নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল যুগ। মোবাইলের জামানা। বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২২২২২) এই নম্বরটি। আপনার কি জানা আছে?

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:০০



ডিজিটাল যুগ। মোবাইলের জামানা। বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২,২২,২২) এই নম্বরটি। আপনার কি জানা আছে এই নম্বরগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য? এ নম্বরগুলো অনেক ইমপোর্টেন্ট। মনে রাখুন এগুলো। হ্যাঁ, সত্যি। এই ছয়টি ডিজিট মনে রাখলে, বিশ্ব প্রতিপালক, মহামহিয়ান আল্লাহ পাকের সাথে আপনার যোগাযোগ বাধামুক্ত হবে। সরাসরি তাকে পেতে এই নম্বরগুলো মনে রাখুন। আসুন, জেনে নিই এই ডিজিটগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য। প্রথম ডাবল টু মানে, রাত দু'টোর পরে, দ্বিতীয় ডাবল টু অর্থ, দুই রাকাআত তাহাজ্জুদ, আর শেষ ডাবল টু দিয়ে বুঝাতে চেয়েছি, সালাত শেষে আপনার হৃদয়টাকে ভেঙ্গে চৌচির করে, প্রিয়তম প্রতিপালকের উদ্দেশ্যে নিবেন করা আপনার চোখের দু'ফোটা অশ্রু। বুখারী শরীফে বর্নিত সহীহ হাদিসে জানা যায়, 'প্রতি রাতের শেষ তৃতীয় প্রহরে আল্লাহ পাক দুনিয়ার নিকটবর্তী, অর্থাৎ প্রথম আসমানে অবতীর্ন হন এবং বান্দা-বান্দীদের ডেকে ডেকে বলতে থাকেন, কে আছে আমার কাছে দুআ করার, আমি সাড়া দেব, কে আছে আমার কাছে চাবে, আমি দিয়ে দিব, কে আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করব।'



ব্যস, তাঁর রহমতের দরিয়ায় জোশ আনার জন্য এরচে' বড় কোনো সিস্টেম আমার জানা নেই। তিনি তাঁর রহমতের কোলে আপনাকে অবশ্যই তুলে নিবেন। আপনি যা চাবেন মালিকের কাছে তাই পাবেন। আপনার অভাব তিনি দূর করে দিবেন। কষ্ট মুছে দিবেন। ব্যথা সারিয়ে দিবেন। শতবারের পরীক্ষিত এ পদ্ধতি। তবু মানুষের মন বলে কথা! পরীক্ষা করে দেখতে চাইলে আপনিও দেখুন না একবার।



অনুরোধ
সালাতুত তাহাজ্জুদ নফল সালাতের মধ্যে অত্যাধিক গুরুত্বপূর্ন এবং মর্যাদার অধিকারী। নিয়মিত এই সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় বান্দা হওয়া যায়। আমি এমন কোনো আল্লাহওয়ালা ব্যক্তিকে এখনও পাইনি, যিনি তাহাজ্জুদগুজার নন। পবিত্র কুরআনে তাহাজ্জুদের জন্য উৎসাহিত করা হয়েছে। মূলত: তাহাজ্জুদের গুরুত্ব বুঝানোর জন্যই ক্ষুদ্র এই প্রচেষ্টা। দয়া করে উপস্থাপনাটিকে কেউ অন্যভাবে নিবেন না।

আল্লাহ পাক আমাদের অপরাধ ক্ষমা করুন। নির্বুদ্ধিতাকে জ্ঞানের আলোয় পরিবর্তিত করুন। নিয়মিত তাহাজ্জুদগুজার বান্দা বান্দি হয়ে তাঁর সন্তুষ্টিলাভের তাওফিক দান করুন।

মন্তব্য ৬৫ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১৬

মোস্তফা সোহেল বলেছেন: মহান আল্লাহ আমাদের সৎকর্মশীলদের অর্ন্তভুক্ত করে দিন-আমিন।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬

নতুন নকিব বলেছেন:



সোহেল ভাই, আপনার দুআ আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুন। পাঠ এবং মন্তব্যে কৃতজ্ঞতা।

২| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৬

কানিজ রিনা বলেছেন: অসাধারন, হযরত মোহাঃ সাঃ প্রতিরাত
নির্জনে তাহাজ্জুদ নামাজ পড়তেন বেশীর
ভাগ সময় নির্জন পাহাড় বেছে নিতেন।
পাঁচ ওয়াক্ত নামাজ দিনের শেষে ঘুম রাতের
শেষ প্রহর তাহাজ্জুদ নামাজ। খুব ভাল
লাগল অভিনন্দন।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৮

নতুন নকিব বলেছেন:



অনিন্দ্য সুন্দর মন্তব্যে প্রীত। পোস্ট ভাল লাগায় কৃতজ্ঞতা। ভাল থাকবেন।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৩৮

মিথী_মারজান বলেছেন: বাহ্!
খুব সুন্দর করে বলেছেন তো!
খুব ভালো লাগলো।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯

নতুন নকিব বলেছেন:



বাহ্! আপনার মন্তব্যটিও তো অসাধারন!

কৃতজ্ঞতা। ভাল থাকুন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আল্লাহর সাথে সরাসরি যোগাযোগের নাম্বার হল-২৪৪৩৪।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১০

নতুন নকিব বলেছেন:



আগমনে মুগ্ধতা। নম্বরের ব্যাখ্যা না দিলে মানুষ বুঝবে কিভাবে?

৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

পলাশবাবা বলেছেন: দিনে ৫ বার যোগাযোগের চেষ্টা করি।

যোগাযোগ হয়ও । তিনি সাড়া দেন (যা ভুল করে চাই দিয়ে দেন) আমি পাপী শুনতে পাই না।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩২

নতুন নকিব বলেছেন:



অবশ্যই করবেন। যোগাযোগ মানে তো তাঁর সন্তুষ্টি ছাড়া কিছু নয়। তাঁর রহমতের আশা করা ছাড়া আমাদের আর কিছু করার ক্ষমতা কোথায়? তাঁর রহমতের আশা যে করব, সেই সাহসও তো মাঝে মাঝে হারিয়ে ফেলি! নিকৃষ্ট অপরাধী যে আমরা! পদে পদে অন্যায় করলে তাঁর দুয়ারে দাঁড়াই কী করে? কোন্ মুখে হাত পাতি দয়াময়ের দরবারে?

পাঠ ও সুন্দর মন্তব্যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
২৪৪৩৪-এর ব্যাখ্যা-

২- ফজরের দুই রাকাত ফরয নামাজ
৪-জোহরের চার রাকাত ফরয নামাজ
৪-আছরের চার রাকাত ফরয নামাজ
৩-মাগরীবের তিন রাকাত ফরয নামাজ
৪-এশার চার রাকাত ফরয নামাজ।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



এটা তো সরকারি নম্বর। কম্পালচারি। স্পেশালটা বলেছি আমি।

মোবারকবাদ পুনরাগমনে।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

নতুন নকিব বলেছেন:



এই নম্বরে কেউ এলোমেলো করলে তার সব কিছু এলোমেলো হবে। নামাজের হিসাব মিলে গেলে তার অন্যান্য হিসাব বিচারের দিন মিলে যাবে।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

পলাশবাবা বলেছেন: ***আলহামদুলিললাহ

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহু তাআ'-লা খইর।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: অত্যন্ত দামি ও সুন্দর পোস্ট! আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন। আমীন।

২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৪৬

নতুন নকিব বলেছেন:



আপনার অান্তরিক মূল্যায়নে আপ্লুত বোধ করছি।

কৃতজ্ঞতা নিরন্তর।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৮

ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ নতুন নকিব - জনাব, আপনার আবিষ্কৃত বিশ্বপ্রতিপালকের ছয় ডিজিটের নাম্বারটি দয়া করে
১.বাংলাদেশে অবস্থানকারী লক্ষ লক্ষ রোহিংগা মুসলিমদের জানিয়ে দিবেন।
২.সিরিয়ার গৃহযুদ্ধরত মুসলিমদের জানিয়ে দিবেন।
৩.সৌদী জুলুমের শিকার ইয়েমেনী মুসলিমদের জানিয়ে দিবেন।
৪.ফিলিস্তিনি মুসলিমদের জানিয়ে দিবেন।
৫.ভারতীয় কাশ্মীরী মুসলিমদের জানিয়ে দিবেন।
আশা করি এইসব মুসলিমদের ফোন পেয়ে বিশ্বপ্রতিপালক ঘুম
থেকে জেগে উঠবেন এবং ইহুদি-নাসারা-বৌদ্ধ দ্বারা নির্যাতিত, নিপীড়িত মজলুম মুসলিম বান্দাদের উদ্ধার করবেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

নতুন নকিব বলেছেন:



কোথাও কিন্তু আমি বলিনি, ছয় ডিজিটের এই নম্বরটি বিশ্বপ্রতিপালকের। আর দাবিও করিনি, এটি আমার অমূল্য আবিষ্কার। যা বলেছি তা পরিষ্কার। পোস্টই তার প্রমান। শিরোনামটা দয়া করে আরেকবার দেখে আসুন- 'বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২২২২২) এই নম্বরটি। আপনার কি জানা আছে?'

আর ফোন করার কথাও কোথাও বলিনি। পোস্ট না পড়েই মন্তব্যটি রেখে গেলেন সম্ভবত:। যাক, শুভকামনা আপনার জন্য, ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ

আর যে প্রস্তাবটা আপনি দিয়েছেন, তাতো সুন্দর। নির্যাতিতদের জন্য আপনার যদি সত্যি দরদ কিছু থেকে থাকে, আপনিই দিয়ে দিন না ম্যাসেজটা তাদের।

শিয়াদের ভেতরেও অনেকে ভাল আছেন। চরমপন্থী বাদে সাধারন শিয়াদের অমুসলিম কিংবা কাফির গন্য করার সুযোগ নেই।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৫

নতুন নকিব বলেছেন:



আপনি কোনো পোস্ট দিচ্ছেন না কেন? পোস্ট দিলে আপনি ভাল করতেন মনে হয়।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৫

মৌরি হক দোলা বলেছেন: আলহামদুলিল্লাহ।

সবচেয়ে সুন্দর ও সেরা পোস্ট!

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৫

নতুন নকিব বলেছেন:



মা-শাআল্লাহ! আপনার প্রশংসা মাথায় তুলে নিলুম! এত সুন্দর করে প্রশংসা করে তো ঋনী করে গেলেন! কৃতজ্ঞতা একরাশ!

আপনার প্রতি ভাল থাকার দুআ অন্তহীন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

নতুন নকিব বলেছেন:



অফ টপিক,
আপনি কি সেইফ হয়েছেন? দ্যাট মিনস, আপনার পোস্ট কি প্রথম পাতায় পাবলিশ হয়? জানালে খুশি হব।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৭

আল আমিন সেতু বলেছেন: ভিন্নমত ভিন্নচিন্তা ভিন্নপথ ; ঘুম থেকে আমার আপনার সবার জেগে উঠতে এহবে। কোরানের সুরা রাদের ১১ নং আয়াতে মহান আল্লাহ বলেন, আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবরতন করেন না যতক্ষন না তারা নিজেরা নিজেদের কর্ম -আমল শোধরাতে সচেষ্ট না হয়। এ আয়াতের তাফসির দেখে নিবেন । আমাদের দুর্দশা থেকে পরিত্রানের জন্য আমাদের আগে পদক্ষেপ নিতে হবে, আর আমাদের উপর যা যা ফরজ কাজ তা আদায় করতে হবে। প্রতিপালক স্রষ্টা কোনদিন আকাশ থেকে নেমে সব ঠিকঠাক কোঁরে দিবেন না।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। সুন্দর জবাবটি প্রদানে।

আসলে এই এক সমস্যা। বিপদে পড়লেই আমাদের অস্থিরতার শেষ থাকে না। সাদ্দামকে যখন ধরা হয়, ইরাক যখন তছনছ করা হচ্ছিল, ইঙ্গ-মার্কিন বোমার আঘাতে বাগদাদ যখন মুহূর্মুহু কাঁপছিল, আমাদের কেউ কেউ তখন দেখেছি, রোজা পর্যন্ত থেকেছেন। রোজা থেকে সাদ্দামের জন্য দুআ করেছেন। ইরাকের পক্ষে চোখের পানি নাকের পানি একাকার করেছেন। কিন্তু কাজের কাজ যখন কিছুই হয়নি, তখন তাদের যত ক্ষোভ সব গিয়ে পড়েছে, আল্লাহ পাকের উপর। নাউ'যুবিল্লাহ।

বলি, দুনিয়ার সব হারাম খেয়ে বেড়াও, সুদ, ঘুষ, হারামের পয়সায় পেলবতায় মসৃন হয় তোমার দেহাবরন, চামড়া, ত্বক, আর সেই খাদ্যাহার্য্য গলদ:করনের পরেই কি না তাহাজ্জুদে হাত তুলে উষ্মা দেখাও, আল্লাহ পাক দুআ কবুল করেন না!

মনে কিছু নিবেন না। উপরের ঐ মন্তব্যটির নৈরাশ্যভাব দেখে কথা ক'টি বললাম। ভাল থাকুন অনেক।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

নতুন নকিব বলেছেন:



কিছু মনে করবেন না, আপনি তো ভাল লিখছেন। আলহামদুলিল্লাহ। আপনার ব্লগ ঘুরে এলাম। সপ্তাহ পার না হতেই ডজনখানিক পোস্ট দিয়েছেন দেখলাম। খুবই ভাল। মানসম্মত সুন্দর সুন্দর পোস্ট দিন। ইনশা-আল্লাহ ব্লগে অনেককে আপন করে পাবেন।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: পবিত্র কোরআনের সূরা সাবার ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে 'বল, আমার প্রতিপালক তো তাঁহার বান্দাদের মধ্যে যাহার প্রতি ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং যাহার প্রতি ইচ্ছা সীমিত করেন। তোমরা যাহা কিছু ব্যয় করিবে তিনি তার প্রতিদান দিবেন।

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৫

নতুন নকিব বলেছেন:



বাহ্! আমি আপনার 'জরুরী মিটিং' য়ে ব্যস্ত ছিলাম জরুরী মিটিং। আপনি তো অাল কুরআনের আয়াতের তরজমা নিয়ে এলেন। ভাল লাগলো।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: :( :( :(

তাড়াতাড়ি ঘুমিয়েও তাহাজ্জুদের জন্য জাগতে পারি না। স্যাড স্যাড স্যাড :( :( :((

২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০৭

নতুন নকিব বলেছেন:



ইনশা-অাল্লাহ পারবেন। চেষ্টা চালিয়ে যান। আল্লাহ পাক তাওফিক দিন।

শুভকামনা অন্তহীন।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০২

আশিক হাসান বলেছেন: আল্লাহ আপনাকে এই সুন্দর গঠনমূলক পোস্টের উত্তম প্রতিদান দিন, আমীন। এই প্রসংগে আরো একটি বিষয় আমি শুধু যোগ করতে চাই সেটা হল , আমরা যেই নামাযই পড়ি না কেন সেই নামাযের সময় যদি আমরা একটু ধীরতা, নম্রতা এবং বিনয় সহকারে আদায় করি তবে সেই নামায হতে পারে আমাদের জন্য অত্যন্ত উপকারী । আমলের দিক থেকে এমনকি নিজের আত্মতুষ্টির জন্যও। সবাইকে আল্লাহপাক তৌফিক দিন মনের একাগ্রতার সাথে নামায আদায়ের। আমীন।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৩

নতুন নকিব বলেছেন:



আপনার অতিব গুরুত্বপূর্ন পরামর্শের জন্য মোবারকবাদ জানাচ্ছি। পরিপূর্ন সাওয়াব লাভের জন্য নামাজে ধীর স্থিরতা অপরিহার্য্য। এ বিষয়ে আলাদা একটি পোস্ট দিতে চেষ্টা করব, ইনশা-আল্লাহ।

অনেক কল্যান হোক আপনার।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৬

মৌরি হক দোলা বলেছেন: না, ভাইয়া। এখনো প্রথম পাতায় আসার সৌভাগ্য হয় নি।

সময় করে আমার ব্লগে আসার আমন্ত্রণ রইল.....

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৭

নতুন নকিব বলেছেন:



আপনার ব্লগ ঘুরে এসেছি। ভাল লাগলো। আপনাকে সেইফ করে দেয়ার জন্য সম্মানিত মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। এই বিষয়ক আমার একটি পোস্ট রয়েছে- প্রথম পাতার এক্সেস দেয়া হলে এরা কি আরও ভাল কিছু উপহার দিতেন না!। সেখানেও কথা বলার চেষ্টা থাকবে ইনশা-আল্লাহ।

অনেক ভাল থাকুন।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সনেট কবি বলেছেন: প্রিয় কবির চমৎকার পোষ্ট। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৮

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতি প্রেরনা যোগায়। জাজাকুমুল্লাহু তাআ'-লা খাইর।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

আলোর পথে বিডি বলেছেন: সুন্দর উপস্থাপনা । ইন শা আল্লাহ মুসলিমদের তাহাজ্জুদ পড়ার অনুপ্রেরণা হবে এই পোস্ট ।

জাজাক আল্লাহ খাইরান ।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২০

নতুন নকিব বলেছেন:



ইন শা আল্লাহ মুসলিমদের তাহাজ্জুদ পড়ার অনুপ্রেরণা হবে এই পোস্ট ।

এটা হলেই শ্রম স্বার্থক মনে হবে। জাজাকুমুল্লাহু তাআ'-লা খাইর।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ও প্রয়োজনীয় পোষ্ট, ভালো লাগলো ভাই।
দোআ করবেন আমি যেন আল্লাহ্'র কাছে চাইতে পারি।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২২

নতুন নকিব বলেছেন:



পাঠ এবং অনিন্দ্য সুন্দর মন্তব্যে আপ্লুত, প্রিয় কবি!

অবশ্যই আল্লাহ পাকের নিকট আপনার জন্য দুআ করছি, আপনি যেন মালিকের দরবারে ফরিয়াদ করার যোগ্যতালাভ করেন। আপনি যেন চাইতে পারেন। আপনার চাওয়াগুলো তিনি যেন কবুল করেন। যা চাইতে ভুলে যাবেন, তিনি যেন তাও আপনাকে দিয়ে দেন। আমাদের সকলকেই দিয়ে দেন।

১৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাল । কিছু একটা ভাল করার ভাবনা হিসেবে ভাল।

বিশ্বাসই যার ঠিক নেই তার শত ইবাদতও মূল্যহীন। নয়কি? আমাদের ষ্ট্রাকচারে আমরা এলোমেলোতেই অভ্যস্ত হয়ে গেছি। ফলে তাতেই নতুন নতুন পথ আবিস্কারের চেষ্টায় রত। কাঠােমা পরিবর্তনে কেউ এগিয়ে আসছে না।

নামাজ বা সালাত এসেছে নবুয়্যাতের ১৭ বছর পর। এই সতর বছর আগে বিশ্বাসে একিভূত করেছেন আরবদের। তাদের চেতনার আমুল বদল এনেছেন- বিশ্বাসে, কর্মে আচরণে। অত:পর সালাতের বিধান তাদেরেক দৃঢ় করেছে কর্মে।

আমাদের বাস্তবতা অনুভব করুন। শুনে মুসলমান বা জেনে মুসলমান বা জন্ম সূত্রে কংবা গরু খাওয়া মুসলমানদাবীদারই অধিকাংশ। কিন্তু মুসলমানকি এভাবে হওয়া যায়? না তা আল্লাহর পছন্দ?
এ বিষয়ে কোরআনের সেই আয়াত স্মরণ করুন- সূরা আলে ইমরানের - হে ইমানদারগন, আল্লাহকে যেমন ভয় করা উচিৎ তেমনই ভাবে ভয় কর এবং তোমরা মুসলমান না হয়ে মরোনা।
এই আয়াতে আমরা আল্লাহর পক্ষ থেকে সনদ পাই মুসলমান হতে হয়। কিভাবে হতে হয়? জ্ঞানীরা অবশ্যই পথ খুঁজে নেবে।

প্রথমে বিশ্বাস ঠিক হলে, সে ঐ বিষয়ের প্রতি অনুরক্ত, আগ্রহী হয়। এই বিশ্বাসের আবার ৫ টি স্তর আছে। ৫টি কলেমায়!
তারপর আপনি বিশ্বাসী বা ঈমানদার থেকে মুসলিম হতে পারবেন। আসলে অনেক বিশাল বিষয় সংক্ষেপ করতে গেলে ভুল বোজার অবসর থেকে যায়! মুসলমান হবার পর সকল বিধান আপনার জন্য প্রযোজ্য। তাই আগে মুসলমান হতে হবে।
তখন আপনার ২২২২২২ ভাবনা কর্যকর বলিই মনে হয়্
বিশ্ববিদ্যালয়ে এডমিশন না নিয়ে বছর ভরে ক্লাশ করলে যেমন ফায়দা নেই। তেমনি মুসলিম না হয়ে উপাসনার অভিনয়্ও মূল্যহীন।

আমাদের প্রচলিত সামাকি ষ্ট্রাকচারে উল্টোচলা বলেই সূরা মাউন দিয়ে সাালাত আদায় করি, মূলত নিজেকেই নিজে বেদ্বীন প্রমাণ করে আসি!! নয় কি? যে সালাত আল্লাহ নিজে প্রত্যাখান করেছেন সেই সালাতের জন্য দৌড়ে চলেছি।! কারণ তা অন্তরিক বিশ্বাসহীন, হক্কুল ইবাদহীন। সূরা মাউনের লাইনে লাইনেই কথা সত্যতা খুঁজে পাবেন।

এরকমটা ঘটছে কারণ আমাদের বিশ্বাসের জন্য। প্রচলিত লোভ, মোহ, কাম, ঘুষ, সব কমপক্ট হয়ে গেছে। আবার কাঠমোল্লাদের এসির প্রয়োজনে সস্তা জান্নাতের টিকেট বেঁচার প্রবণতায় ঘুষের টাকায় মসজিদে এসি কিনে দিয়ে ভাবছি মাফতো পেয়েই গেলাম!! এই আত্ম প্রতারণার স্থান ইসলামে আছে কি?

সে জন্যই এত এত কথিত মুসলিম! কিন্তু বিশ্বজুড়ে অবহেলিত! নিজ নিজ দেশের অবস্থান্ও সাধারন মানানুসারে উত্তম নয়।

তাই ভায়া যদি পারেন - গোড়া ধরে দেন টান! ;)


২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৬

নতুন নকিব বলেছেন:



দীর্ঘ মন্তব্যটি আগা গোড়া পড়লাম। ভাল লাগলো। কৃতজ্ঞতা অশেষ। আপনিতো মূল ধরে টান দিয়েছেন। মূল ধরার মানুষই তো খুঁজে ফিরি। মোবারকবাদ। যে ব্যথায় আপনি ব্যথিত। যে ব্যথার বোবাকান্না ছত্রে ছত্রে গুমরে মরছে, সে ব্যথাওয়ালা মানুষের আজ বড় অভাব। জাতিকে নিয়ে ভাবেন কয়জন? মিল্লাতের কল্যান চিন্তার অবকাশ কার কোথায়? সকলেরই তো ইয়া নাফসী, ইয়া নাফসী অবস্থা!

সমস্যার তো আমাদের অন্ত নেই। কী করব, বলুন! সর্ব অঙ্গে ক্ষত, ওষুধ দেব কত? আমাদের অবস্থাও কি তাই নয়? আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের মূলগুলোই অনেকের নড়বড়ে। একদম সত্যি কথা। ধীরে ধীরে এগুলো ঠিক করতে প্রচেষ্টা নিতে হবে। চালিয়ে যেতে হবে।

আমরা বলি, আমরা আখিরাত চাই। আবার সুদ, ঘুষ, হারামেও লিপ্ত থাকি। আমরা বলি, আমরা মুমিন, মুসলিম, ঈমানদার, আবার অপরকে ঠকাতে আমাদের আত্মা কাঁপে না। আল্লাহ পাকের শাস্তির ভয় আমাদের থেকে দূরে সরে গেছে। শয়তান আমাদের চক্ষুকে রঙিন পর্দায় আচ্ছন্ন করে রেখেছে। আমাদের অন্তর মরে গেছে। ঈমানের জোর কমে গেছে আমাদের। নিভূ নিভূ ঈমানের দ্বীপশিখা ধিকিধিকি জ্বলছে এখনও। এই ঈমানের জমিন আবার আবাদ করতে হবে। কুরআনের আলোয়, হাদিসের আলোকে একে আবার আলোকিত করতে হবে। এ জাতির অন্তরে বহমান ঈমানের নূরের স্রোতের গতিকে পুনরায় জাগিয়ে তুলতে হবে। তাহলেই যদি আবার আমাদের ভাগ্য পরিবর্তন হয়।

অনেক ভাল থাকুন।

২০| ২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৬

শামচুল হক বলেছেন: গুরুত্বপূর্ণ পোষ্ট। ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩৭

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। আন্তরিক মূল্যায়নে কৃতজ্ঞতা।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ভাই ভাল আছেন।সামনে রমজান আসছে।প্রত্যেকবার ভাবি এবার অন্তত একদিন তাহাজ্জুদ পড়বো।আসলে সেই যে তারাবি পড়ে শুয়ে পড়ি,আর ওঠা হয়না।আর বছরের অন্য সময় তো, আর বলবো না।যাক এবারও আপনার পোষ্ট দেখে নিয়েত করছি,,দেখি মহান আল্লাহু পাক কটতা পূরণ করেন।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

নতুন নকিব বলেছেন:



জ্বি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক অনেক ভাল রেখেছেন। তাঁর দরবারে অগনিত শুকরিয়া, সুজূদ।

আপনার হৃদয়ের আঁকুতি মহান বারিতাআ'-লা পূরন করুন। রমাদানের পুরো মাস তাহাজ্জুদের পাবন্দি হওয়ার তাওফিক দান করুন। আমাদের জন্য দুআ করবেন। 'রমাদান পর্যন্ত যেন আল্লাহ পাক সুস্থ্য সুন্দর রাখেন। সঠিকভাবে, পরিপূর্ন হক আদায় করে যেন সবগুলো রোজা আদায় করতে পারি, সেই যোগ্যতা বিশ্বব্যাপী সকল মুসলিমকে দান করেন।'

অনেক ভাল থাকার দুআ।

২২| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৩

আমার কণ্ঠ বলেছেন: কালবব পরিসকার কর হে মানুষ, যেটা হল Central Communications Systems

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৪

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন। হ্যাঁ, কলব পরিষ্কার করতে হবে। ভাল বলেছেন। কলব পরিষ্কার করার পদ্ধতি হচ্ছে, আল্লাহ পাকের স্মরন। এই স্মরন হতে পারে বিভিন্নভাবে। সালাতে, কুরআন তিলাওয়াতে, যিকিরে তাকে স্মরন করা যায়।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৫

হাসান মাহবুব বলেছেন: ৬৬৬ এ ডায়াল করলে না কি শয়তানের কাছে যায়? এ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন।

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:১০

নতুন নকিব বলেছেন:



আপনার উপস্থিতিতে আনন্দ পেলাম। কিন্তু দু:খিত, এ বিষয়ে আমার কোনো ধারনা ছিল না। আপনার প্রশ্নটি দেখে গুগলে সার্চ দিয়ে দেখি, নিউ টেস্টামেন্টের রেফারেন্সে বলা আছে, এটা জন্তুর নম্বর। Six hundred and sixty-six is called the "number of the Beast" in (most manuscripts of) chapter 13 of the Book of Revelation, of the New Testament,[2] and also in popular culture. From Wikipedia, the free encyclopedia. লিঙ্কটি দিয়ে দিচ্ছি- 666 (number)

কুরআনুল কারীম কিংবা হাদিস শরীফে এই সংখ্যাগুলো সম্মন্ধে এ ধরনের কোনো ইনস্ট্রাকশন উল্লেখিত হয়েছে এমনটা কোথাও পাইনি। সুতরাং, আমাদের উপরোক্ত কথায় বিশ্বাস রাখার কিছু নেই।

আশা করছি, আপনি ভাল আছেন। আপনি সামু ব্লগের অমূল্য রত্ন। অনেক ভাল থাকুন।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:

বাহ্! আমি আপনার 'জরুরী মিটিং' য়ে ব্যস্ত ছিলাম জরুরী মিটিং। আপনি তো অাল কুরআনের আয়াতের তরজমা নিয়ে এলেন। ভাল লাগলো।


আমি নিয়মিত কোরআনের বাংলা অনুবাদ পড়ি। আরবী পড়তে পারি না।
যখনই আমি অস্থির হই, তখনই কোরআন পড়ি। এতে আমার অস্থিরতা বেশ কমে যায়। মনে একটা শান্তি শান্তি ভাব কাজ করে।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০১

নতুন নকিব বলেছেন:



আল কুরআনের বাংলা অনুবাদ নিয়মিত পড়েন জেনে ভাল লাগলো। আল্লাহ পাক আপনার এই সুন্দর আগ্রহ আরও বৃদ্ধি করে দিন। আরবী পড়তে চেষ্টা করে দেখতে পারেন। এক্ষেত্রে বয়স অবশ্যই কোনো ফ্যাক্টর নয়। আমি অনেক বৃদ্ধ লোককে, এমনকি রিটায়ার্ড করার পরে কুরআন শিখতে দেখেছি। কর্মব্যস্ত জীবনের এই বয়সটিতে এসে যদি কুরআন শেখার চেষ্টা করেন, আমি শিউর, এতে বরং আপনি আরও বেশি সাওয়াবের অধিকারী হবেন।

আর কুরআন পড়লে মনের অস্থিরতা কমে তো যাওয়ার কথাই। মনে শান্তি চলে আসার কথা। ঈমান বৃদ্ধি পাওয়ার কথা। কারন, আল্লাহ পাক এই কুরআনে ঘোষনা করেছেন,

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

''যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।'' সূরাহ রা'দ, আয়াত, ২৮।

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

''যারা ঈমানদার, তারা এমন যে, যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর। আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ার দেগারের প্রতি ভরসা পোষণ করে।'' সূরাহ আনফাল, আয়াত, ০২।

ভাল থাকবেন।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৫

কামরুননাহার কলি বলেছেন: আমি আগে মায়ের সাথে পড়তাম যখন স্কুলে কলেজে পড়তাম। এখন ঢাকায় এসে, ভার্সিটিতে ভর্তি হয়ে আর পড়ছি না। তাই মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯

নতুন নকিব বলেছেন:



জেনে ভাল লাগলো। আপনার তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত এজন্য যে, তিনি এমন একজন পূন্যবতী মহিয়সী মহিলার কোলে আপনাকে পৃথিবী দেখিয়েছেন, যিনি তাহাজ্জুদগুজার। এমন মা যত দিন পৃথিবীতে একজন অবশিষ্ট থাকবে, পৃথিবী ধ্বংস হবে না।

আগের সেই দিনগুলো আপনার কত সুন্দর ছিল! আহ! আপনার সাথে সাথে আমারও আফসোস করতে ইচ্ছে হয়! আপনি আগের সেই সোনালী দিনগুলোতে যেন ফিরে যেতে পারেন, অন্তত: ইবাদাতের মাধ্যমে, সেই দুআ করছি।

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

কামরুননাহার কলি বলেছেন: কোরআনে তাহাজ্জুত নামাজের কথা বলা আছে । আমি কয়েক বার পড়েছি ভাইয়া।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১১

নতুন নকিব বলেছেন:



জ্বি, কুরআনুল কারীমে তাহাজ্জুদ সালাতের নির্দেশনা রয়েছে। তাহাজ্জুদের অপরিসীম গুরুত্বের এটাই কারন।

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫৪

নীল আকাশ বলেছেন: অসাধারন পোষ্ট। প্রিয় তে নিলাম ভাই। আপনার মতো এত সুন্দর করে খুব কম লেখক ই লিখতে পারে। আল্লাহ আমাদের সবাই কে তাহাজ্জুত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমীন।

২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৩

নতুন নকিব বলেছেন:



মোবারকবাদ। পোস্ট প্রিয়তে নেয়ায় আপ্লুত! আপনার প্রশংসা দেখে আল্লাহ পাকের শুকরিয়াই করতে ইচ্ছে হয়। কারন, আমার মত নির্বোধকে যদি দয়া করে তিনি দু'কলম লিখতে না দিতেন, কোনো ক্ষমতাই আমার ছিল না, কিছু লেখার। তাঁর দরবারে সিজদাবনত শুকরিয়া। আলহামদুলিল্লাহ।

আপনার নেক দুআ আমাদের সকলের জন্য আল্লাহ পাক কবুল করুন। অনেক ভাল থাকুন।

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্ব প্রতিপালকের সাথে যোগাযোগেও মনে রাখা যায়, ছয় ডিজিটের (২২,২২,২২) এই নম্বরটি।
এই ছয়টি ডিজিট মনে রাখলে, বিশ্ব প্রতিপালক, মহামহিয়ান আল্লাহ পাকের সাথে আপনার যোগাযোগ বাধামুক্ত হবে। সরাসরি তাকে পেতে এই নম্বরগুলো মনে রাখুন। আসুন, জেনে নিই এই ডিজিটগুলোর ভেতরে লুকিয়ে থাকা রহস্য।
প্রথম ২২ মানে, রাত দু'টোর পরে,
দ্বিতীয় ২২ অর্থ, দুই রাকাআত তাহাজ্জুদ,
আর শেষ ২২ দিয়ে প্রতিপালকের উদ্দেশ্যে নিবেন করা চোখের দু'ফোটা অশ্রু।

চমৎকার বিশ্লেষণ। একাগ্রতার সাথে এই নাম্বার অনুসরণ করলে মুক্তি অবধারিত

২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

নতুন নকিব বলেছেন:



নূরু ভাই,
আপনি তো অসাধারন মন্তব্য রেখে গেলেন। কৃতজ্ঞতা।

একাগ্রতার সাথে এই নাম্বার অনুসরণ করলে মুক্তি অবধারিত।

আপনার এই কথাটির সাথে সহমত।

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

তারেক ফাহিম বলেছেন: নিয়মিত ফরয আদায় করতে ব্যার্থ, বিশেষ করে ফযর :((

ফরয ঠিক থাকলে তাহাজ্জুদ নিয়ে ভাবা যায়, দোয়া করবেন যাতে আল্লাহর আদেশ পালনে সচেষ্ট হই।

দাদু পড়তো নিয়মিত, বাবাও পড়ে, শুধু আমি ছাড়া। :(

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১০

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক ইচ্ছে এবং প্রচেষ্টা রয়েছে এতেই শুকরিয়া। ইনশ- আল্লাহ আপনি সফলকাম হবেন। বাবা এবং দাদুর মত আপনারও কিসমত হোক এই মহাসৌভাগ্য অর্জনের। কৃতজ্ঞতা জানবেন।

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

মোঃ খুরশীদ আলম বলেছেন: মোবারকবাদ। এলমে তাসাওউফ চর্চাকারীদের মধ্যে এ গুণগুলো লক্ষ করা যায়। আল্লাহ কবুল করুন।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৪

নতুন নকিব বলেছেন:



জ্বি, ঠিক বলেছেন। ইলমে তাসাউফ চর্চা ব্যতিত মালিকের দর্শন লাভ আশা করা যায়? আর ইলমে তাসাউফের প্রাথমিক স্তরের সবকই তো তাহাজ্জুদে আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে রোনাজারি করা।

কৃতজ্ঞতা, সুন্দর মন্তব্য রেখে যাওয়ায়।

৩১| ২৬ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৫

কাতিআশা বলেছেন: অসাধারন পোষ্ট! মহান আল্লাহতায়ালা আপনার মংগল করুন!

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৫

নতুন নকিব বলেছেন:



আপনার আগমন শুভ হোক। অব্যহত মঙ্গল কামনা করছি আপনার জন্যও। পোস্ট ভাল লাগায় কৃতজ্ঞতা।

৩২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৩

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: অসাধারণ বিশ্লেষণ |
ইন শা আল্লাহ এ পোস্ট অনেক্কেই তাহাজ্জুদ সালাতের প্রতি আগ্রহী করবে |

জাজাক আল্লাহ খাইরান |

২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৩

নতুন নকিব বলেছেন:



জাজাকুমুল্লাহ খাইরান। আপনার উপস্থিতি প্রেরনা হয়ে থাকল। অনেক কৃতজ্ঞতা। ভাল থাকুন।

৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৩৪

মোহাম্মদ সাজ্জাদ খান বলেছেন: অসাধারণ বিশ্লেষণ |
ইন শা আল্লাহ এ পোস্ট অনেক্কেই তাহাজ্জুদ সালাতের প্রতি আগ্রহী করবে |

জাজাক আল্লাহ খাইরান |

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.