নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

শিশুদের গোপন বিষয়গুলো (সেক্স এডুকেশন) শেখাবে কে?

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩৮



কয়েক মাস আগে আমার ছোট ভাই সিহাব ঢাকায় এলো...ওকে নিয়ে এখানে-সেখানে ঘুরলাম...কেবলই সে ক্লাস সিক্সে পড়ে কিন্তু অনেক ম্যাচুরিটি এসে গেছে...খেয়াল করলাম ওর বগলের চুল বড় হয়েছে...জানতে চাইলাম এগুলো কাটো না কেন? ও বললো- এগুলো কাটতে হয় নাকি!!!

নতুন একটা ওয়ান টাইম রেজার দিলাম...দেখি বারান্দায় দাঁড়িয়ে কাটতে শুরু করলো! হাসতে হাসতে টেনে নিয়ে বাথরুমে দিলাম... বললাম, ওগুলো কাটতে হয় ৪০ দিন পেরুনেরা আগেই...আর নাভীর নিচেরগুলোও কাটতে হয়...

ও বললো- কেমন করে? বললাম- সতর্ক হয়ে কাটবে...আর বাকিটা তোমরা কাজ...

আমরা যারা সেক্স এডুকেশনের বুলি মারি তাদের বোঝা উচিত একজন মানুষের কোন বয়সে কতটুকু যৌনশিক্ষা প্রয়োজন...মানুষের শরীরবৃত্তিও বিষয়গুলোও ভালো করে বোঝা উচিত...

ধর্মগ্রন্থগুলোতেও সহজ, সরল ও সাবলীল ভাষায় এগুলো শেখানো আছে...সেখানে নারীদের বিষয়গুলো যেমন আছে তেমনি আছে পুরুষদের বিষয়গুলিও...অথচ আমরা সেন্সর করি...কৈশোরের প্রেম বিষয়ে লিখি...মনে হয়...সুশিক্ষায় চেয়ে কুশিক্ষাই বেশি প্রয়োজন...কোনটা রোগ আর কোনটা স্বাভাবিক এটাও তাদের বুঝতে দেয়া উচিত...

এগুলো যদি পরিবার থেকে জানানো না হয়...তাহলে এসব বিষয় তারা আগ্রহী হয়ে নানাজনের কাছে জানতে চাইবে তাদের নিজস্ব পরিমণ্ডলে...পড়বে খারাপ বন্ধুর পাল্লায়...ইন্টারনেটের যুগে ইউটিউবেও যাচ্ছেতাই সার্চ দিতে পারে...তারা পর্নোগ্রাফি থেকে শুরু করে অনৈতিক সব দিকে ঝুঁকতে পারে...

তাই পরিবারের বড়রাই এসব বিষয় সুন্দর করে শেখাক...যে বয়সে যতটুকু বোঝানো যায়...যে বিষয়টি পরিবার সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবে...সে বিষয়টি জানতেই হয়তবা গোপনে তাকে অনেক মন্দরাস্তা অবলম্বন করতে হতে পারে...

কিছুদিন আগে একটা কিশোরীকন্যার বাবার সঙ্গে গিয়ে সেনেটারি ন্যাপকিন কেনার বিজ্ঞান বেশ লেগেছে...

শিশু বয়স থেকেই এ শিক্ষাটা সবচেয়ে জরুরি...তাই সে শিক্ষাটা যেন যথাস্থান থেকে মেলে সেটাও আমাদের নিশ্চিত করতে হবে...

ছবি : সংগৃহীত

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৪

অগ্নিবেশ বলেছেন: গজানোর আগেই কাটার শিক্ষা দিচ্ছেন? কেটে কি হবে?

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

গুরুর শিষ্য বলেছেন: গজানোর আগেই আবার কই শিক্ষা দিলাম...নিচে না আসতেই কী বগলে লোম এসেছে???

২| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫

সঞ্জয় নিপু বলেছেন: স হ ম ত ।

ধন্যবাদ।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৩| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:২৮

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আমিও একই মত পোষন করছি। ভালো

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৪| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫১

হাতুড়ে লেখক বলেছেন: ধর্মের কোন চ্যাপ্টারে এগুলো উল্লেখ করা আছে ভাই? জানলে কৃতার্থ হই।

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

গুরুর শিষ্য বলেছেন: নিচে একজন জবাব দিয়েছেন...তবে আমি বলছি- কুরআন, হাদিসেও আছে...আর ফিকাহর কিতাবগুলোতে বিস্তারিত পাবেন...উপস্থাপনা শালীন ও শিক্ষার জন্যই...বইয়ের পৃষ্ঠা উল্টে দেখেন...যদি না পান জানান পৃষ্ঠা নম্বর উল্লেখ করে রেফারেন্স দেব...

৫| ০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩১

টারজান০০০০৭ বলেছেন: @হাতুড়ে লেখক ! মক্তবের প্রথম ক্লাসেই প্রথম বইতেই শেখানো আছে। ফরজ ও ওয়াজিবের মধ্যে। আরেকটু উপরের ক্লাসে হাদিসে এবং তার ব্যাখ্যায় যৌনতার প্রয়োজনীয় জ্ঞান পুরোপুরিই দেওয়া আছে। তবে চটি সাহিত্য বানানো হয় নাই।
যাহারা যৌনতার জ্ঞান চটিসাহিত্য বা সফ্ট পর্ন থেকে আহরণ করিয়াছেন তাহাদের অবশ্য এই তথ্য ভালো লাগিবে না !

০৯ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

গুরুর শিষ্য বলেছেন: ঠিকই বলেছেন- শালীন বর্ণনা যা মানব জীবন পরিচালনার জন্য...ওগুলো কোনো চটি সাহিত্য না...

৬| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: সেক্স এজুকেশন আসলঘই খুব দরকার

০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৫২

গুরুর শিষ্য বলেছেন: সুন্দর জীবন তথা সুন্দর চরিত্রের জন্য বেশি দরকার...

৭| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৫

ইউনিয়ন বলেছেন: :-B আমাদের বয়:সন্ধিকালে আমরা মারাত্মক অভিজ্ঞতার মধ্যে দিয়ে পার করছি। কিন্তু বর্তমানে অবাধ তথ্য প্রযুক্তির সুবিধা হাতে নাগাল পাওয়ার কারণে ছোট ছোট ছেলে মেয়েগুলি ওরাল সেক্স এর মত খারাপ জিনিষের সাথে পরিচয় হচ্ছে।

এ থেকে প পরিত্রাণ পেতে হ লে ছেলে/মেয়ে পরিবারের রক্ত সম্পর্কিত যার সাথে ভাল বোঝাপড়া আছে সে কিছু কিছু আইডিয়া দিয়ে ভীতি দূর করতে পারে।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১১

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...ঠিকই বলেছেন...

৮| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯

ধ্রুবক আলো বলেছেন: ভালো কথা বলেছেন।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৯| ১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪০

খায়রুল আহসান বলেছেন: পরিবার থেকেই শেখানো উচিত। বড় ভাই বোন, যেমন আপনি শিখিয়েছেন, নয়তো মা বাবা।

১৬ ই মার্চ, ২০১৭ রাত ৮:১২

গুরুর শিষ্য বলেছেন: পারিবারিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.