নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

রঙের রঙ।

০৩ রা ডিসেম্বর, ২০২২ রাত ১১:২৩

কান্নার রঙ কি আসলেই নীল?
কই আমি তো কোনও রঙই দেখি না।
কবি তুমিই বলো কষ্টের রঙও নাকি নীল,
আমিতো কোনও রঙ দেখি না আমার কষ্টের মাঝে।
বড় বিবর্ণ হয়ে গেছে জীবনটা আমার,
কোথাও কোন রঙের অস্তিত্ব নাই।
কবি আমাকে কিছু রঙ দেবে?
নীল, সবুজ, লাল যা হয় একটা,
এই বর্ণহীন জীবনে একটুও কি রঙ পেতে পারি না?

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
ভাষা সহজ।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:১১

সাহাদাত উদরাজী বলেছেন: অবশ্যই, তবে নিজেরটা নিজে ব্যবস্থা করে নিতে হবে।

০৪ ঠা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২০

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: সবাই কি নিজেরটা নিজে চেয়ে নিতে পারে? ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য।

৩| ২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমিও কোনো রং দেখি না।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আসলেই কোনও রঙই নাই।

৪| ২৩ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৩০

খায়রুল আহসান বলেছেন: রঙিন প্রকৃ্তি থেকে দৃষ্টিতে করে কিছু রঙ ধার নিয়ে আসুন।

১৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:১৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: প্রকৃতি শুধু মাঝে মাঝে একটু রঙের দেখা দেয়।
রঙ, তুলি, মনের সাদা ক্যানভাসে সেই রঙ ধরে রাখতে
মনকে বুঝাই মনতো বোঝে না।

৫| ০৬ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৮

সাহাদাত উদরাজী বলেছেন: ুতন লিখা দিন।

১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৪:৪৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: প্রতিদিন মনে হয় লিখবো, কালি কলম মন এই তিনজনকে এক করতে পারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.