘নো চান্স মিস, অ্যান্ড নট অনলি কিস...’

সবগুলোর ছবি তোলার সামর্থ কি আছে! চারটি চোখকে ফাঁকি দেয়া কি এতই সহজ...কতদিন পিটুনির আশঙ্কা ছিল! তবে একটা পশ্চাৎদৃশ্য একদিন মুঠোবন্দি করে ফেলেছিলাম!

প্রেম সবচেয়ে জমছে এখন রিকশায়...একজন বড় ভাই একদিন বলেই ফেললেন, পথে হাঁটতে গিয়ে দেখেন রিকশার মধ্যে সেমি শয্যাদৃশ্য!!! বেসামাল কন্যার দিকে তাকিয়ে দেখেন...তারই নিকটাত্মীয়া!!!

ভগিনীর লজ্জার সুযোগ না থাকলেও তিনি নাকি বেশ লজ্জা পেয়েছেন...নিজের চোখকে বিশ্বাস না করে একটু যাচাই করে দেখেছেন...ওই সময়ে তার বোনটির ক্লাস ছিল!!!

এই মুহূর্তে লেখা পড়ে পাঠক মনে ভাবনা জাগতে পারে...নিজের সুযোগ নেই বলে অন্যকে নিয়ে টানাটানি করছি...নিজের একটা (ওয়ান/কসসি=সেকসি)...জুটে গেলে আর এমনটা করতাম না...

কথা সত্য...বরাবরের মতই ‘সুযোগের অভাবেই চরিত্রবান’...

তবে বিশ্বাসী মন কোনো সময় এতকিছু করার উৎসাহ যোগায় নি...

তবুও মানুষ হিসেবে সবারই ভদ্রভাষায় ‘ফিজিক্যাল ডিমান্ড’ আছে...

সেটা পূরণেরও তো একটা সমাজস্বীকৃত পন্থা আছে না কি? আর মুসলিম পরিচয়টাতো কেবল খতনার সাথেই সম্পর্কিত না...

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: সুযোগের অভাবেই চরিত্রবান ।" কথা কিন্তু সত্য!

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

গুরুর শিষ্য বলেছেন: সত্য কথা অকপটে স্বীকারই শ্রেয়...

২| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

সাধারন জন বলেছেন: এদের কাছে "প্রেম আসে স্বর্গ থেকে", ইসলামে প্রেম হারাম এইটা ওদের এন্টেনায় ধরে নাহ, কারন আমরা ইসলামের সুবিধাবাদী অনুসারী অ্যান্ড আল্লার সুবিধাবাদী বান্দা, যে যার মত করে কোনটা ধরবো আর কোনটা ছাড়োবো ভাগ করে নিয়েছি।

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

গুরুর শিষ্য বলেছেন: আপনার সঙ্গে দ্বিমত নই...

৩| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:১৬

বিপরীত বাক বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: সুযোগের অভাবেই চরিত্রবান ।" কথা কিন্তু সত্য

সত্য সত্য তিন সত্য।

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

গুরুর শিষ্য বলেছেন: সত্য কথা অকপটে স্বীকারই শ্রেয়...

৪| ১৩ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৭

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেটা পূরণেরও তো একটা সমাজস্বীকৃত পন্থা আছে না কি? আর মুসলিম পরিচয়টাতো কেবল খতনার সাথেই সম্পর্কিত না...

বাহ, অসাধারণ লিখেছেন। ভালো লাগল।

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৫| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮

বিজন রয় বলেছেন: হা হা হা
যার যেমন পথ.............

১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

গুরুর শিষ্য বলেছেন: কিঞ্চিৎ লজ্জিত হইলাম বিজন বাবু...

৬| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিজন রয় বলেছেন: তবে ছবি দুটি পেলেন কোথায়?

২০ শে জুন, ২০১৬ সকাল ১১:৪৩

গুরুর শিষ্য বলেছেন: নিজের তোলা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.