নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

এক লক্ষতম কিংবা তৎপরবর্তী পাঠক হিসেবে আপনাকে স্বাগতম!

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:২৯



হ্যাঁ, শিরোনামটি ধার করেছি। শ্রদ্ধেয় খায়রুল আহসান সাহেবের ঠিক এই একই শিরোনামে একটি পোস্ট রয়েছে। তার পোস্টের শিরোনামটিই হুবহু রেখে দিলুম। অনুমতি ব্যতিত তার শিরোনামটি ব্যবহার করে পোস্ট দেয়ায় আশা করি তিনি মনো:ক্ষুন্ন হবেন না। তার নিকট কৃতজ্ঞতা এর জন্য।

তবে তার মত করে অত নান্দনিক ছন্দে গুছিয়ে কিছু বলা সে আমার কাজ নয়। অতি অল্প সময়ে ব্লগে সকলের হৃদয় নিংড়ানো যে ভালবাসা পেয়েছি তার প্রতিদান দেয়ার ক্ষমতা কিংবা যোগ্যতা আদৌ আমার নেই। ব্লগিং করছি মাত্র ১ বছর ৭ মাস। মানে, ৫৭০ দিন। আরেকটু ডিটেইলসে গেলে বলতে হয় ১৩৬৮০ ঘন্টা বা ৮২০৮০০ মিনিট কিংবা ৪৯২৪৮০০০০ সেকেন্ড মাত্র। এই সময়টুকুকে সামান্য মনে হলেও সংক্ষিপ্ত এবং জীবনের গনিত ও পরিমিত সময় বিবেচনায় এটাও অনেক বড় সময়। জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের অনেক দামি। এই সময় নিয়ে পবিত্র কুরআনে একাধিক সূরাহর নামকরন করা হয়েছে। যেমন, সূরাহ আসর, সূরাহ দাহর। আসর অর্থ- যুুগ, সময়, কাল। দাহর অর্থও যুগ বা শতাব্দি। সময়ের গুরুত্বকে আমরা যাতে অনুধাবন করতে পারি, সেকারনেই আল্লাহ পাক সময়ের নামে কসম পর্যন্ত করেছেন।

সামান্য এই সময়ে আমার মত ক্ষুদ্রের এই ব্লগটি লক্ষ বার ভিজিট করা হয়েছে, এটা আমাকে বিমোহিত করে। আশ্বাস দেয়। আশ্বস্ত করে। ব্লগের সকলের ভালবাসাকে তুলে ধরে।

কী পেয়েছি, এই সময়ে? ঝগড়া, গালিগালাজ, মতানৈক্য? মৌলবাদী তকমা? রাজাকার কিংবা জঙ্গী খেতাব?

হ্যাঁ, এসবও পেয়েছি। অনেক ভাল মানুষের ভেতরে কিছু খারাপ না থাকলে কি হয়? অনেক সুপ্রাপ্তির সাথে যাতনাময় অপ্রত্যাশিত কিছু বাক্যবানে একেবারেই জর্জরিত হতে চাব না, তা কি করে হয়?

কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে
দু:খ বিনা সুখ লাভ হয় কি মহিতে?

কাঁটার কিছু আঘাত না সয়ে কে কবে পুষ্প আহরন করতে পেরেছে জগতে!

তবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় না করে উপায় নেই। তিনি তাওফিক না দিলে আমার কোনোই ক্ষমতা ছিল না। ব্লগের শুভানূধ্যায়ী, প্রিয়মুখদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, যারা বিপদে-আপদে পাশে থেকেছেন, সাহস যুগিয়েছেন, প্রেরনাদানে ধন্য করেছেন।

যা হারিয়েছি পেয়েছি তার হাজার কিংবা লক্ষ গুন। সবচে' বড় যা পেয়েছি, বাংলাভাষাভাষী বিশ্বময় ছড়িয়ে থাকা সুন্দর মনের মানুষগুলোর সাথে ব্লগের এই মায়াময় জগতে পরিচয়ের সূত্র ধরে তাদের সাথে গড়ে উঠেছে প্রগাঢ় ভালবাসার অদেখা অটুট বন্ধন। ব্লগ এলিট শ্রেনির মানুষের ভাব প্রকাশের শ্রেষ্ঠতম মাধ্যম হবার দিন বুঝি খুবই সন্নিকটে। আর সামু বাংলা ব্লগিংয়ের পথিকৃত হয়ে পথের দিশা দিয়ে যাবে এ জাতির সূর্যসন্তানদের।

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৪

এ.এস বাশার বলেছেন: শুভকামনা আপনার জন্য....

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

নতুন নকিব বলেছেন:



অনি:শেষ শুভকামনা আপনার জন্যও। প্রথম কমেন্ট এবং লাইকে মুগ্ধতা।

অনেক ভাল থাকার প্রার্থনা।

২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৪

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভকামনা ।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনার জন্যও।

অনেক ভা্ল থাকুন সারাক্ষন।

৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫৮

বিজন রয় বলেছেন: এই মূহুর্তে আপনার ব্লগটি ১০০০২৫ বার দেখা হয়েছে, আমি তাহলে আপনার ১০০০২৬তম ভিজিটর।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৭

নতুন নকিব বলেছেন:



হয়তো তাই। ১০০০২৬তম ভিজিটর হিসেবে আপনাকে স্বাগত।

আপনার জন্য শুভকামনা অফুরান।

৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৪

ব্লগ সার্চম্যান বলেছেন: অভিনন্দণ।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৯

নতুন নকিব বলেছেন:



লাইক এবং অভিনন্দন দানে মুগ্ধতা এবং কৃতজ্ঞতা অনি:শেষ।

ভাল থাকুন সারাক্ষন।

৫| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অভিনন্দন ভায়া :)

২৮ তম হলাম ;)

++++

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪১

নতুন নকিব বলেছেন:



আরেহ! প্রিয় কবি যে! ২৮ আর ৩৮ শে কী যায় আসে! আপনি এসেছেন সেটাই তো বড় প্রাপ্তি!

কৃতজ্ঞতা এবং মুগ্ধতা অনি:শেষ!

৬| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

নূর আলম হিরণ বলেছেন: আপনাকে অভিনন্দন লিখতে থাকুন, আমাদের জানাতে থাকুন। ব্লগের সামনের দিনগুলি আরো সুন্দর হোক আরো মজার হোক।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

নতুন নকিব বলেছেন:



অপূর্ব! শুভকামনা জানিয়ে যাওয়ায় মুগ্ধতা এবং কৃতজ্ঞতা।

ভাল থাকুন নিরন্তর।

৭| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: শুভসকাল নকিবভাই,
বিরাট মাইল ফলকের অধিকারী হওয়া গর্বের বিষয়। অভিনন্দন আপনাকে। পাশাপাশি গর্বিত আমিও যে আপনার লক্ষাধিক ক্লাবের পড়ুয়া হওয়ার জন্য। আগামী দিন আপনার আরও মসৃণ হোক। ব্লগ সরগরম হয়ে উঠুক।


শুভকামনা অফুরান।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

নতুন নকিব বলেছেন:



শুভাশীষ অফুরান চৌধুরি ভাই।

আমি আসলে নিজেকে লেখক ভাবি না কখনোই। ব্লগে সামান্য পদচারনা অনেক যোগ্য অভিজ্ঞজনদের লেখা পাঠের মানসে। সেই সাথে নিজের অতি সাধারন সাধারন কিছু কথা যা শেয়ার করার সুযোগ হয় তাকে সাহিত্যের কোনো ক্যাটাগরিতে হয়তো ফেলারও উপযুক্ততা খুঁজে পাই না। তবুও যোগ্য অভিজ্ঞদের সাথে পথচলার আনন্দটুকু গ্রহন করতে দোষ কি? সেটাই করে যাচ্ছি আপনাদের মত সুন্দর মনের অনেকের অকৃত্রিম আন্তরিকতায় সিক্ত হয়ে।

এই মাইলফলকে পৌঁছার পেছনে রয়েছে আপনাদের নিরন্তর ভালবাসা। এই ভালবাসার বিনিময়ে ব্লগের সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনার ব্লগটিও পৌঁছে যাবে এরচে'ও উঁচু ফলকের স্বপ্ন চূড়ায়। আরও দ্রুততায়। আরও বিমুগ্ধ ভালবাসায়।

নিরন্তর শুভকামনা।

৮| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

স্রাঞ্জি সে বলেছেন:
শুভ সকাল ও প্রীশু। (প্রীতি ও শুভেচ্ছা)


শুভকামনা আগামী দিনগুলোর জন্য।

১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

নতুন নকিব বলেছেন:



'প্রীশু' দেখে প্রথম প্রথম ভাবতুম এটা আবার কী! 'প্রীশু' টা আসলে পরে লক্ষ্য করেছি। এটা দারুন। সংক্ষিপ্ত সম্ভাষনের উপযুক্ত শব্দাবলী। আপনি উদ্ভাবক।

কৃতজ্ঞতা অনি:শেষ।

৯| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: সামুর সাথেই থাকুন

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

নতুন নকিব বলেছেন:



জ্বি, তাই ভাবছি। আগমনে কৃতজ্ঞতা।

শুভকামনা নিরন্তর।

১০| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:০৪

নাজিম সৌরভ বলেছেন: অভিনন্দন নকিব ভাইকে, অফলাইনে প্রায়ই আপনার লেখা পড়ি, মোবাইলে পড়ি বলে মন্তব্য করা হয় না ভাই।

হ্যাপি ব্লগিং!

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৮

নতুন নকিব বলেছেন:



মন্তব্য করা অনেক সময় আমারও হয়ে ওঠে না। তাতে কি! ভালবাসার স্থান তো অন্তরে। মন্তব্যে তার প্রকাশ ঘটে মাত্র। সময় সুযোগ পেলে তবেই না মন্তব্য করা হয়ে ওঠে।

সুন্দর অভিব্যক্তি জানিয়ে যাওয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা। ভাল থাকবেন সারাক্ষন।

১১| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:২৫

খায়রুল আহসান বলেছেন: 'সাম্প্রতিক মন্তব্যে' এ শিরোনামটা দেখে ভেবেছিলাম, আমার পোস্টেই বুঝি কোন পাঠক মন্তব্য করেছেন। ক্লিক করে দেখলাম, লেখার শুরুতেই আমার নামোল্লেখ করে আপনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন, যা অনেক সময় অনেকে করতে ভুলে যান। তাই আপনাকেও ধন্যবাদ এবং সেই সাথে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার শুভকামনা রেখে গেলাম। প্রতিকূল পরিস্থিতিতে আপনার ধৈর্য ও আত্মসংবরণ ক্ষমতা দেখে আমি মুগ্ধ হয়েছি।
আমি যেটা অর্জন করেছি প্রায় আড়াই বছরে, আপনি সেটা করেছেন মাত্র দেড় বছরে। এগিয়ে চলুন...

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

নতুন নকিব বলেছেন:



কোনো চিন্তা না করেই আপনার শিরোনামটি নিয়ে নিয়েছি। অন্যভাবে ভিন্ন শব্দ কথায়ও দেয়া যেত। কেন জানি মনে হল, আপনার সুলিখিত কথাটিই রেখে দেব। সেটাই করলাম। জানি, আপনি ব্লগের অভিভাবকতুল্য। সকলের শ্রদ্ধেয়। আপনার দীর্ঘ সুস্থ সুন্দর জীবন কামনা করছি।

পরিস্থিতি কখনো কখনো বিচলিত করেছে। কিন্তু আপনাদের পাশে পেয়ে ভেঙ্গে পড়িনি। সাহস দিয়ে, প্রেরনা দিয়ে চলার পথে এগিয়ে নেয়ার জন্য কৃতজ্ঞতা অনি:শেষ। আপনার ব্লগের মান আমার নিকট আকাশ তুল্য। অল্প সময়ে এই যা কিছু অর্জন- নিতান্তই আপনাদের ভালবাসার প্রতিফল বৈ কিছু নয়।

মুগ্ধতায় বারবার পাঠ করলাম আপনার দারুন মন্তব্যটি। অনেক অনেক ভাল থাকুন।

১২| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

অপর্ণা মম্ময় বলেছেন: বাহ ! অভিনন্দন আপনাকে

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৮

নতুন নকিব বলেছেন:



জ্বি, অভিনন্দন আপনাকেও।

অনেক ভাল থাকুন। শুভকামনা।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫

মিথী_মারজান বলেছেন: আপনি একজন অত্যন্ত ধৈর্যশীল এবং সুন্দর পরিচ্ছন্ন একজন ব্লগার ভাইয়া।
আপনার পাঠক হতে পারাটাও আমাদের জন্য বেশ্ আনন্দের।
এমন সব শিক্ষণীয় সুন্দর পোস্টগুলো নিয়ে আজীবন সামুর সাথে থাকুন।
আরো লক্ষ লক্ষ পাঠকে মুখরিত হোক আপনার ব্লগ।
অভিনন্দন।:)

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন! আপনার ব্লগ পড়ি। দারুন লিখেন আপনি। আপনার পোস্ট পড়ে একজন রুচিশীল মার্জিত মনের অধিকারী লেখককে পাই, যা মুগ্ধতা এনে দেয়।

জ্ঞানের ক্ষুদ্রতায় অত ভাল কিছু লেখা এখনও হয়ে ওঠেনি। চেষ্টা করে যাচ্ছি। আপনাদের অনাবিল আন্তরিকতা পথ চলতে উদ্বুদ্ধ করে।

এত সুন্দর অভিবাধন জানিয়ে যাওয়ায় আবারও কৃতজ্ঞতা। অনেক ভাল থাকুন নিরন্তর।

১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন জানিয়ে গেলাম ভাই।
বক্তব্য ভালো লাগলো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।

শুভকামনা সবসময়

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



কবি ভাই, কেমন আছেন? অভিনন্দন আপনাকেও। পাশে থাকায়, শুভাশীষ জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা অফুরান।

অনেক অনেক ভাল থাকুন।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

রাকু হাসান বলেছেন: ফুলেল শুভেচ্ছা নিবেন । সত্যিই আপনার পথ চলা গর্বের । ১ লক্ষ্য পাঠক,চাট্টিখানি কথা নয় । ১ লক্ষ্য টা ১ কোটিতে গিয়ে পৌঁছুক সেই প্রত্যাশা,

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭

নতুন নকিব বলেছেন:



অসম্ভব সুন্দর একটি পুষ্পকলি নিয়ে এলেন যে! মুগ্ধতা একরাশ! আপনার প্রত্যাশা পূর্নতা ছুঁয়ে যাক! তবে তা শুধু আমার একার জন্য নয়। আপনার জন্যও এই শুভকামনাই সবসময়!

১৬| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

জাহিদ অনিক বলেছেন:
এক লক্ষতম কিংবা তৎপরবর্তী পাঠক হিসেবে আপনাকে স্বাগতম!
বাহ ! শিরোনামটা আসলেই খুব সুন্দর।
আপনার ব্লগিং জীবন সুন্দর হোক সার্থক হোক--
আমার ব্লগে এক লক্ষতম ভিউ হলে আমিও এই শিরোনামটা চেয়ে নিব খায়রুল আহসান সাহেবের থেকে।

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০

নতুন নকিব বলেছেন:



বাহ ! শিরোনামটা আসলেই খুব সুন্দর।
আপনার ব্লগিং জীবন সুন্দর হোক সার্থক হোক--
আমার ব্লগে এক লক্ষতম ভিউ হলে আমিও এই শিরোনামটা চেয়ে নিব খায়রুল আহসান সাহেবের থেকে।


--- অনেক সুন্দর বলেছেন। কয়েক দিন পূর্বে এই শিরোনামটি দেখেছিলুম। তখনই ভাল লেগেছিল লাইনটি।

আপনিও এই শিরোনামটি চেয়ে নিলে শ্রদ্ধেয় খায়রুল আহসান সাহেব খুশি হবেন নিশ্চয়।

ভাল থাকবেন কবি ভাই।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৪১

বাকপ্রবাস বলেছেন: শুভেচ্ছা

১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

নতুন নকিব বলেছেন:



শুভকামনা আপনাকেও।

অনেক ভাল থাকবেন।

১৮| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৭

সনেট কবি বলেছেন: শুভকামনা ।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৪

নতুন নকিব বলেছেন:



আপনার প্রতিও শুভকামনা অন্তহীন।

কেমন আছেন কবি ভাই? আগাম ঈদ মুবারক।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: অভিনন্দন ভাই। আরো অনেকদিন থাকুন সামুতে।

ভালো থাকবেন। আর এই অধমের জন্য দোয়া করবেন।

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৩

নতুন নকিব বলেছেন:



কৃতজ্ঞতাসহ অভিনন্দন আপনাকেও। শুভকামনা সতত:।

আপনার অবারিত কল্যান প্রার্থনা করছি। কল্যানের জন্য দুআ করছি। একইভাবে দুআ প্রার্থী আপনাদের মত সজ্জনদের নিকট থেকেও।

২০| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: নকীব ভাইয়ের ভয় নাই
রাজপথ ছাড়ি নাই, X(
নকিব ভাই এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে...;)


@ ব্লগ এলিট শ্রেনির মানুষের ভাব প্রকাশের শ্রেষ্ঠতম মাধ্যম হবার দিন বুঝি খুবই সন্নিকটে।
.. সব যদি এলিটরা দখল করে, আমার মত ডোডোরা কই যাবে???

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

নতুন নকিব বলেছেন:



শ্লোগান যথার্থ। ধন্যবাদ। কৃতজ্ঞতা। শুভাশীষ।

.. সব যদি এলিটরা দখল করে, আমার মত ডোডোরা কই যাবে???

... আপনিও এলিট। আমার কাছে, এলিট মানে মননশীল ভদ্র মানুষ। কারি কারি অর্থ-বিত্তের ভেতরে যাদের মানবতা চাপা পড়ে থাকে, তাদের অমানুষ ভাবতে ইচ্ছে করে। সত্যিকারের ডোডোও তারাই।

অনেক ভাল থাকবেন।

২১| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

চাঁদগাজী বলেছেন:



অভিনন্দন।

আশাকরি, পাঠকেরা আপনার লেখা পড়ে উপকৃত হচ্ছেন, এবং পাঠকদের মন্তব্য থেকে আপনি নিজের ভাবনাকে রিফাইন করার সুযোগ পাচ্ছেন!

১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন আপনাকেও।

আশাকরি, পাঠকেরা আপনার লেখা পড়ে উপকৃত হচ্ছেন, এবং পাঠকদের মন্তব্য থেকে আপনি নিজের ভাবনাকে রিফাইন করার সুযোগ পাচ্ছেন!

দারুন মন্তব্যে আপ্লুত! অনেক অনেক ভাল থাকবেন। শুভকামনা সতত:।

২২| ১৮ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

পল্লব কুমার বলেছেন: ব্লগে নতুন এসেছি। এই অল্প সময়ে অনেক জায়গায় আপনার মন্তব্য দেখেছি, লিখা পড়েছি। হয়তোবা আমি মন্তব্য করতে পারি নাই। কিন্তু আপনার লেখাগুলোয় দেখেছি খুব সাবলীলভাবে যুক্তিগুলোকে তুলে ধরেন। আপনার জন্য অনেক শুভকামনা।

১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮

নতুন নকিব বলেছেন:



আপনাকে সামুতে স্বাগত। উষ্ণ অভিনন্দন। আশা করি আপনিও এখানের মায়াময় পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে সক্ষম হবেন স্বল্প সময়ে। আন্তরিকতা দিয়ে, হৃদ্যতা দিয়ে সকলের মন জয় করে নিবেন অচিরেই।

লেগে থাকুন। লিখতে থাকুন। অনেক ভাল থাকুন। মন্তব্যে আসায় মুগ্ধতা একরাশ।

২৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৭

সুমন কর বলেছেন: অভিনন্দন !! অভিনন্দন !! সুন্দর এবং যথার্থ বলেছেন।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

নতুন নকিব বলেছেন:



অভিনন্দন!! অভিনন্দন!! আপনাকেও। এবং একটু বাড়িয়ে। একটু বেশি করে।

কৃতজ্ঞতা জানবেন। অনেক সুন্দর থাকবেন। প্রত্যাশা নিরন্তর।

২৪| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ২৮৫-তম ভিজিটর হয়ে আপনাকে শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৩

নতুন নকিব বলেছেন:



২৮৫ তম ভিজিটর হিসেবে আপনাকে অভিনন্দন। আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতাসহ শুভাশীষ।

অনেক ভাল থাকুন সারাক্ষন।

২৫| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:০১

জোবাইর বলেছেন: আপনার ব্লগের ১০০৩৩৮তম পাঠক হিসাবে আপনাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন!

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

নতুন নকিব বলেছেন:



ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাকেও!

পাঠ, মন্তব্য এবং শুভকামনা জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা অশেষ। অনেক ভাল থাকবেন, প্রার্থনা।

২৬| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক অভিনন্দন ও শুভ কামনা।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

নতুন নকিব বলেছেন:



আপনাকেও তারেক ভাই।

কেমন আছেন? আগাম ঈদ শুভেচ্ছা। অনেক ভাল থাকুন।

২৭| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
জ্বি, তাই ভাবছি। আগমনে কৃতজ্ঞতা।
শুভকামনা নিরন্তর

ভালোবাসা নিরন্তর।

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৬

নতুন নকিব বলেছেন:



আবারও ফিরে আসায় মোবারকবাদ। কৃতজ্ঞতা। শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.