নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খেলতেপড়তেদেখতেশুনতেগুনতে ভালোবাসি

নাছির84

বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র

নাছির84 › বিস্তারিত পোস্টঃ

চিঠি

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

বহুদিন আগে রাতের আঁধারে চুরি গেছে ঈশ্বর,



অথচ, এই ভোরবেলা খুঁজছো কাকে ?



নিজেকে ?



সে তো বেরিয়ে গেছে জীবনের সুলুকসন্ধানে,



তোমাদের ভাষায়-একেবারেই সাদামাটা কিংবা



'ক্ষ্যাত' গোছের এক যু্বক, প্রতিটি ভাতের গ্রাসে



যে আজও দূ্লোকের শিশুটিকে খুঁজে ফেরে।





হদিস পাবেনা সে তো জানতেই ? রাজপথ থেকে



কানাগলি, কোনকিছুই তো বাদ রাখোনি। হেঁটেছ বহুদুর-



আরও অযুত ক্রোশ বাকি। অতঃপর নাড়ির টানে প্রেয়সীকে



লিখলে চিঠি- শোন হে অন্যপুষ্ট, সময়টা ২০১৪।



-এখানে চরম অশান্তি। অস্থির চারদিক। রসুই ঘরে বাড়ন্ত মিনিকেট,



রাজপখে ভিখিরি। কোথাও মানুষ নেই। খানসামা-চাপরাশি-বরকন্দাজ-



মোসাহেবে ভর্তি চারপাশ। তাদের সমব্যভিহারে প্রতিদিনই পতাকাবাহী



গাড়ী-মানুষের যাতায়ত। ফুটপাতে আঁকড়ে রাস্তা ছেড়ে দেয় বাকিরা। ওরা অমানুষ।



-ভিন্নমত হলেই টিপে দিচ্ছে গলা। ক্লাসঘর এখন বালাখানা।



আদর্শলিপির দিন শেষ। রোজই এত বর্বরতা, এত লালসা, এত হানাহানি পরষ্পরে,কাইয়ুম চৌধুরী জানে-



যে দেশে তার নিথর দেহের তাজা শোক ভুলে, সেই মঞ্চেই সরোজ-এস্রাজ তথা উচ্চাঙ্গের বেহেড লীলাখেলা চলে-



সে মাটি আর যাই হোক তানসেন, আকবর, রবিশঙ্করের, জন্মভূমি হতে পারেনা। এ শুধু তোমার আবাসভূমি ! ওরা ক্ষনিকের অতিথি!



-কোথাও কোন উপাস্য কেউ নেই। মসজিদ-মন্দির-গির্জা সবখানেই ভন্ডদের আখড়া।



জং ধরা আলিফ-ওঁম-ক্রুশের গায়ে শতাব্দিপ্রাচীন ময়লা।



এ তমসা কাটবে না সখি - যদি ঈশ্বরের সন্তান হয় মন্দ ভালয় মানুষ।



সবগুলো মুখই সোনা-রুপায় গড়া। আচ্ছা, সন্তান যদি চোর হয়, তবে পিতা কি মুখ খুলতে পারে ?

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

অন্ধবিন্দু বলেছেন:
নাছির,
অতো নিরাশ হলে চলবে ! অনেক ভালো কিছুও তো হচ্ছে !

০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১০

নাছির84 বলেছেন: বজ্রমুষ্ঠির প্রো পিকটা বুঝি তাই বলে ?

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভিন্নমত হলেই টিপে দিচ্ছে গলা। ক্লাসঘর এখন বালাখানা।
আদর্শলিপির দিন শেষ। রোজই এত বর্বরতা, এত লালসা, এত হানাহানি


যথার্থই বলেছেন প্রিয় ভ্রাতা !
এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম !!
এমন জীবন, এমন সমাজ, এমন কানুন !!

ভালো থাকুন ! ++

০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১১

নাছির84 বলেছেন: জে,,,আইচ্ছা ।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৬

মনিরা সুলতানা বলেছেন: বহুদিন পর ,আমি নিজে ই ;)

০৬ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:১৪

নাছির84 বলেছেন: বহুদিন পর...।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

সুমন কর বলেছেন: ভিন্ন রকম কবিতায় ভাল লাগা রইলো।

০৬ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

নাছির84 বলেছেন: ‌'কবিতা' বলার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৫| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৯

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো লেগেছে। তবে, যে দেশে তার নিথর দেহের তাজা শোক ভুলে, সেই মঞ্চেই সরোজ-এস্রাজ তথা উচ্চাঙ্গের বেহেড লীলাখেলা চলে-

এভাবেও তো ভাবা যায়, আপনি ওদের জন্যে শোক না করে কবিতা লিখছেন খামোখা!

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৪

নাছির84 বলেছেন: এভাবে ভাবলে আপনার যুক্তি অকাট্য। তবে কোন সাধারণের জন্য আমার কোন শোক নেই। কারণ আমি তাদেরই অংশ.....। আর, এটা যদি কবিতা হয়ে থাকে,তবে সেটা খামোখা লেখা হয়নি। পড়ার জন্য ধন্যবাদ হাসান ভাই। ভাল থাকবেন।

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৫

ইমিনা বলেছেন: এখন থেকে আমি আবদার করে যাবো - একটা কবিতা চাই 8-| 8-| 8-|

১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭

নাছির84 বলেছেন: ‌'আবদার'---শব্দটায় অামি যে পরিমান শ্রম ঢেলেছি, তা আপনার পক্ষে সম্ভব নয়। ব্যস্ত মানুষদের কাছে আবদার করা যায়। নির্মোহ বেকারদের কাছে নয়.....।
ভাল থাকবেন। আবদারের দুয়ার খোলা রইল.....

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

কলমের কালি শেষ বলেছেন: অন্যরকম কবিতা । ভালো লাগলো ।

১২ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৪

নাছির84 বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮

ফ্‌জলূল করিম বলেছেন: খুবই ভাল লাগল।ইতিহাস আর আজকের অবস্থান এমনভাবে কলমবিদ্ধ করলেন ফাকি দেয়ার সুযোগ নেই।শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.