নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নিপোবনে,ছায়াবিথী তলে এসো করো স্নান নবধারা জলে।

নবাব চৌধুরী

আমি তানভীর চৌধুরী।কোনো এক সম্ভ্রান্ত পরিবারে আমার জন্ম। পূর্বপুরুষ ছিলেন জমিদার।আমি অনেককিছুই ঘটতে দেখেছি আমার চোখের সামনে যার অনেকগুলো আমার হৃদয়ে ভয়াবহভাবে দাগ কেটেছে।জীবনের এ পর্যায় পর্যন্ত আমি এসেছি একলাটি। স্বজনদের কেউই তেমন করে সঙ্গ দেয়নি।মাঝেমধ্যে আমি খুব বিষন্ন হয়ে যাই তখন মনে হয় সবকিছু ছেড়েছুড়ে সীমাহীন কোনো অসীম দূরত্বে চলে যাই।কিন্তু পারিনা কারণ মা আমার সহ্য করতে পারবেনা। আমি ছেলেটা একেবারেই অগোছালো প্রকৃতির কোনো কিছুই প্রায় পারিনা করতে।অকর্মণ্যর মতো বসে থাকাই আমার কাজ। গিটারে রিদম বাজিয়ে গান গাইতে অসম্ভব ভালো লাগে।রবীন্দ্রনাথকে জীবনের আশ্রয় মানি আরেকজন মহান সাহিত্যিক \"শরৎচন্দ্র চট্রোপাধ্যায়\"উনার লেখা অনেক গল্প আমার বাঁচার রসদ জুগিয়েছে। আমার কাছে মনে হয় জীবন গিটার রিদমের মতোই।একটা পূর্ণাঙ্গ রিদমকে কেউ যদি বিভক্ত করে ছোট ছোট অংশে, এবং সেই বিভক্ত অংশটাকে যথার্থ ভাবে বাজায়,তখন শুনতে যেমন খুব ভালো লাগে,তেমনই জীবনকে ও অনেক ভাগে বিভক্ত করে যথাযথ ভাবে চালিয়ে নিলেই, জীবন একটা সুন্দর ছন্দের মধ্যে চলে আসে। নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের সাথে আমি শতো হাত দূরত্ব বজায় রাখি কারণ তারা আমার মাকে কষ্ট দিয়েছে।এদেরকে আমি ঘৃণা করি যদি সুযোগ পাই তাহলে খুব হেনস্তা করবো। পৃথিবীর বুকে একটি মাত্র নারী যিনি আমার সামান্যতম ব্যাথায় ও আর্তনাদ করে উঠেন,হয়ে উঠেন উথলা।আমার পৃথিবী হয় প্রকম্পিত ইনার জন্য আমি কিছু করতে চাই।হাজার বছর বেঁচে থাকার ইচ্ছা আমার হয় এই মহিলাটির জন্য তিনি আমার\"জননী\"। এডলফ হিটলার কে আমার ভালোই লাগে তবে একজন সুযোগ্য নেতা হিসেবে নয় শুধুমাত্র অকুতোভয় সেনাপ্রধান হিসেবে। আমি নারী বিদ্বেষী নয়।মা বোনদের যথার্থ ভাবে সম্মান করি। কিছুসংখ্যক নাস্তিকবাদিদের ঘৃণা করি। যখন ক্ষেপে যাই অগ্নিমূর্তি রুপ ধারণ করি,আমাকে আমি সামাল দিতে পারিনা তখন। একজনকে ভালোবেসেছিলাম।পাত্তা দেয়নি,খুব করে স্বপ্ন দেখতাম তাকে নিয়ে,এখন জানি সকল স্বপ্ন আসেনা সত্যি হয়ে। :-) আমি একজন শিক্ষার্থী।আইন ও বিচার বিভাগে অধ্যয়ন করছি।কথা দিচ্ছি যখন পা রাখবো আদালতের বারান্দায় তখন মানুষ আমার দিকে তাকিয়ে আমার পেশাটাকে সম্মান করবে।আমার সবে শুরু হয়েছে;আমি এগিয়ে যাবো সন্তর্পনে একজন ফাঁসির \"দাগা আসামি\"যে আমার মক্কেল হবে তাকে বাঁচানোর প্রাণপণ চেষ্টাই আমার সততা।আমার দায়িত্বই হচ্ছে তাকে বাঁচিয়ে দেয়া।সুপুরুষ কখনও দায়িত্ব এড়িয়ে যায়না। আমি যদি হই একজন বিচারক তবে আমার রায়গুলো হবে চূড়ান্ত পর্যায়ের মানানসই।যার গুণগত মান নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবেনা।সে সাধ্য পৃথিবীর কারুরই নেই। অনেক ক্ষতি আমার হয়েছে।বড্ড দেরী হয়ে গেছে।এখন আমি জেনেছি জীবনের অর্থ।জীবনের অর্থ আমি জেনেছি নতুনভাবে।বেঁচেই যখন থাকবো তবে কুকুরের মতো কেন?চষিয়ে বেড়াবো দাপট দেখিয়ে। পড়ন্ত বিকালে সুর্য যখন অস্ত যাওয়ার আয়োজন আরম্ভ করে,বালিকার দল হাটতে বের হয় নদীর পাড়ে।স্বভাবতই ওরা চুলগুলো খোলা রাখে।বাতাস খেলা করে তাদের চুল নিয়ে। বালকের দল থাকে খেলাধূলায়লার মগ্ন।কেউ নাটাই হাতে ঘুড়ি উড়ায়, কেউ কাবাডি খেলায় বিভোর হয়, কয়েকজন আবার নৌকা নিয়ে চলে যায় মাঝনদীতে।কিন্তু তাদের কেউই বালিকা গুলো কে দেখে শিস দিতে চায়না।এই অসভ্যতাটা এরা এখনও রপ্ত করেনি। বালিকার দলে মেয়ে একটা--নাম রেবেকা।আহামরি সুন্দরী সে নয় কিন্তু অনেক মিষ্টি, অনেক চপলা, কেশবতী। যদিও ন্যাড়া বেলতলায় দুবার যায়না এই মেয়েটির জন্য কিন্তু আমি যাবো।হ্যা-ঁ-আমি আরেকবারটি এ রকম নিষ্পাপ গ্রাম্য কিশোরী মেয়ে একটার প্রেমে পড়তে চাই। তোমরা কেউ কী পারবে?এমন মেয়ে একটির সন্ধান আমাকে দিতে যে একেবারে সাদামাটা এবং সহজ সরল।ভালো রান্না জানবে।আধুনিক খাবার যেমন থাই, চাইনিজ, এগুলো নয়রে ভাই।ভাতের সাথে আমার একটু সুস্বাদু তরকারি হলেই চলবে।ভালো লাগেনা শহরের জঠিল প্রকৃতির আধুনিকমনস্ক মেয়েদের আর। আসলে এদের যোগ্য আমি নই। তোমরা রমণী-যথেষ্ট শ্রদ্ধার সাথেই বলছি।তোমাদের আচরণ আরও স্পষ্ট হওয়া দরকার।যদি কাউকে ভালো না বাসতে পারো,সেটা একান্ত তোমাদের ব্যাপার।সামান্যতম অভিনয়ও নিষ্প্রয়োজন।আসলে আমি বিভ্রান্ত।একদিন পাগলের মতো ভালোবেসেছিলাম ওর আচরণের অনেকটাই ছিলো অস্পষ্ট।আমাকে অনেক ভোগতে হয়েছে।আমি হয়েছি ক্ষতিগ্রস্ত এবং আমার জীবন থেকে হারিয়ে গেছে মূল্যবান অনেকগুলো বছর। এই সত্যটা আমি নিজে জেনেছি;জেনেছি অনেককিছু।সেদিন শুধু একটু কষ্ট পেয়েছি। আসলে আমি ধরেই নিয়েছিলাম সে আমার ফিরবে হয়তো। ওটা ছিলো একটা গোলকধাঁধাঁ যার ভেতরে ঢুকা অনেক সহজ।কিন্তু ঢুকে পড়লে বের হওয়া অনেক কষ্টকর।একবার যদি কেউ এর থেকে বেরিয়ে আসে! তাহলে দ্বিতীয়বার সে ঢুকতে চায়না সহজে।তোমাদের সম্পর্কে অনেকেই অনেককিছু বলে আমরা পারিনা এমনটা বলতে।আমাদের রুচিতে বাধে।আমাদের জন্য তোমরা না হয় একটা যায়গা রাখলে।সম্মান দেখানোর যায়গাটা।

নবাব চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

যৌনতাই প্রেম নয়,কাম লালসা ছাড়াও প্রেম হয়।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৫

পৃথিবীর বুকে যতো ধরনের মাংসের অস্তিত্ব রয়েছে তন্মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম হচ্ছে নর মাংসের স্বাদ।
নর বলতে পুরুষ মহিলা উভয়কেই বোঝানো হচ্ছে।

জানোয়ার জন্তুকে গিলে গপ গপ করে;কিন্তু মানুষ মানুষকে উপভোগ করে মাংসের তুফান তুলার মধ্য দিয়ে এ এক অন্য লীলা-এই উপভোগ পর্ব শিল্প সমতুল্য;
সভ্যতার বিকাশের সাথে সাথে এই লীলাকে আবদ্ধ করা হয়েছে কিছু নিয়মের ভেতরে।
এই নিয়ম বহির্ভূত তুফান লীলাটা সমাদৃত নয় বরং সমালোচিত।
পাশ্চাত্য বলুন আর প্রাচ্য বলুন কোনো স্ত্রী কিংবা স্বামি কখনোই মেনে নেবেনা তার সঙ্গি তুফান লীলায় মগ্ন হউক অন্য কারও সাথে।

কাম বাসনা লালসা ছাড়া মানুষ কখনও পরিপূর্ণ হতে পারেনা ব্যাতিক্রমধর্মী মানুষদের কথা আলাদা।
আমি তখনই খুব বিভ্রান্তিতে পড়ি যখন দেখি কতিপয় তরুণ তরুণী এই ব্যাপারটাকে অর্থাৎ কাম বাসনাকে খাঁটি প্রেমের একটা উপাদান হিসেবে চিহ্নিত করে।
আমি আরও বিভ্রান্ত হই যখন দেখি কেউ এর ভিডিও চিত্র ধারন করে সমহিমায় উপস্থাপন করে।
প্রেম সেটা যতোই তীব্র হউক এটাকে আমি মাংসের সাথে সম্পর্কযুক্ত করতে নারাজ।
প্রেম বলতে একটা সদ্ভাব কে বোঝি মাত্র।
একটা অধিকার কে বোঝি যেটা ভর করে আছে নিতান্তই নৈতিকতার উপরে,বিশ্বাসের উপরে।
আমার একটা বাজে অভ্যাস থাকতে পারে;তখনই আমার প্রেমটা তীবতর হবে যখন এই প্রেমের দোহাই দিয়ে বিশেষ সেই মানুষটা আমার বাজে অভ্যাসটাকে বদলে দেবে।
আজ আমার পরীক্ষা দিতে ইচ্ছে করছেনা প্রেমটা তখনই খাঁটি হবে যখন এই প্রেমের দোহাই দিয়েই একজন কেউ আমাকে বাধ্য করবে পরীক্ষা দিতে।
আমার যদি মন খারাপ হয় আর ঐ একজন কেউ এসে কাঁধে হাত রেখে বলে কী হয়েছে তোমার?বিপর্যস্ত লাগছে কেন এতো?তখনো যদি হাস্যপ্রোজ্জ্বল মুখে কথা বলতে পারি-কিছুই হয়নি,বাদ দাও। তখনই আমার প্রেমের পূর্ণাঙ্গতা আসবে।

প্রেম বলতে কখনোই আমি শুধু বিবাহিত হওয়াটাকেই বোঝিনা আবার এটাও বলছিনা বিবাহিত হলে প্রেম আর প্রেম থাকবে না।
এটা বিশ্বাস করিনা যে প্রেম মানেই বিবাহিত হয়ে শারিরীক সম্পর্ক স্থাপন করা।
প্রেম বলতে শুধুমাত্র একটা সদ্ভাবকেই।
আমার যবে সামান্য মন খারাপ হয় তখন আমার মা হয়ে যান পাগলের মতো,বার বার জিজ্ঞেস করেন কী হয়েছে?শরীর খারাপ?এটাই প্রেম;
যখন ছোট বোনটার জ্বরে পুড়ে যাওয়া দেখে ভাইটি বোনের কপালের সাথে নিজের গাল লাগিয়ে বসে থাকে সারাটি রাত, প্রতিটা মুহুর্তের তাপমাত্রা নিরুপন করতে চায় পাগলের মতো,বার বার মাথায় হাত বুলিয়ে দেয়;এটাও প্রেম।
প্রিয়তমা স্ত্রীর আবদার রাখতে বরটা যখন মধ্যরাতে প্রচন্ড বর্ষনে ভিজতে ছাদের উপর যায় এটাও প্রেম।
প্রেম হয় অন্তর দিয়ে এ জন্যই অবলা জীব জানোয়ার ও প্রেম করে;যে বনগাভীটা বাঘ দেখলে দৌড়ে ছুটে পালায় সে বনগাভীটাই আবার বাচ্চাকে রক্ষার স্বার্থে এগিয়ে আসে বাঘের সামনে বীরদর্পে;মোকাবেলা করে নেয় বাঘের সাথে এক হাত;এটাই প্রেম।
এটাও বিশ্বাস করিনা প্রেমের রয়েছে কোনো সত্যায়িত রুপ যে বিশেষ মুহুর্ত গুলো ছবি তুলে দেখাতে হবে এনে।

দিনের শেষে কোনো সন্তান ছেলে/মেয়ে যদি ঘরে ফিরে খালি হাতে মা-বাবা তখন কিছুই বলবেন না ক্লান্তিময় সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো হাসিমুখে তোয়ালে এগিয়ে দেবেন গোসল করে বিশ্রাম নেয়ার জন্য,কিন্তু যদি কোনো সন্তান ভূল করে কিছু একটা হারিয়ে ফেলে তাহলে সেটা অনেক সময়ই ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে যেতে পারে।
হুশিয়ার----

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:

সুস্হ সামাজিক জীবনে সবকিছুই সঠিক রূপ নেয়, প্রেম ভালোবাসাও থাকে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০

আজকের বাকের ভাই বলেছেন: সুন্দর

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

নবাব চৌধুরী বলেছেন: সহমত চাঁদ গাজী ভাইয়ের সাথে,বাকের ভাই ধন্যবাদ আপনাকে।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

আরজু পনি বলেছেন:

শিরোনামটা পছন্দ হয়েছে ।

প্রেম সেটা যতোই তীব্র হউক এটাকে আমি মাংসের সাথে সম্পর্কযুক্ত করতে নারাজ

কথাগুলোও ভালো লেগেছে ।

শুভেচ্ছা রইল ।।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৩

ইয়াশফিশামসইকবাল বলেছেন: কামহীন প্রেম লবণ ছাড়া পোলাও এর মতন ।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

নবাব চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভ্রাতা আর্জুপানি,ইকবাল ভাই,যৌনতা নির্ভর প্রেম কী আপনি সমর্থন করেন?

৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

নতুন বলেছেন: আমার যবে সামান্য মন খারাপ হয় তখন আমার মা হয়ে যান পাগলের মতো,বার বার জিজ্ঞেস করেন কী হয়েছে?শরীর খারাপ?এটাই প্রেম;

-- এটা মায়ের মমতা....

যখন ছোট বোনটার জ্বরে পুড়ে যাওয়া দেখে ভাইটি বোনের কপালের সাথে নিজের গাল লাগিয়ে বসে থাকে সারাটি রাত, প্রতিটা মুহুর্তের তাপমাত্রা নিরুপন করতে চায় পাগলের মতো,বার বার মাথায় হাত বুলিয়ে দেয়;এটাও প্রেম

-এটা বোনের স্নেহ...

নারীপুরুষের প্রেম কামনা থাকে...মায়ের মমতা.বোনের স্নহে কোন সাথ` থাকেনা....

৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৩

নবাব চৌধুরী বলেছেন: ভালো বলেছেন নতুন ভাই,বোনের স্নেহ বলেন আর মায়ের মমতাই বলেন সবই কিন্তু ভালোবাসার ফসল।ধন্যবাদ ভ্রাতা।

৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৯

প্রেতরাজ বলেছেন: সুন্দর এক প্রেমের উপাখ্যান লিখেছেন।
ভাল লাগল

১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ধারালো যুক্তি আছে ।

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

নবাব চৌধুরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.