নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

আমার আকাশ, আমার দিগন্ত।

২১ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

আমার আকাশটা চুরি হয়ে গেছে ।
দুর দিগন্ত কতোদিন দেখিনা।
দেখতে পাইনা সুর্য ডুবে যাওয়া,
লাল রঙের বড় চাঁদটা খুজে পাই না।
বাসা থেকে অনেক দুরের আলো দেখা যেত,
দুরে রেলগাড়িটার যাওয়া দেখতাম।
দৃষ্টি এখন ক্ষীন হয়ে গেছে বড় বড় সুউচ্চ স্থাপনায়।
কুয়াশা নয় এখন কালো ধোয়া দেখি।
বাসার সামনে ট্রাফিক জ্যাম, অধৈর্য চালকের হর্ন।
কান ঝালাপালা প‌্যাঁ পুঁ শব্দে, পাখির ডাক শুনতে পাই না।
কয়েকটা চড়ুই পাখি, শালিক, ফিঙে রোজ বারান্দায় আসে,
পাতাবাহার গাছে দেওয়া পানি খায়, দেখতে খুব ভালো লাগে।
আমগাছটাতে ফিঙ্গে বাসা বেধেঁছে কেউ কাছে গেলেই ঠোকর দেয়।
সামনের খালি জায়গাটাতে সবুজ ঘাস লতা পাতায় ভরে গেছে,
সবুজ হয়ে গেছে বৃষ্টির পানিতে, ব্যাঙ এর দেখা মেলে মাঝে মাঝেই
গোল গোল চোখে তাকিয়ে থাকে, গলা ফুলিয়ে ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.