নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

মুসলমান মধ্যমপন্থী হবে কখনোই চরমপন্থী নয়...

০৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৭

অজ্ঞদের নিয়ে আর এসব স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতেই চাইনি...কিন্তু বাড়াবাড়ি আজ চরম পর্যায়ে...এর পেছনে ইন্ধনদাতা কারা তাও স্পষ্ট নয়...দেশে বিরাজমান দুটি রাজনৈতিক ধারা একে অপরকে কলুষিত করতে পারলেই নিজেকে সফল ভাবে...তৃতীয় বা চতুর্থের ভূমিকায় কেউ আছে কি না তা ভাববার সময়ও তাদের নেই...

তবে একজন মুসলমান হিসেবে (যে কুরআন, হাদিস পড়ে নিজের বিশ্বাসকে সুদৃঢ় করেছে- কেবল জন্ম আর খাৎনা সূত্রে মুসলমান নয়) বলবো, মুসলিম তো সেই যার মুখ ও হাত দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে...

মুসলমানিত্ব পৈত্রিক উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না...যেমনটি পিতা চিকিৎসক হলে পুত্র যদি চিকিৎসা বিদ্যা না পাড়ে তাহলে সে চিকিৎসক হতে পারে না...তেমনি কুরআনও মুসলমানদের ধর্মগ্রন্থ নয়...এটা হুদাল্লিল নাস...মানবজাতির জন্য দিকনির্দেশনা...

লজ্জাজনক হলেও সত্য, বাঙালি মুসলমানেরা সম্মানের সঙ্গেই কুরআন অবমাননা করে...মানা না মানার বিষয় পরে...জীবনে একবারও পুরো কুরআনটা মাতৃভাষায় পড়ে দেখে না...তাতে কি বলা আছে তাও জানার চেষ্টা করে না...হাদিস গ্রন্থতো ছুঁয়েও দেখে না...নামাজ-রোজা শিখে সস্তা/চটি বই থেকে...

‘বিষাদ সিন্ধু’ মীর মোশাররফ হোসেনর কল্পকাহিনী তার সাথে ইসলামের ইতিহাস ঐতিহ্যের কোনো সম্পর্ক নাই...তা পড়ে আমরা যারা অশ্রুপাত করি তাদের জেনে রাখা দরকার উপন্যাসটিও সাম্প্রদায়িক বিদ্বেষের ভাব থেকেই তৈরি। (এজন্য পড়ুন; বাঙালি মুসলমানদের মন- আহমদ ছফা)...

ঘরে ঘরে ধর্ম অবমাননা চলে- সুদ, ঘুষ, মদ, জুয়া, যেনা, ব্যাভিচার সব চলে...সেখানে নিজের অস্তিত্ব আবিষ্কারের চেষ্টা নেই... তারা আবার একটা ঠুনকো বিষয় নিয়ে অন্যের উপাসনালয়ে হামলা চালায়...যার জন্য আদালতে একটা মামলা ঠুকে দিলেই আদালত অভিযুক্তকে শাস্তি দিত...মধ্যমপন্থার জায়গায় চরমপন্থা!

ক্ষমতাসীন দল যে, সেকুলারিজম কী, তা জানেও না এটাতো জানাই গেছে ওরিয়ানা ফাল্লাচির ‘ইন্টারভিউ উইথ হিস্ট্রি’ তে...তাই তারাতো ‘মালাউন’ বলে গালি দিতেই পারে...এ অস্বাভাবিক কিছু নয়...আইওয়াশের মন্ত্রণালয় হারানোও বোধহয় দেখবো সামনে...কিন্তু নাসিরনগর কতদূর?...কথিত ‘জঙ্গি’ ইস্যু হলে তো স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান, র‌্যাব প্রধান সবাই ছুটে যেতেন...এখানে গেলেন না কেন? ছায়েদুল হককে দিয়েই দাঙ্গার মত পরিস্থিতি মোকাবেলার চেষ্টা কি সরকারের যথাযথ পদক্ষেপ?

যে কুরআনের শুরু ইকরা (পড়) দিয়ে...আর তার অনুসারী দাবিদাররা যদি না পড়েই জীবন পার করে তাহলে তাদের নিয়ে কিছুই বলার নেই...জ্ঞান, মেধা, প্রজ্ঞা নেই বলেই আজকে বিশ্বব্যাপী মুসলমানদের একটা বড় অংশ গোঁড়ামিতে নিমজ্জিত...

কোনো সম্প্রদায়ে থেকে অসাম্প্রদায়িক হওয়াটা আসলেই কষ্টকর…মানিক বন্দোপাধ্যায়ের ময়না দ্বীপ আমরা বানাতে পারিনি পারবও না…

বিদ্বেষ নিপাত যাক, মানবতা টিকে থাক এ প্রত্যাশাই করছি…

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.