নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

লম্বা মেয়ে ।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৯

ও আমার চাইতে ৬ ইন্ঞি লম্বা । ৬ ফুট লম্বা মেয়েকে জীবন সঙ্গি হিসেবে অনেকেই পছন্দ করবে না । ছেলেরা মেয়েদের চাইতে লম্বা হবে এইটাই রীতি। এতো লম্বা মেয়েকে দেখলে রীতিমত সবাই কেমন অবাক হয়। এমন চোখে তাকায় যেন অন্যকোন উপগ্রহ থেকে এসেছে। সে যাই হোক এ নিয়ে আমার কোন অসস্থি নাই। ভিষন ভালো লাগে তার প্রতিটি কথা, বাচন ভঙ্গি, ব্যাবহার, চলাফেরা। আমার কাছের মানুষ গুলোর এই নিয়ে মন্তব্যের শেষ নাই। ওর কাছে আমাকে নাকি লিলিপুট এর মতো লাগে, আমার সাথে নাকি একদম যায় না। এতো লম্বা মেয়ে, দৈত্যাকৃতি এর সাথে কিভাবে? হোক সে লম্বা হোক না সে কালো কিংবা ফর্সা, তাকে ছাড়া আর কাওকেই ভালো লাগে না ।
ওর সবচাইতে সুন্দর দিক হলো তার হাসি। হাসিতে মুক্ত ঝরে এ কথাটা যেন ওর জন্যই প্রযোয্য।
স্ট্রিট ফুড তার খুব পছন্দ কিন্তু করোনার জন্য এখন আর বাইরের খাবার খাওয়া যায় না । তাই ও নিজেই বাসায় ট্রাই করছে। ভালোই লাগে, বাইরের চটকদার খাবারের চাইতে ওর বানানো খাবার আমার অন্তত ভালোই লাগে ।


মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: জীবন হোক আনন্দময়।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

২| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



হৃদয়ে স্হানই আসল।

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: জি ভাই । এটাই ঠিক ।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: একটা মানুষ লম্বা নাকি বেটে,এখানে তার কোন হাতনেই।সে মানবিক কিনা সেটাই আসল।

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা ঠিক বলেছেন ভাই ।

৪| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই আমাদের যদি একটু দেখার সৌভাগ্য হতো
সেই ছ'ফুট লম্বা যার হাসিতে মুক্তা ঝরে !!
একা একা দেখতেন বলতে গেলেন কেন ?

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৪

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ঐ যে বললাম আমার কাছে যা সুন্দর সবার কাছে তা না। অন্য কেও ঐ সৌন্দর্য দেখতে পায় না যা হযতো আমি দেখেছি। ধন্যবাদ ভাই । মনযোগ দিয়ে পড়ার জন্য।

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১১

বিড়ি বলেছেন: আপনাদের পারস্পরিক বোঝাপড়াটাই আসল , কে লম্বা কে শুকনা সেটা বিষয় না। শুভকামনা রইলো আপনাদের জন্যে

১০ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৫০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ঠিক বলেছেন ভাই। শুভ কামনা আপনার জন্যেও

৬| ১০ ই এপ্রিল, ২০২১ সকাল ৮:৩৪

রানার ব্লগ বলেছেন: ভালই হলো আপনাকে কষ্ট করে রান্না ঘরের হাড়ি পাড়তে হবে না।

১১ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা হা ভালো বলেছেন ভাই। আমার ল্যাডার টা আর লাগবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.