নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নীল.... বেদনার অপর নাম....

নিলয় আহসান নিশো

নিরুপমা,তোমার রুপ আর তোমার কথা.... দুটোই এখন রুপকথা....

নিলয় আহসান নিশো › বিস্তারিত পোস্টঃ

ভালবাসায় পুর্নতা.....

৩১ শে মে, ২০১৬ বিকাল ৩:২৭

ভালবাসায় পুর্নতা.....
লেখকঃনিলয় আহসান নিশো(বৃষ্টিহীন বর্ষাকাল)
.
অকারণে ১ঘন্টা ঝগড়ার পর.......
.
নিলয়: তুমি আসলে কি চাও বলোতো? সবসময় ঝগড়া করতে ভাল লাগে না, একে তো অফিসে কাজের চাপ, তার উপর তুমি আমার কোন কথা, আমাকে বোঝার কোন চেষ্টাই করো না।
আমি করবো কি আমাকে বলে দাও তো....(ধমকের সুরে)
.
নিরুপমা:(মাথা নিচু করে কাঁদছে........)
.
নিলয়:ধ্যাত্তরি......আবার কান্নাকাটি শুরু করতে কে বললো তোমাকে? তুমি জানো না কান্নাকাটি আমার একদম পছন্দ না?
.
নিরুপমা: নিলয় তুমিও জানো ধমক দিয়ে জোরে কথা বলা আমার পছন্দ না। (নিলয়ের চোঁখের দিকে তাকিয়ে)
.
নিলয়: নিরুপমা....... তুমি চাও কি সেটা আমাকে বলো?? আমি আর এভাবে পারছি না।অফিসে বদমেজাজি বসের সাথে কাজ করে, এসে আবার তোমার সাথে ঝগড়া......
আমি আর চলতে পারছি না এভাবে....
.
নিরুপমা: (নিলয়কে জরিয়ে ধরে) তোমাকেই শুধু তোমাকে, হ্যা মাঝে মাঝে বাঁচ্চাদের মত করেই ফেলি, বুঝতে পারি না তুমি ব্যস্ত থাকো।শুধু মনে হয় তুমি আমার থেকে দুরে চলে যাচ্ছো, ভয় লাগে এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম, ভয় হয় আমাকে ছাড়া থাকার অভ্যাস না হয়ে যায় তোমার......আমার এইসবরেই ভয় হয় নিলয়..... শেষ বারের মত মাফ করে দাও (কাঁদতে কাঁদতে)
.
নিলয়:(আরোও জোরে জরিয়ে ধরে) আরে পাগলী তোমাকে ছেড়ে কার কাছে যাবো আমি?
কে সইবে আমার এত রাগ!!! কে আমার রাগগুলোকে ভালবাসায় পরিনত করতে পারে?
আমি তোমাকে ছেড়ে কক্ষনো কোথাও যাবোনা আমার পাগলী.......
.
নিরুপমা: আমি তোমাকে ভালবাসি নিলয়, তোমাকে ছাড়া আমার জীবন আমি কল্পনাও করতে পারি না...তুমি কাছে না থাকলে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।তুমি পাশে থাকলেই আমার পৃথিবী ঝলমল করে উঠে।
.
নিলয়: আমিও তোমায় অনেক ভালবাসি আমার পাগলী..... তোমার হাসিমাখা মুখ খানা দেখলেই তো আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাই.....
.
নিরুপমাঃ মুচকি হেসে নিলয়ের বুকে মাথা গুছে দিল.........
.
হঠাৎ করে দুরে কোথাও জুয়েল এর সেই গান টা বেজে চলল....
.
বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি.....
বল তুই আমায় ছেড়ে কেমনে রবি......
তোর পরাণে আমার এ মন
বান্ধিয়াছি সারা জীবন....
তোরে ছাড়া বাঁচিনা......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.