নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মামুন ইসলাম

মামুন ইসলাম

মামুন ইসলাম

হ্যাপী নিউইয়ার

মামুন ইসলাম › বিস্তারিত পোস্টঃ

সান ডগস অথবা দুটি নকল সূর্য মোট ৩টি সূর্য এক সাথে দেখা যায়

৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫২



সান ডগস অথবা দুটি নকল সূর্য মোট ৩টি সূর্য এক সাথে দেখা যায়,এমন অবস্থাকে সান ডগস অথবা ফ্যান্টম সানসও বলা হয় ।
বায়ুমণ্ডলে বরফের স্ফটিকের দ্বারা সূর্যের আলো অপসারণের কারণে সূর্যের কিরনগুলি সাধারণত সূর্যের বাম এবং ডানদিকে প্রায়,
২২ডিগ্রি আলোর সূক্ষ্ম রঙের প্যাচগুলির এক জোড়া এবং সূর্যের মতো দিগন্তের উপরে একই উচ্চতায় প্রদর্শিত হয় ।আর এমন দৃশ্য
বিশ্বের যে কোনও জায়গায় দেখা যায় বা দেখা যেতে পারে। তবে সবসময় স্পষ্ট বা উজ্জ্বল হয় না।যখন সূর্য দিগন্তের কাছাকাছি থাকে
তখন এ ধরনের দৃশ্য সর্বাধিক দেখা যায় এবং সবিস্মরণীয় হয়।পাশাপাশি দুটি সূর্যের এই অপার্থিব দৃশ্য দিনের অন্যান্য সময়ের তুলনায় সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় বেশি স্পষ্ট দেখা যায়। সান ডগসকে অনেকেই তাই অ্যাটমোস্ফিয়ারিক ইলিউশন বলে থাকেন। সাধারণত শুষ্ক জলবায়ুর দেশ গুলোতে বিশেষ করে শীতকালে মাঝে মধ্যে আকাশে সান ডগস দেখা যায়। তবে সান ডগস বেশি সময় স্থায়ী হয়না। গ্রিস, ইতালি, মেসিডোনিয়া, সুইডেন সহ মধ্য ইউরোপের অনেক দেশে এই দৃশ্য দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে অনেক আগেও বা প্রাচীনকাল হতেই পৃথিবীতে সান ডগস দেখা যেত।এ বিষয়ে প্রাচীন গ্রিসের দার্শনিক অ্যারিস্টটল
তার মিটিওরলজি বইয়ে উল্লেখ করেছেন। তার বইয়ে একে দুটি নকল সূর্য বলে চিহ্নিত করা হয়েছে। তাছাড়া প্রাচীন রোমেও সীস্যারো তার অন দা রিপাব্লিক বইয়ে উল্লেখ করেছেন সান ডগস সম্পর্কে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:২০

রোকসানা লেইস বলেছেন: এ বছর জানুয়ারীতে এমন একটি দৃশ্যদেখার সুযোগ হয়েছিল আমার। সকালবেলা দেখেছিলাম।
এর নাম সান ডগস জানা ছিল না।

২৮ শে মে, ২০২০ রাত ৯:৫৬

মামুন ইসলাম বলেছেন: অনেক ধন্যবাদ আপু। যাক আপনার সরাসরি দেখার মত সৌভাগ্য হয়েছে জেনে ভালো লাগল।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: নতুন জিনিস জানলাম।

২৮ শে মে, ২০২০ রাত ৯:৫৯

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই ।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

ফয়সাল রকি বলেছেন: জানিনা দেখার সৌভাগ্য হবে কি না, নতুন বিষয় জানলাম। ধন্যবাদ।

২৮ শে মে, ২০২০ রাত ১০:০২

মামুন ইসলাম বলেছেন: ধন্যবাদ রকি ভাই । দোআ থাকলো যাতে দেখার মত সৌভাগ্য হয় ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১২:১৪

শের শায়রী বলেছেন: নতুন একটা বিষয়ে জানলাম। ধন্যবাদ আপনাকে।

২৮ শে মে, ২০২০ রাত ১০:০৪

মামুন ইসলাম বলেছেন: প্রিয় শের শায়রী অনেক অনেক ধন্যবাদ।

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: নতুন একটা বিষয় জানলাম । ধন্যবাদ ।

২৮ শে মে, ২০২০ রাত ১০:০৩

মামুন ইসলাম বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.