নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জনপ্রিয় নারী ব্লগারের সঙ্গে সৌদি এক কিশোরের খারাপ আচরণ

০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:০২


ক্যালিফোর্নিয়ার স্ট্রিমিং ভিডিও স্টারের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে আবু সিন নামের এক সৌদি কিশোরকে। ক্রিস্টিনা ক্রকেট নামের জনপ্রিয় ভিডিও স্ট্রিমারের সঙ্গে অসদাচরণ করা হয় বলে কিশোরের বিরুদ্ধে অভিযোগ।তবে আবু সিনের আসল পরিচয় এখনও জানা যায়নি। অপরদিকে ক্রকেট সমালোচিত লাইভ স্ট্রিমিং সাইট ইউনাউ এর একজন জনপ্রিয় ব্লগার।রিয়াদ পুলিশের মুখপাত্র কর্নেল ফাওয়াজ আল মায়মান বলেন যে গ্রেফতার হওয়া সেই কিশোর অনলাইনে আবু সিন নামে পরিচিত। তাকে অনৈতিক আচরণের দায়ে গ্রেফতার করা হয়। তার ভিডিওতে বহু মন্তব্য করা হয় এবং তার মধ্যে অনেকগুলোতেই মন্তব্যকারীরা তার আচরনের শাস্তি দাবি করেন।ক্রকেটের সঙ্গে কথোপকথনের বেশ কিছু ভিডিও ইউটিউবে আপলোড করা হলে তার বিরুদ্ধে অভিযোগ জানায় অনেক ব্যবহারকারী এ কথা জানিয়েছে দ্য গার্ডিয়ান।

ইউটিউবে প্রকাশিত ভিডিওগুলো মূলত সমালোচিত হয়েছে তাদের ভাষার জটিলতার কারনে। দুজনের ভাষা আলাদা হওয়ায় তাদের কথোপকথনের ভঙ্গি সকলের নজরে আসে। ভিডিওতে গ্রেফতার হওয়া কিশোরের ভাঙা দাঁতের জন্য তার ডাকনামও দেওয়া হয়।ভিডিওগুলোর জনপ্রিয়তা দেখে বিস্মিত হয়েছেন অনেকে। গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান ইউনাউ প্রচারকারী হিসেবে তিনি তার ভক্তদেরকে আমন্ত্রণ করতে পারেন। গেস্টিং ফিচারের মাধ্যমে এসব ভক্ত স্প্লিট স্ক্রিনে তার সঙ্গে ব্রডকাস্টে অংশ নিতে পারেন।ক্রিস্টিনা ক্রকেট বলেন আমি বালকটিকে অতিথি হিসেবে গ্রহণ করি আমি জানি না সে কি বলছে কারণ আমি আরবি বলি না সবাই মনে করছিল সে আসলেই মজার এবং সবাই তাকে পছন্দ করছে এবং আমি ধারণা করছি ভিডিওটি ভাইরাল হয়ে উঠেছে।ক্রকেট আরো বলেন সে খুব বেশি ইংরেজি বলেনি তাই আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি সে সময় কি বলছিলাম। এটি ভালো কোনো যোগাযোগ ছিল না। সে নাচছিল এবং মজা করছিল আমরা দুজনই সেখানে নাচছিলাম কারণ আমরা শব্দ দিয়ে যোগাযোগ করতে পারছিলাম না। এটা খুব মজার ছিল। তারা দুজন যে কোনো সম্পর্কেও জড়িত ছিলেন না সেটিও নিশ্চিত করেছেন ক্রকেট।মায়মান জানান আবু সিনের বয়স ১৯ বছর। আর ক্রকেট বয়সে তার থেকে দুই বছরের বড়। ইউটিউবে সিনের বিরুদ্ধে মন্তব্য আসার পর থেকেই তাকে ধরার চেষ্টা করা হচ্ছিল।ক্রকেট জানান তিনি কেনো সিনের সঙ্গে কথা বলছেন এটি জিজ্ঞেস করে অনেকেই তাকে বিরক্ত করছেন। তারা বলেছেন আপনি যেটা করেছেন তার জন্য আমি আপনাকে ঘৃণা করি। কিন্তু এই ধরনের মন্তব্য সংখ্যালঘু। আমি তাদেরকে ব্লক করে দিয়েছি এবং সরে এসেছি।আবু সিনকে গ্রেফতার করার ভিডিও ইউনাইউ এ লাইভ স্ট্রিম করা হয়। পরবর্তীতে ভিডিওটি ইউটিউবেও আপলোড করা হয়েছে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.