নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

২৬শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

১৯৭১ সালের ২৬শে মার্চ বাংলাদেশে স্বাধীনতা ঘোষণার মধ্যো দিয়ে শুরু হয় সার্বভৌম বাংলাদেশ নামক একটি রাষ্ট্র রক্ষার বাঙ্গালীর মুক্তিরসংগ্রামের লড়াই ।পাকিস্তানী শাসক চক্রের বিরুদ্ধে বাঙ্গালী বীরদের সে সংগ্রামের ইতিহাস চির অক্ষয় হয়ে থাকবে ।এই পৃথিবীর বুকে এই একটি দেশ যে দেশের মানুষ দীর্ঘ নয়টি মাস লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে সহায় সম্পদ হারানোর মধ্যে দিয়ে বীর মুক্তিযুদ্ধারা এদেশে বিজয় এনেছিলেন ।করেছিলেন বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের নবতর অধ্যায়ের সূচনা ।
আজ সেই ২৬শে মার্চ যে দিনটির কথা মনে করলে প্রথমেই মনে পরে এদেশের অসংখ্য দেশপ্রেমিক সেই সব বীর মুক্তিযুদ্ধা ও শহীদদের
আত্মদানের কথা ।
১৯৭১ সালে মার্চ মাসের প্রতিটিদিন ছিল আমাদের বাঙ্গালীদের জাতীয় জীবনে সর্বাপেক্ষা সংকটময় দিন । সে দিবসে সর্ব প্রথম বাঙ্গালী বীর সংগ্রামী সৈনিকেরা নিজেদের শক্তি সম্পর্কে চেতনা ফিরে পেয়েছিলেন ।১৯৭১ সালের ২৫শে মার্চ সেই নারকীয় কালোরাত্রীর কথা বাঙ্গালীর জীবনে চির অমর হয়ে থাকবে ।ততকালীন পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে অতিক্রান্ত হতে বহু রক্তাক্ত নদী সাগর পারি দিতে হয়েছে বাঙ্গালী বীরদের । সর্ব শেষে বহু অগ্নি তপস্যার মধ্যো দিয়ে আমরা পেয়েছি এই স্বাধীনতার লাল সবুজের উজ্জল পতাকা ।
বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা অর্জন সারা বিশ্বের ইতিহাসে একটি উজ্জল আদর্শ ও
গৌরবোজ্জল ঐতিহ্য হয়ে থাকবে ।আর সে ঐতিহ্যসমূহ শুধু বাঙ্গালীদের নয় বিশ্বের প্রতিটি স্বাধীনতাকামী মানুষের জন্য এক অভিনব প্রেরণার উৎস হয়ে থাকবে ।
তবে আমাদের একটি কথা মনে রাখতে হবে আমাদের এ স্বাধীনতা কিন্ত সমাজের গুটি কয়েকজন মানুষের আরাম আয়েশের বিধান নয়।
আমাদের স্বাধীনতা দারিদ্রতা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে মানবাধিকার প্রতিষ্ঠার মহান আদর্শ ।
তাই লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত স্বাধীনতা যাতে কারো ব্যক্তিগত বা দলগত চোরাবালিতে পথ না হারায় সেই
প্রতিষ্ঠা গড়ার লক্ষ্যেই আমাদের এবারের স্বাধীনতা দিবস ।

তাই আসুন সকলে স্বাধীনতা দিবসে লক্ষ লক্ষ ক্লিষ্ট এবং আর্ত মানুষ এবং আমাদের জাতীয় পতাকে সমুন্নত রেখে জীবনে নতুন শপথ
গ্রহণ করি ।আমাদের সকল নতুনের স্বপ্ন যেন সম্ভবনাময় উজ্জল হয়ে উঠে ।আমরা সকলে যেন অতিতের সকল দুঃখ যন্ত্রনা বেদনা ভুলতে পারি । সকল রাজনৈতিক হিংসা প্রতিহিংসা সকল ঘাত প্রতিঘাত ভুলে যেন এ বছর স্বধীনতা দিবসে আমাদের সকলের জন্য একটি নতুন সুখে বিষয় বয়ে আনে সকলের প্রতি সেই কামনা থাকল ।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৯

মোস্তফা সোহেল বলেছেন: দেশ স্বাধীন হয়েছে আমরা কি পেয়েছি প্রকৃত স্বাধীনতা

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৩

মামুন ইসলাম বলেছেন: অবশ্যয় পাওয়া যাবে তবে সময়ের ব্যপার মাত্র ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.