নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাঁচমিশালি

MD Nahidul Hasan

সবাই তো বলে নিজেকে অতি সাধারণ বলে।আমি না হয় নিজেকে অসাধারণ একজন বললাম।

MD Nahidul Hasan › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ : খেয়া

০৪ ঠা জুন, ২০২০ ভোর ৪:৫৫

লেখক: আনিসুল হক, একজন কবি,লেখক,নাট্যকার ও সাংবাদিক। জন্ম ০৪ মার্চ,১৯৬৫।উল্লেখ্য, তিনি বাংলা একাডেমী পুরষ্কার প্রাপ্ত একজন।
বইয়ের ধরন:উপন্যাস।
পৃষ্ঠা সংখ্যা:৯৬
দাম:১০৬ টাকা(রকমারি)। পিডিএফ পাবেন।তবে সামর্থ্য থাকলে কিনে পড়ুন।
গল্পটা একটা মধ্যবিত্ত পরিবারকে নিয়ে।মধ্যবিত্ত পরিবারের সুখ,দুঃখ, আনন্দ, ভালোবাসা এবং অর্থনৈতিক অসচ্ছলতা নিয়ে।
পিতাটির নাম আবিদুর রশিদ।এক ছেলে,একমেয়ে, বউ এবং মা নিয়ে সুখী পরিবার। ছেলেটির নাম বাবু।ক্লাস ফোরে পড়ে।মেয়েটির নাম খুকু।দেখতে সুন্দর,চঞ্চল, বাকপটু এবং পড়াশোনায় অনেক ভালো।হলিক্রস থেকে আইএসসি পাশ করে এবং পরে বুয়েটে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংএ চান্স পায়।সংসারে আয়ের উৎস "পারাবার স্টোর"।মানুষের মৃত্যুতে উপার্জন। মানে কফিন,কাফনের কাপড়,আগরবাতি ইত্যাদি বিক্রি করা হয়।এখানে আবিদুর রশিদ সাহেবের অসাধারণ মানবিক মূল্যবোধ লক্ষ্য করা যায়।ঘটনাক্রমে খুকুর পড়াশোনার জন্য দরকার পড়ে কম্পিউটারের। কম্পিউটার কিনার মাধ্যমেই গল্পে অন্যতম চরিত্রের আবির্ভাব ঘটে,শুভ্র।সেও বুয়েটের সাবেক স্টুডেন্ট এবং ঘটনাক্রমে তার আর খুকুর মধ্যে প্রেম হয়।তারপর আসে তাদের জীবনে একটা মারাত্মক ধাক্কা।সবকিছু যেন এলোমেলো হয়ে যেতে থাকে।
গল্পের শেষটা যেমন প্রত্যাশা করবেন,তেমন হবেনা। রেকমেন্ডেশনে রাখবেন।ঠকবেন না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ ভোর ৫:২৩

কল্পদ্রুম বলেছেন: রোমান্টিক উপন্যাস মনে হচ্ছে।

০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:২৭

MD Nahidul Hasan বলেছেন: হ্যাঁ।

২| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:৫৩

নেওয়াজ আলি বলেছেন:

০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৩৯

MD Nahidul Hasan বলেছেন: আনিসুল হক❤

৩| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৫৭

রাজীব নুর বলেছেন: বইটা পড়ার ইচ্ছা জাগলো।

০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:০১

MD Nahidul Hasan বলেছেন: আমি সার্থক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.