নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নীল.... বেদনার অপর নাম....

নিলয় আহসান নিশো

নিরুপমা,তোমার রুপ আর তোমার কথা.... দুটোই এখন রুপকথা....

নিলয় আহসান নিশো › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তির প্রান্তে ভালবাসা....

৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫

প্রাপ্তির প্রান্তে ভালবাসা....
লেখকঃনিলয় আহসান নিশো(বৃষ্টিহীন বর্ষাকাল)
..
...
সকাল ৮টা...

রাবেয়া খালা...রাবেয়া খালা.... কই তুমি??
আমার চা দাও....
এই হল মিস নিরুপমা। একটা সুনামধন্য প্রাইভেট মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ এর শিক্ষিকা গত চার বছর যাবত। সকাল বেলা উঠে কাজের বুয়া রাবেয়া খালা কে চায়ের জন্য ডাকছে।
আজ স্কুলে একটু তারাতারি যেতে হবে।কারন আজ ষষ্ঠ শ্রেনীর অরিয়েন্টেশন ক্লাশ আছে। আর নিরুপমা কে এবার ষষ্ঠ শ্রেনীর শ্রেনী শিক্ষিকা করেছেন অধ্যক্ষ স্যার।
..
...
সকাল ৯:৩০....
মিস নিরুপমা ক্লাশে ঢুকলো।অনেক গুলো পিচ্চি পিচ্চি ছেলেমেয়ে দাড়িয়ে সালাম দিল।এবার নিরুপমা চেয়ারে বসে সবার সাথে পরিচিত হবার জন্য কথা শুরু করলো।
নিরুপমা বললো,
শোন বাবুরা আমি তোমাদের নতুন ক্লাশে নতুন মেডাম। আমি নিরুপমা আহসান ঐশী না মানে নিরুপমা ঐশী।
এবার তোমরা এক এক করে ঊঠে তোমাদের নাম আর আব্বুর নাম বলে নিজের পরিচয় দিয়ে বসবা
অকে?
শিক্ষার্থীঃ ইয়েস ম্যাডাম...
..
...
প্রথম থেকে তুমি শুরু করো..
(একটি ছেলেকে দেখিয়ে)
..
...
প্রথম শিক্ষার্থীঃআমি তনয়। আব্বুর নাম কাসিফ রহমান।
তারপরের জন,
.
২য় শিক্ষার্থীঃ আমি প্রান্ত।আব্বুর নাম ফাহিম শেখ।
তারপরের জন,
.
৩য় শিক্ষার্থীঃআমি তুনা।আব্বুর নাম তন্ময় শিকদার।
তারপরের জন,
.
৪র্থ শিক্ষার্থীঃ আমি নিলীমা,
নিলীমা আহসান ঐশী। আব্বুর নাম নিলয় আহসান নিশো।
..
...
চমকে উঠলো মিস নিরুপমা। এইভাবে তো শুধু নিলয় নাম বলতো। নিরুপমা নিলীমাকে নিজের কাছে ডেকে নেয়।
তারপর বলতে শুরু করে,
.
নিরুপমাঃ মামনি তোমার নাম কি বললে?
নিলীমা: জ্বী ম্যাডাম আমি নিলীমা, নিলীমা আহসান ঐশী।
নিরুপমাঃ তোমার আব্বুর নাম কি? (বিস্ময়ের সাথে)...
নিলীমাঃনিলয়, নিলয় আহসান নিশো।
নিরুপমাঃকিভাবে সম্ভব এটা নিলয় (মনে মনে)...
নিলীমা:কিছু বললেন ম্যাডাম?
নিরুপমাঃনা মামনি কিছু বলি নি।
তুমি গিয়ে বসো।
নিলীমা গিয়ে নিজের সিটে বসলো।ততক্ষনে ক্লাশ ওভার...
..
...
নিরুপমা অফিসে গিয়ে ভাবতে লাগলো ১২বছর আগের পুরোনো কথা।
নিরুপমা তখন অনার্স ২য় বর্ষের ছাত্রী। নিলয় নামের একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল ৪বছরের।নিলয় জব করতো।মাঝে মাঝেই দুজন রিক্সায় ঘুরতে যেত।নিলয় নাকি ভাল ছেলে না, নিরুপমার বান্ধবী গুলো বলতো। আসলে নিলয় অনেকটাই মিঃ পারফেক্ট টাইপের ছিল তো তাই অনেকেই চাইতো তাকে।তাই নিরুপমা তার বান্ধবীদের কথা কানে তুলতো না।
কিন্তু সেদিন হঠাৎ সন্ধ্যার দিকে নিরুপমা বাসায় ফিরছিল। ফেরার পথে দেখে বেশ সুন্দর করে শাড়ী পড়া একটা মেয়ে নিলয়ের কাধ মাথা রেখে রিক্সায় ঘুরছে।
..
...
মুহুর্তেই নিরুপমার মাথায় আগুন উঠে যায়।বাসায় গিয়ে বসে তার বান্ধবীদের কথা গুলো ভাবতে থাকে। এক পর্যায়ে মনে হয় নিলয় আসলেই ভাল ছেলে না।
তাই পরের দিন বিকেল বেলা নিরুপমা নিলয় কে ডেকে নেয়।নিয়ে যাচ্ছে তাই অপমান করে নিলয়ের আব্বুর কসম দিয়ে তার সাথে আর যোগাযোগ করতে নিষেধ করে দেয়।
সেদিন নিলয় সব কিছু মুখ বুজে সহ্য করে।
শুধু একটা কথা বলে,
নিরুপমা, পৃথিবীতে আমি শুধু একটা মেয়েকেই ভালবাসতাম, সেটা হল তুমি।
আমি বেঁচে থাকতে এটা প্রমান করে দিয়ে যাবো।
সেদিনের পর নিলয় কে আর খুজে পাওয়া যায়নি।
পরে তার অফিস থেকে জেনে ছিল যে নিলয় চাকরি টা ছেড়ে দিয়ে শহর ছেড়ে চলে যায়।
..
...
সেদিনের পর থেকে প্রায় ১২টা বছর হয়ে গেল।নিরুপমা আজো বিয়ে করে নি।কারন তার জীবনে প্রথম এবং শেষ প্রেম নিলয়ই ছিল। তাই জব টা পাবার পর এখন একাই থাকে নিরুপমা।
এভাবেই চলছিল নিরুপমার জীবন।
..
...
তারপর নিরুপমা এই ষষ্ঠ শ্রেনীর ক্লাসে আসলেই বিমর্ষ হয়ে যায়।তবুও চলছিল। নিরুপমার নিলীমাকে কেন জানি নিজের মেয়ে মনে হয়।নিলয় আর নিরুপমা একদিন ঠিক করেছিল তার মেয়ের নাম রাখবে নিলীমা আহসান ঐশী। আজ নিলয় তার মেয়ের নাম টা ঠিকই রেখেছে।ঠকিয়েছে আমাকে। নিলীমাকে সময়ে অসময়ে অফিসে ডেকে নেয় নিরুপমা। আদর করে কোলে বসিয়ে। বাসা থেকে নিজের হাতে রান্না করে এনে খাওয়ায়।
..
...
এভাবেই মাস দুয়েক যাবার পর হঠাৎ করে নিলীমা ২দিন স্কুল আসে না।নিরুপমা অস্থির লাগছিল নিলীমাকে ২দিন না দেখে। নিলীমার বন্ধুদের কাছে জানতে পারে নিলীমা অসুস্থ। তাই অফিস থেকে নিলীমাদের বাসার ঠিকানা জেনে নিয়ে স্কুল শেষে নিলীমাদের বাসায় যায়। গিয়ে দেখে নিলীমা তার রুমে শুয়ে আছে।পাশে বসে আছে বাড়ির কাজের বুয়া মমিনা খালা আর তার মেয়ে রত্না। রত্না তাকে নিলীমার কাছে নিয়ে যায়।নিলীমা নিরুপমা কে দেখে উঠতে চায়।নিরুপমা বিছানায় বসে নিলীমার মাথা টা কোলে নিয়ে জল পট্টি দিতে দিতে বলে
তোমার আব্বু আম্মু কোথায় ??
..
...
ম্যাডাম আমার আম্মু তো নাই।
আব্বু তো ব্যবসার কাজে চিটাগাং গেছে।আমি অসুস্থ জেনে আজকের ফ্লাইটেই রওনা দিছে।
সন্ধ্যার আগেই এসে পড়বে।আচ্ছা মেডাম আপনি আমাকে এত আদর করেন কেন??
প্রশ্ন টা শুনে নিরুপমা কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না।তখন হুট করে মমিনা খালা এসে বললো, আফা মামনি সকাল থেকে কিচ্ছুই খায় নাই। নিরুপ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.