নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেলতেপড়তেদেখতেশুনতেগুনতে ভালোবাসি

নাছির84

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

নাছির84 › বিস্তারিত পোস্টঃ

জন্ম

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

সিগারেট পুড়ছে

পৃথীবিটা দুলছে

চারিপাশে প্রাণের ঝংকার

জীবিকার আর্তি,

নিয়ত স্খলনের আহাজারি।

বিকারহীন এই আমি,

নির্বাপিত প্রদীপের মতোই

খোঁজ করি আলোর,

ক্ষুধার্ত ঠোঁটে

পথ চলি

জীবনের তিয়াসে।

অথচ সুখের রেণু ফুটছে বাতাসে,

সবাই শ্বাস টেনে চলে

আমার ভাগে

শুধুই অক্সিজেন !

তাই বাতাস এখন দূষিত।

বাসস্থানে ফুঁসছে মানুষের আকাল

ভিনগ্রহ সে তো দুরের পথ,

শুনেছি ওরা এসেছিল,

তখন আমি মায়ের জঠরে,

তাই যেতে পারিনি

নইলে, সাধ করে কি কেউ

আদম সুরতের বেশে জন্মে ?







(এটা কবিতা কিনা জানিনা।এরকম কিছু লেখার এটাই আমার প্রথম প্রচেষ্টা। ভুল-ত্রুটি ধরিয়ে দিলে খুশি হবো্। পরামর্শ সাদরে গ্রহনযোগ্য )

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

মামুন রশিদ বলেছেন: এক নিঃশ্বাসে পড়েছি । জীবনমুখী গান মনে হলো ।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

নাছির84 বলেছেন: যাক বাঁচা গেল ! তবুও তো কিছু একটা মনে হয়েছে ! ধন্যবাদ মামুন ভাই। পিলাচ লন+++++++++

২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

আমিনুর রহমান বলেছেন:




বাস্তবতা ফুটে উঠেছে ! দারুণ কবিতা !!


সাধ করে কি কেউ
আদম সুরতের বেশে জন্মে ?

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০

নাছির84 বলেছেন: বাস্তবতা হলো মুদ্রার মতো, যার দুটি পিঠের এক পাশে সুখ,আরেকপাশে কষ্ট,দুঃখ. যাতনা কিংবা যা খুশি বলতে পারেন। কেউ একজন টস করলে যে কোন একটাই উঠবে...ভাগ্যে। ;)

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:০৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: সুন্দর একটি চিত্রকল্পের ওপর নির্মিত কবিতা অথচ পুরোটাই অনুভবের যেন। অনেকটা অনুগল্পের বৈশিষ্ট্যের মতো -- অনুভবের বিষয়টি যেখানে থাকে তীব্রভাবে প্রকটতর। তেমনটাই! বলার প্রয়াস আকাশে বিদুৎ ঝলকানির মতো; মুহূর্তে সমস্ত আকাশ দেখে নেয়া। অনেকটা কচুপাতার ওপর স্বচ্ছ টলমলে পানিতে ভাসমান আকাশের মতো। কবিতার পঙক্তিগুলো সংক্ষিপ্ত অথচ ঘনত্ব সমৃদ্ধ। কবিতাটি মনে হল কিছুটা এক ঝলকের দৃশ্যপট, কিন্তু ইঙ্গিতধর্মী, এবং ব্যঞ্জনা দিয়ে যায়, পাঠের পরেই ফুরিয়ে যায় না। তবে অলংকরণে কিছুটা উদাসীনতা লক্ষণীয়। ভিন্নধর্মী সৃষ্টিশীলতা বরাবরই আমার পছন্দ। আপনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আমার কাছে ভালো লেগেছে নাছির84।

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০

নাছির84 বলেছেন: ইহা কি বলিলেন ভাই !!!

কানের ঠোঁটে পটকা ফোটে
দ্রুমদ্রাম,
সামান্য কবিতায়, এ কোন
স্তুতির জয়গান !

কি লিখেছি, তা জানি। কিন্তু কেমন লিখেছি তা জানিনা। আপনার বিশ্লেষনী মন্তব্যটা মা্থায় থাকবে....। ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫০

বৃতি বলেছেন: ভিনগ্রহে গেলে কি হতো? :) B-) জাস্ট জানার ইচ্ছা। কবিতা ভাল লাগলো।

টাইপো-
পৃথীবিটা, দুরের>> পৃথিবীটা, দূরের

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৮

নাছির84 বলেছেন:
ভিনগ্রহে গেলে পৃথিবীটা হয়ে পড়তো দূরের নক্ষত্র। মানুষ জন্মের মাশুল গুনতে হতো না। বেঁচে থাকার ঝামেলাটা হয়তো ওখানেও থাকবে। কিন্তু মানুষের স্বভাবই তো ‌'নদীর এ পারে দাঁড়িয়ে বিপরীত পারের জন্য দীর্ঘশ্বাস ছাড়া'.........

ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

৫| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭

উদাস কিশোর বলেছেন: ভাল লাগলো

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯

বোধহীন স্বপ্ন বলেছেন: চমৎকার দৃশ্যপট!! চালিয়ে যান। +++++

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯

নাছির84 বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন। শুভ কামনা।

৭| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০০

নাছির84 বলেছেন: কবি যেহেতু বলেছে সুন্দর, অতএব সুন্দর।

৮| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১২

ইমিনা বলেছেন: স্বাগতম ...
:) :) :)
এলিয়েনদের কেমন কেমন দেখতে পাচ্ছি। ওদের ব্যাপারটা ক্লিয়ার করেন তো প্লিজজজজ ... 

১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৬

নাছির84 বলেছেন: এলিয়েনরা নারকেল পাতার ঘড়ি পড়ে কাশবনে ঘুরে বেড়ায়...... :P

ওদের কোন ব্যাপার নেই। কারণ ওরা এখনো আমাদের কল্পনাতে। অনেকেই বলেন,বাস্তবেও আছে। দেখা হলে জানাব। আমি অবশ্য বিশ্বাস করি,উনাদের কেউ কেউ পৃথিবীতেই থাকেন। নইলে প্রতিদিন বাজারের সব আনাজপাতি কিংবা মিষ্টির দোকানের মিষ্টি সব উধাও হয়ে যায় কিভাবে ? :P :P
মানুষ কি সত্যি এত কেনাকাটা করে ?

৯| ১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বিষয়গুলোকে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে---দারুন লাগলো

১২ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।

১০| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

আবদুল মান্নান রাসেল বলেছেন: ভাল লাগলো, আমার ব্লগে আপনার নিমন্ত্রন রইল।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৪

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।নিমন্ত্রন সাদরে গৃহীত হইল,....

১১| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

অরুদ্ধ সকাল বলেছেন: অনেক সুন্দর

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৫

নাছির84 বলেছেন: পড়র জন্য ধন্যবাদ ভাই।

১২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

জোবায়েদ-অর-রশিদ বলেছেন:
দুরের পথে তিয়াসে রেণু
জন্মধ্বনির এইতো দুরধ্যয় ...

প্রচেষ্টা ভালো লাগলো তবে, কবিতা !

ভালো থাকুন, শুভ কামনা।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

নাছির84 বলেছেন: এই না হলে মন্তব্য !!
এমনিতো চাই...অনেক কাটাকুটির পর যেটুকু ভাল, তার সবই পাঠকের দুয়ারে পড়ে রইল...আর যেটুকু মন্দ, তা না হয় আপাতত ঘষামাজা চলুক ভাবনার কষ্টিপাথরে। প্রবাদেই তো আছে...গাইতে গাইতে গায়েন....।
ভাল থাকবেন। শুভ কামনা।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর লিখেছেন।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯

নাছির84 বলেছেন: এই হিজিবিজি অক্ষরের জঙ্গলে ভাল লাগার দঙ্গল খুঁজে নেয়ার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালোই লাগলো পড়তে।

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪০

নাছির84 বলেছেন: তাহলে প্রেরণাটাও বেড়ে গেল....আচ্ছা,প্রেরণা বাড়লে কি দায়িত্বও বেড়ে যায় ?

১৫| ২০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
বিবেক পুড়ছে
কেউ লিখছে। ক্ষুধার্ত থাকুন। লিখতে থাকুন।

শুভকামনা, নাছির।

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:১৬

নাছির84 বলেছেন: বিবেক পুড়লেই নিজেকে ক্ষুধার্ত লাগে।
পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৬| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯

বৃত্তবন্দী শুভ্র বলেছেন: পুরাটাই অসাধারন :)

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৩

নাছির84 বলেছেন: কি ? কবিতা ? বলেন কি !!!
ধন্যবাদ।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

ছবিঘর বলেছেন: ভালো লাগলো

২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৪

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭

মশিকুর বলেছেন:
পড়তে ভাল লেগেছে :)

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৫

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবা্দ ভাই। ভাল থাকবেন। শুভ কামনা।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হ্যাঁ, এটা কবিতা। ভালো লেগেছে কিন্তু :)

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৭

নাছির84 বলেছেন: কবিতা হলে তো ভালই হয়। অন্তত একটা কবিতা তো লিখতে পারলাম ! পড়ার জন্য ধন্যবাদ ভাই। ভাল থাকবেন । শুভ কামনা।

২০| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৮

শায়মা বলেছেন: কঠিন কবিতা!!!:(

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:১১

নাছির84 বলেছেন: আঁতিপাঁতি করে খুঁজেও এক কলস পানি যোগাড় করতে পারলাম না ! একটু ভিজিয়ে দিতুম, কবিতাটা বেশ নরম হয়ে যেত। তখন গলাঃধকরন করতে সুবিধে হতো । এই কঠিন বাক্যগুলো থেকে কবে বেরিয়ে আসতে পারবো, জানিনা। তবে চেষ্টা চলছে......একদিন হয়তো......।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.