নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

বাংলা দেশের সুন্দর বন থেকে রয়েল বেঙ্গল টাগার বিলুপ্তপ্রায়

২৯ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪১



এক সময় আমার নিজের মনের ভেতরেও একটি কথা বার বার জেগে ওঠতো যে রয়েল বেঙ্গল টাইগার আমাদের কোন উপকারেই আছে না তাহলে আমরা কেন তাকে বাঁচিয়ে রাখব ?
এমন মনে হত রয়েল বেঙ্গদের বাঁচিয়ে রাখা মানে আমাদের মানুষের নেহাত মৃত্যুর ফাঁদ ফেলে রাখা । এক দিন রয়েল বেঙ্গল
টাইগারের পুরো বিষয়টি আমার মনের জানালায় উমক্ত হয়ে গেল যে আসলে রয়েল বেঙ্গল টাইগার আমাদের পুরো সুন্দরবনটিকে বাঁচিয়ে রেখেছে তার আমাদের কেও ।
যেমন আপনি যদি আপনার বাসায় বেজি রাখেন তাহলে আপনার বাড়িতে সাপ প্রবেশ করার আগেই তাকে প্রথমত বেজির সাথে মহা যুদ্ধ করে তার পর যদি সে বেঁচে থাকে তাহলে হয়ত প্রবেশ করবে তবে এ লড়াইয়ে বেশি ক্ষেত্রেই সাপে হার বা মৃত্যু । তাহলে কি হলো বেজীর জন্য আপনি সাপের ছোবল থেকে রক্ষা
পেলেন ।
ঠিক সুন্দর বনে যদি রয়েল বেঙ্গল টাইগার নামের জাতীয় পশুটি না থাকত তাহলে সুন্দর বনের হরিণ থেকে শুরু করে গাছ ও গাছের কাঠ পযন্ত দেশের মহা মূলের সব সম্পদগুলো চলে যেত জলদশ্যুদের নয়ত কোন চোরাচালানিদের হাতে ।
আর রয়েল বেঙ্গল থাকায় আমদের দেশের এই সম্পদ গুলো এতদিন রক্ষা পেয়েছে । তবে এখন থেকে মনে হয় আর রক্ষা করা সম্ভব নয় ।
কারন বাংলাদেশে সুন্দরবনই রয়েল বেঙ্গল টাইগারের শেষ আশ্রয়স্থল ছিল । আর সেখান থেকে রয়েল বেঙ্গল টাইগার দিনে দিনে কমতে কমতে আজ প্রায় বিলুপ্তর পথে ।
আর এর বিলুপ্তর কারন হলো এই প্রাণী খুব সুন্দর এবং এর চামড়া খুব মূল্যবান । তাই চোরা শিকারিরা এই প্রাণী ধরে নিয়ে দেশের বাহিরে বিক্রি করছেন । তাই চোরা শিকারিদের কারণে এই প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে যচ্ছে । তাছাড়া বনাঞ্চল উজাড় হয়ে যাওয়ায় খাবারের অভাব এবং পরিবেশ বিপর্যয় এর কারণেও এই প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে । অতএব প্রয়োজন আবৈধ শিকার বন্ধ করা ও প্রাণীদের সুরক্ষা ও সংখ্যা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষন করা ।
তাই এ কাজে দেশের সকলকে এগীয়ে আসতে হবে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২১

মামুন ইসলাম বলেছেন: মন্তব্য গুলো না কাটলেও পারতেন ।

২| ১১ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

masud bhuyan বলেছেন: রয়েল বেঙ্গল টাগার বিলুপ্ত হলে তাতে কি আয়েযায় রয়েল বেঙ্গল কুত্তা থাকবে।

গর্বের সাথে বলি আমরা টাইগারের দল না হয় বলব.................


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.