নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

ধর্ষণ বেড়ে যাওয়া অনেক বড় উদ্বেগের কারণ...

৩১ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:০১

কিছুদিন আগে এ প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে ভারতে...তখন আমরা বলেছি, ‘ভারত ধর্ষণের দেশ’...কিন্তু ভেবেও দেখিনি রুচি বিকৃতির ভাইরাসে আমরাও সংক্রমিত হতে পারি...এখন তাই হয়েছে...বলা চলে বাংলাদেশের বর্তমান ধর্ষণের ধরনগুলোর প্রকৃতি জানলে গা শিউরে ওঠে...

প্রতিদিন ধর্ষণের খবর যেমন প্রকাশিত হচ্ছে ঠিক তেমনি ধর্ষণের ধরণ পশুত্বকেও ছাড়িয়ে যাচ্ছে উদ্বেগজনকভাবে...

আমাদের রুচিতে কতটা বিকৃতি এসেছে...কন্যাশিশুরাও এখন আর নিরাপদ নয়...ধর্ষক সাইফুলের কারণে ঢামেকে যে শিশুটি এখনো কাতরাচ্ছে তার বিবরণ পড়লে যে কোনো কোমল হৃদয় না কেঁদে থাকতে পারে না...ক্ষোভও জাগে প্রচণ্ড...

এখন সবার আগে প্রয়োজন ধর্ষকদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা...এটাই তাৎক্ষণিক করতে হবে...
আরেকটা কাজ হলো সমাজে যেন কোনো ধর্ষক তৈরি হতে না পারে সে ব্যবস্থা করা...

এ জন্য প্রয়োজন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা- একজন শিশু জন্মের পর থেকে শুরু করেই যেন তার সুন্দর সামাজিকীকরণ ঘটে...পরিবার থেকে সে যেন নৈতিকতার শিক্ষা পায়, শিক্ষা প্রতিষ্ঠান যেন তার মধ্যে আদর্শকে দৃঢ় করে, পরিবেশ-প্রতিবেশ যেন তাকে সৎ বানায়...এর জন্য পরিকল্পিত উপায়ে যা করা যায় সমাজের সুচিন্তক ও রাষ্ট্রযন্ত্র তাই করবে...

এখন দেশের একটা জেলার সাইফুলের কুকীর্তি যেমন আমাদের আতঙ্কিত করছে তেমনি যেন তা সব জেলায় ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা জরুরি...না হলে জেলা থেকে থানা, থানা থেকে ইউনিয়ন এরপর তৃণমূলেও এর সংক্রমণ ছড়াতে পারে...

বাংলাদেশের আগামী হোক সুন্দর, স্বাভাবিক ও কল্যাণময়...ভবিষ্যতের তনু, রিশা, খাদিজারা এ দেশে নিরাপদে বেড়ে উঠুক...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪২

বিরাট ভোদাই বলেছেন: চারপাশে ধর্ষনের প্ররোচনা আর ভাবছেন ধর্ষন করবেনা
সেটা কি সম্ভব ? কার শো হলে সেখানে গাড়ীর পাশে লোভনীয় ভংগিতে
নারীকে শো করা ফ্লাট মেলায় ,কাপড় মেলায়, বানিজ্য মেলায় কোথায় নেই প্ররোচনা ?
ব্যাংক মিডিয়া সবখানেই তো নারী একটি পণ্য কিংবা ভোগের বস্তু মানুষ না ৷ টিভি সংবাদে
পাঠিকার চেহেরাই যেন সংবাদ ৷
কোটিপতি প্রাইভেট সেক্রেটারি রাখার নামে ঝাঁপিয়ে পড়ছে শিক্ষক
পড়ানোর নামে রিকশাওয়ালা চকলেট দেয়ার নামে সন্ত্রাসী
অস্ত্র দেখিয়ে লালসা পূরণ করছে

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫১

গুরুর শিষ্য বলেছেন: কারণগুলো ঠিকই বলেছেন...তবে মননও তৈরি হচ্ছে না...

২| ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ৩:৩৪

রক্তিম দিগন্ত বলেছেন:
এতদিন ধর্ষণের জন্য নারীদের পোশাককে অজুহাত করা হয়েছে।

কিন্তু পাঁচ বছরের শিশু কীভাবে কাম ভাব জাগায়? নগ্ন হয়ে সামনে দাঁড়িয়ে থাকলেও তো কোন কাম ভাব আসবে না। এটা আসলে মানসিকতার চরম বিকৃতির প্রমাণ।

সেই সাথে এটাকে বিচারহীনতার কুফলও বলা যায়। একবার যদি যোগ্য বিচার হত - তাহলে কিন্তু ধর্ষণ অনেকটাই কমে যেত। কিন্তু বিচার না হওয়ায় ধর্ষণকারীরা প্রশ্রয়ই পাচ্ছে। জানে যে, এতে তার কিছুই হবে না - বরং অনলাইনে তাকে নিয়ে লিখে সবাই তাকে স্মরণ করবে। কিছু কিছু তো শুধু নিউজ হওয়ার জন্যই ধর্ষণের দিকে ঝুঁকে।

ধর্ষক সাইফুলের ধর্ষণের কারণ আসলে কী বলব?

এদেরকে বিনা বিচারে শাস্তি দেওয়া উচিৎ।

০৩ রা নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

গুরুর শিষ্য বলেছেন: বিচারহীনতাই এর জন্য দায়ী...দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.