নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

।। বিপাশা- একটি নদীর নাম, একটি নির্ঝর স্বপ্নের নাম।।

সঞ্চারিণী

কবি সঞ্চারিণীর পরিচিতি সংক্ষেপঃ সঞ্চারিণী একাধারে কবি, কথাসাহিত্যিক, আবৃত্তিকার , নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী । ১৯৬৭ সালে চীনে সাংস্কৃতিক বিপ্লবের সময় ক্যান্টন শহরের মিলিটারি হাসপাতালে তার জন্ম। উত্তরাধিকার সূত্রে পারিবারিক সাংস্কৃতিক পরিমন্ডলে বেড়ে ওঠা আর জন্মকালীন পরিবেশের প্রভাবে শিল্প ও সাহিত্য তার রক্তে। ঢাকা বেতারের- ক- বিভাগের নিয়মিত সঙ্গীতশিল্পী সঞ্চারিণী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণকালীন – ডাকসু(ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল ), রোকেয়া হল, শামসুন্নাহার হল, বিবর্তন, ঋষিজ শিল্পী গোষ্ঠী, সৃজনি শিল্পী গোষ্ঠী ইত্যাদি সাংস্কৃতিক গোষ্ঠীর একজন সফল সদস্য ছিলেন। কৈশোরে বিভিন্ন জাতীয় দৈনিকে তার লেখা প্রকাশ পেলেও, বলা চলে হলিক্রস কলেজে অধ্যয়ণকালীন সময়েই কবিতায় তার উন্মেষ। কচিকাঁচার আসর ও কিশোর কাফেলার তিনি ছিলেন সদস্য শিল্পী ও লেখিয়ে। নিভৃতচারিণী কবি সঞ্চারিণী তার সাহিত্য-চর্চায় আশ্রয় খোঁজেন তার অপ্রকাশিত যাতনা আর কোমলতার। প্রকৃতিকে ভালবাসেন বলেই ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। সাংস্কৃতিক অঙ্গনে দৃপ্ত পদচারণার পাশাপাশি সাফল্যের সাথে অর্জন করেন বি.এস.সি(সন্মান), এবং লিমনোলজীতে (থিসিস সহ এম. এস. সি ডিগ্রী) লাভ করেন। প্রবাসে এসে চাকুরীর পাশাপাশি তিনি সম্পন্ন করেন তার পি.এইচ.ডি (ডক্টরেট ইন বায়োলজী)। ১৯৯৪ সালে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রভাষক হিসেবে তার কর্ম জীবন শুরু। ১৯৯৮ সালে সৌদি আরবস্থিত বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয়ে তিনি তার স্বামীসহ প্রবাস কর্ম জীবন শুরু করেন। এর পর এশিয়া ইন্টারন্যাশনাল স্কুলে তিনি বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত থাকাকালীন চাকুরীতে সাময়িক অব্যহতি দেন। মরু প্রকৃতি এই প্রকৃতিপ্রেমীর মাঝে সৃষ্টি করে শূন্যতা - দেশের জন্য, দেশবাসীর জন্য - মাতৃভূমির ছায়া সুনিবিড় কলকাকলি মুখর এই প্রকৃতির জন্য। বাস্তব জীবনে এক ছেলে ও এক মেয়ের স্নেহময়ী মা সঞ্চারিণী; মাতৃত্বের গৌরবেই দু-দুবার বিসর্জন দেন তার কর্ম-জীবন । নিমগ্ন হন সাহিত্য , সঙ্গীত আর স্রষ্টার আরাধণায়। নির্মেঘ বৃষ্টি- তার এই নিমগ্নতার প্রথম প্রকাশ; যার প্রকাশনার দ্বায়িত্ব নিয়েছিল বাংলাদেশের অন্যতম সাহিত্য প্রকাশনা-অন্যপ্রকাশ প্রকাশনী, এবং যার ভূমিকা লিখেছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। বইটির প্রচার ও প্রসার হয়েছিলো ২০০৬ সালের একুশে বই মেলায়, এবং যার প্রকাশনা উৎসব ও শিল্পীর একক গানের অনুষ্ঠানে উদ্বোধন ও অংশগ্রহণ করেন কবি আল মাহমুদ, সাংবাদিক নাসির আলী মামুন প্রমূখ। দ্বিতীয় ও তৃতীয় কাব্য গ্রন্থ - সেই চোখ- এবং –অনুক্ত- প্রকাশিত হয় ২০১০ সালের বই মেলায়, ছড়াকার লোকমান আপন এর -জল ছাপ- প্রকাশনী থেকে। ২০১৬ সালের বই মেলায় ইউ. কে প্রবাসী বাংলাদেশী জনাব সুজাত মানসুরের সম্পাদনায় বেরিয়েছে কবিতা সংকলন – মুক্তিযুদ্ধের কবিতা। ২০১৭ সালের বই মেলায় গল্প-গ্রন্থ- নৈর্ব্যাক্তিক সংবেদ- বেরুচ্ছে -অন্য-প্রকাশ- প্রকাশনী থেকে, আদিত্য প্রকাশনী থেকে -জলের একতারা - কাব্যগন্থ, দাড়িকমা প্রকাশনী, সাহিত্য প্রকাশন এবং বাংলার কবিতা প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে-যৌথ কাব্য গ্রন্থ ও গল্প-গ্রন্থ। বর্তমানে কবি তার নির্বাচিত ১০০ টি কবিতা নিয়ে পরবর্তী বই মেলায় নির্বাচিত কবিতার বই, একটি উপন্যাস – আপোষ- বুননে ব্যস্ত ।

সকল পোস্টঃ

কাব্য-নাটিকাঃ শিস দিয়ে যায় অহর্নিশ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৪৩

নৈসর্গিক রূপকের আশ্রয়ে একজন সঙ্গীতানুরাগী নিঃসঙ্গ পুরুষ (নীল পাহাড়) এর তীব্র প্রেমাকাংখা, অতৃপ্ততা, হতাশা আর নির্লিপ্ততার পাশাপাশি তার প্রেমিকা (নদী)-র নিরব প্রেম নিবেদন, অপ্রকাশিত প্রেমের নিরুদ্ধ বেদনা, চাপা অভিমান এবং...

মন্তব্য২ টি রেটিং+১

পরিলেখ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৫৯


চিত্রকরের চুলের ঝাপ উড়িয়ে, বাতাস দুলে ওঠা
এক নারী এসে দাঁড়ায় সমুখে।
ঝর্ণা কলমটি শিল্পীর দিকে বাড়িয়ে
তৃষিত আবদারে মেলে দিয়ে হাতের করপূট-থালা
...

মন্তব্য৬ টি রেটিং+২

নির্লোভ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৫৫


জানতেম,পার‌বে না!
এড়ি‌য়ে যা‌চ্ছিলেম তাই-
আপাত ভা‌লো লাগার মায়া, কায়া,
আধো আলো, আধো বিশ্বাসের ছায়া,
মাছেদের ক্রীড়া ও কলা।

জানি ডিম-পারা শেষ হতেই
থাকে-না আর অবশেষ; কোনও চাহিদা।
কাটে...

মন্তব্য১১ টি রেটিং+২

কেন ভালো নেই –

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৩৭


"আমি তোমায় ঘৃণা করি" যদি বলতে পারতেম!
তোমার ঠোঁটের খুব কাছে নিয়ে ঠোঁট
নিঃশ্বাসের খুব কাছে নিয়ে নিঃশ্বাস
তোমার উদ্যত চুম্বণ
যদি ফিরিয়ে দিতেম চরম ঔদ্ধত্যে,
আঙ্গুল থেকে নোখ; প্রতিটি লোম এর শীর্ষ চোখ...

মন্তব্য১২ টি রেটিং+১

আব্দার

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪৭


তোমার কাছে ভালবাসা ধার নিয়ে; বাঁচতে চেয়েছিলাম,
ভালবাসা পেয়ে তো নয়!
হাত পেতে চেয়েছিলাম - দু\'পায়ে মাড়িয়ে যাওয়া স্পর্শ-ধূলি।
দু\'হাঁটু মুড়ে করজোড়ে ভিক্ষা চেয়ে বলেছিলাম, আজীবনের দাসী করো প্রিয়!
তবুও তো...

মন্তব্য৪ টি রেটিং+১

সাথী

৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৪


পা‌খি নই।
পা‌খির মত লা‌গি‌য়ে ডানা
উড়তে পারিনা।পাখি হ\'তেও আমি চাই না!
য‌দি উড়ি,
এক সময় নাম‌তেই তো হয় মা‌টি‌তে।
মা‌টি‌তেই যে ঘর বা‌ড়ি!

মেঘ নই।
মেঘ হ\'তে-ও চাই না!
মে‌ঘের ঠিকানা যে আকাশ,
সে আকাশ আমার...

মন্তব্য৪ টি রেটিং+৪

কদম-কান্না

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৯


প্রদীপ হাতে।
মৃদু ঝড়ো হাওয়া বইছে।
জানলার ভিজে শিক চুঁয়ে, হাত বেয়ে; গড়িয়ে পরে-
ভিজে যাচ্ছে জামা।
ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিজছে কদম। অনাথ এতিম মেয়েটা আজ-ই প্রথম
রাত পাড় করছে...

মন্তব্য৮ টি রেটিং+১

প্রতারক সমুদ্র-জল

২৩ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫


তোমাকে সমুদ্র ভেবে
স্বপ্ন-জল সাঁতরে পেয়েছে সে এক- ঝিনুকের ছল
তাতে কোন মুক্তো ছিলো না,
ছিলো না কারও প্রতীক্ষায় দিন গোনা
আলেয়ার আলো শুধু জ্বলে উঠেছিল
আঁধার শুন্যতায়- জলে

ব্যাকুল সমুদ্র-তট, সয়ে গেছে প্রতারক সমুদ্র-জলের...

মন্তব্য৩ টি রেটিং+৩

পরোক্ষ

২২ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৮


“আমি তোমার”... “আমি তোমার”...“আমি তোমার”...
বলছি দেয়াল তোকে,
তুই বলে দিস – ওকে।

“তুমি আমার”... “তুমি আমার”... “তুমি আমার”...
বলতে চাই আসলে তা’কে,
বলছি পাশের বালিশটাকে।

“জান-রে!” ... “ওহ জান!” ... “জান-টা!”
শুনছে জাপ্টানো বালিশ-টা,
মনে মনে বলছি...

মন্তব্য৬ টি রেটিং+১

অস্থায়ী

২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৩


তু‌মি ভা‌লোবাসো এ বিশ্বাস একদা ছি‌লো দৃঢ়।
কেমন ক‌রে ভা‌লোবাসা দি‌তে পা‌রো
তা ভে‌বে-
চো‌খের পাতায় স্বপ্নরা হয়েছি‌লো গাঢ়।
এখন তু‌মি আছ, আছে ওরাও
স্বপ্নরা আসে, ভিড় করে চোখে
দে‌খে, অনুভ‌বে;...

মন্তব্য৩ টি রেটিং+১

জলের সংসার

২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৭


ঝিল্লীর মঞ্জীরে ডাকা-
অবিশ্রান্ত ক্লান্ত যখন; ঝোপের পোকা ঝিঁ-ঝিঁ,
ক্রুদ্ধ শ্রাবণ, বিষন্ন সান্ধ্যক্ষণ
ঘাটের কিনারে বাঁধা - উদাসী পানসি।

গয়না নাও-টি দোলে, বিলের জোয়ারী জলে
আদিম আঁধার ডুবে রাতভর - তার ভেতর,
জেগে থাকে...

মন্তব্য৮ টি রেটিং+১

!!!!! নীলা-বৃষ্টি !!!!!

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৯


ক্ষনিকের তারকা নয়,
দূরের ওই চাঁদ-ও নয়,
যন্ত্রনা-পলেস্তারটুকু মুছে নিয়ে
জলের ঝাপ্টায়,
আঁচড়ে ভেজা চুল; ভুরু,
টেনে এনে কান্তি - চোখের পাতায়,
স্মৃতি মাখা নীলে, এঁকে নিয়ে নীলাঞ্জন,
মানুষের মনে; নিভৃত আলিংগন- অভিপ্রায়;
আকাশ ধুয়ে...

মন্তব্য৩ টি রেটিং+১

বিষ সরোবর

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৪


দীর্ঘ পথ হেঁটে মন মরুতে, দূরের মরিচিকাকে জল ভেবে থেমে,
আকণ্ঠ বিষ করেছিলে পান।
ব্যথায় নীল হতে হতে, শুন্যতার সংকটে, এতটুকু প্রাণ বায়ু নিতে
কখনো হা করে মুখ; চাতক-বৃষ্টি যেচে...

মন্তব্য১১ টি রেটিং+২

বিশ্ময়ী তৈলচিত্র

১৬ ই আগস্ট, ২০১৬ ভোর ৫:৫৩


সে এসেছিলো ...

তা’র গায়ের বুনো ঘ্রাণ; বাতাসের আলোড়ন
দিব্যি বলে দিচ্ছে; এসেছিলো সে এ-দিকে।
দেহজ কামোত্তাপ; বাষ্প-ঘামে ভিজে,
সাদা কুর্তাটা ক্যামন - ল্যাপ্টে রয়েছে তার পিঠে।

ঋজু মধ্যভাগ! দৃশ্যমান অপূর্ব মেরুদণ্ড-হাড়;
...

মন্তব্য২ টি রেটিং+২

বালিয়াড়ি স্বপ্ন

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪০


মানুষ ভালোবাসি, তার শিশু-মন দেখে।
বিশ্বাস করি সেই, বিশ্বাসের চোখে চোখ রেখে।
অপরাধী তো সে,
বিশ্বাস ভেঙ্গে আত্মসাৎ করেছে যে -
অন্যের সম্পদ; ভালোবাসার পরত,
পরম পারাবত অন্তরের।
ভেঙ্গেছে বারংবার যে, কথার প্রতিজ্ঞা।

আপন সেজে,...

মন্তব্য৭ টি রেটিং+১

full version

©somewhere in net ltd.