নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

শখ

২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫

রাজীব নুর ভাই তার পোষ্টে বিভিন্ন শখের কথা বলেছেন আমার ও কিছু শখের কথা মনে পরছে।
ছোট বেলায় স্ট্যাম্প জমাতাম, প্রচুর বই পড়তাম, বই সংগ্রহ করতাম (নীল ক্ষেত থেকে অল্পদামে পুরান বই ও কিনেছি), গান শুনতাম, ক্যাসেট জমাতাম, টিভি, সিডি, ডিভিডিতে মুভি দেখতাম, অনলাইন এ চ্যাট করার নেশাও ছিল অনেক । এখন বই পড়া, গান শোনার অভ্যাস হারিয়ে গেছে। স্ট্যম্পের কালেকশন কোথায় আছে মনে পড়ছে না। শেষ কবে শখের বশে বই পড়েছি মনেই পড়েনা। নিতান্ত প্রয়োজনীয় বই পড়তে হয় তাই পরি। করোনার দিনগুলোতে আগের মতো বইপড়া, গান শোনা, মুভি দেখার অভ্যাস শুরু করেছিলাম, বেশিদিন এই সুখ সহ্য হয়নি, বাধ্যতামুলক ভাবে অফিসে যেতে হয়েছে, কিছুদিন পরেই। কোন তথ্যের প্রয়োজন হলে বই এর দরকার হয়না, গুগলের সাহায্য নিতে হয়। সময়ই হয় না। সময়গুলোও যেন কোথায় হারিয়ে গেছে। আড্ডা, ফোনালাপ এগুলোও হয় না। ফোনে কথা বলতে ভালোই লাগে না। কেউ ফোন করলে বিরক্তই লাগে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০

খায়রুল আহসান বলেছেন: আপনার যেসব শখের কথা এখানে উল্লেখ করেছেন, সেসব অতীতের এবং বর্তমানে পরিত্যাক্ত। এখন আবার নতুন করে কিছু শখের কাজ শুরু করতে পারেন।
ব্লগিং কি আপনার শখের মধ্যে পড়ে?

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা ব্লগিং শখের মধ্যেই পরে। কিন্তু আজকাল ব্লগিং তেমন করা হয় না।

২| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:০০

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: এখন শখ করে এক্সট্রা সিগারেট টানি :-<

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১২

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হা বিচিত্র শখের মধ্যে এটা একটা

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৮

রাজীব নুর বলেছেন: ফোনে কথা বলতে আমারও ভালো লাগে না। খুব দরকার না হলে আমি ফোন ধরি না।

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ফোন ধরার ব্যাপারে আমি অনেক সচেতন। ফোন রিসিভ করি যতো দ্রুত সম্ভব। ধরতে না পারলে কলব্যাক করি। অপরিচিত নাম্বার থেকে ফোন ধরায় অনিহা আছে। আর ফোনে প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে ভালো লাগে না।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৫

জগতারন বলেছেন:
খায়রুল আহসান বলেছেন:
আপনার যেসব শখের কথা এখানে উল্লেখ করেছেন, সেসব অতীতের এবং বর্তমানে পরিত্যাক্ত। এখন আবার নতুন করে কিছু শখের কাজ শুরু করতে পারেন।
ব্লগিং কি আপনার শখের মধ্যে পড়ে?


সহমত !

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই ।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: শখ দুনিয়ার সব মানুষেরই আছে। হয়তো কম বা বেশি।

২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:১৮

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: জ্বী ভাই শখ আছে এবং ছিল যা সময় ও সামর্থের কারনে শখ গুলো পুরণ হয়ে উঠেনা । ঘুরতে ভালো লাগে, পাহাড়, নদী ভালো লাগে, মুভি দেখতে ভালো লাগে, ফেসবুকিং, ব্লগিং ও সখের মধ্য। কিন্তু এ সখ পুরণ করা হয় না সময় ও সামর্থের কারনে।

৬| ১২ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ডাকটিকেট সংগ্রহ আমার শখ ছিল। আরেকটা শখ ছিল মাছ ধরা।

১২ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: মাছ ধরাটা একটা কঠিন ধৈর্যের ব্যাপার । আমার ধৈর্য কম, তার উপর ঢাকা শহরে মাছ ধরার সুযোগ কোথায়? গ্রামে গেলেও মাছ ধরার ব্যাপারে কেউ উৎসাহ দেয়নি বরং পানি থেকে দুরে থাকতে হতো । যার কারনে সাতারটা ও শেখা হয়নি ।

৭| ১৩ ই জুন, ২০২২ সকাল ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি পেশাদার মাছ শিকারী না। কোথাও মাছ ধরতে গেলে সাথে যেতাম আর সুযোগ পেলেই ছিপ নিয়ে বসে পড়তাম।
ডাক টিকেটের কালেকশন নষ্ট হয়ে গেছে। কিছু চুরি হয়ে গেছে।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৫:৫১

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: হ্যা আমার ডাকটিকেট গুলো কোথায় যে আছে.... খুজে দেখতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.