নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নীল.... বেদনার অপর নাম....

নিলয় আহসান নিশো

নিরুপমা,তোমার রুপ আর তোমার কথা.... দুটোই এখন রুপকথা....

নিলয় আহসান নিশো › বিস্তারিত পোস্টঃ

সন্ধি বিচ্ছেদ....

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:০১

সন্ধি বিচ্ছেদ
লেখকঃনিলয় আহসান নিশো(বৃষ্টিহীন বর্ষাকাল)
..
...
নিরুপমাঃনিলয়, নিলয় আমাকে ভুলে গেছো,কেমন আছো?
নিলয়ঃ সবথেকে পরিচিত মানুষটি, এখন সবার থেকে অপরিচিত আপন মানুষ।সবথেকে যত্ন করে নেয়া কষ্টের কারন টাও।
ভুলতে চাইলেই কি তারে ভোলা যায়?
ভাল আছি....
হ্যা এভাবেই ভাল থাকার অভিনয় করা যায়.......
.
নিরুপমাঃআমি কি তোমার কোন কিছুতেই আর নেই?
নিলয়ঃনিরুপমা, তুমি কি জানো? আমার লিখা প্রতিটা গল্প, কবিতা, প্রবন্ধে যে চরিত্র টা থাকে আজন্ম তুমিই ছিলে,
তুমিই থাকবে....
.
নিরুপমাঃমন খারাপ তোমার নিলয়???
নিলয়ঃআমার মন খারাপ থাকাটাই এখন স্বাভাবিক নিরুপমা। মন ভাল থাকাটাই এখন অস্বাভাবিক কিছু.....
.
নিরুপমাঃআমি কি তোমার দুরের মানুষ হয়ে গেছি?
নিলয়ঃনিরুপমা, আমি যতবার তোমার থেকে দুরে সরে যেতে চেয়েছি তুমি ততবার কেঁদেছো....
আর আমি যতবার তোমার কাছে ফিরে এসে মহৎ হতে চেয়েছি তুমি ততবার আমার মন নিয়ে খেলেছো।
মন নিয়ে খেলতে তুমি অনেক ভালই পারো বলতে আজ বাঁধে না আর....
.
নিরুপমাঃআমাকে অনেক ঘৃনা করো, তাই না নিলয়??
নিলয়ঃ ধুর....কি যে বল না।তোমাকে ঘৃনা করা সাধ্য আমার কখনোই ছিল না।তুমি শিখিয়েছিলে ভাল কিভাবে বাসতে হয়। কিন্তু হয়তো ভালবাসার ভুল সঙ্গা টাই বলে ছিলে তাই ভালবাসার মানুষকে ঘৃনা করার কথা ভাবতে পারো.....
.
নিরুপমাঃতুমি অনেক বদলে গেছো নিলয়.....
নিলয়ঃমানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না।
কিছু আপন মানুষের অবহেলা,অযত্ন, ইচ্ছে করে দুরে ঠেলা, কিছু অমুল্য স্মৃতি আর কিছু বদলে দেবার মত পরিস্থিতিই মানুষ কে বদলে দেয় নিরুপমা।
তাই আজ আমিও হয়তো বদলে যাচ্ছি......
বদলে গেছে শুধু বাহিরটা ভেতরটা আগের মতই আছে, যেরকমটা তুমি চিনতে......
.
নিরুপমাঃতুমি ভাল নেই নিলয় আমি বুঝি.....
নিলয়ঃ আমি আজো তোমার গল্প সবাইকে শুনাই,তোমার কথা বলে অট্টহাসিতে মেতে উঠি।সবাই জানে আমি ভাল আছি।হ্যা আমিও বলি আমি ভাল আছি।
ভাল থাকাটা এখন মুখেই ভাল মানায়।
.
নিরুপমাঃনিলয় আমি কেন তোমাকে আপন করে পেলাম না......
নিলয়ঃতোমার কোন দোষ নেই,বিধাতাও হয়তো চায়নি তোমার আর আমার গল্প টা এক হোক...
তুমি আমার হয়ে যাও আর আমি তোমাতেই সমর্পিত হই....
.
নিরুপমাঃমাফ করে দিও, আমি নিরুপায় ছিলাম নিলয়...
নিলয়ঃযার কোন উপায় থাকে না তাকে নিরুপায় বলে নিরুপমা। তোমার উপায় ছিল & বেটার উপায় ছিল। এবং তুমি বেটার উপায় টাই চুজ করছো।
নিজেকে নিরুপায় বলে নিরুপায় মানুষগুলো কে অপমান করো না।
.
নিরুপমাঃস্বপ্নতো আমার ও ভেঙেছে নিলয়....
নিলয়ঃ স্বপ্ন!!!!!
তোমার স্বপ্ন ভেঙেছে?কবে, কোথায়,কিভাবে? কই আমি শুনতে পাই নি তো...
তোমার স্বপ্ন গুলো ঠিকই আছে।শুধু তোমার স্বপ্ন সুখের গল্পের চরিত্রের পরিবর্তন হয়েছে...
আমার লিখা তোমার সাজানো স্বপ্নে তুমি আজো রাজকন্যা শুধু নতুন রাজপুত্রকে ঘিরে স্বপ্ন গুলো সত্যি হচ্ছে.......
.
নিরুপমাঃরাজপুত্র!!!
হাসালে নিলয়, তুমি ছাড়া কাউকে স্বপ্নেও কল্পনা করিনি.....
নিরুপমাঃতাহলে তো আরো ভাল....কল্পনার আগেই তুমি বাস্তব সাজাতে পারবে।কজনের এমন ভাগ্য হয় বলো নিজের স্বপ্ন নিজের হাতে বাস্তব করার?
.
নিরুপমাঃতুমি আর আমাকে ভালবেসো না নিলয়....
নিলয়ঃবাসবো না তো, তোমাকে আর ভালবাসবো না।কিন্তু যেদিন আমি সুর্যের আলোর বাইরে যাবো সেদিন থেকে....
.
নিরুপমাঃতোমার চোঁখের নিচে কালো দাগ পড়ে গেছে.....
নিলয়ঃঅনেক গুলো রাত ঘুমানো হয়না।আগে তুমি ঘুমাতে দিতে না। আর এখন তোমার দেয়া ভাঙা স্বপ্ন আর স্মৃতি গুলো ঘুমাতে দেয় না.......
.
নিরুপমাঃআমাদের গল্পটা এমন হল কেন নিলয়?
নিলয়ঃসব গল্পের শেষ টা প্রাপ্তির হয় না......
তোমার আমার সন্ধির এখানেই বিচ্ছেদ হয়েছিল।
সেদিন তুমিই সন্ধি বিচ্ছেদ করেছিলে।আর বরাবরের মতই আমি তোমার কথাই মেনে নিয়ে ছিলাম.......
.
নিরুপমা,
তুই তোর মত করে ভালবাসিস,
অন্য কাউকে আজ
আমি আমার থেকে মুক্তি দিলাম,
স্বপ্ন নিয়ে যাস।
.
অন্য আকাশে উড়ে দেখিস,
সুখ কাকে বলে?
ক্লান্ত হলে ফিরে আসিস,
আমার চেনা ঘরে।
.
কখনো যদি চোখের পাতা,
ভিজে যায় জলে?
বুঝবি তখন পাঁজর ভাঙা,
কষ্ট কাকে বলে।
.
কাল থেকে আর তোর জন্য,
স্বপ্ন কিনব না,
স্বপ্ন পোড়ার কষ্ট কত,
তুই বুঝবি না।
.
আমাকে তুই ভুলে যাস,
বাঁধিস নতুন বাসা।
হারিয়ে গেলে বুঝবি রে তুই
আমার ভালবাসা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.