নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে বড় বড় হিমালয় পর্বতশৃঙ্গ

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২১

এভারেস্ট পর্বতশৃঙ্গের উত্তর ঢাল, তিব্বত (চীন)-এর একটি বেস-ক্যাম্পে যাওয়ার পথে দৃষ্ট
হিমালয় পর্বতমালা হচ্ছে এশিয়ার একটি পর্বতমালা যা তিব্বতীয় মালভুমি থেকে ভারতীয় উপমহাদেশকে পৃথক করেছে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল এবং ভূটান এশিয়ার এই পাঁচ দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালায় মাউন্ট এভারেস্ট, কে ২, কাঞ্চনজঙ্ঘা প্রভৃতি বিশ্বের উচ্চতম শৃঙ্গগুলি অবস্থান করছে। এই পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র তাঁদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদীসহ উৎপন্ন হয়েছে।

দিল্লি লে বিমান যাত্রা থেকে নেওয়া হিমালয় পর্বতমালার ছবি
মাউন্ট এভারেস্ট
মাউন্ট এভারেষ্ট যা নেপালে সগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত ।এটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার বা প্রায় ২৯,০২৯ ফু হলেও পৃথিবীর কেন্দ্র হতে এই শৃঙ্গের দুরত্ব সর্বাধিক নয়। চীন এবং নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্টের শীর্ষবিন্দু দিয়ে গেছে।১৮৫৬ সালে ভারতের মহান ত্রিকোণমিতিক সর্বেক্ষণের ফলে মাউন্ট এভারেস্টের যা তৎকালীন যুগে ১৫ নং পর্বতশৃঙ্গ নামে পরিচিত ছিল এর উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪০ মি বা ২৯,০০২ ফুট। ১৮৬৫ সালে ভারতের সার্ভেয়র জেনারেল অ্যান্ড্রিউ স্কট ওয়াহর সুপারিশে রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটি তার পূর্বসূরী জর্জ এভারেস্টের ১৫ নং পর্বতশৃঙ্গর নাম পরিবর্তন করে মাউন্ট এভারেস্ট রাখেন। ১৯৫৫ সালে একটি ভারতীয় জরিপে এই শৃঙ্গের উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪৮ মি বা ২৯,০২৯ ফুট, যা ১৯৭৫ সালে একটি চীনা জরিপ দ্বারা নিশ্চিত করা হয়।

ব্রিটিশ পর্বতারোহীরা সর্বপ্রথম এই পর্বতশৃঙ্গ আরোহণের চেষ্টা শুরু করেন। নেপালে এই সময় বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ থাকায় ব্রিটিশরা তিব্বতের দিক থেকে এই পর্বতের উত্তর শৈলশিরা ধরে বেশ কয়েক বার আরহণের চেষ্টা করেন। ১৯২১ সালের মাউন্ট এভারেস্ট অভিযানে ব্রিটিশরা তিব্বতের দিক থেকে ৭,০০০ মি বা ২২,৯৭০ ফুট উচ্চতা পর্য্যন্ত ওঠেন। তারপর ১৯২২ সালের অভিযানে তাঁরা এই পথে ৮,৩২০ মি বা ২৭,৩০০ ফুট উচ্চতা পর্য্যন্ত ওঠে মানবেতিহাসের নতূন কীর্তি স্থাপন করেন। সে অভিযানে অবতরনের সময় তুষারধ্বসে সাতজন মালবাহকের মৃত্যু ঘটে। ১৯২৩ সালের অভিযান এভারেস্ট আরোহণের ইতিহাসের সবচেয়ে রহস্যময় অভিযানঃ জর্জ ম্যালোরি এবং অ্যান্ড্রিউ আরউইন শৃঙ্গের দিকে আরোহণের একটি অন্তিম প্রচেষ্টা করেন কিন্তু আর ফিরে আসতে ব্যর্থ হন যার ফলে তাদের আরোহণই প্রথম সফল আরোহণ কি না সেই নিয়ে বিতর্ক তৈরী হয়। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গজয় করেন। ১৯৬০ সালের ২৫ শে মে, চীনা পর্বতারোহী ওয়াং ফুঝোউ, গোনপো এবং চু ইয়িনহুয়া উত্তর শৈলশিরা ধরে প্রথম শৃঙ্গজয় করেন।

তিব্বত থেকে দৃশ্যমান মাউন্ট এভারেস্টের উত্তর মুখ

আকাশ হতে দৃশ্যমান মাউন্ট এভারেস্টের দক্ষিণ মুখ

কে২ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ
কে২ হচ্ছে মাউন্ট এভারেস্টের পর বিশ্বের দ্বিতীয় ও বৃহত্তম একটি পর্বত শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮,৬১১ মিটার বা ২৮,২৫১ ফুট। হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত রেঞ্জের অন্তর্গত এই পর্বতশৃঙ্গটি পাকিস্তানের গিলগিত-বালতিস্তান এবং চীনের জিংজিয়ানের তাক্সকোরগান সীমান্তে অবস্থিত।এই পর্বতশৃঙ্গে আরোহন করা অত্যন্ত দুর্গম হওয়ায় এটি জংলী পর্বত নামেও পরিচিত। অন্নপূর্ণা পর্বতশৃঙ্গের পর আট হাজারী পর্বতশৃঙ্গগুলোতে আরোহন প্রচেষ্টায় মৃত্যুর হারের দিক থেকে কে২-এর অবস্থান দ্বিতীয়। এর চূড়ায় আরোহনকারী প্রতি চার জনের মধ্যে একজন মৃত্যুবরণ করেছে।

কে২, ২০০৬ সালের গ্রীষ্মকাল

অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ
অন্নপূর্ণা হিমালয়ের কিছু পর্বতশৃঙ্গ যা ৫৫ কিলোমিটার লম্বা স্তুপ পর্বত এবং যার সর্বোচ্চ চূড়া অন্নপূর্ণা ১ এর উচ্চতা ৮,০৯১ মি বা ২৬,৫৪৫ ফুট।উচ্চতার দিক দিয়ে এর অবস্থান পৃথিবীতে ১০ম। এর ৬ টি চূড়ার উচ্চতা ৭২০০ মিটারের বেশি। এটি মধ্য নেপালে অবস্থিত। সর্বপ্রথম মরিস হার্জগ এবং লুইস লাচেনাল ১৯৫০ সালে এর সর্বোচ্চ চূড়ায় আরোহন করেন।

অন্নপূর্ণা পর্বতশৃঙ্গ

অন্নপূর্ণা ১ এবং দক্ষিণ হতে পুন পর্বত
লোৎসে চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ
লোৎসে হচ্ছে পৃথিবীর চতুর্থ উচ্চতম পর্বতশৃঙ্গ যা দক্ষিণে মাউন্ট এভারেস্টের সাথে সংযুক্ত। এর সর্বোচ্চ উচ্চতা ৮৫১৬ মিটার বা ২৭,৯৩৯ ফুট। ১৯৫৬ সালের ১৮ই মে সর্বপ্রথম একদল সুইস অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন।

লোৎসে পর্বতশৃঙ্গ

মাকালু পর্বতশৃঙ্গ
মাকালু হচ্ছে পৃথিবীতে পঞ্চম উচ্চতম পর্বত এবং চীন এবং নেপালের মধ্যে সীমারেখাতে মাউন্ট এভারেস্ট এর ২২ কিমি ১৪ মাইল পূর্বে অবস্থান।এটি তিব্বত নামক অঞ্চলে অবস্থিত।মাকালু একটি বিচ্ছিন্ন চূড়া যার আকৃতি একটি চৌকোণা পিরামিড।এর সর্বোচ্চ উচ্চতা ৮৪৬২ মিটার বা ২৭,৭৬৫ ফুট। ১৯৫৫ সালের ১৫ই মে সর্বপ্রথম একদল ফরারি অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন। আরোহনের জন্য এটি বিশ্বের সবচেয়ে কঠিন পর্বত হিসেবে বিবেচনা করা হয়।
মাকালু দক্ষিন-পশ্চিম দিক

চো ওইয়ু
চো ওইয়ু পৃথিবীতে ষষ্ঠ উচ্চতম পর্বত। চো ওইয়ু চীন এবং নেপালের মধ্যে সীমারেখাতে মাউন্ট এভারেস্ট এর ২০ কিমি পশ্চিমে হিমালয়ে অবস্থিত। চো ওইয়ু অর্থ বৈদূর্য দেবতা । এর সর্বোচ্চ উচ্চতা ৮২০১ মিটার বা২৬,৯০৬ ফুট। ১৯৫৪ সালের ১৯শে অক্টোবর সর্বপ্রথম একদল অস্ট্রেলীয় অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন।
চো ওইয়ু উত্তর দিক Gokyo.
মানাসলু
মানাসলু হচ্ছে নেপালী হিমালয়ে পৃথিবীতে অবস্থিত অষ্টম উচ্চতম পর্বত। মানাসলু সংস্কৃত শব্দ মানাসা থেকে উৎপত্তি হয়েছে এবং অর্থ হল আত্মার পর্বত। এর সর্বোচ্চ উচ্চতা ৮১৬৫ মিটার বা ২৬,৭৫৮ ফুট।১৯৫৬ সালে ৯ই মে সর্বপ্রথম একদল অস্ট্রেলীয় অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন।
সূর্যোদয়ের মানাসলু
নাঙ্গা পর্বত
নাঙ্গা পর্বতশৃঙ্গ হচ্ছে পৃথিবীর নবম এবং পাকিস্তানে ২য় উচ্চতম পর্বত। নাঙ্গা পর্বত মানে উলঙ্গ পর্বত । আট হাজারী পর্বতসমূহের মধ্যে এটি সবচেয়ে পশ্চিমে অবস্থিত।এর সর্বোচ্চ উচ্চতা ৮১২৬ মিটার বা ২৬,৬৫৮ ফুট। ১৯৫৩ সালের ৩ই জুলাই সর্বপ্রথম একদল আস্ট্রিয়ান এবং জার্মান অভিযাত্রী এর শীর্ষে আরোহন করেন। পর্বতারোহীদের নিকট নাঙ্গা পর্বতে আরোহণ অত্যন্ত কঠিন। বিং শতকের প্রথম ও মধ্যবর্তী সময়ে এই পর্বত আরোহণ করতে গিয়ে অসংখ্য পর্বতারোহীর মৃত্যু ঘটে। ফলে নাঙ্গা পর্বত 'কিলার মাউন্টেইন নামে পরিচিতি লাভ করে।
নাঙ্গা পর্বতশৃঙ্গ পাকিস্তান অবস্থানরত



তথ্যসূত্রঃ ইন্টারনেট ।

মন্তব্য ২২ টি রেটিং +১১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: বাহ! কি বড় বড় পর্বত মালা দেখেই মন শান্তি পাইছে মামুন ভাই । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৭

মামুন ইসলাম বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ।

২| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৫

নিউ সিস্টেম বলেছেন: পর্বত সম্পর্কে জানা হল ।

১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ নিউ সিস্টেম জানার জন্যই ব্লগ ভাই।

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!

পর্বত বিশারদ হয়ে গেলাম ;)

আসলেই সমীহ এবং ভীতি জাগানিয়া অলঙ্গনীয় এক একটা শৃঙ্গ! আবার মানুষের অদম্য সাহস তাদেরও জয় করছে েমৃত্যুকে মুঠোয় পুরে!!!!

ভাল লাগা +++++++++++++++++++

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৬

মামুন ইসলাম বলেছেন: এত সুন্দর চমৎকার একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

নাইম রাজ বলেছেন: ওহ! অনেকগুলো পর্বতের সাথে চেনা জানা হলো ।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৫০

মামুন ইসলাম বলেছেন: হ্যা পোস্ট দেয়ার আগে আমারও তাদের সাথে পরিচয় ছিল না । কিন্ত পোস্ট দেয়ার পরে আমারও পরিচয় হয়েছে ।ধন্যবাদ নাইম রাজ ভাই ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৩

অদৃশ্য বলেছেন:



মাঝে মাঝে দিবাস্বপ্ন দেখি যে আমি এভারেস্টের চূড়া ছোঁয়ার জন্য হাঁটা দিয়েছি... কিছুদুর যাবার পর খেয়াল করে দেখি হাঁসফাঁস করছি, অক্সিজেনের অভাবে... তারপর খেয়াল করে দেখি পাহাড় থেকে পড়ে যাচ্ছি... নরম বরফের মাঝে ডুবে যাচ্ছি... আহ্‌, স্বপ্ন আর আগাতে পারেনা...

অসাধারণ পর্বতমালার অসাধারণ দৃশ্য... অবশ্যই আপনার চমৎকার সব তথ্যের সাথে...
শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য করেছেন ভাই । আপনাদের কাছে ভালো লাগলেই লেখার সার্থক । ধন্যবাদ ভাই ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: এভারেস্টের বিষয়ে জানা ছিল না জানা হল ।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৫

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই । চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।

৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১৯

নীলাকাশ ২০১৬ বলেছেন: আমি আপনার ব্লগ কৃতিত্বে মুগ্ধ! দারুন একটা কালেকশন! অসাধারণ!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই ।

৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:০২

লেখা পাগলা বলেছেন: পর্বত ছবি গুলো অনেক সুন্দর ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৪

মামুন ইসলাম বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ লেখা পাগলা ভাই ।

৯| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৩:২৯

মহা সমন্বয় বলেছেন: একদিন হিমালয় পর্বতশৃঙ্গে উঠতে হবে। :)

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৭

মামুন ইসলাম বলেছেন: কোন বাঁধা নেই !
উঠে যেতে পারেন যে কোন সময় । হয়ত হিমালয় পর্বতশৃঙ্গ আপনারিই প্রতিক্ষায় আছে ।ধন্যবাদ ।ভালো থাকবেন । শুভ সকাল ।

১০| ১৮ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:০৪

মাদিহা মৌ বলেছেন: আপনার কল্যাণে জানা হল হিমালয় সম্পর্কে …


ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:০৮

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু ।শুভ সকাল ।

১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: শুধুই ভালোলাগা

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.