নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

কপি পেস্ট

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫২



নয়া জমানায় আমরা এসেছি
উতরে শতক বাধা,
কপি পেস্টের যুগাবসানে,
আর কত কাল দাদা?

কপিবাজগন মস্ত লেখক,
চুরির উপর চলে,
পরের লেখা লাগলে ভাল,
চালায় নিজের বলে।

এ্ই গুলারে ধইরা ধইরা,
গুনে গুনে একটা কইরা,
মডুর হাতের কানমলাটা,
দেখতে বড় শখ!

দলকানাদের নাই শরম,
চামচামি- পকেট গরম,
প্রভূর চে'ও দল-নেতারে,
মানার কেমন ঢক!

এদের কঠিন শাস্তি চাই,
পালিয়ে যাবার রাস্তা নাই,
মিথ্যেবাদীর শিক্ষা উচিত,
পাওনা শুধুই ব্যান!

কপি পেষ্টের কষ্ট করে,
ব্লগ বাড়িখান নষ্ট করে,
আর যেন না পায় সুবিধা,
করতে ঘ্যানর ঘ্যান!

নোট: ব্লগার ধুতরার ফুলকে এই ছড়াটি উৎসর্গ করা হল তার 'আল কপি পেস্টার বিন লেখাচোর বিন মন্ত্রক ওরফে পেইড ব্লগার মন্ত্রক কাকুর সুলেমানী ব্যান চাই। =p~ :P' পোস্টের জন্য।

ধুতরার ফুলের পোস্টটির লিঙ্ক:
আল কপি পেস্টার বিন লেখাচোর বিন মন্ত্রক ওরফে পেইড ব্লগার মন্ত্রক কাকুর সুলেমানী ব্যান চাই। =p~ :P

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৭

শামচুল হক বলেছেন: নকল নবিস পোষ্টটি সরকারি পোষ্ট

২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
মন্তব্যে অভিনন্দন।
যা বলেছেন কথা সত্য। 'নকল নবিস' সরকারি পোস্ট। কিন্তু, যারা সরকারি সুবিধা ব্লগে পেতে চায় তাদের জন্য তো বোধ করি সরকারি ব্লগ দরকার, যেখানে কপি পেস্ট করাই হবে তাদের একমাত্র দায়িত্ব।

ভাল থাকুন।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

কুঁড়ের_বাদশা বলেছেন:


কপিবাজি করে আমিও হতে চাই মহাকবি। :) :)


২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

নতুন নকিব বলেছেন:




প্রিয় বাদশা,
চালিয়ে যান। হতে পারবেন হয়তো। কোন ব্যাপার না।

অভিনন্দন অন্তহীন।

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নানা লয় ও মাত্রায়
বেঁধেছ যা ছন্দ;
তোমাতে হে ঠিকি পাই
জাত কবি গন্ধ।

তোমার ছন্দত্রাসে
আমি অতি নস্যি;
দ্যাওনাগো সাগরেদি
নেও মোরে পোষ্যি।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

নতুন নকিব বলেছেন:



ভাবতেও ভীত হই,
'কি করি...' এ বলে কি!
'সামু ব্লগ মাতোয়ারা
তারে ছাড়া চলে কি'?

কত কথা ছড়া হয়ে,
তার হাতে প্রতি দিন।
ঝড়ে পড়ে অবিরাম,
তার কাছে কত ঋন!

কত কবি প্রতি দিন,
তার হাতে কুপোকাত!
অজান্তেই শাগরেদি,
দেন বুঝি দিনরাত।

তার তরে প্রভূ পানে,
এই শুধু মোনাজাত।
'কি করি...' কে কৃপা দাও,
ধন-জন ও দওলাত।

ক্ষমা কর ত্রুটি তার
মেধা-মনে ধনবান,
তার প্রতি অবারিত
কর দয়া, রহমান!

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: কপি পেষ্টের কষ্ট করে,
ব্লগ বাড়িখান নষ্ট করে,
আর যেন না পায় সুবিধা,
করতে ঘ্যানর ঘ্যান!


দরুণ বলেছেন। ভালো লাগলো।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

নতুন নকিব বলেছেন:






প্রিয় কবি হাফেজ ভাই,
অনিন্দ্য সুন্দর মন্তব্যে অভিনন্দন অন্তহীন।

আপনার কবিতায় বিচিত্রতা খুঁজে পাই।
ভাল থাকুন নিরন্তর।

৫| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কপি পেস্টের যুগাবসানে
বাংলা চলবে নিয়ম মেনে
মানুষ হবে সাঁই।
জাতীয় কবি'র অনুসরণে
কপি-পেস্ট অনিয়ম জেনে
জীবন সাজাবে তাই,
এইটাই বলতে চাই?
তা কেমনে হবে ভাই!!!


২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২০

নতুন নকিব বলেছেন:



কপি পেস্টের যুগাবসানে
বাংলা চলবে নিয়ম মেনে
মানুষ হবে সাঁই।
জাতীয় কবি'র অনুসরণে
কপি-পেস্ট অনিয়ম জেনে
জীবন সাজাবে তাই,
এইটাই বলতে চাই?
তা কেমনে হবে ভাই!!!


-প্রিয় কবি,
ছান্দসিক দারুন মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ।

ভাল থাকুন।

৬| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছন্দে ছন্দে ভাল আর মন্দে
বলেছেন বেশ খাসা
কপিপেস্ট বন্ধ হোক
এমতই আশা।

২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

নতুন নকিব বলেছেন:



ছন্দে ছন্দে ভাল আর মন্দে
বলেছেন বেশ খাসা
কপিপেস্ট বন্ধ হোক
এমতই আশা।


-বাহ! চার লাইনে কি সুন্দর অভিব্যক্তি!
অসাধারন মন্তব্যে কৃতজ্ঞতা প্রিয় কবিকে।


ভাল থাকুন।

৭| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৫

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । :)

শুভকামনা ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৩

নতুন নকিব বলেছেন:



নীলপরি,
মন্তব্যে অভিনন্দন অন্তহীন। আপনার আবৃত্তি করা একটি কবিতা যেটি প্রখ্যাত এক অভিনেত্রীকে নিয়ে লিখেছেন, শুনেছি। আবৃত্তি স্বকীয়তায় অনন্য মনে হয়েছে।

ভাল থাকুন নিরন্তর।

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কপি-পেস্ট বন্ধ করার একটা উপায় সবাই মিলে খুঁজে বের করা যায় না?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৫

নতুন নকিব বলেছেন:



প্রিয় সম্রাট,
অবশ্যই বের করা যায়। কিন্তু ইচ্ছেটা তো থাকতে হবে।

সুন্দর মন্তব্যে কৃতজ্ঞতা অশেষ।

ভাল থাকুন নিরন্তর।

৯| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

ধ্রুবক আলো বলেছেন: লেখা দারুন হইছে! শুভ কামনা।
এই কপি পেস্টার দের জনসম্মুখে একটু অপমান করা যেত,,,

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
আপনার মন্তব্যে আপ্লুত! আশা করি কুশলে আছেন। শুভকামনা আপনার জন্যও।

শেষের কথাটা ভালই বলেছেন- 'এই কপি পেস্টার দের জনসম্মুখে একটু অপমান করা যেত,,,'

এদের হেদায়েতের জন্য দোআ-মানত করা দরকার মনে হয়।

ভাল থাকার কামনা নিরবধি।

১০| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:০৪

কালীদাস বলেছেন: জিনিষটা খালি দলকানা ইডিয়টদের মধ্যেই সীমাবদ্ধ না। একটা মেরিটলেস অনলাইন জেনারেশন গড়ে উঠছে চোখের সামনে যারা অন্ধ অনুকরণ এবং কপিপেস্ট ছাড়া কিছুই পারেনা। এদের স্বকীয়তা খুবই নিচু লেভেলের। আমি সত্যিই টেনশনে আছি এই গ্রুপের লোকজনের বাড়ার হার দেখে, বাংলাদেশ বিপদে পড়ে যাবে এই ট্রেন্ড চললে।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১১

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
সত্যি বলেছেন। একেবারে আমার মনের কথা। আপনার দারুন মূল্যায়নে সহমত পুরোপুরি।

'একটা মেরিটলেস অনলাইন জেনারেশন গড়ে উঠছে চোখের সামনে যারা অন্ধ অনুকরণ এবং কপিপেস্ট ছাড়া কিছুই পারেনা। এদের স্বকীয়তা খুবই নিচু লেভেলের।'

আপনার উদ্বেগ শতভাগ কার্যকারন যুক্ত। তবে, আমাদেরও দায়িত্ব এড়িয়ে যাওয়ার বোধ হয় উপায় নেই। এই প্রবনতা রোধে আমার মনে হয়, আমাদের শিক্ষাব্যবস্থাসহ সামগ্রিক বিষয়ের প্রতি নজর দেয়া উচিত। মেরিটলেস অথর্ব যে জেনারেশনটি ক্রমশ: ফুলে-ফেপে উঠছে, গোড়াতেই তাদের নকল-ফকল করার সুযোগ দিয়ে যেন তেন প্রকারে ক্লাশ ডিঙিয়ে জ্ঞান-গরিমায় পঙ্গু-অথর্বদের কাতারে দাঁড় করানোর এক অবাধ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। এটি একটি জাতির জন্য লজ্জা এবং কলঙ্কের। আজ এই সুযোগ সৃষ্টির পেছনের কারিগরদের শনাক্ত করা সময়ের অন্যতম দাবি। দিন যত গড়াবে, শিক্ষিত(!) এই মূর্খ অকাটদের মিছিল তত প্রলম্বিত হতে থাকবে। সুতরাং, এ প্রবনতা রোধে বিলম্বের কোন অবকাশ নেই।

ভাল থাকুন নিরন্তর।

১১| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ফেবুতে কপিবাজদের জয়জয়কার। কিন্তু ব্লগে কপিবাজী করাটা দু:খজনক। আসা করি তারা ঠিক হয়ে যাবেন।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৩

নতুন নকিব বলেছেন:



প্রিয় সত্যের ছায়া,
মোবারকবাদ। ফেবু ব্লগ সবকিছুকে কপিবাজ মুক্ত দেখতে ইচ্ছে করে। এটি কি আদৌ সম্ভব?

আপনার আশা পূরন হোক। কামনা করি, তারা যেন ঠিক হয়ে যান।

ভাল থাকুন।

১২| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

আবু তালেব শেখ বলেছেন: হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই কপিবাজ। আমিও

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় শেখ,
বলেন কি! হাতে গোনা কয়েকজন ছাড়া সবাই কপিবাজ!! আপনিও!!! সর্বনাশ!!!!

ভয় পাচ্ছি কিন্তু! আমারতো মনে হয়, হাতে গোনা কয়েকজন কপিবাজ ছাড়া সবাই সুলেখক। এবং আপনিও।

ভাল থাকুন।

১৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

ধুতরার ফুল বলেছেন: আপনার এতো বড় দুঃসাহস আপনি সরকারের খাস লোকের কপি বাজি নিয়া কবিতা লেখেন!!!! :P :P

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

নতুন নকিব বলেছেন:



প্রিয় ধুতরার ফুল,
সাহস আমি দেখালাম কই? দেখালেনতো আপনি। আপনার পেছন পেছন হাটতে চেষ্টা করলাম একটু।

লক্ষ্য করে থাকবেন হয়তো, আমি কিন্তু কারও নাম উল্লেখ করে কিছু লিখিনি কবিতায়। এটা করিনি প্রথমত: এ কারনে যেহেতু প্রসঙ্গটি বিস্তারিত আপনার লেখায় আগেই প্রকাশিত ছিল এবং আপনার পোস্টের লিঙ্কটি আমার পোস্টে সংযুক্ত করা হয়েছে। দ্বিতীয়ত: আমি চাচ্ছি, আমার লেখাটা সকল কপিবাজের মুখোশ উম্মোচন করুক।

আর যেটা বলেছেন, সরকারি-বেসরকারি বলে কথা নয়, কপিবাজি যে বা যিনিই করুন না কেন, তার কোন দল নেই। তিনি কপিবাজ, এটাই তার পরিচয়। কপিবাজদের প্রতিহত করতে হবে। এতে কোন ছাড় দেয়ার সুযোগ নেই। সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকেও বিনীত নিবেদন জানাতে চাই, কপিবাজদের খপ্পর থেকে প্রিয় এই প্রাঙ্গনটিকে দয়া করে মুক্ত রাখুন। তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্লগীয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিন। স্বকীয়তায় বিশ্বাসী সৃজনশীল ব্লগারদের প্রতিবন্ধকতা তৈরি করে- এমন বিষয়াদি থেকে ব্লগের পরিবেশ-প্রতিবেশকে পরিচ্ছন্ন রাখুন। সন্দেহ নেই, আপনাদের প্রতি ব্লগারদের কৃতজ্ঞতা আরও বেড়ে যাবে।

ভাল থাকুন।

১৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২০

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। এবং সহমত।
+।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৩

নতুন নকিব বলেছেন:



সম্মানিত দাদা,
আপনার উপস্থিতি প্রেরনাদায়ক। সহমতে কৃতজ্ঞতা অশেষ।

ভাল থাকার ইচ্ছে নিরন্তর।

১৫| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

ধুতরার ফুল বলেছেন: ছড়াটি আমাকে উৎসর্গ কইরা আমারে আবার দানবীর :P থুক্কু ঋণী বানাই দিলেন। :D :D

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় ধুতরার ফুল,
আরে! আপনারেতো দানবীর, থুক্কু, হাতেমতাঈ বানাতে চেয়েছিলাম। প্রাথমিকভাবে আপনি এখন থেকে প্রাকটিস শুরু করতে পারেন। বেহুদাই আপনি ঋনী হতে চান কি জন্য?

অভিনন্দন আবারও।

১৬| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৪

অপর্ণা মম্ময় বলেছেন: কপিবাজকে নুপেল পুরষ্কার দেয়া হউক।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯

নতুন নকিব বলেছেন:



অপর্ণা মম্ময়,
সেরাম জিনিষ! 'নুপেল' বলে কথা!! প্রস্তাবে সমর্থন না জানিয়েতো দেখছি উপায় নেই। এবং জানালাম।

কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

১৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৭

সচেতনহ্যাপী বলেছেন: সরকারী লোকদের নিয়ে লেখা, সহ্য করা যায় না!!

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৮

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
চোর আবার সরকারি আর বেসরকারি! চোর তো চোরই। কপিবাজরা তো লেখা চোর। এই চোরগন সাধারন চোরদের চেয়ে কয়েক কাঠি সরেশ। এরা-
প্রথমত: বিনানুমতিতে এক জনের লেখা কপি করেন মানে চুরি করেন। এটি একটি অপরাধ।
দ্বিতীয়ত: আয়েশ করে নিজের নামে তা অন্য স্থানে নিয়ে পেস্ট করেন মানে জালিয়াতির আশ্রয় নিয়ে কাজটি করেন। এটি আরেকটি অপরাধ।
তৃতীয়ত: যেখানে লেখাটি প্রকাশ করেন সেখানে নূন্যতম কৃতজ্ঞতার পরিচয় দিয়ে লেখাটির মূল লেখকের কিংবা সংশ্লিষ্ট সূত্রের কোন বরাত দেন না। যা নিকৃষ্ট অকৃতজ্ঞতা। এটি আরেকটি অপরাধ।

ভাল থাকুন।

১৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:



মজার ছড়া। কিন্তু বক্তব্য অনেক কড়া!


ব্লগার কালীদাস তার মন্তব্যে (১০) আমার কথা বলে দিয়েছেন। মোবাইলের বদৌলতে সবার হাতে ইন্টারনেট চলে গেছে। যারা লেখতে পারে এবং যারা কখনও লেখে নি, সবারই লেখক হবার প্রয়োজন দেখা দিয়েছে। বাঙালি পাঠক হিসেবে কখনও সুবিধার ছিল না। সবাই হতে চায় লেখক। এই অসম্ভব সার্বজনীন বাসনার ফলে একটি কপি-পেস্ট সম্প্রদায় গড়ে ওঠেছে আমাদের এ অসম্ভবের দেশ। এদের সংখ্যা এখন ওদের চাইতেও অনেক বেশি। 'ওদের' মানে যারা আসল লেখক।

ব্লগে প্রকাশ করলে মডু'র কানমলা না হয় পেলোই, কিন্তু ফেবুতে প্রকাশ করলে তো কারও কিছু করার নেই। সেখানে দেখেছি, যারা গলা উঁচু, মানে বেশি বকতে পারে, সে-ই আসল লেখক হিসেবে আবির্ভূত হয়। এরাই এখন সংখ্যাগুরু - আসল লেখকেরা সংখ্যালঘুর কাতারে! তাই কপি-পেস্ট কমিউনিটিকে কীভাবে বন্ধ করা যায়, এনিয়ে গভীরভাবে ভাবতে হবে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় মইনুল ভাই,
অনেক মোবারকবাদ দীর্ঘ বিশ্লেষনধর্মী মন্তব্যে।

ঠিকই বলেছেন কালীদাস ভাই সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন। উপরন্তু আপনার মন্তব্যেও উঠে এসেছে আরও অনেকখানি রুঢ় বাস্তবতা। 'যারা লেখতে পারে এবং যারা কখনও লেখে নি, সবারই লেখক হবার প্রয়োজন দেখা দিয়েছে।' -একেবারেই বাস্তব।

'এই অসম্ভব সার্বজনীন বাসনার ফলে একটি কপি-পেস্ট সম্প্রদায় গড়ে ওঠেছে আমাদের এ অসম্ভবের দেশ।' -'অসম্ভবের দেশে' না কি 'সব সম্ভবের দেশে'?

'এদের সংখ্যা এখন ওদের চাইতেও অনেক বেশি। 'ওদের' মানে যারা আসল লেখক।' -সঠিক।

'ব্লগে প্রকাশ করলে মডু'র কানমলা না হয় পেলোই, কিন্তু ফেবুতে প্রকাশ করলে তো কারও কিছু করার নেই। সেখানে দেখেছি, যারা গলা উঁচু, মানে বেশি বকতে পারে, সে-ই আসল লেখক হিসেবে আবির্ভূত হয়। এরাই এখন সংখ্যাগুরু - আসল লেখকেরা সংখ্যালঘুর কাতারে! তাই কপি-পেস্ট কমিউনিটিকে কীভাবে বন্ধ করা যায়, এনিয়ে গভীরভাবে ভাবতে হবে।' -ভাবতে হবে গোটা অনলাইন সিস্টেম নিয়ে। ব্লগ বলেন আর ফেবু বলেন প্রত্যেক প্লাটফর্মেই এমন পদ্ধতি উদ্ভাবন করতে হবে যাতে কপিবাজদের অবস্থান ক্রমেই সংকীর্ন হতে থাকে। একসময় এরা হাল ছেড়ে দেবে বলে মনে হয়।

ভাল থাকুন।

১৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৮

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: কোন ব্যবস্থা নেয়া হয়েছে? ছড়া ভাল লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই,
কোন আপডেট নিউজ জানতে পারি নি। জানলে অবশ্যই জানানোর ইচ্ছে থাকল।

ভাল থাকুন।

২০| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

দারুন ছড়ায় +

বলতে বলতে ক্লান্ত
তাই দিয়েছি ক্ষান্ত!

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি,
বলতে বলতে ক্লান্ত
তাই দিয়েছি ক্ষান্ত!


-হ্যা, তাই। এমনটাই হয়েছে হয়তো। রূঢ় বাস্তবতা আর কি! আপনাদের ক্লান্তি বিদূরিত হোক। প্রশান্তির পরশ ফিরে আসুক আবারও।

২১| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

ফাল্গুনীর কাব্য বলেছেন: কপি সাহিত্যিক

২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৯

নতুন নকিব বলেছেন:



কাব্য,
হ্যা, কপি সাহিত্যিক, ঠিক আছে। কিন্তু, কপি সাহিত্যিককে কি ধন্যবাদ দিতে চেয়েছিলেন? না অন্য কিছু?

ভাল থাকুন।

২২| ২৩ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৮

হাতকাটা হাকিমুল বলেছেন: ব্রা দার লেখাটা কপি মারিলাম ;)

২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০৩

নতুন নকিব বলেছেন:



বাব্বাহ! ভয়ার্ত! আপনার নাম দেখেইতো ...। 'হাতকাটা'! তা, আপনি আমার এই প্রতিবাদের পোস্টের কপি করলেন! সব্বনাশ!!

তবে ভাইজান, আপনি কপি মারিলে মারিতে পারেন। আপনার জন্য ইহা জায়েজ।

ধন্যবাদ অনেক অনেক। মন্তব্যে অভিনন্দন।

২৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর ছড়া গড়েছেন কবি চোরাদের সৌজন্যে ... ভালো লাগলো।



কি কবো ভাই চুরের কথা!
মনে হলেই ধরে মাথা,
কবিতা কবির সৃষ্টি-সাধনা;
চোরে কয় অবসর চেষ্টা!!

লজ্জা কি আর চোরের থাকে!
মারতে পারলে পথেঘাটে,
ফেসবুক-ব্লগে চোরা টাঙিয়ে;
দেখে যদি চোরের ফ্রেন্ডে।

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৫০

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি নয়ন,
মোবারকবাদ। অভিনন্দন সুন্দর ছড়া-ছন্দের মন্তব্যে।
আপনার ভাল লাগায় আনন্দিত।

লজ্জা কি আর চোরের থাকে!
মারতে পারলে পথেঘাটে,


-কঠিন মার দেখছি!

ভাল থাকুন।

২৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ ভাল লাগল

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১

নতুন নকিব বলেছেন:



প্রিয় কবি কাজী,
কৃতজ্ঞতা। শুভকামনা অন্তহীন।

ভাল থাকবেন।

২৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮

অনিক_আহমেদ বলেছেন: হা হা হা। আমিও আছি আপনার পাশে!

২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০২

নতুন নকিব বলেছেন:



প্রিয় অনিক,
মন্তব্যে কৃতজ্ঞতা। পাশে থাকার বাসনায় অভিনন্দন।

ভাল থাকার কামনা।

২৬| ২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৬

বিলিয়ার রহমান বলেছেন: কপি বাজরা আস্ত একটা শুয়োর!!

না না ওরা আসলে কুকুর!!

ধুর ওরা আসলে বার্মিজ আর্মি!! X(

২৪ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



ধুর ওরা আসলে বার্মিজ আর্মি!! X(

-এক্কেরে সব্বনাশ!

ধন্যবাদ প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.