নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন অতি সাধারণ মানুষ...একটু লিখতে ভালোবাসি...এই যা...ব্লগে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক...তবে সা হো স এটাই আমার পুরো নামের সংক্ষেপ। \n\nসবার ব্লগিং হোক সুন্দর ও আনন্দময়।

গুরুর শিষ্য

একজন অতি সাধারণ মানুষ

গুরুর শিষ্য › বিস্তারিত পোস্টঃ

সারাদেশে ‘অপারেশন ধর্ষক হান্ট’ নামের একটা অভিযান চালানো হোক...

১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬



বনানীর ধর্ষণকাণ্ড অনেক অপ্রকাশিত ঘটনার মধ্যে একটির প্রকাশ...এরকম অভিজাত হোটেল ও কুকর্মের ফ্ল্যাট তথা বাসাগুলো চিহ্নিত করা হোক...মেসে মেসে কী ঘটছে সবই আমরা জানি...কোন পার্কে খোলামেলা দৃশ্য কত পরিমাণ দেখা যাবে তা সকলেরই জানা...এই দিবস সেই দিবস উৎসব আর উচ্ছৃঙ্খলাতায় কোনো বাধাই দিচ্ছে না পরিবারও...

ধর্ষকদের শাস্তি হোক ধর্ষিতার আর্তনাদ থামুক...আমাদের বাচালতাও কমুক...‘অতি ডান’ আর ‘অতি বামে’রা অতিকথক বৈ আর কিছু না...

আমরা বুকে হাত দিয়ে বলতো পারবো না- সমাজের নৈতিক অবক্ষয় ঘটেনি...বনানীর এক ধর্ষিতা একটি জাতীয় দৈনিককে বলেছেন, ‘ধর্ষকরা গুলশান হামলার জঙ্গিদের থেকেও খারাপ...’ তাই সোজা কথা এরকম ভিডিও কুকর্মের উৎসগুলো খুঁজতে দেশব্যাপী একটা অভিযান চালানো হোক...অনেক নারী এমন সম্ভ্রমহানির হাত থেকে রক্ষা পাবেন...আর অনেকে বিপথে যেতে পারবেন না...

তবে আজ যারা রাস্তায় বিচারের দাবিতে নেমেছেন তাদের অনেকেই তখন বাধা দিতে পারেন...কিন্তু সামাজিক অবক্ষয় রোধে এমন অভিযান এখন জরুরি হয়ে গেছে...পরকীয়ার স্তুপ, ছাত্র-ছাত্রীদের রোমান্স, লিভ টু গেদার কত কী ধরা পড়বে...অভিযান মাঠে-ঘাটেও বিস্তৃত করা হলে বুড়ো ধামেরাও ধরা পড়বে...প্রয়োজনে পৃথক ট্রাইব্যুনালে অপরাধীদের বিচার হবে...কিন্তু এর একটা সুন্দর প্রভাব পড়বেই...

দরিদ্র দেশের মানুষ আমরা, ক্যারিয়ার নির্ভরতা তাই বেশি...ক্যারেকটার উচ্ছন্নে যাচ্ছে...সেদিকে পরিবারেরও খেয়াল নেই...সুস্থ সংস্কৃতির বদলে পার্টি সংস্কৃতির আমদানি ঘটেছে...কথিত ভোগবাদী আদর্শের প্রভাবও প্রবল...কেক খায় না মাখে এ প্রশ্ন এখন অবান্তরই ঠেকে...

ভঙ্গুর সমাজটাকে নতুন করে সাজানো দরকার...তাহলেই তো আগামীর কোনো পরিবার প্রধান- ধর্ষণকে সমঝোতার সম্পর্ক হিসেবে দেখবেন না!!!

বিবাহের প্রতিশ্রুতি দিলেই শয্যায় যাওয়া যাবে কী না...তা আমরা জানি না...অভিভাবকরাও প্রাপ্তবয়স্কদের মতের তোয়াক্কা করে না...ভালোবাসা বিছানা পর্যন্ত গড়িয়েই যায় বাসরের অপেক্ষা রাখে না...এরপর নানা জটিলতা...বিয়ে হলেও না হলেও...

সরকারের কাছে আকুল আবেদন, দেশে ধর্ষণের জোয়ার চলছে...এটা থামান...বাঙালিরা সার্বিকভাবে অসৎপ্রবণ না...

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ রাত ৮:১৫

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: গত শনিবার সস্ত্রীক আফতাব নগরে হাটতে গিয়েছিলাম। গরমে দোকানে বসে কোল্ড কফি খাচ্ছি এমন সময় তিন জোড়া ছেলেমেয়ে এসে হাজির। দেখলেই বুঝা যায় স্টুডেন্ট। ভিতরে সোফার মতো আসন আছে সেখানে বসে শুরু করল ঢলাঢলি। খুজলে দেখা ছয়জনের চারজনই ভদ্র রক্ষণশীল ঘরের সন্তান। ভদ্র পরিবার থেকে এধরনের ছেলেমেয়ে বের হচ্ছে তাহলে এদের ঘর থেকে কিরকম প্রোডাক্ট বের হবে ভাবতেও ভয় লাগে।

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১০

গুরুর শিষ্য বলেছেন: আসলেই আতঙ্কের বিষয়...

২| ১১ ই মে, ২০১৭ রাত ৮:২৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারগুলো বিরোধী দলের পেছনে সময় নষ্ট না করে যদি অপরাধীদের পেছনে সময় দিত তাহলে এসব কমে যেত। বাংলাদেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হলো, বিচার না হওয়ার সংস্কৃতি...

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১১

গুরুর শিষ্য বলেছেন: হুম...

৩| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৩৬

নতুন বলেছেন: বাংলাদেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হলো, বিচার না হওয়ার সংস্কৃতি...

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১১

গুরুর শিষ্য বলেছেন: অনেকাংশে সত্য...

৪| ১১ ই মে, ২০১৭ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: আপনার সাথে সহমত পোষন করছি।

১৩ ই মে, ২০১৭ রাত ৮:১২

গুরুর শিষ্য বলেছেন: ধন্যবাদ...

৫| ১১ ই মে, ২০১৭ রাত ৯:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আর মাত্র ১০০টি সাইন দরকার - view this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.