নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৩



আমি হলপ করে বলতে পারি,
এ পাপের নগর একদিন ডুবে যাবে।
সুরের মূর্চ্ছনার নামে অসুরের চিতকারে
আতংকিত জোনাকিরা মুক্তির দিশা পাবে।
ছন্দপতন চিরচেনা শহরের
আচানক ঘটে যাবে একদিন।
বাবুই পাখির ঠোঁটে বোনা বিশ্বাসের বৃষ্টিচিহ্ন
মুছে দেবে পাপাচারের কারুকাজ নিমিষে।

ফনা তোলা বিষধর কালসাপ
ছোবলের তৃষা তার যতই থাক।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২২

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ।

২| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: মহাকালের স্রোতে ভেসে বেড়াই ,
নগরী এখন পতনের অপেক্ষায়,
কিন্তু ভাবিয়া, হায়!বোধ করি অসহায়।
আনন্দে কাটুক বরং ভাল।

১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩

নতুন নকিব বলেছেন:



সুন্দর বলেছেন।

আনন্দে থাকুন।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: সুন্দর লিখেছেন।।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, ভাই।

ভাল আছেন নিশ্চয়। ভাল থাকুন।

৪| ১৪ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, লেখককে ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:২৫

নতুন নকিব বলেছেন:



আপনাকেও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা।

ভাল থাকুন।

৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৭

শাহিন বিন রফিক বলেছেন: পৃথিবীর সব সৃষ্টি একদিন মহান স্রষ্টা বিলীন করে দিবেন।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩০

নতুন নকিব বলেছেন:



ঠিক, তাই।

কিন্তু এই বিলীন সেই বিলীন নয়। কেয়ামতের পূর্বে কেয়ামতের অনেক বিভীষিকা প্রত্যক্ষ করতে হবে আমাদের। চোখ মেলে তাকালেই দেখবেন, আমরা ক্রমশ: নিমজ্জিত হচ্ছি। ডুবে যেতে বসেছে, আমাদের পাপের নগর। আমাদেরই কৃতকর্মের কারনে। আমরা ভাল না হলে, আমাদের আত্মিক উন্নয়ন না হলে এ থেকে রক্ষার কোনো উপায় থাকবে না।

ভাল থাকুন।

৬| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২৪

ওমেরা বলেছেন: পৃখিবীর সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে ।ধন্যবাদ ভাইয়া ।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৬

নতুন নকিব বলেছেন:



জ্বি, সত্য বলেছেন।

মোবারকবাদ। আপনি কেমন আছেন? ওহ, আপনার নানার (ব্লগীয় নানা) কথা মনে পড়েছিল। তিনি কোথায়? তাকে অনেক দিন মিস করছি। খোঁজখবর আছে? তিনি ভাল আছেন তো? আশা করি, মনে কিছু নিবেন না।

ভাল থাকুন অনেক।

৭| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০১

ওমেরা বলেছেন: ঈলহামদুল্লিলাহ ! আমি ভাল আছি ! আমি নানাজানকে মিস করি !! আর কিছু জানি না ।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০৪

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহু তাআ'লা খাইর। দ্রুত উত্তরে আসায় অনেক কৃতজ্ঞতা। জ্বি, যদিও তার সাথে মাঝে মধ্যে মতবিরোধ হত, তবু তার অকল্যান অমঙ্গল কামনা করিনি কখনও। আবারও তার প্রতি শুভকামনা।

আপনার ওখানে, মানে সুইডেনে ওয়েদার কেমন এখন? শীত কি একেবারে কমে গেছে?

৮| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১০

ওমেরা বলেছেন: চারিদিক এখনো বরফে ঢাকা আছে ! আর এখানে শীত সারা বছরই শুধু জুলাই আগষ্টে একটু গরম হয় ।

১৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:১৬

নতুন নকিব বলেছেন:



বরফে ঢাকা! এখনও? হায় হায়! আমরা তো বসন্তের চার্মিং ওয়েদারের ভেতর দিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ।

আবারও কষ্ট করে উত্তরে এসে কথা বলে যাওয়ায় অনেক কৃতজ্ঞতা। বিদেশ বিভূঁইয়ে অনেক ভাল থাকবেন। আপনাদের জন্য হৃদয় নিংড়ানো দোআ। আল্লাহ পাক আপনার, আপনার পরিবার পরিজনের কল্যান করুন।

৯| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩২

জাহিদ অনিক বলেছেন: এ পাপের নগর ডুবে যাক।

১৭ ই মার্চ, ২০১৮ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:



মাঝে মাঝে তো তাই বলতে ইচ্ছে করে।

শুভকামনা প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.