নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নতুন নকিব

যবে উৎপীড়িতের ক্রন্দল-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়্গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না- বিদ্রোহী রন-ক্লান্ত। আমি সেই দিন হব শান্ত।

নতুন নকিব › বিস্তারিত পোস্টঃ

ডঃ এম এ আলী ভাই অসুস্থ। তার সুস্থতার জন্য সকলের দুআ চাই এবং আরও কিছু প্রিয় মুখ, যাদের ফিরে আসার প্রতীক্ষায় থাকি অহর্নিশ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭



আলী ভাইয়ের অসুস্থতার কথা শুনেছিলাম অনেক দিন পূর্বেই। আজ সকালে অফলাইনে ব্লগে বিচরনের সময় দেখলাম ব্লগার বিজন রয় -এর জিজ্ঞাসার জবাবে তিনি জানিয়েছেন যে, 'খুবই অসুস্থ তিনি। ব্লগে নিয়মিত আসার এবং বিচরন করার মত সক্ষমতা তার নেই।'

খবরটি দেখেই বুকের ভেতরে চিনচিনে একটা ব্যথা যেন মোচর দিয়ে উঠলো। আহ্! আলী ভাই অসুস্থ! সকলের প্রিয় এই মানুষটি আজ অসুস্থতার কারনে ব্লগে আসতে পারছেন না! খুবই বেদনাদায়ক! খুবই কষ্টদায়ক!

একই প্রতিমন্তব্যে নিজের সুস্থতার জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন তিনি।

৭৭. ০৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯ ০

বিজন রয় বলেছেন: আপনাকে তো মিস করতে চাই না। কিন্তু আপনি ভুলে থাকেন।

কেমন আছেন?
যদি সময় হয় জানান দেন।
০৬ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩ ০

লেখক বলেছেন: ধন্যবাদ কুশল জানার জন্য ।
আমি খুবই অসুস্থ । ব্লগে নিয়মিত বিচরণ করতে পারছিনা ।
আমার জন্য আর্শিবাদ চাই ।
শুভেচ্ছা রইল

আমরা কায়োমনোবাক্যে তার সুস্থতা কামনা করছি। মহান প্রতিপালকের নিকট তার পরিপূর্ন শারীরিক সুস্থতার জন্য দুআ করছি। আল্লাহ পাক তাকে আরোগ্য দান করুন। ব্লগে আবারও যেন তিনি ফিরে আসতে পারেন। আগের মত নিয়মিত হতে পারেন। সুন্দর সুন্দর অভিনব, অসাধারন আর নিত্য নতুন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন ব্লগের পাতায় পাতায়। যেগুলো থেকে আলো আহরন করে ব্লগারগন ঋদ্ধ-সমৃদ্ধ করতে পারেন তাদের জ্ঞানের রাজ্যকে। ব্লগার আলী ভাইয়ের ব্লগ লিঙ্ক-

ডঃ এম এ আলী

বহু দিন ধরে ব্লগে দেখি না প্রিয় কালীদাশ ভাইকে। তিনি যেখানেই থাকুন তার জন্য শুভকামনা। আশা রাখতে চাই, দ্রুত ফিরে আসবেন তিনি।

ব্লগার মানবীকে মিস করি বহু দিন। জানি না তিনি কোথায় কেমন আছেন। তার প্রতি আন্তরিক শুভাশীষ। কতই না ভাল লাগতো, যদি দেখতাম, তিনিও ফিরে এসেছেন ব্লগে।

এছাড়া আরও যাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, ব্লগে ছিলেন, আশা- তারাও ফিরে আসবেন প্রিয় এই প্রাঙ্গনে।

শুভকামনা সকলের জন্য।

মন্তব্য ৮৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

মোস্তফা সোহেল বলেছেন: মহান দয়ালু আল্লাহর কাছে আলী ভাইয়ের সুস্থতা কামনা করছি।
মানবী আপুকেও অনেক মিস করি।আশা করি উনি যেখানেই আছেন ভাল আছেন।
কালী দাস ভাই হয়তো ব্যস্ত তাই ব্লগে আসতে পারছেন না।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

নতুন নকিব বলেছেন:



আপনার আরজি আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতা অনিশেষ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: দোয়া রইল। উনার সুস্থতা কামনা করছি।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

নতুন নকিব বলেছেন:



আপনার দুআ আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতা জানবেন।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২

ওমেরা বলেছেন: আল্লাহ উনাকে দ্রত সুস্থ করে দিন । আমিন ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

নতুন নকিব বলেছেন:



আপনার বিনীত প্রার্থনা আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতা।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী সুস্থ হয়ে উঠুন, আল্লাহর কাছে এই দোয়া করি।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫১

নতুন নকিব বলেছেন:



আপনার দুঅা আল্লাহ পাক মঞ্জুর করুন।

কৃতজ্ঞতা আপনার প্রতি।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

বিজন রয় বলেছেন: শ্রদ্ধেয় ডঃ আলী ভাই, আগেও শুনেছিলাম আপনি অসুস্থ, এখন আবার বললেন। আসলে আপনার এই ব্যাপারে আমি বা আমরা বিস্তারিত জানতে চাই। কিভাবে জানতে পারি, আপনার সাথে তো আমার অন্য কোন উপায়ে যোগাযোগ করার উপায় নাই। একটা উপায় করুন। সবকিছু জানান আমাদের।

জীবনে অন্তত একবার হলেও আপনার সাথে দেখা করতে চাই।
প্রিয় আলী ভাই আশাকরি আমাদের ডাকে সাড়া দিবেন!!

প্রিয় নতুন নকিব, এই পোস্ট দিয়ে একটি ভাল কাজ করেছেন। ব্লগারদের একে অন্যের প্রতি যে সহমর্মিতা কাজ করে এটা তার উৎকৃষ্ট প্রমাণ। আশা করি আলী ভাই আামদেরকে জানাবেন সবকিছু।

আর আশাকরি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
পোস্টের জন্য অনেক ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫

নতুন নকিব বলেছেন:



মনটা মানে না। হৃদয়ের অঙ্গনে হু হু কান্নাদের আনাগোনা। কতজনের জন্য মন কাঁদে। কতজনকে ভাবি। একা নিরবে নিভৃতে অনেককে মনে পড়ে। অনেকের স্মৃতি কথা বলে ওঠে আনমনে।

গত রাতে ঘুমুতে কষ্ট হয়েছে। গত রাতেও আমার ব্লগে ফ্লাডিং হয়েছে। দুশ্চরিত্রদের কাছে আবেদন নিবেদন নিষ্ফল। হৃদয়হীন মানব পশুরও অধম। আল্লাহ পাকের কাছে বিচার দিয়ে রেখেছি। তিনি সর্বদ্রষ্টা। অপচেষ্টাকারীদের তিনি হেদায়েত দান করুন। তাদের ন্যাক্কারজনক দুষ্কর্মের উপযুক্ত ফলাফল প্রদান করুন।

আপনার আন্তরিক জিজ্ঞাসার জবাবে আলী ভাই একটুখানি কথা বলে না গেলে এই পোস্টের চিন্তা হয়তো মাথায় আসতো না। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৯

বিজন রয় বলেছেন: অন্য ব্লগাদের স্মরণ করেছেন দেখে ভাল লাগল। শুধু কালিদাশ বা মানবী কেন এভাবে যখন ভাবি তখন অনেক বিখ্যাত ব্লগারদের কথা মনে এস ভীড় করে। এটা নিয়ে একদিন পোস্ট দিব আশাকরি।

আপনার উদার মনের আর একবার প্রকাশ দেখলাম।
শুভকামনা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

নতুন নকিব বলেছেন:



একই অবস্থা তাহলে আপনারও হয়? হওয়াটাই তো স্বাভাবিক। প্রানের জন্য প্রানের টান! থাকাটাই তো উচিত!

পুনরায় অভিব্যক্তি জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা আবারও। অনেক ভাল থাকুন।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৩

সৈকত জোহা বলেছেন: আফসোস আমারে কেউ মিস করে না তবে কেউ কেউ ফিল করে

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬

নতুন নকিব বলেছেন:



আপনাকে মিস করতে চাই না। মানে, আপনি নিয়মিত ব্লগে থাকলে কারও মিস করার সুযোগই আসবে না।

অনেক ভাল থাকুন।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

কানিজ রিনা বলেছেন: ডাঃ এম এ আলি শ্রদ্ধেয় একজন ব্যাক্তিত্ব।
ব্লগে তার লেখা অনবদ্য তার জন্য রইল
দোয়া তিনি সুস্থ হযে ফিরে আসুক এই
কামনা। ধন্যবাদ নতুন নকিব।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৬

নতুন নকিব বলেছেন:



আপনার বিনীত দুআ আল্লাহ পাক কবুল করে নিন।

কৃতজ্ঞতা অশেষ।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯

এ.এস বাশার বলেছেন: আল্লাহ্ উনাকে সুস্থতা দান করুন......

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭

নতুন নকিব বলেছেন:



আপনার বিনীত প্রার্থনা আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতা।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৩

শামছুল ইসলাম বলেছেন: শ্রদ্ধেয় ডা: এম এ আলী ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি। আমীন।

প্রিয় কালিদাশ ভাই ও মানবী-কে মিস করছি অনেক দিন। তাঁদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং জানতে ইচ্ছে করছে,উনারা কেমন আছেন?

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৯

নতুন নকিব বলেছেন:



শ্রদ্ধেয় ডা: এম এ আলী ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি। আমীন।

প্রিয় কালিদাশ ভাই ও মানবী-কে মিস করছি অনেক দিন। তাঁদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। এবং জানতে ইচ্ছে করছে,উনারা কেমন আছেন?


--- আমাদেরও একই কামনা। আপনার বিনীত প্রার্থনা আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতা।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৭

জগতারন বলেছেন:
আমরা কায়োমনোবাক্যে তার সুস্থতা কামনা করছি। মহান প্রতিপালকের নিকট তার পরিপূর্ন শারীরিক সুস্থতার জন্য দুআ করছি। আল্লাহ পাক তাকে আরোগ্য দান করুন। ব্লগে আবারও যেন তিনি ফিরে আসতে পারেন। আগের মত নিয়মিত হতে পারেন। সুন্দর সুন্দর অভিনব, অসাধারন আর নিত্য নতুন জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারেন ব্লগের পাতায় পাতায়। যেগুলো থেকে আলো আহরন করে ব্লগারগন ঋদ্ধ-সমৃদ্ধ করতে পারেন তাদের জ্ঞানের রাজ্যকে।

সহমত !

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০

নতুন নকিব বলেছেন:



উপস্থিতি প্রেরনাদায়ক। অনেক ভাল থাকবেন।

কৃতজ্ঞতা অশেষ।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪১

নজসু বলেছেন: .
লুকিয়ে আছো তুমি এ মনের গহীনে ,
হাজারও ফুলের সুবাস রয়েছে সেখানে
..............................................।

সুস্থতা কামনা করছি।
ফিরে আসার অপেক্ষায়।
লুকিয়ে আছো তুমি এ মনের গহীনে ,
হাজারও ফুলের সুবাস রয়েছে সেখানে
..............................................।

সুস্থতা কামনা করছি।
ফিরে আসার অপেক্ষায়। .
লুকিয়ে আছো তুমি এ মনের গহীনে ,
হাজারও ফুলের সুবাস রয়েছে সেখানে
..............................................।

সুস্থতা কামনা করছি।
ফিরে আসার অপেক্ষায়।
লুকিয়ে আছো তুমি এ মনের গহীনে ,
হাজারও ফুলের সুবাস রয়েছে সেখানে
..............................................।

সুস্থতা কামনা করছি।
ফিরে আসার অপেক্ষায়।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২১

নতুন নকিব বলেছেন:



বাহ! সুন্দর কবিতার মত বানিয়ে ফেলেছেন দেখছি!

ধন্যবাদ। কৃতজ্ঞতা। প্রত্যাশা পূরন হোক।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২

বিজন রয় বলেছেন: সৈকত জোহা বলেছেন: আফসোস আমারে কেউ মিস করে না তবে কেউ কেউ ফিল করে

জোহা.........
কে বলেছে আপনাকে কেউ মিস করে না????

ভালভাবে পথ চলতে থাকুন, দেখবেন অনেকেই আপনাকে মিস করবে।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

নতুন নকিব বলেছেন:



সুন্দর বলেছেন। আমার হয়ে প্রত্যুত্তরে আসায় ধন্যবাদ।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভায়া

সবাইকে অবহিত করায়।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা -ড. এম এ আলী ভাইকে শীঘ্র সুস্থ করে দিন।

আপনার আন্তরিকতার প্রতিদানও তিনিই দান করুন।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪

নতুন নকিব বলেছেন:



জানি, আপনার প্রানও কাঁদে। কবি কি না কেঁদে পারেন? পৃথিবীতে কবিরাই বুঝি বেশি কষ্ট বুকে ধারন করে থাকেন। বেশি বেশি কেঁদেও যান।

হৃদয় ছোঁয়া মন্তব্য অনুপ্রানিত করলো।

কৃতজ্ঞতা অনি:শেষ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

জুন বলেছেন: ডা: এম এ আলী আমি আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। আমীন। শীঘ্র সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করি ।
একবার একটি মন্তব্যে বলেছিলেন উত্তর মেরু অভিযানে আপনি শীত না জানি কিসে কাবু হয়ে পরেছিলেন । সেখান থেকে মেরুদন্ডের হাড়ে ব্যাথা । বলেছিলেন কিছুদিন রেষ্টে থাকলে ঠিক হয়ে যাবেন । তাছাড়া আপনার ডাক্তার মেয়ের কড়া তত্বাবধানে আছেন । তা সেটাতো অনেকদিন আগের কথা আলী ভাই । আপনি কি এখনো সুস্থ হননি!
এক লাইন লিখে অন্তত জানান আমাদের ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯

নতুন নকিব বলেছেন:



আমারও চোখে পড়েছিল তার মেরু অঞ্চলের অভিযানে গিয়ে অসুস্থ হওয়ার সেই কথাটি। আলী ভাই একটু সুস্থবোধ করলে তার অবস্থাদি আমাদের ইনশাআল্লাহ জানাবেন। আমাদের হৃদয় নিংড়ানো দুআ তার সাথে রয়েছে।

আপনার উপস্থিতি এবং আন্তরিক মন্তব্যে আপ্লুত!

কৃতজ্ঞতা এবং শুভাশীষ।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২

মনিরা সুলতানা বলেছেন: মাঝে মাঝে আলী ভাইয়ের ব্লগে খুঁজে দেখি নতুন পোস্ট এলো কিনা।
উনার মত সর্বগুন সম্পন্ন ব্লগার কে সবাই মিস করি আমরা।
কায়মনো বাক্যে আল্লাহর কাছে উনার সুস্হ্যতা কামনা করছি। আল্লাহ উনাকে শেফা দান করুন।
ব্লগার কালিদাসের চমৎকার সব মন্তব্য ও মিস করি ;
ব্লগার মানবী র দারুন সব লেখা গুলো ও ব্লগের সম্পদ ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

নতুন নকিব বলেছেন:



মাঝে মাঝে আলী ভাইয়ের ব্লগে খুঁজে দেখি নতুন পোস্ট এলো কিনা।
উনার মত সর্বগুন সম্পন্ন ব্লগার কে সবাই মিস করি আমরা।
কায়মনো বাক্যে আল্লাহর কাছে উনার সুস্হ্যতা কামনা করছি। আল্লাহ উনাকে শেফা দান করুন।
ব্লগার কালিদাসের চমৎকার সব মন্তব্য ও মিস করি ;
ব্লগার মানবী র দারুন সব লেখা গুলো ও ব্লগের সম্পদ ।


--- অনেক সুন্দর এবং আন্তরিক মন্তব্য পেয়ে আনন্দিত। তিনজনকে নিয়ে আপনার সংক্ষিপ্ত মূল্যায়ন যথার্থ।

আপনার হৃদয় বিগলিত প্রার্থনা আল্লাহ পাক কবুল করুন।

কৃতজ্ঞতা নিরন্তর।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১০

পদাতিক চৌধুরি বলেছেন: ড.আলীভায়ের আরোগ্যলাভ কামনা করে উপরওয়ালার কাছে দোয়া চাইছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আবার স্বাভাবিক ছন্দে জীবন কাটান। আমরা আপনাকে প্রচন্ড মিস করছি।

একই সঙ্গে উল্লিখিত ব্লগার শ্রদ্ধেয় কালিদাশ ও মানবীকে আবার আমরা ব্লগে নিয়মিত পেতে চাই। আপনারা আপনাদের সমস্যা কাটিয়ে আবার সামুতে যোগদান করুন - কামনা করি।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৪

নতুন নকিব বলেছেন:



ড.আলীভায়ের আরোগ্যলাভ কামনা করে উপরওয়ালার কাছে দোয়া চাইছি, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আবার স্বাভাবিক ছন্দে জীবন কাটান। আমরা আপনাকে প্রচন্ড মিস করছি।

একই সঙ্গে উল্লিখিত ব্লগার শ্রদ্ধেয় কালিদাশ ও মানবীকে আবার আমরা ব্লগে নিয়মিত পেতে চাই। আপনারা আপনাদের সমস্যা কাটিয়ে আবার সামুতে যোগদান করুন - কামনা করি।


--- বিমুগ্ধ সৌন্দর্য্য আর অদেখা আন্তরিকতার প্রকাশ আপনার মন্তব্যে। প্রত্যাশা পূরন হোক। যাদের স্মরন করেছি, ব্লগে ফিরে আসুন তারা।

শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা।

১৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৩

হাসান রাজু বলেছেন: ডঃ এম এ আলী ভাইকে খুব মিস করছি । উনার মন্তব্য দেখলেই বুঝা যেত যে এই পোস্টে কিছু একটা আছে। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বিশদ বর্ণনা থাকত তার মন্তব্যে। আসলেই অনেকদিন হল এমন মন্তব্য চোখে পরছে না। আল্লাহ তাকে সুস্থ করে দিন। আমিন।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

নতুন নকিব বলেছেন:



ডঃ এম এ আলী ভাইকে খুব মিস করছি । উনার মন্তব্য দেখলেই বুঝা যেত যে এই পোস্টে কিছু একটা আছে। একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বিশদ বর্ণনা থাকত তার মন্তব্যে। আসলেই অনেকদিন হল এমন মন্তব্য চোখে পরছে না। আল্লাহ তাকে সুস্থ করে দিন। আমিন।

--- আন্তরিক প্রার্থনা মঞ্জুর করুন মহান প্রভূ পালয়িতা।

অনেক ভাল থাকবেন। কৃতজ্ঞতা অন্তহীন।

১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৮

অন্তরন্তর বলেছেন: মহান আল্লাহ্‌ তাকে সুস্থতা দান করুক এই প্রার্থনা করি। উনি একজন সজ্জন মানুষ এবং পরিপূর্ণ ব্লগার। সেই সাথে পোস্টদাতাকে অনেক ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনার নেক দুআ মহান রব কবুল করুন।

ধন্যবাদ মন্তব্যে আসায়। কৃতজ্ঞতা জানবেন।

২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আলী ভাইয়ের জন্য মহান স্রষ্টার কাছে আর্জি ওনি যেনো আলী ভাইকে সুস্হ করে দিন। তারি সাথে আপনাকে ধন্যবাদ খবরটি পোস্ট করার জন্য।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

নতুন নকিব বলেছেন:



আপনার প্রতি শ্রদ্ধাসহ কৃতজ্ঞতা। পোস্ট পাঠ এবং মন্তব্য রেখে যাওয়ায় অনুপ্রানিত।

২১| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

মূর্খ বন মানুষ বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী ভাই এর জন্য অনেক অনেক দোয়া রইলো। মহান আল্লাহপাক যেন তাকে অতি দ্রুত আরোগ্য দান করেন।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৮

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক আপনার দুআ মঞ্জুর করে আলী ভাইকে সুস্থতা দান করু্ন।

কৃতজ্ঞতাসহ।

২২| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্ট ও মন্তব্যের চাওয়াগুলো পুরন হোক। প্রিয় মুখগুলো ভালো থাকুক।

০১৭৫৯-৯৪..৬০ (নাম্বারটা কি আপনার পরিচিত?)


০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১২

নতুন নকিব বলেছেন:



এই নম্বরটি সদ্য খোলা 'উইঘুর' নামের একটি ব্লগে দেয়া রয়েছে। আমি দেখেছি। কিন্তু এই নাম্বার কার, আমার জানা নেই। এই ভদ্রলোক গতরাতে আমার ব্লগে ফ্লাডিং করেছেন। ৬৫ টি কমেন্ট করেছেন আমার বিভিন্ন পোস্টে। সবগুলো কমেন্টস এ অশ্লীল ছবির সয়লাব। কমেন্ট মডারেশন করে তাকে নিবৃত্ত করতে বাধ্য হয়েছি।

আপনার প্রত্যাশা পূরন হোক। কৃতজ্ঞতা।

২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২

খায়রুল আহসান বলেছেন: সর্বজন শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী এর আশু রোগমুক্তি কামনা করছি। আল্লাহ পাক ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দিন, উনি যেন ওনার অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা দেশ ও দশের আরো বহুদিন ধরে সেবা করে যেতে পারেন। যতদূর মনে পড়ে উনি লো ব্যাক পেইন কিংবা প্রোল্যাপস ডিস্ক রোগে ভুগছিলেন। এটা ভীষণ বেদনাদায়ক এবং যন্ত্রণাময় একটা রোগ, যা আক্রান্তদেরকে একেবারে শয্যাশায়ী করে দেয়। আল্লাহ পাক ওনার সকল ব্যথা বেদনার উপশম করে দিন!
মানবী, কালীদাস, পুলহ, কিরমানী লিটন, মাঈনুদ্দিন মইনুল, প্রমুখ এবং আরো অনেক ব্লগারদেরকে মিস করি, যাদের লেখা পড়তে ভাল লাগতো, যারা আমার ব্লগে এসে কিছু বলে গেলে খুব ভাল লাগতো। তারা তাদের ব্যস্ততা কিংবা মান অভিমান অতিক্রম করে পুনরায় এ ব্লগে প্রত্যাবর্তন করবেন, এটাই আন্তরিকভাবে কামনা করি।
সহব্লগারদের প্রতি আপনার এবং মন্তব্যকারী অন্যান্য পাঠকের হার্দিক সহমর্মিতা দেখে অভিভূত হ'লাম। সকলের প্রতি শুভেচ্ছা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

নতুন নকিব বলেছেন:



সর্বজন শ্রদ্ধেয় ব্লগার ডঃ এম এ আলী এর আশু রোগমুক্তি কামনা করছি। আল্লাহ পাক ওনাকে সম্পূর্ণ সুস্থ করে দিন, উনি যেন ওনার অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দ্বারা দেশ ও দশের আরো বহুদিন ধরে সেবা করে যেতে পারেন। যতদূর মনে পড়ে উনি লো ব্যাক পেইন কিংবা প্রোল্যাপস ডিস্ক রোগে ভুগছিলেন। এটা ভীষণ বেদনাদায়ক এবং যন্ত্রণাময় একটা রোগ, যা আক্রান্তদেরকে একেবারে শয্যাশায়ী করে দেয়। আল্লাহ পাক ওনার সকল ব্যথা বেদনার উপশম করে দিন!

--- বিনয়ের সাথে জানাচ্ছি, আর কারও কথা বলতে পারি না, কোনো কারনে আপনি যদি কিছু দিন আমাদের ছেড়ে দূরে থাকেন নির্ঘাত পোস্ট দিয়ে দেব। খোঁজ খবর না পাওয়া পর্যন্ত অস্থিরতা কাটবে না। আলী ভাইয়ের জন্য সত্যি মন কাঁদে। তার সুস্থাবস্থায় ফিরে আসার জন্য মহান রব্বুল আলামীন এর দরবারে কায়োমনোবাক্যে প্রার্থনা করছি।

আলী ভাইয়ের অসুস্থতা সম্মন্ধে আপনার নিকট থেকে কিছুটা জানতে পেরে ভাল লাগলো। আল্লাহ পাক আপনার আন্তরিক প্রার্থনা কবুল করুন।

মানবী, কালীদাস, পুলহ, কিরমানী লিটন, মাঈনুদ্দিন মইনুল, প্রমুখ এবং আরো অনেক ব্লগারদেরকে মিস করি, যাদের লেখা পড়তে ভাল লাগতো, যারা আমার ব্লগে এসে কিছু বলে গেলে খুব ভাল লাগতো। তারা তাদের ব্যস্ততা কিংবা মান অভিমান অতিক্রম করে পুনরায় এ ব্লগে প্রত্যাবর্তন করবেন, এটাই আন্তরিকভাবে কামনা করি।

--- কালীদাস, মানবীর সাথে আপনি যাদের নাম উল্লেখ করেছেন তারাও অনেক ভাল ব্লগার। তাদের পুন:প্রত্যাবর্তন আমাদেরও একান্ত কামনা।

সহব্লগারদের প্রতি আপনার এবং মন্তব্যকারী অন্যান্য পাঠকের হার্দিক সহমর্মিতা দেখে অভিভূত হ'লাম। সকলের প্রতি শুভেচ্ছা রইলো।

--- ব্লগারগন যেন একটি শরীর। একটি আত্মা। সকলের হৃদয়ছোঁয়া মন্তব্য দেখে প্রানটা ভরে যায়।

আপনার আগমনে মুগ্ধ হলাম। শ্রদ্ধসহ কৃতজ্ঞতা অন্তহীন।

২৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৩

রাকু হাসান বলেছেন:

খুব সম্মানিত একজন । উনার সুস্থতা কামনা করছি । ফিরে আসুক অামাদের । ধন্যবাদ উনাকে পোস্ট করার জন্য ।

০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৩

নতুন নকিব বলেছেন:



আপনার উপলব্ধি সঠিক। আলী ভাই সকলের প্রিয়জন। সম্মানের পাত্র। তার প্রতি আমাদের সকল শুভকামনা। তিনি সুস্থ হয়ে উঠুন দ্রুত। এবং ফিরে আসতে সক্ষম হন ব্লগের এই মায়াময় অঙ্গনে।

আপনার প্রতি কৃতজ্ঞতা পাঠ এবং মন্তব্যে এসে আলী ভাইয়ের সুস্থতার জন্য দুআ কামনায় অংশ নেয়ায়।

২৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি সুস্থ হয়ে উঠুন। ফিরে আসুন আমদের মাঝে।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক আপনার দুআ কবুল করুন। আলী ভাইকে সুস্থতা দান করু্ন।

কৃতজ্ঞতাসহ শুভকামনা।

২৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭

চাঁদগাজী বলেছেন:

ড: আলীর শীঘ্রই সেরে উঠুক এই কামনা করছি; উনি কি ধরণের অসুস্হতায় ভুগছেন, সেটা নিয়ে উনি একটা পোষ্ট দিলে, সবাই নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারবেন; উনি এই নিয়ে পোষ্ট দিলে ভালো হবে।

ব্লগার কালীদাস ফিরে আসুক, সেই কামনা রলো; তবে, উনি একটু "মেকী টাইপের" ব্লগিং করেন; এই ধরণের ব্লগিং'এ ব্লগারেরা নিজেই হাঁপিয়ে উঠেন! ব্লগিং করতে হয় খুবই স্বাভাবিক ভাবে।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫

নতুন নকিব বলেছেন:



আপনার কামনা পূর্ন হোক। ড. আলী ভাই সুস্থতালাভ করে দ্রুত ফিরে আসুন ব্লগে।

কালীদাস ভাল ব্লগার। গুনী ব্যক্তি।

ব্লগার মানবীকে নিয়ে কিছুই বললেন যে! অসাধারন ব্লগিং ক্যাপাসিটি তার। তার সম্মন্ধে আপনার অভিব্যক্তিটা জানতে ইচ্ছে করছে।

কৃতজ্ঞতা অশেষ।

২৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ এই নাম্বার কার, আমার জানা নেই।
ওকে।

@এই ভদ্রলোক গতরাতে আমার ব্লগে ফ্লাডিং করেছেন
ক্লাসলেস গিরগিটিরাও ভদ্রলোক হয় নাকি!!!


আপনি ধর্মীও পোস্ট গুলোতে কমেন্ট মডারেশন/মন্তব্য সেটিংস "করতে পারবেন না" করে রাখবেন। যার ভালো লাগবে লাইক দিবে।


পুনশ্চ:
আমার অনেক পরিচিত লোক ব্লগ পড়ে/ব্লগে আসে। এসব ঘটনায় বেইজ্জতি হতে হয়। কাভাকে বলে লাভ নেই, ওর ঘিলু কম। আপনারই আরো সতর্ক হওয়া প্রয়োজন।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

নতুন নকিব বলেছেন:



আপনার পরামর্শ গুরুত্বপূর্ন। ধন্যবাদ। কৃতজ্ঞতা আবারও ফিরে এসে আন্তরিক পরামর্শ দিয়ে যাওয়ায়।

২৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

আরোগ্য বলেছেন: নকিব ভাই যাদের নাম উল্লেখ করেছেন নতুন হিসেবে সবাই আমার অপরিচিত। তাদের ব্লগ বাড়িতে বিচরণ করার ইচ্ছা পোষণ করছি। সর্বোপরি এম এ আলী ভাই এর আরোগ্য কামনা করছি।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৯

নতুন নকিব বলেছেন:



আপনাদের আমাদের অর্থাত, নবীন প্রবীন সকলের জন্য ড. আলী ভাইয়ের ব্লগে শিক্ষনীয় অনেক কিছু রয়েছে। তার মত গুনীদের ছোঁয়া পেলে মন জুড়িয়ে যায়।

পাঠ এবং মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

২৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

মাহিরাহি বলেছেন: মহান দয়ালু আল্লাহর কাছে আলী ভাইয়ের সুস্থতা কামনা করছি।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫০

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক আপনার দুআ মঞ্জুর করে আলী ভাইকে সুস্থতা দান করু্ন।

কৃতজ্ঞতা জানবেন।

৩০| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪১

সনেট কবি বলেছেন: ড. এম এ আলী মহোদয়কে অনেক মিস করি। আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ্য করুন-আমিন।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

নতুন নকিব বলেছেন:



আল্লাহ পাক আপনার আন্তরিক নেক দুআ কবুল করুন। আলী ভাইকে সুস্থতা দিন।

কৃতজ্ঞতা অনি:শেষ।

৩১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

সুমন কর বলেছেন: ডঃ এম এ আলী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা রইলো। উনাকে আমরা খুব মিস করি।

আর বাকিদের যাদের উল্লেখ করেছেন, তারাও বেশ ভালো ব্লগার। কালিদাশ কি উনার পড়ার নিয়ে ব্যস্ত ? ব্লগার মানবী'কে অনেক দিন ধরেই ব্লগে দেখা যাচ্ছে না..........

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

নতুন নকিব বলেছেন:



ডঃ এম এ আলী ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা রইলো। উনাকে আমরা খুব মিস করি।

--- মহান প্রতিপালক আপনার আন্তরিক মনোবাসনা গ্রহন করুন। আলী ভাইকে সুস্থতা দান করুন।

আর বাকিদের যাদের উল্লেখ করেছেন, তারাও বেশ ভালো ব্লগার। কালিদাশ কি উনার পড়ার নিয়ে ব্যস্ত ? ব্লগার মানবী'কে অনেক দিন ধরেই ব্লগে দেখা যাচ্ছে না..........

--- কালীদাস এবং মানবী দু'জনকেই খুঁজে ফিরি অষ্টপ্রহর।

পোস্টে আগমন, পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা অনি:শেষ।

৩২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: সুস্থতা কামনা করছি।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৪

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। আপনার আরজু মঞ্জুর হোক।

অনেক কৃতজ্ঞতা জানবেন।

৩৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪১

নীলপরি বলেছেন: উনি এখনো সুস্থ হননি শুনে খুব খারপ লাগলো । ওনার সুস্থতা কামনা করছি ।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৬

নতুন নকিব বলেছেন:



আন্তরিক মন্তব্যে আন্তরিক অভিনন্দন।

আপনার কামনা পূর্ন হোক। ড. আলী ভাই সুস্থতালাভ করুন। ব্লগে ফিরে আসুন আবারও। এবং দ্রুত।

কৃতজ্ঞতা অশেষ।

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৫৬

আলআমিন১২৩ বলেছেন: ডঃআলির সূস্হতার জন। পরম করুনাময়ের কাছে প্রারথনা করি।উনি একজন ভালো লেখক।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৭

নতুন নকিব বলেছেন:



আপনি সঠিক বলেছেন। ড. আলী ভাই সুলেখক।

তার সুস্থতা কামনা করায় আপনার প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা।

৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৬

কাওসার চৌধুরী বলেছেন:



ডক্টর এম এ আলী সাহেবের সুস্থতা কামনা করছি। তিনি অত্যন্ত পরিশ্রমী লেখক। আশীর্বাদ করি তিনি সুস্থ হয়ে আবারো আমাদের মাঝে ফিরে আসবেন। শুভ কামনা রইলো উনার প্রতি।

০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

নতুন নকিব বলেছেন:



আপনার সকাতর প্রার্থনা মঞ্জুর করে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন।

কৃতজ্ঞতা অনি:শেষ।

৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:১৫

সাদা মনের মানুষ বলেছেন: এম আলী ভাই দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই কামনা করছি।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০০

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ। আপনার কামনা আল্লাহ পাক পূরন করুন। আলী ভাইয়ের সুস্থতার জন্য প্রার্থনা রেখে যাওয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা।

ভাল থাকুন সারাক্ষন।

৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ডঃ এম এ আলী দ্রুত সুস্থ হয়ে উঠুন । এই কামনা করি । যিনি পোস্ট করেছেন তাকে ও ধন্যবাদ ।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬

নতুন নকিব বলেছেন:



আপনার আন্তরিক বাসনা আল্লাহ পাক পূরন করুন। আলী ভাইয়ের সুস্থতার জন্য প্রার্থনা রেখে যাওয়ায় অনেক অনেক কৃতজ্ঞতা। পোস্টদাতাকে ধন্যবাদ দেয়ায় নিশ্চয়ই খুশি এবং অবশ্যই কৃতজ্ঞতা। কিন্তু 'পোস্টদাতা' বলায় দূরত্ব অনুভব করলুম যেন! আপনার মারিজুয়ানা কততম পর্ব চলছে?

ভাল থাকুন নিরন্তর।

৩৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

সৈয়দ ইসলাম বলেছেন:
কালিদাস সাপ্তাহে শনি ও রবিবার অনলাইনে থাকতেন। কিন্তু উনার উপস্থিতি সত্যি খারাপ লাগার মত। আর মানক

৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৫

সৈয়দ ইসলাম বলেছেন: (টাইপিং মিস্টেকের ধরুন অসম্পূর্ণভাবে মন্তব্য প্রকাশ হয়েগেছে)




কালিদাস সাপ্তাহে শনি ও রবিবার অনলাইনে থাকতেন। কিন্তু উনার অনুপস্থিতি সত্যি খারাপ লাগার মত। আর মানবী তো লাপাত্তা!

ড. আলী ভাইয়ের অতি দ্রুত সুস্থতা কামনা করি।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

নতুন নকিব বলেছেন:



তাই নাকি? কালিদাস সাপ্তাহে শনি ও রবিবার অনলাইনে থাকতেন? এটা তো জানা ছিল না! ধন্যবাদ তথ্যটি জানানোয়। আপনি তো সামুর বেশ পুরনো। প্রথম আইডির কত বছর পেরুলো আপনার?

পাঠ এবং মন্তব্যে আসায় অনি:শেষ কৃতজ্ঞতা এবং শুভকামনা।

৪০| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

দি রিফর্মার বলেছেন: ব্লগে সবচেয়ে বেশি যাকে শ্রদ্ধা করি তিনি হলে ড. এম, এ, আলী। তার মন্তব্য পেলে নিজেকে ধন্য মনে করি। এমন সাদা মনের মানুষকে আল্লাহ্পাক দ্রুত সুস্থতা দান করুন। তার দীর্ঘায়ু কামনা করছি।

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১১

নতুন নকিব বলেছেন:



দারুন বলেছেন। আপনার মত অনেকের কাছেই তিনি এমনই প্রিয় এবং শ্রদ্ধেয়।

প্রার্থনা কবুল করে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করুন।

কৃতজ্ঞতা এবং শুভকামনা আপনার জন্য।

৪১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: নতুন নকিব ,




গত তিন দিন থেকে বাইরে ছিলুম , আজ ফিরেই নির্বাচিত পাতায় ডঃ এম আলীর অসুস্থ্যতার কথা জানলুম আপনার পোস্ট থেকে ।

মহান প্রতিপালকের কাছে অন্তরের গভীর থেকে প্রার্থনা, তিনি যেন ডঃ এম আলীকে সহি সালামতে রাখেন । সৃষ্টির নেয়ামতকে ডঃ এম আলী যেন প্রতিদিন অনুভব করতে এবং প্রশংসা করে যেতে পারেন , তেমন করেই যেন সকল জীবের প্রতিপালক তাঁকে সুস্থ্য রাখেন ।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৬

নতুন নকিব বলেছেন:



নানান ব্যস্ততার কারনে অাপনার সুন্দর এ মন্তব্যটিতে প্রতিমন্তব্যে আসতেও দেরি হয়ে গেল। ক্ষমা করবেন, শ্রদ্ধেয়।

হৃদ্যতাপূর্ন দুআ আল্লাহ পাক কবুল করুন। ড. এম আলী ভাইকে পরিপূর্ন সুস্থতা দান করুন।

অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।

৪২| ২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: পোষ্ট টি বিলম্বে দেখার জন্য কষ্ট বোধ হচ্ছে ।
অনেক দিন বাদে সামুতে ফিরে এসে বিস্ময়ে হতবাক হয়ে গেছি ।
আমার মত সাধারণ একজন ব্লগারকে আপনি
ও ব্লগের সকলে এত ভালবাসেন দেখে ।
শ্রদ্ধায় সকলের প্রতি মন অনুরাগী হয়ে উঠে ।

দু এক কথায় সকলের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষমতা আমার নেই ।
সকলকে পৃথকভাবে জবাব দেয়ার মত শারিরিক অবস্থানেও
এ মহুর্তে আমি নেই । তাই সকলের প্রতি আমার শ্রদ্ধা ও
ভালবাসা ও কৃতজ্ঞতার কথাগুলি পৃথক একট পোষ্টে দিব ভাবছি ।
দয়া করে দেখে নিবেন ।
এই মুল্যবান লেখাটি প্রিয়তে গেল ।

সকলের প্রতি দোয়া থাকল ।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৯

নতুন নকিব বলেছেন:



প্রিয় ভাই, আপনার আগমনে মুগ্ধ হলাম। ধন্য হলাম। চিন্তা মুক্ত হলাম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে আলীশানে বিনীত ফরিয়াদ, তিনি যেন আপনাকে পরিপূর্ন সুস্থাবস্থায় ফিরে আসার তাওফিক দান করেন।

জ্বি, আপনার অনিন্দ্য সুন্দর পোস্টটি দেখেছি। জাজাকুমুল্লাহ।

৪৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: ডঃ এম এ আলী কে এখানে দেখে খানিকটা আশ্বস্ত হ'লাম, যদিও এখনো জানিনা তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন কিনা। আল্লাহ পাক ওনাকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করুন এবং ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন!
@আহমেদ জী এস, আপনার এ সুন্দর প্রার্থনাটা (৪১ নং মন্তব্য) আমার খুব ভাল লেগেছে। ধন্যবাদ, এ কথাগুলোর জন্য।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

নতুন নকিব বলেছেন:



ডঃ এম এ আলী ভাই গতরাতেই প্রথমবারের মত ব্লগে এলেন বহু দিন পরে। ছিলেনও অল্প সময়। তিনি এই পোস্টটিতে একটি মন্তব্য করে আমাদের কৃতার্থ করেছেন। এছাড়াও তিনি একটি পোস্টের মাধ্যমে তার সর্বশেষ অবস্থা অবহিত করেছেন। আমরা তার কিছুটা সুস্থাবস্থায় প্রত্যাবর্তনের ইঙ্গিত জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ। কামনা করছি, তিনি পূর্ন সুস্থ হয়ে উঠুন। এবং আমাদের ধারনা, আল্লাহ পাক আমাদের সকলের দুআকে ফিরিয়ে দিবেন না। অবশ্যই তিনি ডঃ এম এ আলী ভাইকে পূর্ন সুস্থতাদান করবেন।

ডঃ এম এ আলী ভাইয়ের সেই পোস্ট-

কৃতজ্ঞতা সকলের তরে

প্রিয় শ্রদ্ধেয়, মন্তব্যে আসায় আপনার প্রতিও কৃতজ্ঞতা অনি:শেষ।

৪৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

খায়রুল আহসান বলেছেন: ধন্যবাদ, ডঃ এম এ আলী ভাইয়ের সেই পোস্টটার লিঙ্ক দেয়ার জন্য। এখনই যাচ্ছি সেখানে।

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

নতুন নকিব বলেছেন:



আবারও ফিরে এসে এই ধন্যবাদটুকু জানিয়ে যাওয়ার কষ্টটুকু ক'জন সহ্য করতে চায়!

তাই আবারও কৃতজ্ঞতা।

৪৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৯

কালীদাস বলেছেন: মনে রাখার জন্য অনেক ধন্যবাদ :)

আমি ব্লগে জয়েন করার সময় থেকেই চরম অনিয়মিত। এমনিতে যতক্ষণ থাকি, মুটামুটি সব পোস্টেই যাওয়ার চেষ্টা করি। আমার রেগুলার লাইফ শিডিউলে সেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এ বছর সম্ভবত আমার জীবনের সবচেয়ে ব্যস্ত বছর গেছে, যাও একটু ফ্রি সময় ছিল অক্টোবরে, একটা বিপদের কারণে ব্লগে সময় কাটানোর কথা চিন্তা করার অবকাশও ছিল না।

এই দফায় ১০/১৫দিন আছি আশা রাখি, তারপর আবার..... :( কিছু করার নেই, লাইফ!

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.