নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সৌদি আরবে যে ১০টি নিষিদ্ধ কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০০


সৌদি আরবে কেউ টুরে গেলে যে ১০টি নিষিদ্ধ কাজ সম্পর্কে আপনাকে জানতে হবে ।সৌদি আরবে বেশ কিছু কাজ নিষিদ্ধ করা হয়েছে। সেগুলো জনসম্মুখ্যে একেবারেই নিষেধ। অথচ বিশ্বের অনেক দেশেই সেগুলো স্বাভাবিক । সেখানে বেড়াতে গেলে আপনাকে এসব নিষিদ্ধ কাজগুলো সম্পর্কে অবশ্যই সতর্ক থাকতে হবে। তা না হলে বিপদে পড়তে পারেন। দেশটির নিষিদ্ধ এমন ১০টি কাজ সম্পর্কে নিষিদ্ধ করা হয়ছে সেগুলো হলঃ

১। সৌদি আরবে অবিবাহিত পুরুষ এবং নারী কখনোই জনসম্মুখ্যে সাক্ষাৎ করতে পারবে না। রেস্টুরেট এবং শপিং মলের মতো জনসাধারণের জন্য উন্মুক্ত এলাকায় অবিবাহিত পুরুষ ও নারী কখনো কথাও বলতে পারবে বা পারে না। শুধুমাত্র বিবাহিত হলেই উন্মুক্ত এলাকায় কথা বলতে পারে বা পারবে।
২। পোষা প্রাণী পালন করা তো দূরের কথা সৌদিতে রাস্তায় কুকুর বা বিড়াল নিয়েও বের হওয়া যাবে না। অন্য দেশে সরকারের মাথা ব্যথার কারণ না হলেও সৌদিতে ব্যাপারটি ভিন্ন রকম।

৩। ২০০০ সালে মোবাইল ফোনের বিভিন্ন ফিচার ব্যবহারে ভীষণ কড়াকড়ি আরোপ করা হলেও এখন সেটি নেই। তবে ইন্টারনেট ইউটিউব ব্যবহারে সীমাবদ্ধতা আছে।
৪। সৌদিদের চলচ্চিত্র দেখতে হলে বাহরাইন যেতে হয়। যেখানে সবুজ বাতির নিচে মদ পানের ব্যবস্থাও আছে। আর অবশ্য সে কারণে আপনাকে বিবাহিত হতে হবে।

৫। আপনি যদি সৌদি নারী হন এবং আপনার বয়স যদি ৪৫-এর নিচে হয় আপনি কখনো একা ভ্রমণ করতে পারবেন না। আপনার সাথে অবশ্যয়ই আপনার বাবা বা স্বামীকে সফর সঙ্গী হতে হবে।
৬। সৌদিতে ধর্ম স্বাধীনতা নেই। আপনি অন্য ধর্মের হলে জনসম্মুখে আপনি কখনই উপাসনা করতে পারবেন না।
৭। সৌদি নারীদের জন্য খেলাধুলাও নিষিদ্ধ। তবে ইদানিং স্কুলে মেয়েদের জন্য খেলাধুলা এবং শরীরচর্চার ব্যবস্থা করা হচ্ছে।

৮। নারীরা কিন্তু খারাপ ড্রাইভার নয় এটি অবশ্য সৌদি সরকারও জানে। তার পরেও সৌদিতে নারীরা কখনই গাড়ি ড্রাইভ করতে পারেন না। অবশ্য সৌদি নারীরা কয়েকবার উদ্যাগ নিয়েও ব্যর্থ হয়েছেন।
৯। গান বাজনা অন্যান্য দেশে বিদ্যমান। হতেই পারে। বিশ্বের নানান দেশ তা থেকে প্রচুর অর্থ উপার্জনও করে কিন্তু সৌদির কোনো স্কুলে গানের শিক্ষার ব্যবস্থা নেই। সৌদির কোনো শপিং মলে জোরে গান বাজানো যায় না বা যাবে না।

১০। বিশ্বের সব দেশে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়। কিন্তু সৌদিতে ভালোবাসা দিবস পালিত হয় না। ভালোবাসার রঙ যেহেতু লাল তাই সেদিন সৌদিতে কেউ লাল জামাও পরতে পারে না। আর দোকানে গোলাপ ফুলও বিক্রি করে না বা করতে পারে না।

ছবি এবং তথ্য সূত্র ইন্টারনেট ।

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৪

নিউ সিস্টেম বলেছেন: এগুলো কিন্তু আমাদের দেশে কোন বিষয়ই না ।

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্যটির জন্য।

২| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বেশ কিছু নিয়ম অদ্ভুত এবং কট্টর।

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫০

মামুন ইসলাম বলেছেন: হ্যা একটু কট্রর বটে যেখানে আমাদের দেশে ছেলে মেয়েদের স্কুল কলেজ লাইফ থেকেই গড়ে ওঠে বন্ধুত্ব আর সেখানে....
যেখানে ১৪ই ফেব্রুয়ারি সারা বিশ্বে ভালোবাসা দিবস পালিত হয়!সেখানে তাদের বা তারা গোলাপ ফুলটাও পযন্ত বিক্রি করতে পারে না । বড় অদ্ভূত ব্যাপার ।
যাই হোক আমার হিসেবে নিয়মগুলো একে বারে খারাপ না,একটু মানিয়ে নিলেই হয়,এই আর কি ! চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

৩| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১০

শ্রাবণধারা বলেছেন: অনেক কড়া নিয়ম.............।

তবে শেষের নিয়মটা পড়ে মজা পাইলাম "ভালোবাসার রঙ যেহেতু লাল তাই সেদিন সৌদিতে কেউ লাল জামাও পরতে পারে না। আর দোকানে গোলাপ ফুলও বিক্রি করে না বা করতে পারে না।"।

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫১

মামুন ইসলাম বলেছেন: !:#P

৪| ১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

নতুন বলেছেন: ১০। বিশ্বের সব দেশে ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়। কিন্তু সৌদিতে ভালোবাসা দিবস পালিত হয় না। ভালোবাসার রঙ যেহেতু লাল তাই সেদিন সৌদিতে কেউ লাল জামাও পরতে পারে না। আর দোকানে গোলাপ ফুলও বিক্রি করে না বা করতে পারে না।

=p~ =p~ =p~ =p~

মজা পাইলাম...

এতো ভয় এদের?

১৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫২

মামুন ইসলাম বলেছেন: !:#P

৫| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

নতুন বিচারক বলেছেন: বড় কঠিন নিয়ম কানুন ভাই ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৬

মামুন ইসলাম বলেছেন: হ্যা ভাই একটু অদ্ভূতও বটে ।

৬| ১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

জুন বলেছেন: চলচিত্র দেখতে হলে বাহরাইন যেতে হবে আর সেখানে মদ্যপানও করা যাবে!! বাহ ভালোইতো নিয়ম কানুন।।।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

মামুন ইসলাম বলেছেন: তবে সাথে কিন্তু অবশ্য বিবাহিত শ্ত্রী থাকতে হবে । !:#P ধন্যবাদ জুন আপু ।

৭| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: অদ্ভুত..........

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ সুমন কর ভাই । হ্যা একটু অদ্ভূত আবার বেশ কঠিনও ।

৮| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩১

সিগনেচার নসিব বলেছেন:
পোস্টে ধন্যবাদ

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫১

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ।

৯| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১২:২৯

নাইম রাজ বলেছেন: এ বড় অদ্ভুত নিয়মরে ভাই ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫১

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ নাইম রাজ ভাই । হ্যা একটু অদ্ভূত আবার বেশ কঠিনও ।

১০| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৩

লেখা পাগলা বলেছেন: পুরাই অস্থির নিয়ম ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৩

মামুন ইসলাম বলেছেন: তেমন কিছু না । একটু বিরতিহীন নিয়ম কানুন এই আর কি । চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১১| ১৭ ই আগস্ট, ২০১৬ ভোর ৪:০৩

হাকিম৩ বলেছেন: তথ্যগুলো সবার জন্য জেনে রাখা ভালো তাই পোস্টের জন্য লেখককে অনেক ধন্যবাদ ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৪

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বর্তমান সৌদিদের ভেতরে ভন্ডতার বীজ প্রায় প্রকাশ্য। নিজেদের সুবিধার জন্য এরা ইসলামকে ইচ্ছেমত ব্যবহার করে।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

মামুন ইসলাম বলেছেন: ভাই আসলে বিষয়টা এরকম পৃথিবীর সব দেশেই নিজেদের শক্তিকে অপ ব্যবহার করছে । সে ক্ষেত্রে সৌদি যে করছে না তাও অস্বিকার করার মত উপাই নাই । তবে তারা খুব ঠাণ্ডা মাথায় করছে যা নাকি অনেকে বোঝার চেষ্টাও করছে না। যেমন এ পোস্টে লেখা উদাহারণ সরূপ আমার কাছে মনে হচ্ছে কাজ গুলো ঠিক আছে তাতে মেয়েদের পর্দার ভিতরে রাখা । অন্যভাবে দেখলে বুঝতে
হবে আসলে তারা চায় মেয়েদের চার দেয়ালে বন্দী রাখতে । অন্য প্রসঙ্গ ভাবে বলতে হয় যদি তাদের দেশেই কোন নারী অসুস্থ হয়ে পড়ে আর তাকে যদি হাসপাতালে নেয়া হয় আর যে হাসপাতালে নেয়া হবে সে হাসপাতালে যদি নারী চিকিৎসক না থাকে তখনতো রোগীর মৃত্যু ছাড়া কোন গতি থাকবে না । ধন্যবাদ অনেক কথাই বলে ফেললাম ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর্সুন্দর্নিয়ম।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ হাসান মাহবুব ভাই ।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৫

হিমেল রেজার বচন বলেছেন: কুত্তার কথা নয় বাদ দিলাম। মাগার বিলাই নিয়া বাইর অউন যাইবো না ক্যালা? বিলাই পালতে তো আমাগো ধর্মে কুনু মানা নাইক্ক্যা!

১৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

ক্লে ডল বলেছেন: ধর্ম আর কালচার একে অন্যের সাথে ওৎপ্রোতভাবে জড়িত হলেও দুটো ভিন্ন জিনিস। বিশেষত ইসলাম ধর্ম।
আমার মনে হয় উক্ত নিয়মের অনেকটা তাদের নিজস্ব সংস্কৃতি। আমাদের পরিবেশ থেকে হয়ত সেগুলোকে কঠিন নিয়ম ভাবছি, তাদের কালচারে হয়ত এটাই স্বাভাবিক।

যাই হোক পোষ্ট কিন্তু অসাধারণ!

১৬| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আশ্চার্য সব নিয়ম ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১২

মামুন ইসলাম বলেছেন: হুম সব আশ্চার্য নিয়মকানুন ।

১৭| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:



কড়া নিয়ম চালু করে তেলের পয়সা দখলে রেখেছে রাজ পরিবার।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:১১

মামুন ইসলাম বলেছেন: কি জানি কিছু বলতে পারছি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.