নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

এখন বাংলাদেশের ব্লগারদের দূরদিন যাচ্ছে

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৯



প্রিয় ব্লগার গণ এটা আমাদের বাংলাদেশী ব্লগার ভাইবোনদের জন্য অতি লজ্জা জনক ও কষ্টকর কথা যে বাংলাদেশ সরকার চান না ব্লগাররা ব্লগিং করুক ।

কারন সরকার থেকে শুরু করে বিপরীত দল পযন্ত বর্তমান সব থেকে বেশি সমালোচনা করেন বাংলাদেশ ব্লগ প্লাটফরম গুলোতে থাকা
বিভিন্ন দেশ বিদেশে থাকা আন্তরজার্তিক খ্যাতমান ব্লগার গণ ।

তাই বাংলাদেশের বিভিন্ন ব্লগ সাইটগুলো অনেক ডাউন। আর সব থেকে বড় কথা হলো সরকার দেশের প্রতিটি ব্লগ পর্যবেক্ষন করছেন এবং বাংলাদেশের প্রতিটি ব্লগ নজরেও রাখছেন ।

তবে যতই চেষ্টা করা হোক ব্লগাররা থেমে নাই এই বাক স্বাধীনতা যুদ্ধে । তবে রাস্তা চলতে গেলে হোঁচট খেতেই হবে ব্যাথাও লাগবে ।
আবার সেখান থেকে উঠে ঘুরে দাড়াঁতে হবে ।

একটি কথা বলতে হবে এবং সরকারকেও মেনে নেয়া প্রয়োজন যে সরকারের পাশাপাশি একমাত্র ব্লগারদের জন্যই বা ব্লগারদের সমমিলিত দেশ ও জাতির অনেক সফলতার পাশেও ব্লগারদের রয়েছে বহুভূমিকা । দেশের ভালমন্দের পাশাপাশি অনেক গরীব অসহায় মানুষের জন্যও ব্লগাদের রয়েছে অনেক ভূমিকা ।

সব দিক দিয়ে বিবেচনা করে সরকারের কাছে বিশেষ দাবী ও অনুরোধ থাকবে অন্তত দেশের ব্লগারদের দূরে ঠেলে না দিয়ে ব্লগারদের পাশে থাকার বা দাড়াঁনোর জন্য । একই সাথে প্রিয় ব্লগার ভাই বোনদের কাছে অনুরোধ থাকলো ধর্ম ও দল মত নির্বিশেষে আমরা সতর্কের সাথে এমন ব্লগিং করবো যাতে কোন ভাবে আমাদের লেখা পোস্ট ছবি বা ব্লগের জন্য কোন ব্লগার ভাই বোন ও কোন ব্লগিং সাইটের উপরে কোন প্রকার আঘাত না আছে ।আমাদের সকলের মনে রাখতে হবে আমরা দেশ ও জাতির স্বার্থে কাজ করছি ।

আরকেটি বিশেষ কথা যারা ব্যক্তিগত ব্লগ বানাতে চান তারা চাইলে বিনা মুল্যে আপনার স্বপ্নের সাইটটি বানাতে পারেন ।
সে জন্য আপনাকে কোন পয়সা খরচ করতে হবে না এবং রয়েছে এরকম বেশ কয়েকটি সাইট । এখানে যেটা প্রয়োজন সেটা হলো আপনার মেধা ও বুদ্ধি । আর বিনামূল্যে ব্লগ সাইটগুলোর মধ্যো দুটো সাইট খুবই জনপ্রিয় । একটি হলো গুগল ব্লগ সাইট যাকে ব্লগপোস্ট বলে আমরা জানি আর সেটির জন্য আপনার অবশ্যয়ই একটি গুগল জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে ।আরেকটি হলো জনপ্রিয় ওয়ার্ডপ্রেস । প্রতিটি ব্যক্তিগত ব্লগে আপনি চাইলে ইংরেজি বা বাংলা যে কোন ভাষায় লেখা পোস্ট করতে পারেন ।এবং একই সেই ব্লগগুলোতে লেখার পাশাপাশি ছবি বা ভিডিও সংযোগ করতে পারেন । তাহলে যাদের মেধা ভালো তারা এসব ব্লগের পাশাপাশি
চেষ্টা করুন বা লেগে যান নিজের ব্লগ সাইট বানানোর কাজে । আশাকরি আগামীতে কাজে লাগবে ।
আগামী পোস্টে ব্যক্তিগত ব্লগসাইট বানানো নিয়ে আরো কথা হবে ।

সবার জন্য শুভকামনা থাকলো ।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

চিত্রনাট্য বলেছেন: হুঁ, আমরা এমনভাবে ব্লগিং করবো কোনভাবেই রাজনীতি না আসে, ধর্ম না আসে। :D

১১ ই মে, ২০১৬ রাত ৮:১৬

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ বুঝার জন্য ।

২| ১১ ই মে, ২০১৬ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ব্লগে অতিরঞ্জিত না করাই ভালো।

১১ ই মে, ২০১৬ রাত ৮:১৭

মামুন ইসলাম বলেছেন: সহমত ।

৩| ১১ ই মে, ২০১৬ রাত ৮:১৪

সোজোন বাদিয়া বলেছেন: "একমাত্র ব্লগারদের জন্যই বা ব্লগারদের আন্দোলনের জন্যই আজ বাংলাদেশের প্রতিটি মানবতাবিরোধী বা যুদ্ধ অপরাধীদের সুস্থ ও সঠিক বিচার হচ্ছে । " - এমন চেতনা নিয়ে ব্লগিং করার চেয়ে না করাই ভাল।

১১ ই মে, ২০১৬ রাত ৮:১৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সোজোন বাদিয়া মাথা গরম না করে আগে বুঝুন।

৪| ১১ ই মে, ২০১৬ রাত ৮:৪৪

অপনেয় বলেছেন: দেশের প্রতিটি নাগরিকের জন্য শালীনতা বজায় রেখে নিজস্ব মতামত ব্যক্ত করার সুযোগ থাকা অত্যন্ত প্রয়োজন। চিন্তাধারার অবাধ আদানপ্রদান ছাড়া মানসিকতা বা ধ্যানধারণার উন্নয়ন সম্ভবপর নয়।

১১ ই মে, ২০১৬ রাত ৯:০১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য । আপনার মন্তব্যে ভালো লাগলো । তবে তা কিছু নিয়মের ভিতর থাকতে হবে ।ধন্যবাদ ।

৫| ১১ ই মে, ২০১৬ রাত ৯:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব দিক দিয়ে বিবেচনা করে সরকারের কাছে বিশেষ দাবী ও অনুরোধ থাকবে অন্তত দেশের ব্লগারদের দূরে ঠেলে না দিয়ে ব্লগারদের পাশে থাকার বা দাড়াঁনোর জন্য । একই সাথে প্রিয় ব্লগার ভাই বোনদের কাছে অনুরোধ থাকলো ধর্ম ও দল মত নির্বিশেষে আমরা সতর্কের সাথে এমন ব্লগিং করবো যাতে কোন ভাবে আমাদের লেখা পোস্ট ছবি বা ব্লগের জন্য কোন ব্লগার ভাই বোন ও কোন ব্লগিং সাইটের উপরে কোন প্রকার আঘাত না আছে ।আমাদের সকলের মনে রাখতে হবে আমরা দেশ ও জাতির স্বার্থে কাজ করছি ।

এতে কি কাজ হবে?

দুর্জন যখন দুষ্টু চিন্তা করে- তখন সে নতুন নতুন অজুহাত সৃষ্টি করে নেয়্

তবুও নিজেদের পক্ষ থেকে যত বেশি সতর্ক থাকা যায় সেই আপাত মন্দের ভাল।

++

১১ ই মে, ২০১৬ রাত ৯:৩২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাইয়া । আপনার মন্তব্যের উপরে কিছু বলার মতো দূর সাহস আমার হবে না ।
মন্তব্যে আন্তরীক খুশি হলাম।
তবু ভাইয়া তাদের দুজনের সকল বাঁধা বিপ্রতি পার হয়ে আমাদের সমমিলিত চেষ্টায় সামনের দিকে এগিয়ে যেতে হবে ।

৬| ১১ ই মে, ২০১৬ রাত ১০:৪৫

মুসাফির নামা বলেছেন: সময় যখন খারাপ,তখন কেউ বাদ পড়ার কথা না।

১৬ ই মে, ২০১৬ রাত ১:০৫

মামুন ইসলাম বলেছেন: দেখা যাক কোনটা কোনটা বাদ পড়ে ধন্যবাদ ।

৭| ১২ ই মে, ২০১৬ রাত ১২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: সরকারের ব্লগ মিনিস্ট্রি খোলা দরকার :-B

১৬ ই মে, ২০১৬ রাত ১:০৩

মামুন ইসলাম বলেছেন: দেখা যাক আপনার কথা হয়ত সরকারের কাছে পৌঁছাতে পারে । !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.