নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

আপনার ক্যামেরায় তোলা ছবিটিই আপনার লেখার সৃজনশীলতা এক্সপ্লোর এবং আপনার পাঠক বাড়িয়ে তুলতে পারে

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৩


আপনার ক্যামেরায় তোলা কিছু ভালো মানের ছবি জন্য ব্লগকে আপনার এক্সপ্লোর এবং আপনার পাঠকের কাছে আপনার ব্লগটি পাঠে আনন্দ ময় করে তুলে অন্যদিকে অতি দূরত্ব আপনার ছবি লেখার সৃজনশীলতাও বাড়িয়ে তুলে,তাই আপনার ব্লগ লেখা এবং আপনার লেখার সাথে যে ছবিটি যোগ করছেন তা যেন পাঠক চাহিদা বা পাঠক মুগ্ধ হবেন তেমন ভালো মানের ছবি দিন যাতে বাস্তবতার ছোঁয়া আছে । একটি ছবি মানুষে একটি লেখার মানকেই শুধু সুন্দর্য করে তুলে না সাথে লেখাটি অনেক বর্ণণাও ছবি দেখে পাঠক লেখার ভাষা অনূভব করে নেন । আরেকটি বিষয় লক্ষ্য রাখলে আরো ভালো হয় যে ছবিটি সংযোগ করেছেন সে ছবিটির সাথে আপনার পোস্টের অবশ্যয়ই মিল থাকতে হবে । আর প্রতিটি ছবিযেন অবশ্যয়ই অবশ্যয়ই অশ্লীন মুক্ত থাকে বা অবশ্য অশ্লীন মুক্ত হতে হবে ।আমরা অনেকেই আছি যারা ব্লগীং বা ব্লগ মানেই বেশি হিট পাওয়াকে মনে করি । আর সে জন্য মাঝে মাঝে এমন কিছু পোস্ট বা লেখা প্রকাশ করি আর তাতে এমন এমন সব ছবি সংযোগ করি যে ব্লগ বেশি হিট করে ঠিকি আসলে তাতে পোস্ট বা লেখার মান ভালো অবস্থানে দাঁড়ায় না বা পৌঁছাতে পারেনা ।
আর বিশেষ করে যে সকল ব্লগার ভাইবোনেরা এ ধরনের কাজ করছেন তাদের লেখাগুোতে সীমিত সংখক পাঠক হচ্ছে ঠিকি
তবে এতা সময় সাময়ীকের জন্য আর অপ্রিয় হলেও এটা সত্য তাদের ব্লগীং জীবন ভবিষৎ অন্ধকার। তাই সময় সাময়ীকের
চিন্তা না করে সব সময় বা ভবিষৎ প্রজম্মদের কথা ভেবে একই সাথে নিজের ব্লগ ভবিষৎও ভেবে এমন লেখা এমন ছবি পোস্ট
করা প্রয়োজন যা সবসময় আপনাকে প্রতিটি পাঠকের কাছে আপনাকে একজন সৃজনশীল ব্লগার ভাবাতে সহয়তা করে ।
তাই লেখার চেয়ে কোন অংশে কম নয় আপনার ক্যামেরায় তোলা একটি ছবি । আর সেটা ভবেই ব্লগীং বা ব্লগে পোস্ট করা অবশ্যক।


আমাদের সকলের আরো মনে রাখা অতি জরুরী যে ফটোগ্রাফি ব্লগোস্ফিয়ারে অতন্ত একটি প্রভাবশালী শক্তি এবং যা সম্ভাব্য নাগালের একটি সফল ব্লগারের পক্ষেই সম্ভব ব্লগে ভালো মানের ছবি উপহার দেয়া । আমরা যে সকল ব্লগাররা লেখতে সময় কম পাই তারা চাইলে তাদের ক্যামেরায় সুন্দর সুন্দর ছবি তুলে ব্লগে শেয়ার সাথে সামান্যতম কিছু লেখা সংযোগ করে তাদের ব্লগগুলোকে একদিকে নির্ভরযোগ্য এবং অন্যদিকে পাঠকের অনুপ্রেরণা যোগাতে এবং পাঠকের সাথে সম্পর্ক ও যোগাযোগও বজায় রাখতে পারি ।

ছবিঃ ইন্টারনেট ।
সকলের জন্য ব্লগ শুভ ময় হয়ে ওঠুক ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:২৮

সুমন কর বলেছেন: সহমত।

০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৫৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।
বুঝতে পারছি না ব্লগ স্লো চলছে কেন ?
সামুর সারভার মনে হচ্ছে একটু স্লো কাজ করছে । তবে এটা সঠিক বলতে পারছি না
এ সমস্য কি আমার নাকি আপনাদেরও হচ্ছে । প্লীজ এ সম্পর্কে জানালে কিছু অবশ্য জানালে
উপকিত হবো ।

২| ০৭ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯

স্বশিক্ষিত উন্মাদ বলেছেন: থ্যাংকস ভাইয়া। আমি ব্লগিংয়ে নতুন। আপনার পোস্ট থেকে নতুন কিছু শিখে নিলাম :)

১০ ই মে, ২০১৬ রাত ১০:৪৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ । আপনি আমার পোস্ট থেকে কিছু শিখছেন জেনে আনন্দিত হোলাম ।

৩| ০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০২

সুমন কর বলেছেন: কয়েক দিন ধরে সামুর পেজ লোড হতে সময় নিচ্ছে, মানে স্লো..

সামুর আগের সেই জম-জমাট ভাবটা নেই।

১০ ই মে, ২০১৬ রাত ১০:৪৯

মামুন ইসলাম বলেছেন: হু দেখছি সার্ভার অনেক ডাউন ।
তবু যে ধরে রাখতে হবে সুমন কর ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.