নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেলতেপড়তেদেখতেশুনতেগুনতে ভালোবাসি

নাছির84

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

নাছির84 › বিস্তারিত পোস্টঃ

রাহেলার ঈশ্বর

১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৩

চোখের শেষ সীমানাটুকু পর্যন্ত শুধু পানি আর পানি !

উত্তরে বস্তাল,দক্ষিনে শাড়িরভিটা। মাঝে পাঁচকাঠির বিল। ফাল্গুন-চৈত্রে পানির লেশ থাকেনা ! ধূ-ধূ ফসলের প্রান্তর আর তার আল বরাবর দুটি গ্রামের চলাচলের রাস্তা, অ্যাইরা পথ। কিন্তু বর্ষায় পাঁচকাঠির ভীষন রুপ ! পদ্মা থেকে ধেয়ে আসা পানির তোড়ে তার দেহ ফুঁলে-ফেঁপে ওঠে। তখন পাঁচকাঠিকে শুধু আমনের শীষই টেক্কা দিয়ে মাথা তুলে দাঁড়াতে পারে। আরও একজন পারে,তার জন্মের কোন গাছ-পাথর নাই !

একটা প্রকান্ড শিমুল গাছ।

বস্তাল ও শাড়িরভিটা মিলিয়ে সবচেয়ে বয়োজৈষ্ঠ্য হরি খুড়ো তার ছেলেবেলা ঘেঁটে কোনমতে মনে করতে পারেন,একবার ঝড়ের রাতে বজ্রপাতে গাছটির একাংশ পুড়ে যায়। তারপর থেকে পাঁচকাঠির বিলে আধন্যাঁড়া নিশান হয়ে দিব্যি দাঁড়িয়ে আছে শিমুল গাছটি। ফাল্গুনে তার মাথায় লাল ফুলের হাট বসে। চৈত্র শেষে পেঁজা তুলো। আর এখন,এই মাঝবর্ষায় তার মাথায় বাসা বেঁধেছে শকুনের দঙ্গল। পাঁচকাঠির বাতাসের হু হু কান্না আর ক্ষুদার্ত শকুনগুলোর ডানা ঝাপটানির আওয়াজে রাহেলার বুকটা কেমন ধুকপুক করে ওঠে। ভাইকে তাগাদা দিয়ে সে বললো-'বৈঠা মার,আনার। সকালে শাড়ির ভিটা থেকে ছোটভাই তাকে নিতে এসেছে। বাবার নাকি খুব অসুখ ! খবরটা রাহেলার মনে ফাল হয়ে বিঁধেছে । বাচ্চা মেয়েটা নিয়ে তার ঝুঁটঝাঁট হীন সংসার। স্বামীটা লাঠিয়ালদের হাতে মরেছে গেল বছর। সোমত্ত মেয়ে হয়েও যৌবনকে দীর্ঘঃশ্বাসে চাপা দিয়ে রাহেলা পড়ে আছে, মৃত স্বামীর ভিটে-মাটি আঁকড়ে। অরক্ষিত বরই গাছ প্রতিনিয়ত যেমন ঢিলের চোটে রক্তাক্ত হয়,রাহেলাও তার ব্যতিক্রম নয়। ঢিলটা রজব মুন্সীই বেশি ছুঁড়ে থাকে। দেখা-শোনা করার ইঙ্গিত দেয়। কিন্তু রাহেলা কান দেয় না। আজ সকালেই তো,ছোট ভাইকে নিয়ে রাহেলা বের হওয়ার সময় রজবমুন্সী তার দুয়ারে হাজির-কই যাও রাহেলা ?

-ক্যান ? তা শুইন্যা আপনার কাম কি ?

-এইডা তুমি কিও কও রাহেলা ? সবই তো বোঝ।

-বুঝার ইচ্ছা নাই। পথ ছাড়েন ? বাজানের অসুখ।

- তা তো যাইবাই। তয়,এত গরম দেহাও ক্যান ? আর দেহাইতেই যদি চাও তাইলে আমি সব ব্যবস্থা করি।

রাহেলা গর্জে ওঠে-‌'দুর হন অ্যান থেইক্কা,বদ ব্যাটাছাওয়াল কনকার।'

-'তর ওই গতর থাকবো নারে,রাহেলা। ভালয় ভালয়,আমার কতায় রাজি হইয়া যা, তুই স্বামী খাওয়া মাইয়া মানুষ,কপালে খারাবি আছে,কইয়া রাখলাম।'

শাড়িরভিটার পাড়ে ডিঙ্গির নাক ছোঁয়ার আগ পর্যন্ত রাহেলার মন থেকে রজব মুন্সীর শাসানি দুর হয় না। এটা তার বাবার ভিটেমাটি। এই পাড়েই বাদ্যি-বাজনা বাজিয়ে মজিদ তার বিয়ের বজরা ভিড়িয়েছিল। লালটুকটুকে বউ সেজে রাহেলার পা পড়েছিল সেই বজরায় । তিনবছর পর এখন সেই পাড় দিয়েই রাহেলা বাড়ি ফিরছে। এবার তার সঙ্গে মজিদ নেই। সঙ্গি শুধু মেয়েটা আর পরনের সাদা কাপড়খানি।

বাড়ির উঠোনে বাবাকে খ্যার মলতে দেখে রাহেলা ছুটে যায়-'জার শরীর নিয়্যা এসব কি করতাছ বাজান ?'

-গায় জার নাই রে মা। তরে,মিছা কতা কয়া আনছি।

রাহেলা চমকে যায়।-ক্যান বাপজান ?

-মা'রে. ঘরে চল।

রাহেলা তার বাবাকে নিয়ে ঘরে যায়। পিড়ি পেতে বসে তার বাবা বলেন,‌'মজিদের ভিটায় একলা থাকস,তর ডর করে না ?

রাহেলা ধৈর্যহারা হয়ে বলে-ডর করবো ক্যান,বাপজান ? কি কইবা কও তো ?

রাহেলার বাবা আমতা আমতা করে বলে-'তর আবার বিয়া ঠিক করছি মা।'

নিজের বোকামিতে রাহেলার নিজের ওপরই রাগ হয়। বাড়িতে পা দিয়েই তার সবকিছু বোঝা উচিত ছিল। চড়া কন্ঠে জবাব দেয়-'বাজান,আমি আবার বিয়া করবার পারুম না। বস্তালই আমার শেষ মাটি। তুমরা থাহ,আমি যাই।'

রাহেলার বাবা শশব্যস্ত হয়ে পড়েন।-'অহনি যাবি মা ? একটু জিরাইয়া ল। চাইড্যা ভাত খা। দে, টেপিরে আমার কাছে দে।'

সুর্য মাঝআকাশে আগুন বিলোচ্ছে। নিচে রাহেলার হৃদয় পুড়ে ছাই হচ্ছে। বেড়াহীন ক্ষেতের দখল নিতে চায় সবাই,মজিদ গত হওয়ার পর এই একবছরে, রাহেলা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ব্যাপারটি আঁচ করেই তার বাবা হয়তো আবারও বিয়ে ঠিক করেছে। কিন্তু এই তিনবছরে মজিদের সংসারের শেকড় রাহেলার শিরা-উপশিরা বেয়ে রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। যৌবনের খাঁই যে নেই,তা নয় । ফুটফুটে টেপির মুখে তাকিয়েই তো ওসব ক্ষিধে ভুলে থাকা যায়। হঠাৎ রজব মুন্সীর কথা মাথায় ঘাই মারতেই রাহেলার চোয়াল শক্ত হয়ে ওঠে। সে ভাবে-এই একবছর সে যদি টিকে থাকতে পারে,তাহলে বাকি জীবনটাও পারবে। সমাজ-জামাত বলে তো কিছু আছে, নাকি ? তাই ভয় কি ? এসব সাত-পাঁচ ভাবতে ভাবতে রাহেলা কখন যে ঘুমিয়ে পড়েছে,টের পায়নি। ঘুম ভাঙ্গলো আসরের আযানে।হতচকিত হয়ে উঠে সে বিরবির করে বললো-'ইস,দেরী হইয়্যা গেল। মুন্সীর বাচ্চাডা বাড়িত্ যে কি করতাছে,আল্লাই জানে !'

রাহেলার বাবা বারণ করেছিল। ছোটভাইটাকে সঙ্গে দিতে চেয়েছিল। না পেরে,তিনি নিজে আসতে চেয়েছিলেন।কিন্তু রাহেলার একগুঁয়ে জবাব-'আমি একাই যাবার পারমু। কুনু ব্যাডা ছাওয়ালের দরকার নাই।' বস্তুত,মজিদ মরার পর এই একবছরে সংসারের নানা ভাঁজে হোঁচট খেয়ে রাহেলা সত্যিই বেশ শক্তপোক্ত হয়ে উঠেছে। তাই ওর বাবা যখন ঘর থেকে সুতোর বুননে 'ঈশ্বর' লেখা একটি রুমাল রাহেলার হাতে দিয়ে বললো-মারে এই রুমালডা তোর দাদীর হাতের। দোয়া-দুরুদ পইড়া বন্ধ করা আছে। ওই শিমুল গাছের আশপাশটা ভালা না। একটু দেইখা যাস আর আমার কথাডা একটু ভাবিস'।

-'আমার কতা তুমাগরে ভাবনের দরকার নাই' বলে ডিঙ্গি ভাসায় রাহেলা।



পোড়ামাটির মতো লাল বিকেলের সুর্যটার সোনালী আলো পাঁচকাঠির বুকে গোঁত্তা খেয়ে ঝিকিমিকি করছে। বৈঠার ঘায়ে সেই পানি কেটে অনেকক্ষন এগিয়ে চললো রাহেলা। পথ যেন ফুরোচ্ছে না। সাঁঝকে দেখার ভয়ে সুর্যটা কিছুক্ষন পরই পশ্চিমাকাশে টুপ করে ডুব দিল। কিন্তু পাঁচকাঠির বুকে অন্ধকার জুড়ে বসতে পারলো না। ফিনিক জোসনায় গোটা বিলটার রুপ-রস যেন চুঁইয়ে পড়তে শুরু করলো ! রাহেলা কুপি জ্বালালো। শিমুল গাছটার তলে আসতেই সে কুপিটা এক হাতে উঁচিয়ে আরেক হাতে টেপিকে শক্ত করে বুকে সেঁটে ধরলো। হঠাৎ শকুনের দল ডেকে উঠলো। রাহেলার কান সজাগ। ডিঙ্গির পেছনে কলকল শব্দ হতেই সে ঘুরে তাকালো। আরেকটি নৌকা ! ছুরি হাতে খিকখিক করে হাসছে রজব মুন্সী !

মজিদের মরায় রাহেলা এতদিন শুধু কষ্টই পেয়েছে। কিন্তু ভয় তাকে ছুঁতে পারেনি। ওই জনমানবহীন পাঁচকাঠির তরল মরুভূমির মাঝে অতল বিপদে পড়ে রাহেলা ভয়ে সিঁটকে উঠলো। কাঁপা কাঁপা কন্ঠে সে বললো-'দয়া কইরা আমার ক্ষতি কইরেন না।'

-'তাই তো চাইছিল্যাম। কিন্তু তুই তো ওই জাতের নস। বেবাক দিনডা তোর অপেক্ষায় এহানে কাটাইছি' এই বলে রজব মুন্সী রাহেলার ডিঙ্গিতে উঠে এলো।

-খবরদার মুন্সী। বৈঠা দিয়া তুমার মাথা ছেঁইচ্যা দিমু কিন্তু।

-আরে রাখ মাগী।

হঠাৎ ডিঙ্গির দুই পাশ দিয়ে ভুস করে ভেসে ওঠে দুটি মাথা। তারা শক্ত করে চেপে ধরে রাহেলার পা। জোর খাটাতে গিয়ে রাহেলা টাল সামলাতে পারেনা। বাঁ হাতে ধরে রাখা কুপিটার আগুন তখন শাড়ীর আঁচলে ! কোল থেকে টেপি ফসকে পড়ে পানিতে। মেয়েকে বাঁচাতে রাহেলাও ঝাঁপ দেয়। পাতলা শাড়ী ভেদ করে উঁকি দেয় রমণি সাহসিকার সোনার দেহখানি। বোবা কান্নায় দুলে ওঠে পানি। কিন্তু টেপিকে ফেরৎ দেয়নি।

শিমুল গাছের খোন্দলে নৌকা ঠেকিয়ে রাহেলাকে চিত করে শোয়ায় মুন্সীর দুই স্যাঙাৎ। রাহেলার দুই পায়ে রশির বান্নুন দেয় তারা। তারপর হাত দুটো শক্ত করে চেপে ধরে পা দিয়ে।

-‌'ওস্তাদ, মাল রেডী।'

খিকখিক করে হেসে ওঠে রজব মুন্সী। সম্ভাব্য সম্ভ্রমহানির দোরগড়ায় দাঁড়িয়ে রাহেলা শুধু এতটুকু উচ্চারণ করতে পারে-'টেপিরে...মা আমার।'

রাহেলার আর্তনাদকে গ্রাস করে নেয় পাঁচকাঠির আধিভৌতিক নির্জনতা।আকাশে তখনো জলন্ত ঈশ্বরের কুপি। ফকফকে আলোয় বহুদিনের লালসাকে সাধ মিটিয়ে চরিতার্থ করে রজব মুন্সী । গগদবিদারী কন্ঠে ডেকে ওঠে শিমুল গাছটার মগডালে বসে থাকা ক্ষুদার্ত শকুনের দল।

পরদিন সকালে বিলে মাছ মারতে গিয়ে বস্তালের এক মাঝি দেখে,শিমুল গাছটার ডালে একটা মধ্যবয়সি মহিলা প্রাণহীন ক্ষত-বিক্ষত দেহ ঝুলে আছে। নিচে পানিতে ভুরিভোজ সারছে শকুনের দল। ওদের ডানার ঝাপটায় টেপির দেহের বিচ্ছিন্ন অংশগুলো ছিটকে পড়ছে এদিকে-সেদিকে। নৌকার গলুইতে লটকে তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন সুতোয় বোনা বোবা ‌'ঈশ্বর' !









-













মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৩৩

খেয়া ঘাট বলেছেন: চমৎকার একটা গল্প পাঠ করলাম। এতো সুন্দর বর্ণনা- বারবার আবু ইসহাকের "জোঁক" এর আবহ পাচ্ছিলাম।

ফিনিক জোসনায় গোটা বিলটার রুপ-রস যেন চুঁইয়ে পড়তে শুরু করলো - দারুন একটা ম্যাজিক লাইন।
+++++

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:১২

নাছির84 বলেছেন: গল্পটা আরেকটু ধারাল করা দরকার। প্লাস বুঝিয়া পাইলাম এবং শুভেচ্ছা রইল।

২| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৭

বোকামন বলেছেন:


..................... + + + + +

১৬ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০

নাছির84 বলেছেন: ..............????

৩| ১৬ ই জুন, ২০১৩ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: চমৎকার । কিভাবে যে গল্পের মাঝে ডুবে গেছি টের পাইনি । সাবলিল বর্ননায় অসাধারন গল্প ।

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৬

নাছির84 বলেছেন: গল্পটা বড় করতে চেয়েছিলাম। কিন্তু বিরক্ত লা্গতে পারে ভেবে.....ঘ্যাচাং

৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: অহ কি নির্মম :(

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮

নাছির84 বলেছেন: জীবনটা কিন্তু এর চেয়েও নির্মম।

৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++


চমৎকার লিখেছেন

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১১

নাছির84 বলেছেন: ধন্যবাদ বর্ষণ।

৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৯:০০

নাজিম-উদ-দৌলা বলেছেন: অসাধারন প্লট। উপস্থাপনও সুন্দর ছিল।

দারুন লেখনী আপনার ।

শুভকামনা থাকল।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

নাছির84 বলেছেন: সঙ্গে থাকবেন। যেতে চাই...তেপান্তরের মাঠ ছাড়িয়ে....অনেক দুরে....। শুভেচ্ছা রইল।

৭| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২০

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ ভাল লিখসেন।
চমৎকার লাগলো পড়ে ||

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

নাছির84 বলেছেন: ধন্যবাদ। সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.