নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

প্রবল বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি গ্রহাণু

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৭


প্রবল বেগে পৃথিবীর দিকে এগিয়ে আসছে একটি গ্রহাণু। এটি পৃথিবীকে আঘাত করতে পারে এমনকি অনেকের মৃত্যুর কারণও হতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিদরা। ঘণ্টায় ৬৩০০০ মাইল বেগে ছুটে আসছে এটি। ১৯৯৯ সালে আবিষ্কৃত হয় এই গ্রহাণুটি। এটি পৃথিবী আর চাঁদের মাঝামাঝি জায়গায় ‌এসে ভেঙে যাবে । ২১৩৫ সালে এই মহাজাগতিক ঘটনা ঘটার কথা। বিজ্ঞানীদের আশঙ্কা তাতে হবে ব্যাপক ক্ষয়ক্ষতি। মৃত্যু হতে পারে বহু মানুষের।নাসার গবেষক দান্তে লরেট জানিয়েছেন ২১৩৫ সালে মধ্যে এই গ্রহাণুর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। যদিও তিনি করেন ততদিনে বিজ্ঞান অনেকটাই এগিয়ে যাবে ফলে ওই গ্রহাণুর পথ ঘুরিয়ে দেওয়া সম্ভব হবে। তাতে মানুষকে বাঁচানোও সম্ভব হবে বলে মনে করছেন তিনি। তার আশা ১৫০ বছরের মধ্যে আবিষ্কৃত হবে গ্র্যাভিটি ট্রাক্টর। আর তা দিয়েই রোধ করা যাবে এই গ্রহাণুকে। ৩ বিলিয়ন টন বিস্ফোরকের সমান আঘাত হানতে পারে এই বেন্নু।
তথ্যসূত্রঃ

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ২১৩৫! ততদিনে আমার নাতি নাতনিদের হাড় হাড্ডি মাটির নিচে পাথর হয়ে যাবে। নো চিন্তা, ডু ফুর্তি।

০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৫৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ !:#P ভাই ।

২| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


" ঘণ্টায় ৬৩০০০ মাইল বেগে ছুটে আসছে এটি। "
- তা'হলে সেটি: ১২০ * ৩৬৫ * ২৪ * ৬৩০০০ = ৬৬২, ২৫৬০০,০০০ মাইল দুরে আছে আজকে সকালে; কি কারণে সে সৌর মন্ডলে প্রবেশ করবে? সম্ভাবনা ০%; আপনার লেখায় ভুল আছে হয়তো

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০১

মামুন ইসলাম বলেছেন: ঠিক ধরেছেন বুঝতে পারছি আপনি পারবেন । :D

৩| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৯

ব্লগ সার্চম্যান বলেছেন: মামুন ভাই আমি কিন্তু ভয় পাইয়া গেছি ।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.