নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ব্লগের ব্লগারা কিন্তু একে অপরের ভাই

২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৫৮


আমাদের ব্লগারদের ব্লগে কাজ কি ? আমাদের দায়িত্ব কি ? ফাস্ট উত্তর ব্লগে ফাউ ক্যাচাল করা । সেকেন্ড উত্তর কেউ ধর্ম
নিয়ে ভালো কিছু লেখলেউ তার গারে তাকে চাপ দেয়া । এই হলো আমাদের ব্লগে বসে কাজ ।আর দায়িত্ব বলে কোন শব্দ যদি থেকেই
থাকে তাহলে বলতে হয় একজনে একটা ভালো পোস্ট লেখল কি করে তাকে যুক্তি দেখানোর নামে পঁচানো যায় সেরকম কিছু করা ।
বেশি কিছু মনে নাই তবে আজ থেকে ২ বছর ১ সপ্তাহ আগে যখন সামহোয়্যার ইন ব্লগে প্রবেশ করেছিলাম যতদূর মনে পড়ে সেদিনই একটি নীক খুলেছিলাম । আর নীক খুলার সময় সামহোয়্যার ইন ব্লগে ভর্তি ফরম ঘরে পুরো ফরম শেষে যে আদের্শ জারী করা ছিল বা ব্লগের
নিয়ম মেনে চলার ব্যাপারে প্রথম ধাপের কয়েক লাইনের একটি নোটিশ ছিল সেটিও বেশ মনযোগ সহকারে পড়েছিলাম ।
সামহোয়্যার ইন... ব্লগ ব্যবহারের শর্তাবলী :
উদারতা: ব্লগ ব্যবহারের নিয়মকানুন এবং শর্তগুলো মনে রাখুন। অন্যদের সেভাবে দেখুন, নিজেকে এখানে যেভাবে দেখতে চান। সহনশীলতা: বিভিন্ন জনের বিভিন্ন মতামত প্রকাশের এটি একটি খোলা জায়গা। ধর্ম, রাজনীতি বা সাংস্কৃতিক দিক থেকে চিন্তাধারা এবং মতামতের ভিন্নতা থাকবেই। তবে অবশ্যই তা আক্রমনাত্বক বা উষ্কানীমূলক নয়। এক্ষেত্রে সকলের সহনশীলতা একান্ত প্রয়োজন। প্রাসঙ্গিকতা: আলোচনা, সমালোচনা বা যে কোন ধরনের পোষ্টয়ের ক্ষেত্রে সবসময় প্রাসঙ্গিক থাকুন। আপনার সুস্পষ্ট, গঠনমূলক ও প্রগতিশীল লেখা,লেখক ও পাঠক তথা গোটা সমাজের পরিবেশের মঙ্গলের জন্যই। উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে।সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার স্বত্তাধিকার থাকলে তা উল্লেখ করুন (যদি প্রয়োজন হয়)।

জী এত সময় আপনাদেরকে উপরে লেখা নোটিশটির কথাই বলেছি । ওটা বেশ কয়েক বার পাঠ করে নিয়েছিলাম সেদিন প্রথম এস্কুলে ভর্তি হয়েছিলাম যেদিন ।
আর সেদিন থেকে মনে প্রাণে অনেক চেষ্টা করে আসছি যাতে কোন ভাবেই ব্লগের কোন নিয়ম না ভাঙ্গি এবং তাই করেছি ।
আর দীর্ঘ এই দুই বছর এক সপ্তাহ চলার ভিতরে আমি নিজেও যেমন অনেক পোস্ট করেছি তেমন অন্যের লেখা অনেক পড়েছিও ।
আমার ব্লগে অনেকে কমেন্ট করেছেন আমিও অনেকের পোস্টে কমেন্ট করেছি তবে জানি না কখন আমার কোন ব্যবহারে কেউ কষ্ট পেয়েছেন কি না যদি পেয়েই থাকেন অবশ্যই সহ ব্লগার এবং সামুর একজন ক্ষুদ্রতম সদস্য হিসেবে অবশ্যই ক্ষমা করে দিবেন । কেননা ভাই মানুষ মাত্রই ভুল আর আমিও একজন সামান্যতম সূতারং আমর যে ভুল হবে না এরকম কথা কোন স্থানে লেখা নাই ।

এবার আসুন চলমান পরিস্থিতি সামান্য কিছু কথা বলা যাকঃ বেশ কিছুদিন থেকেই দেখছি ব্লগে নতুন নতুন কিছু নীক গজিয়ে উঠছে আবার শুয়েও পড়ছে ।বিশেষ করে এসবের পিঁছনে মূল কারন সব থেকে বেশি যেটা সেটা হল ধর্ম ।এমন দেখা যাচ্ছে ধর্ম নিয়ে কেও একটা পোস্ট দিছে অপর প্রান্ত থেকে কেউ একজন সে লেখার তথ্য চাইলেন,দেখা গেল লেখকের কাছে যতটুক সম্ভব হয়েছে তথ্য জানিয়েছে কিন্তু তথ্য সত্য হওয়া সর্তেও অনেক সময় তথ্য চাওহক তথ্যে ভুল আছে এই আছে সেই আছে বলে পোস্ট দাতাকে যা
ইচ্ছে তাই বলে যাচ্ছেন আর লেখককে তা হজম করতে হচ্ছে ।আচ্ছা ধরা যাক একজন একটা পোস্ট দিলো হয়ত পোস্ট দাতা পুরো তথ্য
জানেন না বা জানলেও তা হয়ত ভুল,তাই বলে আমি তার কাছে তথ্য জানতে চাইলে উনি আমাকে তথ্য না দিতে পারলে তার সাথে খারাপ ব্যবহার বা খারাপ কমেন্ট করতে হবে এর কথা কিন্ত কোন জ্ঞান বিজ্ঞানের বইয়ে লেখা নাই । ঠিক আছে লেখক যখন একটা বিষয় নিয়ে পোস্ট লিখেছেন বা আলোচনা তুলছেন আর সে যখন সেটার রেফারেন্স দিতে ব্যাথ হলেন তখন তার সাথে খারাপ ব্যবহার বা খারাপ কমেন্ট না করে একজন দায়িত্ববান ব্লগার হিসেবে কি এমন হতে পারে না যে লেখক তথ্য দিতে পারে নাই তাতে কি হয়েছে
আমরা আমাদের নিজ দায়িত্বেই সে তথ্যটুকো খুঁজে বের করে পোস্টের রেফারেন্সের প্রয়োজনে লেখকে সাহায্য করতে ।কেননা ভাই শিক্ষার যেমনি শেষ নাাই তেমনি জ্ঞানেরও শেষ নাই ।হয়ত একটা বিষয় একজন অল্প জানেন আর হয়ত সে অল্প জানা থেকেই যতটুক সম্ভব হয়েছে ব্লগ লেখেছে বা ব্লগে শেয়ার করছেন হয়ত সে বিষয়টি অন্য কেউ আবার বেশি জানেন তাই আমার মনে হয় যে বিশে জানেন যদি আপনার আগে কম জানা ব্যক্তি সে বিষয়ের উপরে পোস্ট করেই ফেলেন তাহলে আপনাকে তার পাশে থেকে আপনা জানা
অংশটুক তাকে জানিয়ে বা তার পোস্টে সমৃদ্ধ করে ব্লগার হিসবে আরেক ব্লগারের পাশে দাঁড়ানো বা একজন দায়িত্ববান ব্লগারের দায়িত্ব
পালন করা । গত দুই বছর এক সপ্তাহে ব্লগে জয়েন্ত করে যা বুঝেছি তাতে একটা বিষয় বলতে হয় যেটা সেটা হল আমাদের সকলে মনে রাখা উচিৎ একজন ব্লগার কিন্ত আরেকজন ব্লগারের ভাই । তাই এক ব্লগার অন্য আরেক ব্লগারকে ব্যক্তি আক্রমণ না করাই উচিৎ । তাই সকল ব্লগারকে সে ভাবেই ব্লগের পথ চলা উচিৎ যাই হোক আজ আর বেশি লেখামত সময় নাই ।

সকল সহ ব্লগারদের আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ । ব্লগ ও ব্লগারদের সকলের মঙ্গল হোক এই কামনায় লেখা শেষ করছি ।


মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ।

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

২| ২৪ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন ভাই ।

৩| ২৫ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কাক কাকের মাংস খায়না,কিন্তু ব্লগাররা খায়।

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.