নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেলতেপড়তেদেখতেশুনতেগুনতে ভালোবাসি

নাছির84

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

নাছির84 › বিস্তারিত পোস্টঃ

‌'ভরসা রাখো নেইমার, শক্ত থাকো'

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

ফুটবল উচ্চতায় ’৫৮-এর পেলেকে হয়তো ধরতে পারলেন না। কিন্তু বিশ্বকাপে নিজের তারকা ইমেজকে নেইমার কোথায় নিয়ে গেছেন, তা গত একদিনেই পরিষ্কার। উসাইন বোল্ট থেকে ক্রিস গেইল। বিশ্বকাপ আয়োজনের বিরোধী রোমারিও থেকে জিমন্যাষ্ট নাদিয়া কোমানিচি! সবার সমবেদনাই পৌঁছে গেছে নেইমারের শিয়রে। অবস্থাটা এমন যে, এখন বোধহয় শুধু পোপ বেনেডিক্ট এবং বারাক ওবামার প্রতিক্রিয়া আসাই বাকি আছে!

মার্কিনিরা ফুটবল থেকে বেসবলটা ভালো বোঝে। তাই দেশটির এক দৈনিকের শিরোনাম- ব্রাজিল জিতল, নেইমার হারল। হিসেবি জার্মান গণমাধ্যম বিশ্বকাপে নেইমারের অনুপস্থিতিকে তুলনা করছে,একসঙ্গে ন্যুয়ার, লাম, কোসা, মুলার এবং পোডলস্কিদের না থাকার সঙ্গে! আর্জেন্টাইন মিডিয়ার দাবি,ব্রাজিল তাদের সোনার ছেলেটিকে হারানোয় তারাও শোকাহত ! অথচ ইতিহাসই দু’দেশের ফুটবল বৈরিতার সাক্ষী। কিন্তু এখন তারা সবাই মিলে মগ্ন প্রার্থনায়, যেন দ্র“তই সেরে ওঠেন নেইমার। ব্রাজিলের অনুশীলন ক্যাম্প তেরেসপোলিস থেকে হেলিকপ্টারে নেইমারকে তার বাসায় নিয়ে যাওয়ার পথে বাইরে দাড়িয়ে ছিল আর্জেন্টাইন সমর্থকরা। হেলিকপ্টার উড়াল দিতেই ব্রাজিলিয়ানদের সঙ্গে তারাও গলা মিলিয়ে চিৎকার করে বলে,‌ ‘ভরসা রাখো নেইমার। শক্ত থাকো।’

পৃথিবীর দুই গোলার্ধেই এখন নেইমারের প্রতি এক দফা এক দাবি ‘ভরসা রাখো। শক্ত থাকো।’ কলম্বিয়ার বিপক্ষে স্ট্রেচারে করে নেইমারকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার সময় গ্যালারিতে হাউমাউ করে কেঁদেছেন তার বান্ধবী। স্ট্রেচারে তার চলে যাওয়ার দৃশ্যটা এ বিশ্বকাপের সবচেয়ে মর্মান্তিক দৃশ্য। সেই ধাক্কায় এখন ব্রাজিলিয়ানরাও দুই ভাগে বিভক্ত। এক ভাগের দাবি, পেলে বাষট্টির বিশ্বকাপে সেমিফাইনাল থেকে খেলতে পারেননি। কিন্তু ব্রাজিল সেবার চ্যাম্পিয়ন হয়েছিল! আরেক ভাগের দাবি, ছেলেটা ’৬৬ বিশ্বকাপের পেলেকে অনুসরণ করল। শোকের দহনটা এতই তীব্র যে, খোদ পেলে পর্যন্ত বাস্তবতা ভুলে ’৬২কে টেনে এনে বলেছেন, ‘আমারও এমন ঘটেছিল। সে বার যেমন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও পারব!’

বাষট্টিতে যিনি একা ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছিলেন, তাকে নিয়ে স্থানীয় লোকগাঁথা হলো, ম্যাচের আগে সারারাত মদ খেতেন! ম্যাচ শেষেও দৃশ্যটা পাল্টাত না! আর ম্যাচের দিন সকালে জিজ্ঞেস করতেন, আজ কার সঙ্গে খেলা? হায়! স্কলারির ঝুলিতে কোনো গারিঞ্চা নেই। সবেধন নীলমণি বলতে যিনি আছেন, তিনি নিজেই এখন ব্রাজিলের হৃৎপিন্ড এফোঁড়-ওফোঁড় হয়ে যাওয়ার কারণ। আকাশে পুর্ণিমা জাঁকিয়ে বসামাত্র তাকে অদ্ভুতভাবে অমাবস্যা ঢেকে দিলে যে দৃশ্যের সৃষ্টি হয়, ব্রাজিলজুড়ে এখন সেই পরিস্থিতি। এখনও গ্রেটদের কাতারে জায়গা করে নিতে না পারলেও, যেহেতু সেই পথেই হাঁটছেন নেইমার , তাই স্বাভাবিকভাবেই তিনি দূরদর্শী। শোক পালনের জন্য ব্রাজিলের কোথাও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি, কিংবা রাষ্ট্রীয় কোনো বার্তাও প্রকাশ করা হয়নি। কিন্তু গোটা ব্রাজিল আচমকা ঢাকা পড়ে গেছে এক অদ্ভুত মৌনতায়। এ যেন, আরেক ‘মারাকানাজ্জো!’

৬৪ বছর আগে সেবার ব্রাজিলকে শোকের সরোবর থেকে টেনে তোলার মতো কেউ ছিল না। কিন্তু এবার ব্যতিক্রম। শোকে মুহ্যমান দেশের জনগণ এবং সতীর্থদের জাগিয়ে তোলার ভূমিকায় অবতীর্ণ হলেন ট্র্যাজেডির নায়ক নিজেই! শনিবার অনুশীলন ক্যাম্প ছাড়ার আগ মুহুর্তে ১ মিনিট ২০ সেকেন্ডব্যাপী এক আবেগঘন ভিডিও বার্তায় নেইমার জানান তার স্বপ্ন এবং সাধের কথা। সঞ্চালকসহ সবাইকে চোখের জলে ভাসিয়ে দেওয়া সেই বাক্যগুলো এ রকম‘আমার বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্নটা শেষ হয়ে গেছে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এখনও শেষ হয়ে যায়নি। জীবন এভাবেই বয়ে চলে। আমি নিশ্চিত, স্বপ্নটা পূরণের জন্য সম্ভাব্য সবকিছুই করবে আমার সতীর্থরা। সব বাধা পেরিয়ে এগিয়ে যাব আমরা। চ্যাম্পিয়ন হয়েই উদযাপন করব।’

আর্জেন্টিনা এখন প্রার্থনায় মগ্ন। ব্রাজিল একই সঙ্গে কাঁদছে এবং রাগে ফুঁসছে। তাদের অশ্রুর প্রতিটি বিন্দু এখন স্ফুলিঙ্গ হয়ে একটা নামই খুঁজে ফিরছে- হুয়ান জুনিগা। নেইমারের স্বপ্নের অপমৃত্যূ ঘটিয়েছে কলম্বিয়ান এ ডিফেন্ডারের হাঁটুর গুঁতো। তাই কলম্বিয়ার হোটেলের সামনে সারারাত বোমা ফাটিয়েছে ব্রাজিল সমর্থকরা। জুনিগা চিঠি পাঠিয়ে মা প্রার্থনার পরও সোশ্যাল মিডিয়ায় রেহাই পাননি হুমকির তীর থেকে‘কলম্বিয়া যে হোটেলে আছে, তার ছাদে হেলিকপ্টার নামাতে হবে। নইলে জুনিগা ব্রাজিল ছাড়তে পারবে না। তুমি বের হলেই মেরে ফেলব। কোন সাহসে এমন কাজ করলে!’

’৬৬ বিশ্বকাপে বুলগেরিয়ার বিপক্ষে প্রচন্ড খেয়ে মাঠের বাইরে চলে যান পেলে। এরপর পর্তুগাল ম্যাচেও মোরেসের কাছে তিনি প্রচন্ড মার খান। কিন্তু ইংরেজ রেফারি জর্জ ম্যাককাবি কার্ড অবধি দেখাননি মোরেসকে। নেইমারের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল। আর তাই বাইশ বছরের তরুণটির যে হাস্যোজ্জ্বল ছবিটাকে ‘পোষ্টার’ বানিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্বকাপ, কেউ জানত না শেষ পোষ্টারে ফ্রেমবন্দী হবে তার ব্যথাতুর মুখে ষ্ট্রেচারে করে মাঠ ছাড়ার ছবিটা !



(অফিসে বসে ঝিমুচ্ছিলাম। হঠাৎ কিছু একটা লিখতে ইচ্ছে করলো। লিখে ছেড়ে দিলাম।ভুল-ত্রুটি মার্জনার চোখে...)

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

এরশাদ বাদশা বলেছেন: ঠিক এ রকম কিছু আমার মাথায় ঘুরছিলো। লেখার হাতটায় পচন ধরেছে অনেক আগে। ধন্যবাদ আপনাকে। নেইমার এর জন্য শিরোপা জিততে হবে ব্রাজিলকে।

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ ভাই।
শুধু নেইমারের জন্য নয় ভাই,ব্রাজিল এবার বিশ্বকাপ জিততে ব্যর্থ হলে দেশটির অভ্যন্তরীন প্রশাসনিক ব্যবস্থাও ভেঙ্গে পড়তে পারে !
সে গল্প আরেকদিন হবে...

২| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

দুঃখী__ বন্ধু বলেছেন: নেইমার :'( :'(

০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১০

নাছির84 বলেছেন: আমি এসব চিহেৃর অর্থ বুঝিনা :P । পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন। শুভ কামনা।

৩| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: নেইমারই এবার প্রেরণা হবে।সেই প্রেরণা ব্রাজিল দলকে বিশ্ববিজয়ী করে তুললে অবাক হবো না । এই দলের ডিফেন্ডাররাও গোল করার যোগ্যতা রাখেন।

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

নাছির84 বলেছেন: ‌'এই দলের ডিফেন্ডাররাও গোল করার যোগ্যতা রাখেন'-কথাটা সবৈর্ব সত্য কবি।

৪| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

চড়ুই বলেছেন: যদিও আমি ব্রাজিলের সাপোর্টার তবে নেইমার না থাকাতে বিপদের গন্ধ পাচ্ছি। তাছাড়া জামানি অনেক শক্তিশালী দল ফাজিল গুলা বড্ড ভালো খেলে। দেখা যাক কি হয়। :( :(

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

নাছির84 বলেছেন: নেইমার না থাকাতে বিপদের গন্ধ পাওয়াই স্বাভাবিক। কিন্তু গ্রেট দল তারাই যারা প্রতিকূল পরিস্থিতিকেও জয় করতে পারে। আশা করি......

৫| ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭

মোল্লা মোহাম্মদ মামুন বলেছেন: Brazil Football Fan Club

০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

নাছির84 বলেছেন: দেখলাম।

৬| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩৩

মামুন রশিদ বলেছেন: বিশ্বের ফুটবলপ্রেমীরা তার জাত চিনে গেছে । ফিরে আসবে নেইমার, দ্বিগুন তেজে । কমপক্ষে আরো দুটো বিশ্বকাপতো আছেই ।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৫

নাছির84 বলেছেন: তা তো বটেই। যদিও ঘরের মাঠে জিততে পারলে রথ দেখার সঙ্গে কলা বেচাটাও সম্পন্ন হয়ে যেত :P

৭| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

নেইমার খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩০

নাছির84 বলেছেন: ফিরলেই তো ক্লাব ফুটবল ! ওখানে আবেগ বলে কিছু নেই।

৮| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
খোদ পেলে পর্যন্ত বাস্তবতা ভুলে ’৬২কে টেনে এনে বলেছেন, ‘আমারও এমন ঘটেছিল। সে বার যেমন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবারও পারব!’

তবে তাই হোক,
নেইমারের জন্য আমার শুভকামনা পৌঁছে দিবেন নাসির ভাই !
লেখায় অনেক ভালোলাগা, কিছু টাইপো আছে । ভালো থাকুন ।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩

নাছির84 বলেছেন: ‌'টাইপো' জিনিষটা কি ? বানান ভুল ?
পড়ার জন্য ধন্যবাদ গ্রানমা। দুনিয়ার সকল ফুটবলারকেই আমি শুভ কামনা পৌঁছে দিতে চাই।
শুভ কামনা।

৯| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখনী। নেইমারের জন্যে শুভকামনা।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৭

নাছির84 বলেছেন: মচৎকার মন্তব্য । ঝিমিয়ে ঝিমিয়ে লিখলেও ভাল, রাত জেগে লিখলেও ভাল,দিনে লিখলেও ভাল। বলি 'খারাপ' শব্দটা কি আপনার অভিধানে নেই ?

১০| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: ঝিমোতে ঝিমোতে খুব সুন্দর করে গুছিয়েই লিখেছেন। আমি মনে করি যারা ফুটবল বোদ্ধা নয় কিংবা যারা ব্রাজিলের সমর্থকও নয় তাদেরও ঐকান্তিক চাওয়া নেইমার খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক, তার নিজস্ব খেলাটাই খেলুক, ছন্দ ফিরে পাক। অবশ্যই মিস করবো সেমি ফাইনালে কিংবা ফাইনালে নেইমারের উপস্থিতিকে।

ফিফা নিশ্চয়তা দেয় তারকা খেলোয়াড় বা প্রতিটি খেলোয়াড়ের জন্য যাতে তারা মাঠে প্রতিপক্ষের দ্বারা আক্রমণের শিকার না হয় কিন্তু ইচ্ছেয় বা পরিস্থিতিতে পরে কেউ না কেউ আহত হচ্ছে যা হবার কথা ছিল না।

আপনার জন্যও শুভকামনা রইলো ।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৯

নাছির84 বলেছেন: এবারের বিশ্বকা্প শুরুর আগে ফিফার প্রতিশ্রুতি ছিল-‌'বল প্লেয়ারদের (প্লে-মেকার) সব রকম নিরাপত্তা দেয়া হবে।'
ওটা বোধহয় রাশিয়া বিশ্বকাপের কথা ভেবে বলা হয়েছে !

১১| ০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩২

আরজু পনি বলেছেন:

খেলা নিয়েও যে এতো সুন্দর সাহিত্য রচনা হতে পারে আপনার লেখার কিছু অংশে রিতিমতো মুগ্ধ হলাম।

ব্রাজিলের খেলায় সন্তুষ্ট হতে পারছিলাম না...প্রত্যাশা অনেক বেশি ছিল...কিন্তু এখন সত্যিই অসহায় লাগছে!

আমি এইবার ব্রাজিলকে নিয়ে আবেগাক্রান্ত হইনি...কিন্তু আপনার লেখা পড়ে মনটা দুর্বল হয়ে গেল।


খেলা দেখতে চাই, পায়ের কাজ দেখতে চাই...পেশি শক্তির বাহাদুরী দেখতে চাই না।।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৪

নাছির84 বলেছেন: ২০০৬ বিশ্বকাপের পর থেকেই তো ব্রাজিল থেকে ‌'জোগো বনিতো' (সুন্দর ফুটবল) উধাও।
হলুদ জার্সিওয়ালাদের খেলা এখন শুধুই নষ্টালজিয়ায় ভোগাতে পারে।কিন্তু মন ভরেনা।
পড়ার জন্য ধন্যবাদ আপু। ভাল থাকবেন। শুভ কামনা।

১২| ০৭ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৩

হরিণা-১৯৭১ বলেছেন: নেইমারকে আহত করেছে কলম্বিয়ার ডামী খুয়ান কামিলিও; এখন থেকে নেইমারের খেলার প্যাটার্ণ বদলে যাবার সম্ভাবনা আছে।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮

নাছির84 বলেছেন: আমিও তাই মনে করি। কারণ,মার খেয়ে খেলার কৌশল পাল্টে ফেলার এমন অনেক উদাহারন আছে অতীতে। নেইমার তো সে ধরনেরই ফুটবলার। ব্যক্তিগতভাবে আমি মনে করি, রোমারিও-রিভালদো-রোনালদো-রোনালদিনহোদের মতো প্রতিভাবান ফুটবলার নয় নেইমার। দুঃখিত।

১৩| ০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

রাজিব বলেছেন: আশা করি নেইমার ফাইনালে খেলতে পারবে।

০৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

নাছির84 বলেছেন: দুঃখিত। সম্ভবত পারবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.