নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পুরো নাম আবু সাঈদ মোহাম্মদ নাদিম আহসান হাবীব ঈমরোজ তুহিন। গণিতশাস্ত্রে স্নাতকোত্তর সম্পন্ন করেছি।

নাদিম আহসান তুহিন

নাদিম আহসান তুহিন › বিস্তারিত পোস্টঃ

এই খালি যাইবা?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

জাতীয় পোশাক লুংগি আর গেঞ্জি পরে রিকশায় বসে আছি। রিকশাওয়ালা আমাকে রিকশায় বসিয়ে রেখে প্রাকৃতিক কর্ম সারাতে গেছে। হঠাৎ লক্ষ্য করলাম এক মায়াবতী কণ্যা আমার দিকেই এগিয়ে আসছে। আমি আপন মনেই গেয়ে উঠলাম,

"আপনাকে কী একটি
বার তুমি করে বলতে পারি?
এক রিকশায় পাশাপাশি
দুজনে কী চলতে পারি?"


মেয়েটি কাছে এসে দাঁড়াতেই আমার হার্টবিট বেড়ে গেল। আহা! মেয়ে দেখি নিজ থেকেই আমার সাথে কথা বলছে। আমায় বললো, এই খালি যাইবা? আমি ভ্যাবলা চোখে তার দিকে চেয়ে রইলাম। মেয়েটি আবারো জিজ্ঞেস করলো, কি হলো? যাইবা? আহা! সে কী সুমধুর ধ্বনি। সম্বিত ফিরলো রিকশাচালকের কথায়। না আফা যামু না।বলেই প্যাডেলে চাপ দিয়ে আমাকে নিয়ে সামনে এগুলেন। পিছনে লজ্জামাখা মুখে মায়াবতী মেয়েটি দাঁডিয়ে আছে। আহা! আমিওতো খালিই (সিংগেল) আছি। আমাদের এক রিকশায় পাশাপাশি যাওয়া আর হলো না।


২্.

:এই খালি যাইবা?
- হ যামু
:তো যাও, খাড়াইয়া আছো ক্যান?


৩.

: এই খালি যাইবা?
- না খালি যামু না। আপ্নেরে লইয়া যামু।


৪.

:এই খালি যাইবা? (সময় দুপুরবেলা)
- নাহ মামা এখনো ভাত খাই নাই। ভাত খাইতে যাইতেছি।

পরেরজনকে,
: এই খালি ভাত খাইছো?
- হ খাইছি।
: তাইলে চলো,,,,

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:১০

ওমেরা বলেছেন: রিক্সায় আমার ভয় লাগে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৬

নাদিম আহসান তুহিন বলেছেন: কিসের ভয় আপু?

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৫২

মলাসইলমুইনা বলেছেন: @ওমেরা রিকশা হলো পৃথিবীর সবচেয়ে রোমান্টিক বাহন,এমনকি এক একাও! অনেক দিন শুনিনা, ভুলেই গিয়েছিলাম "এই খালি " ডাকটা | সকালে ইউনিভার্সিটি যাবার সময় এমন অদূরে ডাকে আমি বন্ধুদের প্রেমিকার সাথেও কথা বলতে শুনিনি | সমধুর ডাকটা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ |

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৪৭

নাদিম আহসান তুহিন বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.