নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

তাহলে কি আদম হাওয়া যে ফল খেয়েছিল,সেটা মানব জাতির জ্ঞান অর্জনের ফল ছিল?

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:৪৬


তাহলে কি আদম হাওয়া যে ফল খেয়েছিল,সেটা জ্ঞন অর্জনের ফল ছিল?
নৃতত্ত্ববিদরা মনে করেন আদিম মানুষ নগ্ন অবস্থায় থাকত। তবে সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় যে সম্ভবত ৭২,০০০ বছর আগেই মানব সমাজে নগ্নতা নিবারণের জন্য পোষাকের ব্যবহার শুরু হয়।বাইবেলে বর্ণিত আদম এবং ইভের উপাখ্যান অনুযায়ী ঈশ্বর প্রথম নর ও নারীকে নগ্ন অবস্থায় সৃষ্টি করেছিলেন এবং নগ্নতার জন্য তাদের মনে কোনো লজ্জা ছিল না। পরে শয়তান কর্তৃক প্ররোচিত হয়ে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করে তারা যখন জ্ঞানবৃক্ষের ফল ভক্ষণ করে তখন তাদের জ্ঞানচক্ষু উন্মীলিত হয় এবং নিজেদের নগ্ন দেখে তারা লজ্জিত হয়ে পড়েন।


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

লেখা পাগলা বলেছেন: দারুন দক্ষটা আপনার প্রিয় ব্লগার সেলুট মামুন ভাই।

০৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:২০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক থ্যাঙ্কস।

২| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:২০

আহলান বলেছেন: পুরুষদের কাফনের কাপড় তিন টুকরা কারণ হযরত আদম আঃ তিনটি পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকেছিলেন, নারীদের কাফনের কাপড় পাঁচ টুকরা, কারন মা হাওয়া আঃ পাঁচটি পাতা দিয়ে উপরে ও নিচে তাঁর লজ্জাস্থান ঢেকেছিলেন।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১০

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্য।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪১

কানিজ রিনা বলেছেন: আদম বোকা ছিল তাই আদমী তাকে জ্ঞান
অর্জনের জন্য গন্ধম খাওয়াইল। দুইজন
জ্ঞানীর মাধ্যমে পৃথিবী সৃষ্টি হোল। তারপর
পোষাকেই সভ্যতা ফিরে এল।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১১

মামুন ইসলাম বলেছেন: সত্য বলেছেন।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হয়ত হতে পারে তাই মহিলাদের জ্ঞান বেশি।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১২

মামুন ইসলাম বলেছেন: হতে পারএ

৫| ০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:৫২

কানিজ রিনা বলেছেন: কোনও মহাজ্ঞানী বলতে পারেনাই মায়ের
থেকে তার বুদ্ধি বেশি।

০৬ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৩

মামুন ইসলাম বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.