নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১২



পলক ফেলার কোন ফাঁকে যে,
একটি বছর কাটিয়ে দিলাম!
ঝড়া পাতার খুঁনসুটিতে,
বর্ন-ভাষা-ভালবাসার সওদা নিলাম!

শব্দগুলো অবাক জাগে!
শামুক যেমন অচৈতন্যে খোলস খোলে!
বৃষ্টি ভেজা ঘাসের ডগায়,
মনমাতানো সুরের তানে বাতাস দোলে!

কতজনকে নতুন করে পেলাম,
হারিয়ে গেল- আপন ছিল যারা!
ভালবাসার মুড়িয়ে চাদর গায়ে,
কতজন যে- ছন্দে পাগলপারা!

এমনি করেই জীবন ঘড়ির,
ঘুরছে কাটা- মুহূর্তরা যায় হারিয়ে!
এমনি করেই যেতে হবে,
চলে যাব, সকল মায়ার ঘোর কাটিয়ে!

সামু থাকুক চোখের তারায়,
আপন হয়ে- অনেক নিবিড়!
বাংলাটা হোক বিশ্বজনীন,
বিশ্বজুড়ে বাংলা শিবির!

মন্তব্য ৫৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫০

নতুন নকিব বলেছেন:



সত্যিই!

ধন্যবাদ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৪

ট্রাম্প বিন পুতিন বিন হিটলার বলেছেন:



পুতিন বলছেনঃ ১ বছরপূর্তিতে আপনাকে অভিনন্দন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনাকেও ব্লগে স্বাগতম।

তবে, আপনার নাম দেখেইতো মানুষের পিপাসা বেড়ে যাবে বলে মনে হয়!

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আরে নকিব ভাই, আপনার মাত্র ১ বছর! আমি তো ভাবছিলাম আপনি পুরানা ব্লগার। :)

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৪

নতুন নকিব বলেছেন:



আরে ভাই, জাজাকুমুল্লাহ!

আপনার ভাবনাতো ঠিকই আছে! এই নিকটি বছর পার করল মাত্র। পুরনো নিকটির তো প্রায় অর্ধযুগ অতিবাহিত হচ্ছে। আর সামুতে তো নিকবিহীন আছি তো সেই প্রায় শুরু থেকেই। প্রথমবারের সেই নিকটি ক্রিয়েট করার সময় টাইপে ভুল হয়েছিল। অনেক চেষ্টার পরেও সেটি ঠিক করতে না পেরে এক পর্যায়ে নতুন নকিব চালু করি।

আপনি কেমন আছেন? শীতের স্নিগ্ধ সকালগুলো, আয়েশি দুপুরগুলো আর কুয়াশাচ্ছন্ন নিস্তেজ বিকেলগুলো খুব উপভোগ করছেন বুঝি!

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমি ভাল-মন্দ মিলিয়ে আছি। কালকে তো রাতের বেলা শীতে কাপায় দিছিল। পরে কাঁথা গায় দিয়ে ব্লগিং করছি। উপ্রে এইটা কেমন আইডি!!! বিন দিয়া অমুকের ছেলে বুঝায় না?

৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

নতুন নকিব বলেছেন:



'বিন' মানে 'পিতা'।

আমি সেজন্যই বলেছি, আইডি দেখে নির্ঘাত অনেকের পানির পিপাসা বৃদ্ধি পাবে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিন আর ইবনে একই?

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৮

নতুন নকিব বলেছেন:



একই। 'ইবনে' এর ভিন্ন রূপ, কিংবা বলতে পারেন সংক্ষিপ্ত রূপ 'বিন'।

৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৬

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা।

৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

ওমেরা বলেছেন: অনেক সুন্দর কবিতা। বর্ষ পূর্তিতে অনেক অনেক অভিনন্দন ভাইয়া।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

নতুন নকিব বলেছেন:



অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনাকে নিয়ে অনাকাঙ্খিত পোস্ট আসছে। এতে মন খারাপ করার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে। ধৈর্য্য রাখুন। ক্ষমা করুন। যিনি অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, আল্লাহ পাকও স্বয়ং তাকে ক্ষমার চোখেই দেখে থাকেন।

৯| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন । নিরন্তর শুভকামনা ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৬

নতুন নকিব বলেছেন:



বর্ষপূর্তিতে আপনাকেও মোবারকবাদ। আপনি দীর্ঘজীবি হোন। ভাল থাকুন।

১০| ২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার লেখা আর পোস্টজীবন দীর্ঘায়িত হোক । :)

২১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪

নতুন নকিব বলেছেন:



আপনার অনেক সুন্দর দোআ আল্লাহ পাক কবুল করুন। এবং অবশ্যই আমার-আপনার-আমাদের সকলের জন্য।

পুনরায় শুভকামনা এবং দোআ রেখে যাওয়ায় কৃতজ্ঞতা অফুরান।

১১| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপনাকে। আপনাকে নিয়ে অনাকাঙ্খিত পোস্ট আসছে। এতে মন খারাপ করার কিছু নেই। সব ঠিক হয়ে যাবে। ধৈর্য্য রাখুন। ক্ষমা করুন। যিনি অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, আল্লাহ পাকও স্বয়ং তাকে ক্ষমার চোখেই দেখে থাকেন।

বাহ !! বাহ!! অসাধারণ, চোরের জন্য এতো দরদ আপনার? আর আপনি কিনা সব সময় ব্লগে ধমের কথা বলে বেড়ান। তার মানে, আপনার কাছে ওমেরা চোর না? জেনে খুশি হলাম। অনাকাঙ্খিত পোস্ট আপনি কোনটাকে বলছেন? যাক, যার যার বিশ্বাস। আমি আর কিছু বলব না,পারলে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করুন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



মানুষ বলতে প্রত্যেকের জন্য আমাদের দরদ এতটুকু কম না। কে চোর আর কে চোর না, সেই বিচার করার দায়িত্ব আমি গ্রহন করিনি। ধর্মের কথা না হয়, একটু আধটু বললামই, তাতে ক্ষতি কী? ধর্মের কথা বলেই তো চৌর্যবৃত্তি নিবারন করতে হয় রে ভাই!

অনেক আশা নিয়ে গতকাল আপনাকে রিকোয়েস্ট করেছিলাম! আপনি আমাকে ফিরিয়ে দিয়েছেন! অবশ্য আপনার প্রত্যাখ্যানটা বিনয়ের সাথে ছিল! 'ক্ষমাকারীকে আল্লাহ পাক ক্ষমা করেন'- একথা বলার পরেও কেউ ঘাড় বাকিয়ে নিতে পারে, ভেবে অবাক হওয়ার মত!

যাই হোক, আপনার নাম কিংবা পোস্টের বিস্তারিত কিন্তু আমি সযত্নে এড়িয়ে গিয়েছিলাম। যেহেতু নিজেই সবকিছু খোলাসা করলেন, সেহেতু এটা আমার নয়, আপনার ইচ্ছেতেই।

ভাল থাকুন। আবারও বলি- সবার প্রতি উদার হোন। ভালবাসায় অবাধ্যকে বাধ্য করুন। অসাধ্যকে সাধন করুন। ঘৃনা নয় কারও প্রতি।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

প্রামানিক বলেছেন: নিকের আড়ালে আপনি ইসলামের সেবক এটা আমি জানি। আরবী সম্পর্কে আপনার জ্ঞান মন্দ নয়। আল্লাহ যেন আপনার দীর্ঘ হায়ত দান করেন। আপনার লেখা ভালো হয়েছে। ধন্যবাদ।

২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:০৪

নতুন নকিব বলেছেন:



প্রামানিক ভাই,
আল্লাহ পাক আপনার হায়াত বৃদ্ধি করুন। আপনার সুস্বাস্থ্য, সুস্থতা এবং স্বাচ্ছন্দ্য কামনা করছি।

নিজেকে ইসলামের সেবক মনে করি না কখনও। সত্যি বলতে কি, ইসলামের ছায়াতলে আশ্রয় দেয়াতে মহান মালিক আল্লাহ পাকের দরবারে নিজেকে নিশর্তভাবে আত্মসমর্পনে নিয়োজিত রাখতে আনন্দ পাই। নিজেকে দয়াময়ের একজন নগন্য দাস ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আজীবন শেখার চেষ্টায় নিজেকে ছাত্র ভেবেই জীবন পার করতে চাই।

ভাল থাকবেন।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ওমেরাকে আমিও বহুবার ক্ষমা করেছি। কিন্তু যখন একটা শয়তান কোন ভাল মানুষকে শয়তান বলে,তখন আপনি তাকে কিভাবে ক্ষমা করবেন? যে কিনা নিজেই একজন মুখোশধারী শয়তান।একটা সময় সবাইকে সে বলে বেড়াত তার কোথাও কোন নিক নেই। আমি কোন চুরি করে লেখা লিখি না। ব্লগে কাউকে চিনি না। কিন্তু দিন আগে এক ব্লগার বলেছে তাকে নাকি অনেক দিন ধরে চেনেন। তার সাথে মেইলে যোগাযোগ আছে।(প্রমাণ চাইলে দিতে পারি?) কিছুটুকু আগের-পিছের গল্প বললাম। আবার সুন্দর সুন্দর ধর্মের কথা বলবে সে। সবার মন জয় করবে। অথচ ধর্মের নামে সে হিপোক্রেসি করে এবং সুন্দর করে সালাম দিয়ে মিথ্যা বলা শুরু করে।তাকে তো আমি চিনি জানি, সে কি বলতে চায় এবং সে কে। এখন এতোকিছুর পরে, পারলে আমার জায়গায় আপনি নিজেকে একটু কল্পনা করে আমার প্রশ্নের উত্তর দিবেন কি? কারণ, আমি একজন মানুষ । আমি কখনো চাই মানুষকে মনে কষ্ট দিতে কিংবা, কোন অমানুষ হতে। ধন্যবাদ, নকিব ভাই। ভাল থাকবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫২

নতুন নকিব বলেছেন:



দু:খিত! আমি প্রমান চাইতে কখনও যাব না। এমনিতেও আপনাকে বিরক্ত করার কোন ইচ্ছে আমার ছিল না। এখনও নেই। আমি শুধু আপনাদের দু'জনের ভেতরে সৃষ্ট তিক্ততা ভুলে গিয়ে পারস্পারিক সম্পর্ক আগের মত স্বাভাবিক হোক, সেটাই চাচ্ছিলাম। যাক, সেটা যেকোন কারনে ফলপ্রসু হয় নি। আমার সকল আশা পূরন হবে- এমনটা ভাবার কারন নেই। এখন আপনাদের শুধু কল্যান কামনা করা ব্যতিত আমার পক্ষে আর কিছুই করার নেই। আপনার মঙ্গলই শুধু কামনা করতে চাই। ওমেরারও। তাতে আশা করি আপনি নিরানন্দ হবেন না।

আপনার কল্যান কামনা করছি।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর কবিতা দিয়ে বছর পূর্তি করলেন।

অভিনন্দন।

দেখতে দেখতে ২০১৭ সালটাও কেটে গলে।

ভাল থাকবেন।

২১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৪

নতুন নকিব বলেছেন:



হ্যাঁ, দেখতে দেখতে ২০১৭ সালটাও কেটে গেল। সময়ের দ্রুত বহমানতা ভাবতেই কষ্টের একটা নীল বেদনা কেমন নড়েচড়ে ওঠে! আহ! কত কি দেখলাম! কত কি হারালাম! আহ! কোথায় ছিলাম! কোথায় আছি! কোথায় যাচ্ছি! কোথায় থাকব! আহ কিছুদিন পূর্বে যেমন পৃথিবীর কেউ আমাকে জানতো না! কিছুদিন পরেও সবাই আমাকে বেমালূম ভুলে যাবে! হায়! হায়!

অনেক অনেক অভিনন্দন আপনাকেও, সরকার। ভাল থাকুন অহর্নিশ।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২৮

মলাসইলমুইনা বলেছেন: নতুন নকিব, অনেক পরে হলেও আমার অন্তরিক শুভেচ্ছা এক বছর পূর্তিতে | আমি কিন্তু ইসলাম নিয়ে আপনার লেখার নিযমিত পাঠক | ওই লেখাগুলো বেশি বেশি লিখতে হবে আরো |ও, আর কবিতা সুন্দর হয়েছে | সেটার জন্যও ধন্যবাদ | এক বছর এক বছর করে আরো অনেক বছর পার করুন লেখায় লেখায় |

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন:



অনেক পরে কোথায়! আপনার আগমন সবসময়ই আনন্দের কারন। কৃতজ্ঞতা অশেষ!

আসলে নানাবিধ ব্যস্ততা, পারিবারিক প্রয়োজন ইত্যাকার বিষয়াদিতে এতটাই মগ্ন থাকতে হয় যে, অখন্ড এবং নিরবচ্ছিন্নভাবে ব্লগে সময় দেয়া প্রায়শই হয়ে ওঠে না। লেখালেখির ইচ্ছে থাকলেও এসবের জন্য সেরকমভাবে করে উঠতে পারি না। তবে এমনি করে আপনাদের দোআ আর অকৃত্রিম ভালবাসা পাথেয় হলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাখি।

ভাল থাকবেন অহর্নিশ।

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৪০

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা। বর্ষ পূর্তিতে জানাই অফুরন্ত শুভ কামনা।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

নতুন নকিব বলেছেন:



অনাবিল আন্তরিকতায় কৃতজ্ঞতা অশেষ। আপনার জন্যও শুভকামনা এক আকাশ।

ভাল থাকুন, ধ্রুবক আলো।

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




বর্ষপূর্তির বারতা ঘোষনা করে গেলেন । আহলান ওয়া সাহলান ।

সত্যের পথে, সরলতার পথে আপনার পথচলা আরও যোজন যোজন মাইল পেড়িয়ে যাক ।


২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনার উষ্ণ আশির্বাদ আমাদের পথচলার পাথেয় হোক। আন্তরিক অভিবাদন আপনার প্রতিও। দীর্ঘজীবি হোন আপনি।

আপনার শানিত কলম প্রজন্মের প্রেরনার উৎস হয়ে থাকুক।

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: একগুচ্ছ ফুলের শুভেচ্ছা।।।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও হৃদয়ের গভীর হতে শভকামনা, ভালবাসা অশেষ।

সত্যেল ছায়ায় আশ্রয় হোক আমাদের সকলের।

১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫০

ফেরদৌসা রুহী বলেছেন: কিভাবে যে সময় চলে যায় টের পাওয়া যায়না।

সুন্দর লিখেছেন।

বর্ষপূর্তির শুভেচ্ছা রইলো।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



সেটাই। সময়ের ধাবমানতা টের পাওয়া যায় না। কৃতজ্ঞতা জানবেন।

আপনার প্রতিও শুভকামনা অন্তহীন।

২০| ২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালো লাগা ও শুভকামনা

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



আপনার হৃদ্যতা শুরু থেকেই ছিল। শুভকামনা আপনার প্রতিও।

অনেক অনেক ভাল থাকুন, মাটি ও মানুষের কবি।

২১| ২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১০

শাহরিয়ার কবীর বলেছেন: বছরপূর্তির শুভেচ্ছা ও ভালবাসা রইল।

২২ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৯

নতুন নকিব বলেছেন:



পরিচ্ছন্ন কবিতা আর স্নিগ্ধ আবেগের আপনার অকৃত্রিম লেখাগুলো মন কেড়ে নেয়।

শুভকামনা অন্তহীন। ভাল থাকুন নিরবধি।

২২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১

   বলেছেন:

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৬

নতুন নকিব বলেছেন:



২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪৯

নতুন নকিব বলেছেন:



আমি অদৃশ্য কিন্তু অসুন্দর নই
আমি হয়তো চুপ কিন্তু ভুত নই।


-আপনি তো ভালই কথা বলতে পারেন।
আপনাকে দেখছি কেউ কেউ বন্দি করে রাখছেন তাদের ব্লগে। আমিও কি রাখব না কি?

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫০

নতুন নকিব বলেছেন:



মাঝে মাঝে কথা বলা নিতান্ত জরুরী হয়ে পড়ে বুঝি!

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৫১

নতুন নকিব বলেছেন:



যেহেতু কথা হয়েই গেল। আপনাকে একটা ধন্যবাদ তো দিতে হয়। ওয়েলকাম। শুভকামনা অশেষ।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং মন্তব্যে আনন্দিত। অনেক কৃতজ্ঞতা, দাদা।

ভাল থাকার কামনা নিরন্তর।

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

   বলেছেন: কথা কম বলতে চাইলেও মাঝেমাঝে 'ভুল' মানুষের ব্যবহারে 'ভুল' কথা বলতেই হয়।

আপনার লেখাগুলো পড়লাম। মাশাআল্লাহ সুন্দর লিখেছেন। ওয়েলকাম তো আগেই বলে দিলেন। ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫

নতুন নকিব বলেছেন:



আপনাকে অলয়েজ ওয়েলকাম! আপনি চিরকাল কল্যানের ভেতর দিয়েই যাবেন। শান্তি রহমতের দোআ আপনার জন্য।

ভাল থাকুন।

২৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শামছুল ইসলাম বলেছেন: বর্ষপূর্তিতে অভিনন্দন ।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪১

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। অভিনন্দন আপনাকেও।

ভাল থাকবেন।

২৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:১২

জাহিদ অনিক বলেছেন:


শব্দে শব্দে বছরটা শেষ হয়ে গেল

২৫ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



ঠিক বলেছেন কবি।

আপনি ভাল আছেন, নিশ্চয়ই। ভাল থাকারই কামনা।

২৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০১

তারেক ফাহিম বলেছেন: প্রথম বর্ষর পদার্পনে শুভ কামনা জানবেন।

আগামী দিন গুলো সামুতে পথ চলা সুন্দর হোক।

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

নতুন নকিব বলেছেন:



শুভকামনা অন্তহীন আপনার জন্যও।

শুভকামনা এবং দোআ রেখে যাওয়ায় কৃতজ্ঞতা অফুরান।

২৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৫

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর কবিতা।
অনেক ভাল লেগেছে ভাই।

২৮ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ। কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকুন।

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২২

খায়রুল আহসান বলেছেন: প্রথম বর্ষপূর্তিতে অনেক শুভকামনা এবং অভিনন্দন জানিয়ে গেলাম। আরো বহু বছর ধরে সামু ব্লগ আপনার লেখায় আলোকিত হোক, এ কামনাই করি।
শেষের স্তবকটা চমৎকার হয়েছে।

০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৭

নতুন নকিব বলেছেন:



নতুন বছরের আগমনে আপনার জন্যও শুভকামনা অনেক অনেক। আপনার ধারালো নিবের আলতো ছোঁয়ায় আরও রঙিন হোক কাগজের জমিন। আপনি বেঁচে থাকুন অনেক কাল। সময়ের কার্নিশ ছুঁয়ে। হৃদয়ের পাঁজরে।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.