নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আমি নিজেকেই এখনো চিনতে পারিনি।

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত

আমি আমার সম্পর্কে জানার চেষ্টা করছি

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত › বিস্তারিত পোস্টঃ

ভুত ভবিষ্যত -দুই

২৮ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৭

পর্ব ২
রিতা ভিলার পাশে যে খালি জায়গা, পেছনে জঙ্গলঘেরা অর্ধ সমাপ্ত একটা ঘর যেটাতে ভুত আছে বলেই জানতো ছোটরা। ঐ দিকে তাকালে কেমন যেন শিউরে উঠে। বর্ষাকালে পানি জমে যেতো কোথা থেকে মাছ ও চলে আসতো। সৌখিন মাছ শিকারীদের ছিপে দু একটা টাকি মাছ ও উঠতো।
রিতা ভিলার ভেতরের দিকের ইউনিট যেখানে ইঞ্জিনিয়ার সাহেব থাকতেন, তাঁর ছেলেদের কখনও দেখা যেতো ছাদে কখনও বা বাড়ি ওয়ালার ছেলে নিপু ভাই, পবন ভাই এর ঘরে কখনো বা সামনে ইউনিটের নানা ভাইয়ের সাথে। এছাড়া পাঁচিল টপকে কখনও দারোগার বাড়ি, বাকিটা সময় স্কুলে। এভাবেই কেটে যাচ্ছিল ওদের সময়।
নানাভাই ছাত্র পড়াতেন আর বাকিটা সময় সামনে একটা ফুলের বাগান মতো করেছেন ওখানেই সময় দেন। বাসায় নানি, লিপি খালাম্মা, মামারা, সাইবির মা আর মাঝে মাঝে আসতো দিপ্তি (লিপি খালাম্মার বড় বোনের মেয়ে)।
নিপু ভাই মিশুক মানুষ উনিই দেখা শোনা করতেন। পবন ভাই চাকরি করেন তাই সময় কম। কথা কমই বলেন, সুন্দর করে হাসেন।
চলবে ------।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৬

নয়ন বড়ুয়া বলেছেন: গল্পটি কত পর্বের হতে পারে? একসাথে দুই পর্ব দিলে ভালো হয়। এত অল্প লেখার পর্ব পড়ে, মন ভরে না।

২৮ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:২৭

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ভাই ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ। এর পর বেশি করে লেখার চেষ্টা করবো।

২| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম। ভালো লিখেছেন তো। চলুক ----

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৩| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

বিজন রয় বলেছেন: আর একটু বড় করে দিতে পারতেন।

যেটুকু দিয়েছেন তা খুব একটা ভালো লাগেনি।

২৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ ভাই ।

৪| ৩০ শে জানুয়ারি, ২০২৪ রাত ৮:৪৬

রাজীব নুর বলেছেন: আর একটু বড় করে লিখুন।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: জী ভাই চেষ্টা করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.