নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কলম্বো শাহীব সমাধি ঢাকা জেলার সূত্রাপুরের ওয়ারীতে অবস্থিত একটি পুরাতন সমাধি

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:১৪


কলম্বো শাহীব সমাধি ঢাকা জেলার সূত্রাপুরের ওয়ারীতে অবস্থিত একটি পুরাতন সমাধি ও বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কলম্বো শাহীব সমাধি খ্রিস্টান সমাধিক্ষেত্রে অবস্থিত। খ্রিস্টান সমাধিক্ষেত্রে মূলত ছয় ধরণের সমাধির মধ্যে এর টাইপ হলো ‘এফ’।১৭২৪ সালে কলম্বো সাহেব নামক জনৈক একজনকে এখানে সমাহিত করা হয়।

নাগাপন ঘাট জোহান জোফানি ক্যানভাসে তেলরং, ১৭৮৭ সংগ্রহ চার্লস গ্রেগ নাগাপন ঘাট ছবিতে কলম্বো সাহেবের সমাধিসৌধ।

১৮৭৫ সালে কলম্বো শাহীব সমাধি
কলম্বো শাহীব সমাধিটি মোঘল স্থাপত্যরীতিতে বর্গাকারভাবে তৈরি করা হয়েছে। এর চারদিকের প্রতিটি দেয়ালে ৪টি করে প্রবেশপথ রয়েছে। সমাধিক্ষেত্রটির সামনের অংশে নকশা অঙ্কিত পিলার রয়েছে। সামনে রয়েছে অষ্টাভুজাকৃতির একটি পিলার ও পিলারে একটি পরীর ছবি আঁকা রয়েছে। সমাধিক্ষেত্রটিতে বেশ কয়েকটি শিলালিপি দেখতে পাওয়া যায় যদিও সেগুলো কালের বিবর্তনে নষ্ট হয়ে গিয়েছে।


পুরো সমাধিক্ষেত্রটি তিনটি ভিন্ন ভিন্ন সমাধির সমন্বয়ে তৈরি। যদি যখন সমাধিটি নির্মাণ করা হয়েছিল তখনকার কাঠামোর সাথে বর্তমান কাঠামোর অনেক পার্থক্য রয়েছে কারণ বিভিন্ন সময়ে সমাধিক্ষেত্রটির ক্ষতিসাধিত হয়েছিল

কলম্বো শাহীব সমাধি, নারিন্দা, ঢাকা
ব্রাডলি বার্ট লিখেছেন It stands namelessly, dominating the whole cemetery and jealously keeping watch over the three graves that lie within.অস্পষ্ট ভাবে জানা যায় সমাধিটি কলম্বো সাহিব নামক একজন ব্যক্তির যিনি কোম্পানির কর্মচারী ছিলেন। ১৮২৪ সালে বিশপ হেবার যখন খ্রিস্টান সমাধিক্ষেত্র, ঢাকা পরিদর্শন করেন, তখন তিনিও এই কলম্বো সাহিবের পরিচয় উদ্ঘাটন করতে পারেন নি।
সূত্র ইন্টারনেট।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


কোথায় বৃটেনে জন্মে, শেষ ঢাকায় এসে মরলো!

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

মামুন ইসলাম বলেছেন: আল্লাহুর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না।

২| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৬

আলভী রহমান শোভন বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ। এমন একটি সমাধি রয়েছে জানতাম না। সময় পেলে ঘুরে আসবো। :)

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ শোভন ভাই।

৩| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৬

আবু মুছা আল আজাদ বলেছেন: ভাল লাগল
এতদিন ঢাকায় থাকলাম তবু সেুন্দর সমাধিটি দেখা হয়নি।

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৫

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই,সময় পেলে দেখে আসবেন ।

৪| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩১

সঞ্জয় নিপু বলেছেন: আমার বাসার পাশে কখনো ভেতরে ঢুকি নাই,
কোন রকম বাধা ছাড়া ঢুকতে দেয় কিনা জানাবেন ?

শুনেছি এখানে অনেক বিখ্যাত মানুষের সমাধী রয়েছে সত্যতা জানি তবে অনেক পুরাতন জায়গা সন্ধ্যার পর রাস্তা দিয়ে গেলে গা ছম ছম করে :)

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৯

মামুন ইসলাম বলেছেন: একটা কাজ করা যায়, যে কোন ছুটির একদিন ঘুরে আসা যায় । আচ্ছা গুলশান বা বাড্ডা থেকে কি ভাবে যাওয়া যায় বলতে পারেন ?

৫| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৫

মানবী বলেছেন: প্রত্নতাত্ত্বিক স্থাপনার অন্তর্গত এই সমাধীক্ষেত্র মস্পর্কে আগে জানাছিলো।

তথ্যসমৃদ্ধ পোস্টের জন্য ধন্যবাদ মামুন ইসলাম।

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪১

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ মানবী আপু।

৬| ০৬ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯

ক্লে ডল বলেছেন: অজানা বিষয় জানা হল। আপনাকে ধন্যবাদ। :)

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও

৭| ০৬ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

সুমন কর বলেছেন: এর সম্পর্কে জানা ছিল না। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ সুমন ভাই।

৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: জানাই ছিল না এর সম্মন্ধে । জানার জন্য ধন্যবাদ ! একবার নিজ চোখে দেখে আসতে হবে !

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ অপু ভাই।

৯| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯

সঞ্জয় নিপু বলেছেন: মামুন সাহেব,
আপনি গুলশান বা বাড্ডা থেকে বাসে করে গেলে, অনাবিল, ছালসাবিল, তুরাগ বাসে করে গোলাপবাগ অথবা সায়েদাবাদ নেমে রিকশায় করে উয়ারী কমিউনিটি সেন্টার অথাবা খ্রীস্টান কবরস্থান বললে নিয়ে যাবে, রিকশা ভাড়া ৩০ টাকা নিবে।
পথ-২ঃ আপনি মহাখালি থেকে সায়েদাবাদ গামী বাসে করে টিকাটুলি মোড় নামবেন তারপর হাতের ডান দিকে দিয়ে সালাউদ্দিন হসপিটালের পাশ দিয়ে হেটে যেতে পারেন ১০ মিনিট লাগবে, আর রিকশায় গেলে ১০ টাকা ভাড়া লাগবে।
পথ-৩ঃ ডাইরেক্ট সি এন জি তে ও যেতে পারেন যে কোন প্রান্ত থেকে উয়ারী কমিউনিটি সেন্টার অথাবা খ্রীস্টান কবরস্থান বললে নিয়ে যাবে।
ছুটির দিনে আসলে আমাকে ফোন দিতে পারেন এক উছিলায় আমি ও দেখে আসলাম। নম্বর টা রাখতে পারেন আমার। ০১৬১৫-৬০৫০০৫।
ধন্যবাদ।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার মন্তব্যের মাধ্যমে ডিটলাস জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ ।

১০| ০৭ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: যেতে হবে :)

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৯

মামুন ইসলাম বলেছেন: ঘুরে আসেন যান ।

১১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: অজানা ব্যাপার জানলাম।।

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:০০

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.